◘ আজকের স্মাকডাউন শুরু হয় জন সিনার দ্বারা। সে বলে, সবাইয়কে তার উপর সন্দেহ করা বন্ধ করা উচিত। সিনা নিজেকে একজন যোদ্ধা বলে সম্বোধন করে বলে যে, সে একজন চ্যাম্পিয়ন হতে চায়। যেদিন সে আর চ্যাম্পিয়ন হতে চাইবেনা সেই দিনটিতে সে আর WWE তে থাকবেনা। সে এই সুত্রেই WWE নেটওয়ার্কেরও কথা বলে, এরপর কেইন এবং সেথ রলিন্স চলে আসে। সিনা কিছু কমেডি করার চেষ্টা করে। এরপর রোমান রেইন্স ক্রাউডএর মধ্যে থেকে আসে। তারপর লাইট নিভে যায় এবং ওঅ্যাট ফ্যামিলির আগমন ঘটে। এরপর ক্রিস জেরিকোর মিউজিক বাজে এবং তার সঙ্গে হেনরি এবং বিগশোও আসে। তারপর শেষে ট্রিপল এইচ আসে এবং আজকের মেইন ইভেন্টের জন্য Cena, Reigns, Jericho, Henry and Show vs. Bray Wyatt, Erick Rowan, Luke Harper, Kane ও Rollins -ম্যাচ ঠিক করে।

♠ Cesaro vs. Dolph Ziggler

শেমাস এই ম্যাচে কমেন্ট্রিতে ছিল। ম্যাচটা দারুন ম্যাচ হয় কিন্তু শেষে রোল আপের মাধ্যমে জিগ্লার জিতে যায়।

♥ Winner : Dolph Ziggler

◘ ম্যাচের পরে সিজারো, জিগ্লারকে অ্যাটাক করে কিন্তু শেমাসের লেগে জিগ্লার বেঁচে যায়।

◘ স্টারডাস্ট এবং গোল্ডডাস্ট আবার উসোসদের উপর প্রোমো কাট করে।

♠ Jimmy Uso vs. Heath Slater

Titus O'Neil এবং Jey Uso রিং সাইটে ছিল।

♥ Winner : Jimmy Uso

◘ এরপর লানা এবং রুসেভ একটা প্রোমো কাটে কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী হয়নি কারন মার্ক হেনরি ইন্টারফেয়ার করে এবং দর্শকদের কাছ থেকে প্রচুর চিয়ার পায়।

♠ Brie Bella vs. Paige

এই ম্যাচে এজে লি এবং নিক্কি বেলা কমেন্ট্রিতে ছিল। তারা একে অপরের সঙ্গে লড়াই শুরু করে দেয়। ব্রি সেখানে যায় তাদের ঝগড়া থামাতে। এরপর রিঙ্গে আস্তেই ব্রি একটা DDT খেয়ে নেয় পেজের কাছে।

♥ Winner : Paige (সম্ভবত)

♠ Bo Dallas vs. Zack Ryder

বো, খুব সহজেই বো-ডগ এর মাধ্যমে ম্যাচটা জিতে নেয়।

♥ Winner : Bo Dallas

◘ এরপর ড্যালাস একটা প্রোমো কাটে কিন্তু জেব কোল্টার এবং জ্যাক সোয়াগার তাতে বাঁধা দেয়। তাদের মধ্যে লড়াই শুরু হলে বো পালিয়ে জেতে বাধ্য হয়।

♠ Cena, Reigns, Jericho, Henry and Show vs. Bray Wyatt, Erick Rowan, Luke Harper, Kane ও Rollins
এটা একটা লম্বা ম্যাচ হয়, শেষে সিনার ফেসের দল জয়লাভ করে যখন, সিনা ট্যাগ পায় এবং সকল হিল মিলে তাকে অ্যাটাক করে। যদিও তারপর সব ফেসেরা তাদের ফিনিশিং মুভ ইউস করে সিনাকে বাঁচায় এবং সেলিব্রেট করে আজকের স্মাকডাউন শেষ করে।

♥ Winner by DQ : Cena, Reigns, Jericho, Henry and Show

◘ ম্যাচের পরে অনেক সিনা এবং জেরিকো চ্যান্ট শোনা যায়।

☻Smack Down রেজাল্ট, ৩ সেপ্টেম্বর ২০১৪


◘ আজকের স্মাকডাউন শুরু হয় জন সিনার দ্বারা। সে বলে, সবাইয়কে তার উপর সন্দেহ করা বন্ধ করা উচিত। সিনা নিজেকে একজন যোদ্ধা বলে সম্বোধন করে বলে যে, সে একজন চ্যাম্পিয়ন হতে চায়। যেদিন সে আর চ্যাম্পিয়ন হতে চাইবেনা সেই দিনটিতে সে আর WWE তে থাকবেনা। সে এই সুত্রেই WWE নেটওয়ার্কেরও কথা বলে, এরপর কেইন এবং সেথ রলিন্স চলে আসে। সিনা কিছু কমেডি করার চেষ্টা করে। এরপর রোমান রেইন্স ক্রাউডএর মধ্যে থেকে আসে। তারপর লাইট নিভে যায় এবং ওঅ্যাট ফ্যামিলির আগমন ঘটে। এরপর ক্রিস জেরিকোর মিউজিক বাজে এবং তার সঙ্গে হেনরি এবং বিগশোও আসে। তারপর শেষে ট্রিপল এইচ আসে এবং আজকের মেইন ইভেন্টের জন্য Cena, Reigns, Jericho, Henry and Show vs. Bray Wyatt, Erick Rowan, Luke Harper, Kane ও Rollins -ম্যাচ ঠিক করে।

♠ Cesaro vs. Dolph Ziggler

শেমাস এই ম্যাচে কমেন্ট্রিতে ছিল। ম্যাচটা দারুন ম্যাচ হয় কিন্তু শেষে রোল আপের মাধ্যমে জিগ্লার জিতে যায়।

♥ Winner : Dolph Ziggler

◘ ম্যাচের পরে সিজারো, জিগ্লারকে অ্যাটাক করে কিন্তু শেমাসের লেগে জিগ্লার বেঁচে যায়।

◘ স্টারডাস্ট এবং গোল্ডডাস্ট আবার উসোসদের উপর প্রোমো কাট করে।

♠ Jimmy Uso vs. Heath Slater

Titus O'Neil এবং Jey Uso রিং সাইটে ছিল।

♥ Winner : Jimmy Uso

◘ এরপর লানা এবং রুসেভ একটা প্রোমো কাটে কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী হয়নি কারন মার্ক হেনরি ইন্টারফেয়ার করে এবং দর্শকদের কাছ থেকে প্রচুর চিয়ার পায়।

♠ Brie Bella vs. Paige

এই ম্যাচে এজে লি এবং নিক্কি বেলা কমেন্ট্রিতে ছিল। তারা একে অপরের সঙ্গে লড়াই শুরু করে দেয়। ব্রি সেখানে যায় তাদের ঝগড়া থামাতে। এরপর রিঙ্গে আস্তেই ব্রি একটা DDT খেয়ে নেয় পেজের কাছে।

♥ Winner : Paige (সম্ভবত)

♠ Bo Dallas vs. Zack Ryder

বো, খুব সহজেই বো-ডগ এর মাধ্যমে ম্যাচটা জিতে নেয়।

♥ Winner : Bo Dallas

◘ এরপর ড্যালাস একটা প্রোমো কাটে কিন্তু জেব কোল্টার এবং জ্যাক সোয়াগার তাতে বাঁধা দেয়। তাদের মধ্যে লড়াই শুরু হলে বো পালিয়ে জেতে বাধ্য হয়।

♠ Cena, Reigns, Jericho, Henry and Show vs. Bray Wyatt, Erick Rowan, Luke Harper, Kane ও Rollins
এটা একটা লম্বা ম্যাচ হয়, শেষে সিনার ফেসের দল জয়লাভ করে যখন, সিনা ট্যাগ পায় এবং সকল হিল মিলে তাকে অ্যাটাক করে। যদিও তারপর সব ফেসেরা তাদের ফিনিশিং মুভ ইউস করে সিনাকে বাঁচায় এবং সেলিব্রেট করে আজকের স্মাকডাউন শেষ করে।

♥ Winner by DQ : Cena, Reigns, Jericho, Henry and Show

◘ ম্যাচের পরে অনেক সিনা এবং জেরিকো চ্যান্ট শোনা যায়।