◘ আজকের Raw -এর প্রি-শোতে আলেক্স রিলেই বলে যে হাল্ক হোগান আজকের "র" -তে থাকবে। তারা Breast Cancer Awareness মাসের ব্যাপারে বলে যেটা আজকে রাত থেকেই শুরু হবে।
◘ USA নেটওয়ার্কে "র" লাইভ ছিল এবং আগের সপ্তাহের ইভেন্টের একটা রিক্যাপ ভিডিও দেখানো হয়, আজকের "র" হবে CM Punk -এর হোমটাউন চিকাগোতে।
◘ স্টেফনি মিকম্যান এবং ট্রিপল এইচ আজকের শো শুরু করে এবং সাথে সাথেই ক্রাউডরা সবাই মিলে সি এম পাঙ্ক চ্যান্ট শুরু করে দেয় যেটা প্রত্যাশিত ছিল। স্টেফনি এই ইয়র্কার ডেলিভারিকে ছক্কা হাঁকিয়ে বলে যে ক্রাউডরা একটা কুইটারের জন্য এত চ্যান্ট করছে কেন?? তারা ডিন আম্ব্রোসের ব্যাপারে বলে কিন্তু পল হেইম্যান চলে আসে। হেইমান বলে যে NOC তে যা হয়েছে তাতে লেস্নার খুব আপসেট হয়েছে। এরপর হেইম্যান রলিন্সের পেছন থেকে এসে আঘাত করার কথা বলে, এবং এরপর রলিন্স আসে।
◘ রলিন্স বলে যে NOC তে ক্যাশ ইনের আইডিয়াটা অথরিটির নয় তার নিজের ছিল। এরপর সে বলে যে সিনাকে চ্যাম্পিয়ন হিসাবে আর কেউই দেখতে চাইনা, (তখন দর্শকরা তাকে চিয়ার করে) এছারাও রলিন্স ক্যাশ ইন করার আরও কিছু ভালো কারন দেখায় এবং CM Punk চ্যান্ট সাময়িক খতম হয়ে যায়। এরপর ডীন আম্ব্রোস বিগ স্ক্রিনে আসে এবং তার হাতে ছিল সেই MITB ব্রিফকেশ। সে রলিন্সকে বলে যে নিজে এসে ব্রিফকেশটা নিয়ে জাও। কিন্তু তারপর সিনা চলে আসে এবং রলিন্সকে অ্যাটাক করে। শেষপর্যন্ত ক্রাউডদের মধ্যে দিয়ে রলিন্স পালিয়ে যায় এবং এইভাবেই সেগমেন্টটা খতম হয়।
♠ Dolph Ziggler vs. Miz vs. Cesaro (IC Title Match)
এটা একটা দারুন ম্যাচ হয়, সবথেকে ভালো খেলে জিগ্লার নিজেই। শেষে জিগ্লার মিজকেই ফিগার ফোর লকে আটকায়, কিন্তু সিজারো এসে সেটাকে ভেঙ্গে দেয় এবং জিগ্লারের উপর দুই কাউন্ট পায়। শেষে মিজকে সুপারকিক দিয়ে জিগ্লার তার টাইটেল রিটেইন করে।
♥ Winner: Dolph Ziggler
◘ এরপর Noble এবং Mercury, দ্য গ্রেট খালিকে সোধাই যে আম্ব্রোস কোথায় আছে, কিন্তু না জানার ভান করে খালি।
◘ ওয়াট ফ্যামিলির একটা দারুন প্রোমো দেখা যায়।
◘ এরপর স্টেফনি বলে যদি আম্ব্রোসকে না খুজতে পারে তাহলে Noble এবং Mercury -কে ফায়ার করে দেওয়া হবে। এরপর সান্ডোউ এবং মিজ তাদের কাছে আসে এবং সান্ডোউ এমনভাবে কথা বলে যেন সেই আসল মিজ!! ট্রিপল এইচ বলে সান্ডোউ তাকে অনেক হাসিয়েছে এবং পুরষ্কার হিসাবে আজকে শেমাসের সঙ্গে একটা ম্যাচ পাবে!!
♠ Layla vs. Rosa
লায়লা, রোসাকে ফিনিশিং মুভ মারে এবং ম্যাচটা জিতে যায়।
♥ Winner: Layla
◘ এরপর আম্ব্রোসকে দেখা যায়, সে ব্রিফকেস হাতে করে রিঙ্গের দিকে আসে তাও আবার লুকিয়ে। নিচ থেকে একটা টেবিল বার করে সে ব্রিফকেসটাকে টেবিলের উপরে সেট করে, এবং একটা মাইক হাতে নেয়। এরপর সে একটা সুন্দর প্রোমো কাটে এবং সেথ রলিন্স কিছু সিকিউরিটি গার্ড নিয়ে সেখানে আসে তার ব্রিফকেস নিবার জন্য। আম্ব্রোস বলে এই সিকিউরিটি গার্ডরাই কী আগের সপ্তাহের Rosebuds ছিল।
◘ সে কেশটাকে রিঙ্গের মধ্যে রেখে ক্রাউডদের মধ্যে চলে যায় এবং রলিন্সকে বলে এসে সেটাকে নিয়ে জেতে। এরপর রলিন্স তাই করে কিন্তু যখন সে তার কেশটাকে ওপেন করে তখন সেখান থেকে সবুজ রঙের স্প্রে নির্গত হয়।
আম্ব্রোস এমন ভান করে যেন কিছুই জানতোনা এই ব্যাপারে কিন্তু তারপর হাসতে শুরু করে। এইভাবেই সেগমেন্টটা শেষ হয়।
♠ Mark Henry vs. Bo Dallas
ড্যালাস একটা Vaderbomb-কে কাউন্টার ক অরে এবং একটা বো-ডগের মাধ্যমে পিন লাভ করে এবং জিতে যায়...হ্যাঁ আপনি ঠিকি দেখেছেন , ড্যালাস ওয়ার্ল্ড'স স্ট্রঙ্গেস্ট ম্যান কে হারিয়ে দিল, আপ্নিও পারবেন যদি বোলিভ করেন :v
♥ Winner: Bo Dallas
◘ এরপর ব্যাকস্টেজে রিনির সঙ্গে ইন্টারভিউ দেওয়ার সময় হেনরি, বো ড্যালাসকে অ্যাটাক করে।
♠ Brie Bella vs. Eva Marie and Cameron
রোল-আপের মাধ্যমে ব্রি জয়লাভ করে।
♥ Winner: Brie Bella
♠ Los Matadores vs. Slater Gator
ডিস্ট্রাকশনের মাধ্যমে স্লেটার জয় লাভ করে।
♥ Winners: Slater Gator
◘ এরপর রুসেভ ও লানার সঙ্গের বিগ শোর একটা সেগমেন্ট হয়, যেটাতে বিগ-শো এগিয়ে থাকে।
◘ আজকে অনেক ডিভাস ম্যাচ হচ্ছে। -_-
♠ AJ vs. Alicia Fox
পেইজের ঘটানো ডিস্ট্রাকশনের মাধ্যমে scissor কিক দিয়ে ফক্স জয়লাভ করে।
♥ Winner: Alicia Fox
♠ Damien Mizdow vs. Sheamus
ডেমিয়েনের বুকে সেই ১০ বার আঘাত করে একটা ব্রোজ কিকের মাধ্যমে শেমাস জয়লাভ করে।
♥ Winner: Sheamus
◘ এরপর হাল্ক হোগান আসে আজকে রাতের সবথেকে আলোচিত সেগ্মমেন্টের জন্য। সে প্রধানত ব্রেস্ট ক্যান্সারের Susan G. Komen ফাউন্ডেশনের ব্যাপারে বলে।
◘ এরপর ব্যাকষ্টেজে দেখা যায় যে অরটন এবং কেইন আলোচনা করছে যে সেথ রলিন্সের ফাইট তাদেরকে লড়তে হচ্ছে এবং তারা এইব্যাপারে মোটেও খুশি নয়। স্টেফনি আসে এবং বলে যে তারা হল একটা ফ্যামিলি, যেখানে একজনে আরেকজনের উপরে ভরসা করে দাড়িয়ে থাকে।
◘ এরপর আজকের মেইন ইভেন্টের জন্য ডিন আম্ব্রোস প্রথমে আসে।
♠ John Cena and Dean Ambrose vs. Kane and Randy Orton
সিনা এবং অরটন ম্যাচ শুরু করে, শেষে সিনাকে মারতে মারতে কেইনের কর্নারে নিয়ে গিয়ে তাকে ট্যাগ দেয় অরটন। তাদের মধ্যে ভালো ফাইট চলতে থাকে। শেষে আম্ব্রোস কেইনকে মারার পড়ে রিঙ্গে এসে অরটনকে একটা সুইসাইট ড্রাইভ দেয় এবং Dirty Deeds -এর মাধ্যমে তাকে প্রায় ফিনিশ করে দেয় , কিন্তু পিন করতে গেলে সেথ সেটাকে ব্রেক করে দেয় এবং সিনা ও আম্ব্রোস DQ -এর মাধ্যমে জয়ি হয়।
♥ Winners by DQ: Cena and Ambrose
◘ এরপরেও তাদের ফাইট চলতে থাকে। সিনা এবং আম্ব্রোস মিলে রলিন্সকে মারার চেষ্টা করে। অরটন তাকে সাহায্যের চেষ্টা করলে সিনা তাকে ছুড়ে ফেলে দেয়। আম্ব্রোস সিনার উপর দিয়ে ড্রাইভ মারে জাতে সেও সেথকে মারতে পারে কিন্তু সিনা তাকে ধরে ফেলে দেয় জাতে সে নিজেই রলিন্স এর উপর তার পাঞ্চ চালিয়ে জেতে পারে।।
আম্ব্রোস সিনাকে রিঙ্গের বাইরে ফেলে দেয় কিন্তু এটার মাধ্যমে সে নিজের বিপদ ডেকে আনে কারন রিঙ্গে তার সঙ্গেই ছিল আংগ্রি ভাইপার...ঘুরে দাঁড়ানো মাত্র একটা RKO খেয়ে শুয়ে পড়ে ডিন, সিনার ভাগের মারটা সেই খেয়ে নেয়। এরপর কেইন সিনাকে ফিনিশ করে এবং অথোরিটির মেম্বাররা ডিনকে একাই পেয়ে যায়। আম্ব্রোসকে ব্রিফকেশটারি উপরে Curb Stomp দেওয়া হয় এবং সিনা খাই তার ভাগের একটা RKO এবং তারপর আবার একটা এক্সট্রা চোকস্লাম খেয়ে সিনা তার খাবার ফিনিশ করে। হিলদের পোজ দেওয়া দিয়ে আজকের RAW এখানেই শেষ হয়।