♠ Roman Reigns vs. Seth Rollins:
◘ এই ম্যাচটি অন্যতম একটি ফেবারিট ম্যাচ এবারের Night of Champions-এর। এই সপ্তাহের “Monday Night Raw” তে মুখোমুখি হয় এই দুজন যেখানে Reigns জয় পায় সহজেই। হয়তো PPV-তে Rollins’র পালা।
অন্যদিকে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে Dean Ambrose. এই "Lunatic Fringe" হয়তো এই ম্যাচে জড়াতে পারে যা Rollins এর হারার কারন হতে পারে।
◘ "লকডাউন" মুভির জন্য সে কয়েকদিন অনুপস্থিত ছিল, তার রিটারনের উপযুক্ত সময় NOC. সে এই ম্যাচে Rollins কে বিভ্রান্ত করতে পারে Dean Ambrose যা Reigns কে জয় এনে দিতে পারে। আরেকটি বড় কারন হলো Reigns বর্তমানে মাত্রারিক্ত পুশ পাচ্ছে। WWE তাকে এই মুহূর্তে হারাবে বলে মনে হয়না।
♥ Winner: Roman Reigns
Credit : #ViperRayan