◘ আজকের RAW শুরু করে ডিন আম্ব্রোস, সে আগের মাসের ব্যাপারে বলে যে কিভাবে সেথ রলিন্স তাকে অ্যাটাক করেছিল। সে আরও বলে যে সে এই রিং ছাড়ছে না যতক্ষণ না পর্যন্ত সে সেথ রলিন্সকে ধোলাই দেয় এবং তারপর সে একটা চেয়ার আনে এবং রিঙ্গের মাঝখানে বসে পড়ে।


◘ জন সিনার মিউজিক হিট করে এবং সে আসার পর একটা মিশ্রিত চ্যান্ট পায়। আম্ব্রোস সিনাকে বলে যে, সে সিনাকে দেখে খুব একটা খুশী হয়নি এবং সে সিনাকে আরও বলে যে এমন কারন না তৈরি হয় জাতে সে সিনাকে লাইক না করে। 


◘ সিনা বলে যে তাদের দুজনেরই একই ধরনের ইন্টারেস্ট আছে কারন সেও আজকে রলিন্সকে ধোলাই দিতে চায়। আম্ব্রোসকে দেখে এখনও মনে হচ্ছে যে সে সিনার কথায় ইম্প্রেস হয়নি এবং কোন গুরুত্বও দেয় না, সিনাকে দেখে মনে হচ্ছে যে সে তার সঙ্গে ফাইট করতে চায়। এরপর ট্রিপল এইচের মিউজিক হিট করে এবং সে Kane, Stephanie, Orton এবং Rollins-এর সাথে আসে।

◘ এরপর আম্ব্রোস এবং সিনা তাদের দিকে তেরে যায় এবং আম্ব্রোস ও রলিন্স ক্রাউডের মধ্যে ফাইট শুরু করে এবং সিনা তাদের দিকেই যায়। তারপর ব্যাকস্টেজেও ফাইট চলতে থাকে এবং সেথ কোনরকমে সিনা এবং আম্ব্রোসকে এড়িয়ে একটা গাড়িতে করে পালিয়ে যায়। আম্ব্রোস থামাবার চেষ্টা করলেও পারেনি এবং সেথ চলে জাবার পরে সিনা ও ডিন একে অপরকে দেখা ছাড়া আর কিছুই করতে পারেনি। 

◘ এবার ট্রিপল এইচকে দেখা যায়। সে কেইনকে অর্ডার করে আম্ব্রোস এর সঙ্গে ম্যাচ খেলতে এবং অরটনকে দেয় সিনার সঙ্গে ম্যাচ। এরপর মিজ তার IC টাইটেল রিম্যাচের জন্য রিংএ আসে। মিজের হাতে যেমন তার আসল IC টাইটেল ছিল তেমনই সান্ডোউ এর হাতে IC টাইটেল-এর একটা রেপ্লিকা ছিল...দারুন ব্যাপার। :v

♠ Dolph Ziggler vs. Miz (IC Title Match) 

শেষের দিকে জিগ্লার মিজকে Fame-asser মারে এবং দুই কাইন্ট পর্যন্ত নিয়ে যায়। এরপর মিজ রোলআপের চেষ্টা করলেও জিগ্লার কাউন্টার করে এবং মিজকে পিন করে ম্যাচ জিতে নেয়। 

♥ Winner and new IC champion: Dolph Ziggler



♠ Jack Swagger vs. Bo Dallas

এটা একটা শর্ট ম্যাচ হয়। শেষে স্বাগার তার Patriot Lock -এর মাধ্যমে সাবমিশনে জয়লাভ করে। 

♥ Winner: Jack Swagger


♠ Summer Rae vs. Natalya

লায়লা আপ্রনে উঠে Natalya কে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে কিন্তু এটা কোন কাজে লাগেনি, Natalya সামার কে Sharpshooter দিয়ে সাবমিট করায় এবং জয় লাভ করে। 

♥ Winner: Natalya

♠ Kane vs. Dean Ambrose

তাদের মধ্যে একটা মোটামোটি ভালো ম্যাচ চলে। কিন্তু ম্যাচ চলাকালিন হঠাৎ করে সেথ রলিন্স চলে আসে এবং আম্ব্রোসকে মারতে লাগে, এবং রেফারি তখন বেল বাজিয়ে দেয় এবং আম্ব্রোসকে উইনার করে ডিস্কোয়ালিফিকেশনের জন্য। 

♥ Winner by DQ: Dean Ambrose


◘ এরপর দেখা যায় ট্রিপল এইচ কেইন এবং সেথের সঙ্গে কথা বলছে, কিন্তু হঠাৎ করে আম্ব্রোস চলে  আসে এবং তাদেরকে অ্যাটাক করে। কয়েকজন অফিসিয়াল আসে এবং স্টেফিনির অর্ডারে তারা আম্ব্রোসকে ধরে নিয়ে গিয়ে একটা রুমে লক করে দেয়। 

♠ The Usos and Sheamus vs. Gold and Stardust and Cesaro

এদের মধ্যে একটা ভালো ম্যাচ হয়। শেষে জিমি ডাস্ট ব্রাদারদেরকে Superfly splash মারতে গেলে গোল্ডডাস্ট তার হাঁটু উচু করে দেয় এবং তার ফাইনাল কাট মারে। কিন্তু শেমাস এইবারের মতো ম্যাচটাকে বাচিয়ে দেয়। সে আপ্রোনে স্টারডাস্টকে একটা ব্রোজ কিক মারে এবং তারপর উসোসরা একটা সুপারকিক এবং Superfly splash মেরে ম্যাচটা খতম করে এবং জয়ি হয়। 

♥ Winners: Sheamus and The Usos

◘ এরপর দেখা যায় সেথ, দ্য ভাইপারের সঙ্গে কথা বলছে। সে বলে যে, অরটন সিনার সঙ্গে ম্যাচে রাজি হয়ে দারুন কাজ করেছে এবং তার কাজে একটা সারপ্রাইজ আছে এবং সে ও কেইন ম্যাচটাতে রিংসাইডেই থাকবে।

◘ আম্ব্রোসকে গার্ড দিবার জন্য কিছু অল্প সিকিউরিটির আয়োজন করা হয়েছে। এরপর মার্ক হেনরি রিঙ্গে আসে। মার্ক প্রায় কেঁদে কেঁদে বলে যে সে অ্যামেরিকা বাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে কারন সে রুসেভ এর সঙ্গে হেরে পুরা আমেরিকাকে অপমানিত করেছে। এরপর রুসেভ এর মিউজিক হিট করে এবং লানাও আসে, লানা আমেরিকাকে নিয়ে একটু মজা করে এবং বলে যে আরও একটা মার্ক vs. রুসেভ ম্যাচ হওয়া দরকার। হেনরি বলে যে তাই হবে এবং মনে হচ্ছে পরের মাচেই এরা দুজনে খেলবে। 

♠ Mark Henry vs. Rusev

তাদের মধ্যে ভালো  ফাইট হয় এবং ম্যাচের একপর্যায়ে, তারা দুজনেই রিঙ্গের বাইরে ছিল। হেনরি রুসেভকে স্টিল স্টেপে ছুরে মারে এবং তারপর তাকে JYD headbutt দিয়ে আরও আঘাত করে।

কিন্তু এরপর সে স্প্লাশ দিতে গেলে রুসেভ সরে যায় এবং সে নিজেই আহত হয়, এরপর রুসেভ তার স্টাইল দেখায় এবং হেনরির ঘুরার অপেক্ষা করে। সে তার পায়ে দারাতেই পারেনি, সেজন্য রুসেভ আকোলেডের সাহায্যে কিতে যায়। 

♥ Winner: Rusev

♠ Slater and The Gator vs. Adam Rose and The Bunny

Party Foul -এর মাধ্যমে রোস জয়লাভ করে। 

♥ Winners: Rose and Rabbit

♠ AJ vs. Nikki Bella

ব্লাক উইডোর সাহায্যে এজে লি জয়লাভ করে। 

♥ Winner: AJ

♠ Randy Orton vs. John Cena 

তাদের মধ্যে ভালো ম্যাচ চলে কিন্তু সিনা অরটনকে STF দিয়ে লক করতেই কেইন এবং রলিন্স আসে এবং সিনাকে অ্যাটাক করে ডিস্কোয়ালিফিকেশন ঘটায়। 

♥ Winner by DQ: John Cena

◘ এরপর সিনা সবাইয়ের সঙ্গেই লড়াই করার চেষ্টা করে কিন্তু তাড়াতাড়ি রলিন্স এর একটা কিক এবং কেইন এর একটা চোকস্লাম খেয়ে কাবু হয়ে যায়। 

◘ এরপর কেইন আনাউন্স টেবিল ক্লিয়ার করে এবং সেথ বক্স গুলিকে বাইরে ফেলে, কিন্তু তারপরেই দেখা যায় কে আনাউন্স টেবিলের নীচে ঢুকে ছিল আম্ব্রোস। 
সে সবাইকেই মারতে লাগে এবং টেবিল থেকে লাফিয়ে এসে আবার তিনজনকেই অ্যাটাক করে এবং সেথকে রিঙ্গে নিয়ে গিয়ে একটা জোরদার clothesline দেয়। কিন্তু কেইন তাকে চোকস্লাম দিতে গেলে সিনা এসে বাঁচায় এবং কেইনকে AA দিয়ে হিট করে, এবং আজকের Raw সিনা এবং আম্ব্রোসকে দিয়ে শেষ হয় যারা শেষপর্যন্ত রিঙ্গে দাড়িয়ে ছিল। 

☻WWE Raw রেজাল্ট, ২৩ সেপ্টেম্বর ২০১৪


◘ আজকের RAW শুরু করে ডিন আম্ব্রোস, সে আগের মাসের ব্যাপারে বলে যে কিভাবে সেথ রলিন্স তাকে অ্যাটাক করেছিল। সে আরও বলে যে সে এই রিং ছাড়ছে না যতক্ষণ না পর্যন্ত সে সেথ রলিন্সকে ধোলাই দেয় এবং তারপর সে একটা চেয়ার আনে এবং রিঙ্গের মাঝখানে বসে পড়ে।


◘ জন সিনার মিউজিক হিট করে এবং সে আসার পর একটা মিশ্রিত চ্যান্ট পায়। আম্ব্রোস সিনাকে বলে যে, সে সিনাকে দেখে খুব একটা খুশী হয়নি এবং সে সিনাকে আরও বলে যে এমন কারন না তৈরি হয় জাতে সে সিনাকে লাইক না করে। 


◘ সিনা বলে যে তাদের দুজনেরই একই ধরনের ইন্টারেস্ট আছে কারন সেও আজকে রলিন্সকে ধোলাই দিতে চায়। আম্ব্রোসকে দেখে এখনও মনে হচ্ছে যে সে সিনার কথায় ইম্প্রেস হয়নি এবং কোন গুরুত্বও দেয় না, সিনাকে দেখে মনে হচ্ছে যে সে তার সঙ্গে ফাইট করতে চায়। এরপর ট্রিপল এইচের মিউজিক হিট করে এবং সে Kane, Stephanie, Orton এবং Rollins-এর সাথে আসে।

◘ এরপর আম্ব্রোস এবং সিনা তাদের দিকে তেরে যায় এবং আম্ব্রোস ও রলিন্স ক্রাউডের মধ্যে ফাইট শুরু করে এবং সিনা তাদের দিকেই যায়। তারপর ব্যাকস্টেজেও ফাইট চলতে থাকে এবং সেথ কোনরকমে সিনা এবং আম্ব্রোসকে এড়িয়ে একটা গাড়িতে করে পালিয়ে যায়। আম্ব্রোস থামাবার চেষ্টা করলেও পারেনি এবং সেথ চলে জাবার পরে সিনা ও ডিন একে অপরকে দেখা ছাড়া আর কিছুই করতে পারেনি। 

◘ এবার ট্রিপল এইচকে দেখা যায়। সে কেইনকে অর্ডার করে আম্ব্রোস এর সঙ্গে ম্যাচ খেলতে এবং অরটনকে দেয় সিনার সঙ্গে ম্যাচ। এরপর মিজ তার IC টাইটেল রিম্যাচের জন্য রিংএ আসে। মিজের হাতে যেমন তার আসল IC টাইটেল ছিল তেমনই সান্ডোউ এর হাতে IC টাইটেল-এর একটা রেপ্লিকা ছিল...দারুন ব্যাপার। :v

♠ Dolph Ziggler vs. Miz (IC Title Match) 

শেষের দিকে জিগ্লার মিজকে Fame-asser মারে এবং দুই কাইন্ট পর্যন্ত নিয়ে যায়। এরপর মিজ রোলআপের চেষ্টা করলেও জিগ্লার কাউন্টার করে এবং মিজকে পিন করে ম্যাচ জিতে নেয়। 

♥ Winner and new IC champion: Dolph Ziggler



♠ Jack Swagger vs. Bo Dallas

এটা একটা শর্ট ম্যাচ হয়। শেষে স্বাগার তার Patriot Lock -এর মাধ্যমে সাবমিশনে জয়লাভ করে। 

♥ Winner: Jack Swagger


♠ Summer Rae vs. Natalya

লায়লা আপ্রনে উঠে Natalya কে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে কিন্তু এটা কোন কাজে লাগেনি, Natalya সামার কে Sharpshooter দিয়ে সাবমিট করায় এবং জয় লাভ করে। 

♥ Winner: Natalya

♠ Kane vs. Dean Ambrose

তাদের মধ্যে একটা মোটামোটি ভালো ম্যাচ চলে। কিন্তু ম্যাচ চলাকালিন হঠাৎ করে সেথ রলিন্স চলে আসে এবং আম্ব্রোসকে মারতে লাগে, এবং রেফারি তখন বেল বাজিয়ে দেয় এবং আম্ব্রোসকে উইনার করে ডিস্কোয়ালিফিকেশনের জন্য। 

♥ Winner by DQ: Dean Ambrose


◘ এরপর দেখা যায় ট্রিপল এইচ কেইন এবং সেথের সঙ্গে কথা বলছে, কিন্তু হঠাৎ করে আম্ব্রোস চলে  আসে এবং তাদেরকে অ্যাটাক করে। কয়েকজন অফিসিয়াল আসে এবং স্টেফিনির অর্ডারে তারা আম্ব্রোসকে ধরে নিয়ে গিয়ে একটা রুমে লক করে দেয়। 

♠ The Usos and Sheamus vs. Gold and Stardust and Cesaro

এদের মধ্যে একটা ভালো ম্যাচ হয়। শেষে জিমি ডাস্ট ব্রাদারদেরকে Superfly splash মারতে গেলে গোল্ডডাস্ট তার হাঁটু উচু করে দেয় এবং তার ফাইনাল কাট মারে। কিন্তু শেমাস এইবারের মতো ম্যাচটাকে বাচিয়ে দেয়। সে আপ্রোনে স্টারডাস্টকে একটা ব্রোজ কিক মারে এবং তারপর উসোসরা একটা সুপারকিক এবং Superfly splash মেরে ম্যাচটা খতম করে এবং জয়ি হয়। 

♥ Winners: Sheamus and The Usos

◘ এরপর দেখা যায় সেথ, দ্য ভাইপারের সঙ্গে কথা বলছে। সে বলে যে, অরটন সিনার সঙ্গে ম্যাচে রাজি হয়ে দারুন কাজ করেছে এবং তার কাজে একটা সারপ্রাইজ আছে এবং সে ও কেইন ম্যাচটাতে রিংসাইডেই থাকবে।

◘ আম্ব্রোসকে গার্ড দিবার জন্য কিছু অল্প সিকিউরিটির আয়োজন করা হয়েছে। এরপর মার্ক হেনরি রিঙ্গে আসে। মার্ক প্রায় কেঁদে কেঁদে বলে যে সে অ্যামেরিকা বাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে কারন সে রুসেভ এর সঙ্গে হেরে পুরা আমেরিকাকে অপমানিত করেছে। এরপর রুসেভ এর মিউজিক হিট করে এবং লানাও আসে, লানা আমেরিকাকে নিয়ে একটু মজা করে এবং বলে যে আরও একটা মার্ক vs. রুসেভ ম্যাচ হওয়া দরকার। হেনরি বলে যে তাই হবে এবং মনে হচ্ছে পরের মাচেই এরা দুজনে খেলবে। 

♠ Mark Henry vs. Rusev

তাদের মধ্যে ভালো  ফাইট হয় এবং ম্যাচের একপর্যায়ে, তারা দুজনেই রিঙ্গের বাইরে ছিল। হেনরি রুসেভকে স্টিল স্টেপে ছুরে মারে এবং তারপর তাকে JYD headbutt দিয়ে আরও আঘাত করে।

কিন্তু এরপর সে স্প্লাশ দিতে গেলে রুসেভ সরে যায় এবং সে নিজেই আহত হয়, এরপর রুসেভ তার স্টাইল দেখায় এবং হেনরির ঘুরার অপেক্ষা করে। সে তার পায়ে দারাতেই পারেনি, সেজন্য রুসেভ আকোলেডের সাহায্যে কিতে যায়। 

♥ Winner: Rusev

♠ Slater and The Gator vs. Adam Rose and The Bunny

Party Foul -এর মাধ্যমে রোস জয়লাভ করে। 

♥ Winners: Rose and Rabbit

♠ AJ vs. Nikki Bella

ব্লাক উইডোর সাহায্যে এজে লি জয়লাভ করে। 

♥ Winner: AJ

♠ Randy Orton vs. John Cena 

তাদের মধ্যে ভালো ম্যাচ চলে কিন্তু সিনা অরটনকে STF দিয়ে লক করতেই কেইন এবং রলিন্স আসে এবং সিনাকে অ্যাটাক করে ডিস্কোয়ালিফিকেশন ঘটায়। 

♥ Winner by DQ: John Cena

◘ এরপর সিনা সবাইয়ের সঙ্গেই লড়াই করার চেষ্টা করে কিন্তু তাড়াতাড়ি রলিন্স এর একটা কিক এবং কেইন এর একটা চোকস্লাম খেয়ে কাবু হয়ে যায়। 

◘ এরপর কেইন আনাউন্স টেবিল ক্লিয়ার করে এবং সেথ বক্স গুলিকে বাইরে ফেলে, কিন্তু তারপরেই দেখা যায় কে আনাউন্স টেবিলের নীচে ঢুকে ছিল আম্ব্রোস। 
সে সবাইকেই মারতে লাগে এবং টেবিল থেকে লাফিয়ে এসে আবার তিনজনকেই অ্যাটাক করে এবং সেথকে রিঙ্গে নিয়ে গিয়ে একটা জোরদার clothesline দেয়। কিন্তু কেইন তাকে চোকস্লাম দিতে গেলে সিনা এসে বাঁচায় এবং কেইনকে AA দিয়ে হিট করে, এবং আজকের Raw সিনা এবং আম্ব্রোসকে দিয়ে শেষ হয় যারা শেষপর্যন্ত রিঙ্গে দাড়িয়ে ছিল।