♦ ব্যাড নিউজ ব্যারেট তাঁর টুইটার আকাউন্টে বলেছেন, যে তিনি WWE -এর কিছু প্রোমোশনাল কাজে ভারতে এই মাসেই আসছেন।  ১৬ই সেপ্টেম্বর থেকে ১৮ই সেপ্টেম্বরে তিনি ভারতের মুম্বাই এবং বাঙ্গালোরে আসবেন।

এইব্যাপারে তিনি তাঁর অফিসিয়াল টুইটার আকাউন্টে একটা টুইট করেছেন যেখানে  নামক ট্রেন্ডও তিনি যোগ করেছেন। নিচে সেই টুইটটা দেওয়া হল- 

◘ যাইহোক, ব্যারেট অনেকদিন ধরেই WWE -এর বাইরে আছেন, কারন স্মাকডাউনের একটা শোতে জ্যাক সোয়াগারএর সঙ্গে হওয়া একটা ম্যাচে তাঁর শোল্ডার ইঞ্জুরি হয়েছিল। সম্ভবত সেপ্টেম্বরেই এই রেস্লার ব্যাক করবে কিন্তু এই ব্যাপারে নিশ্চিত হয়ে কিছু বলা যায় না। 

এখন WWE -এর প্রসার ভারতেও ভালোভাবে হচ্ছে, তো অদুর ভবিষ্যতে WWE -এর শো ভারতেও হবে বলে আশা করছি এবং 9.99 ডলারের WWE নেটওয়ার্কও ভারতে আসতে পারে। 

WWE সুপারস্টার Bad News Barrett আসছেন ভারতে।


♦ ব্যাড নিউজ ব্যারেট তাঁর টুইটার আকাউন্টে বলেছেন, যে তিনি WWE -এর কিছু প্রোমোশনাল কাজে ভারতে এই মাসেই আসছেন।  ১৬ই সেপ্টেম্বর থেকে ১৮ই সেপ্টেম্বরে তিনি ভারতের মুম্বাই এবং বাঙ্গালোরে আসবেন।

এইব্যাপারে তিনি তাঁর অফিসিয়াল টুইটার আকাউন্টে একটা টুইট করেছেন যেখানে  নামক ট্রেন্ডও তিনি যোগ করেছেন। নিচে সেই টুইটটা দেওয়া হল- 

◘ যাইহোক, ব্যারেট অনেকদিন ধরেই WWE -এর বাইরে আছেন, কারন স্মাকডাউনের একটা শোতে জ্যাক সোয়াগারএর সঙ্গে হওয়া একটা ম্যাচে তাঁর শোল্ডার ইঞ্জুরি হয়েছিল। সম্ভবত সেপ্টেম্বরেই এই রেস্লার ব্যাক করবে কিন্তু এই ব্যাপারে নিশ্চিত হয়ে কিছু বলা যায় না। 

এখন WWE -এর প্রসার ভারতেও ভালোভাবে হচ্ছে, তো অদুর ভবিষ্যতে WWE -এর শো ভারতেও হবে বলে আশা করছি এবং 9.99 ডলারের WWE নেটওয়ার্কও ভারতে আসতে পারে।