Sheamus (c) vs. Cesaro: WWE United States Championship Match:

◘ শেমাস এবং সিযারো দুইজনই যেমন শক্তিশালী তেমনই দুর্দান্ত ইন-রিং স্কিলধারী। এই দুই খুবই ইন্টারেস্টিং রেসলারের মধ্যে ফিউডটি WWE Creatives-এর কাছ থেকে ততটা মনোযোগ পায়নি যতটা পাওয়া উচিত ছিল।

◘ ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপটিকে যেন লাইফ সাপোর্টে বাঁচিয়ে রেখেছে WWE। Night of Champions পিপিভিতে কোনরকমে জায়গা করে নিল। শেমাসের টাইটেল রেইনটাও প্রায় নিষ্ক্রিয়ই রাখা হল এতোটা দিন।

◘ যদি WWE Creatives এই টাইটেলটিকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন করে তবে হাতবদল হওয়ার সম্ভাবনা শতভাগ। আমার ধারণা সিযারো চ্যাম্প হয়ে অন্য কোনো ফেস আমেরিকান রেসলারের সাথে ফিউড করবেন যিনি শেষ পর্যন্ত তাকে হারিয়ে চ্যাম্প হবেন। আর তারপর রুসেভ সেই আমেরিকান রেসলারকে হারিয়ে হবেন চ্যাম্প। রুসেভের এই ব্যাপারটি সামনে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ।

◘ আর শেমাস টাইটেল হারালে হয়তো হিল টার্ন করতে পারেন, নইলে তার পুশ পাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না WrestleMania XXXI-এর আগ পর্যন্ত। আমার মতে Elimination Chamber-এ WWE World Heavyweight Championship-এর জন্যে শেমাসের প্রয়োজনীয়তা অনেক।

♥ Winner: and the New WWE United States Champion Cesaro



Sheamus (c) vs. Cesaro ম্যাচের প্রেডিকশন (NOC)


Sheamus (c) vs. Cesaro: WWE United States Championship Match:

◘ শেমাস এবং সিযারো দুইজনই যেমন শক্তিশালী তেমনই দুর্দান্ত ইন-রিং স্কিলধারী। এই দুই খুবই ইন্টারেস্টিং রেসলারের মধ্যে ফিউডটি WWE Creatives-এর কাছ থেকে ততটা মনোযোগ পায়নি যতটা পাওয়া উচিত ছিল।

◘ ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপটিকে যেন লাইফ সাপোর্টে বাঁচিয়ে রেখেছে WWE। Night of Champions পিপিভিতে কোনরকমে জায়গা করে নিল। শেমাসের টাইটেল রেইনটাও প্রায় নিষ্ক্রিয়ই রাখা হল এতোটা দিন।

◘ যদি WWE Creatives এই টাইটেলটিকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন করে তবে হাতবদল হওয়ার সম্ভাবনা শতভাগ। আমার ধারণা সিযারো চ্যাম্প হয়ে অন্য কোনো ফেস আমেরিকান রেসলারের সাথে ফিউড করবেন যিনি শেষ পর্যন্ত তাকে হারিয়ে চ্যাম্প হবেন। আর তারপর রুসেভ সেই আমেরিকান রেসলারকে হারিয়ে হবেন চ্যাম্প। রুসেভের এই ব্যাপারটি সামনে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ।

◘ আর শেমাস টাইটেল হারালে হয়তো হিল টার্ন করতে পারেন, নইলে তার পুশ পাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না WrestleMania XXXI-এর আগ পর্যন্ত। আমার মতে Elimination Chamber-এ WWE World Heavyweight Championship-এর জন্যে শেমাসের প্রয়োজনীয়তা অনেক।

♥ Winner: and the New WWE United States Champion Cesaro