আজকের RAW -এর শুরুতে স্টিল কেজ নিচে নেমে আসে এবং মাইকেল কোল আমাদেরকে ওয়েলকাম করেন। আজকের "র"-তে আমরা জেরি স্প্রিংলারের সঙ্গে বেলা টুইন্সদের আলোচনা দেখতে পাবো। আমরা আজকে একটা সামারস্লাম রিমাচও দেখতে পাবো যেটা হবে দ্য ভাইপার র্যান্ডি অরটন এবং রোমান রেইন্সের মধ্যে। শেষপর্যন্ত, পল হেইমান জন সিনাকে, ব্রক লেস্নারের তরফ থেকে একটা ওয়ার্নিং দেয়।
♠ Steel Cage Match: Chris Jericho vs. Bray Wyatt
ব্রে ওয়াট আসার আগে বলে, “Baltimore… we’re here.”। ব্রে এর সাথীরা রিংসাইডেই ছিল। ব্রে রিঙ্গে ঢোকার আগে তাদেরকে কিছু বলে যায়। তাদের মধ্যে ভালো ম্যাচ চলে। ম্যাচের শেষের দিকে জেরিকো সেলের উপরে উঠে যায় এবং সেখান থেকে নিচে নামার চেষ্টা করে কিন্তু ওয়াটএর বাকি মেম্বাররা তাকে সেটা করতে দেয় নি। তাদের মধ্যের ফাইটে জেরিকোর হাঁটুতে প্রচন্ড লাগে। এরপর জেরিকো আবার ম্যানেজ করে দরজা দিয়ে বাইরে বেরতে গেলে ব্রে তার পা ধরে নেয় এবং তার ইঞ্জুর হাঁটুতে বারে বারে পাঞ্চ করতে থাকে। শেষপর্যন্ত জেরিকো কাউন্টার করে তাকে ঠেলে ফেলতে সক্ষম হয় কিন্তু সে সোজা বাইরে গিয়ে পরে ফলে ম্যাচটা জেরিকো হেরে যায়।
♥ Winner by Escaping the Cage: Bray Wyatt
◘ ডলফ জিগ্লার, কয়েকদিন আগে ঘটে যাওয়া সেলিব্রিটিদের লিক ফটো প্রসঙ্গে মিজের কিছু লিক হওয়া ফটো দেখায়। তাদের মধ্যে একটা মজাদার সেগমেন্ট হয়। শেষপর্যন্ত মিজ এবং সান্ডোউ পালিয়ে যায়।
♠ Rosa Mendes and Natalya vs. AJ Lee and Paige
রোসা মেন্ডিসকে নিশ্চয় চিনতে পারছেন। ব্লাক উইডোর মাধ্যমে এজে লি জয় লাভ করে এরপর এজে এবং পেজ দুজনে মিলেই ডিভাস চ্যম্পিয়নশিপকে কিস করে ।
♥ Winners by Submission: AJ Lee and Paige
◘ এরপর পল হেইমান আসে লেস্নারের ম্যাসেজ নিয়ে, কিন্তু ম্যাসেজ দিবার আগেই সিনা চলে আসে এবং তাদের মধ্যে একটা সেগমেন্ট হয়। শেষে সিনা বলে যে, যদি সামনের "র" তে লেস্নার না আসে তাহলে পল হেইমানের উপরেই সিনা তার যাবতীয়রাগ মিটাবে।
♠ Seth Rollins vs. Sheamus
শেমাস কিছুক্ষণের মধ্যেই সেথের উপর কন্ট্রোল পেয়ে যায়। কিন্তু রিংসাইডে থাকা সিজারো শেমাসের US টাইটেলকে নিয়ে ঘাঁটাঘাঁটি করতেই শেমাসের নজর সেখানে চলে যায়। তারা বেল্ট নিয়ে ঝামেলা করতেই সেথ সুযোগের ব্যবহার করে এবং একটা Curb Stomp -এই সেমাস ফিনিশ হয়ে যায়।
♥ Winner by Pinfall: Seth Rollins
◘ ম্যাচের পরে সিজারো রিঙ্গের মধ্যে আসে এবং শেমাসকে অ্যাটাক করে। শেষপর্যন্ত শেমাসের নিশ্চল দেহতে তার US টাইটেলকে রেখে সিজারো চলে যায়।
◘ এরপর রুসেভ এবং লানা আসে। তারা প্রথমে সেখানকার মানুষদেরকে অপমান করে। তারপর আমেরিকার জাতীও সঙ্গিতকে নিয়ে মজা করে ট্রোল ভার্সনের গান করে এবং তারপর গর্বের সাথে রাশিয়ার জাতীও সঙ্গিত গায়।
♠ Tyler Breeze and Tyson Kidd vs. Sami Zayn and Adrian Neville
Red Arrow -এর মাধ্যমে নাভিলি জয় লাভ করে।
♥ Winners by Pinfall: Adrian Neville and Sami Zayn
◘ এবার হয় বেলা টুইন্স এবং জেরি স্প্রিংলারের বোরিং সেগমেন্ট। আশামতোই তাদের মধ্যে ঝগড়া থামেনি বরং আবার ঝগড়া লেগে যায় এবং তাতে বেলাদের ভাই রিঙ্গের বাইরে পরে যায় এবং স্প্রিংলারের (পিতা) মাথায় চোট লাগে।
♠ Goldust and Stardust vs. Los Matadores
Dark Matter -দিয়ে স্টারডাস্ট সহজেই জিতে নেয় ম্যাচটা।
♥ Winner by Pinfall: Stardust and Goldust
◘ ম্যাচের পরে উসোসরা দেখা দিলে ডাস্ট ব্রাদার সেখান থেকে পলায়ন করে।
♠ Adam Rose vs. Titus O'Neil
ম্যাচটা অ্যাডাম রোজ Party Foul নামক মুভের সাহায্যে জিতে নেয়। এরপর বানিটা O'Neil কে অ্যাটাক করে।
♥ Winner by Pinfall: Adam Rose
♠ Randy Orton vs. Roman Reigns
ম্যাচের আগেই অরটন প্রমিস করেছিল যে, সেথ রলিন্স, আম্ব্রোসের সঙ্গে যা করেছিল অরটন তার থেকেও খারাপ জিনিস করবে রোমানের সাথে। ক্রিস জেরিকোকে অ্যাটাকের মাধ্যমে সে ওয়ার্ম আপ করে।
তাদের মধ্যে দারুন ফাইট চলে। অরটন প্রচুর মার খায় এবং শেষ পর্যন্ত একটা স্পিয়ার খায়। কিন্তু এরপর রলিন্স এবং কেন রিঙ্গের দিকে আসে। তারা দুজনে মিলেই রোমানকে অ্যাটাক করে, অরটন তাদের সঙ্গে যোগ দেয় এবং রোমানকে অনেক চিয়ার শট দেয়। শেষপর্যন্ত রলিন্স চেয়ারের উপরে Curb Stomp দিয়ে রোমানকে ফিনিশ করে এবং ম্যাচটা নো-কন্টেস্টে শেষ হয়।
♥ Winner : No Contest.
◘ এইভাবেই আজকের "র" শেষ হয় এবং আজকের শোটা অরটনের ফ্যানরা নিশ্চয় মিস করতে চাইবে না!!