◘ অনেকদিন ধরেই WWE Magazine বন্ধ হয়ে যাওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছিল তা অবশেষে সত্যি হল। WWE Magazine এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে সবাইকে "Thank you." জানিয়ে একটি টুইট পোষ্ট করা হয়। পরবর্তীতে আরও কয়েকটি টুইটের মাধ্যমে তারা এটি নিশ্চিত করে । এর মাধ্যমে ম্যাগাজিন এর কর্মচারীরা বিদায় জানিয়ে তাদের কর্মস্থল ত্যাগ করেছেন। আগামী মাসের 21 তারিখ প্রকাশিত হবে "WWE Magazine" এর শেষ সংখ্যা। এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল 1983 সালে “WWF Victory Magazine” নামে। 

◘ ত্রিশ বছরের পথচলার পর অবশেষে WWE এর ইতি টানছে। সর্বশেষ সংস্করণটিতে প্রধান Feature এ থাকছে "The Shield" এর তিন কান্ডারী Reigns, Ambrose ও Rollins অর্থাৎ WWE এর তিন ভবিষ্যৎ তারকা।

◘ WWE Magazine বন্ধের মূল কারন হল অনেকাংশে এর বিক্রয় কমে যাওয়া। বর্তমানে ইন্টারনেটের যুগে টাকা দিয়ে Magazine কেনার চেয়ে সবাই ওয়েবসাইটকেই বেশি পছন্দ করে। তাই WWE তাদের প্রযুক্তি খাতে আরও মনযোগ দিতে এটাকে বন্ধ করে দিল।


এখন একটাই জিনিস বলার...গুড বাই WWE ম্যাগাজিন।

Credit : #jan_bottom




WWE Magazine -এর শেষ সংস্করণ প্রকাশিত হতে চলেছে (১৯৮৩-২০১৪)


◘ অনেকদিন ধরেই WWE Magazine বন্ধ হয়ে যাওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছিল তা অবশেষে সত্যি হল। WWE Magazine এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে সবাইকে "Thank you." জানিয়ে একটি টুইট পোষ্ট করা হয়। পরবর্তীতে আরও কয়েকটি টুইটের মাধ্যমে তারা এটি নিশ্চিত করে । এর মাধ্যমে ম্যাগাজিন এর কর্মচারীরা বিদায় জানিয়ে তাদের কর্মস্থল ত্যাগ করেছেন। আগামী মাসের 21 তারিখ প্রকাশিত হবে "WWE Magazine" এর শেষ সংখ্যা। এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল 1983 সালে “WWF Victory Magazine” নামে। 

◘ ত্রিশ বছরের পথচলার পর অবশেষে WWE এর ইতি টানছে। সর্বশেষ সংস্করণটিতে প্রধান Feature এ থাকছে "The Shield" এর তিন কান্ডারী Reigns, Ambrose ও Rollins অর্থাৎ WWE এর তিন ভবিষ্যৎ তারকা।

◘ WWE Magazine বন্ধের মূল কারন হল অনেকাংশে এর বিক্রয় কমে যাওয়া। বর্তমানে ইন্টারনেটের যুগে টাকা দিয়ে Magazine কেনার চেয়ে সবাই ওয়েবসাইটকেই বেশি পছন্দ করে। তাই WWE তাদের প্রযুক্তি খাতে আরও মনযোগ দিতে এটাকে বন্ধ করে দিল।


এখন একটাই জিনিস বলার...গুড বাই WWE ম্যাগাজিন।

Credit : #jan_bottom