নানান সূত্র থেকে খবর আসছে যে Stone Cold Steve Austin নাকি ইদানীং তার ফিটনেস ফিরে পেতে জোর ট্রেনিং করে যাচ্ছেন। কয়েকদিন আগে Austin একটা ইন্টারভিউতে খোলামেলা ভাবেই Wrestlemania 31 অথবা 32 তে রিটার্ন করে একটি ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। এসময় Austin বলেছেন যে WM 31 হবে California তে যেটা করলেও করা যায়। কিন্তু WM 32 হবে Austin এর হোমটাউন Texas এ । সেক্ষেত্রে WM 32 তেই তিনি তার আগ্রহ বেশি প্রকাশ করেছেন। কিন্তু উপযুক্ত Creative, Opponent ও টাকা পেলে WM 31 এর সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। এখন দেখা যাক কি হয়।
Credit : #jan_bottom