◘ আমরা অনেক বছর থেকেই দেখে আসছি যে John Cena এর হিল টার্নের প্রতি WWE বরাবরই রক্ষণশীল। প্রায় দশ বছর ধরে আমরা এই ভাল মানুষ সিনাকে দেখে আসছি। তাকে তার জনপ্রিয় "Rapper" গিমিক থেকে ড্রপ/পরিবর্তন করে বর্তমান সময়কার "Never Give Up" গিমিক দেয়া হয়েছিল।
◘ নানান সূত্র থেকে যে খবরটা ইদানীং সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তা হল Cena এর হিল টার্ন না করার মূল কারনটা হল অর্থনৈতিক। এখন পর্যন্ত পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে সিনা না থাকলে WWE এর বিভিন্ন বড় বড় লাইভ ইভেন্ট গুলো হতে প্রায় 60000$ আয় কম হয়। এর সাথে বর্তমান সময়কার আরেকটি তথ্য যোগ করা যাক। ইদানীং CM Punk এর চলে যাওয়ার পর এবং Daniel Bryan এর অনুপস্থিতির ফলে Cena এর মার্চেন্ডাইজ গুলোর বিক্রি প্রায় পুরো রোস্টারের বাকি সবার মার্চেন্ডাইজ সমূহ বিক্রিকে পেছনে ফেলে দিচ্ছে। এর পেছনে আরেকটি বড় কারন হল Orton এর মত টপ তারকার হিল থাকা।
◘ এখন যদি বলা করা হয় যে এই অর্থনৈতিক কারনে কি সিনাকে কখনোই হিল করা উচিত হবে না তাহলে আমি এর বিরোধিতা করব। এর সবচেয়ে ভাল উদাহরণ হল Hulk Hogan। Hogan যখন WCW তে থাকাকালে 1996 সালে heel টার্ন করেছিল তখন এটা কেবল তার ক্যারিয়ারকেই পুনর্গঠিত করে নি,সাথে সাথে WCW এর মার্চেন্ডাইজ এর বিক্রিও অনেকাংশে বাড়িয়ে দিয়েছিল। এটা বিখ্যাত nWo Storyline এর প্রাণ ছিল।
◘এছাড়া Cena -এর প্রতি অতি নির্ভরশীলতার আরেকটি অসুবিধা হতে পারে ভবিষ্যতে Cena এর মত আরেকজন মেইন ইভেন্টার এর অভাব। এটা WWE কে বড় ধরনের সমস্যায় ফেলবে যখন Cena থাকবে না। Cena এর বয়স এখন 37। এরই মধ্যে ক্যারিয়ারে সে কয়েকটি বড় ধরনের ইনজুরিতে সে ভুগেছে। এই বয়সে আর কত ইনজুরি যে তার বডি নিতে পারবে সেটা ভাবার বিষয়। সে যখন off tv ছিল তখন কখনোই WWE অন্য কাউকে তার মত করে পুশ দেয় নি। Daniel Bryan কে পুশ দেয়ার মূল কারন হল দর্শকরা অথরিটি কে এক কথায় বাধ্য করেছিল। Daniel এর পুশ অবশ্য অনেক আগেই শেষ হয়ে যেত। কিন্তু Batiata এর রিটার্নের প্ল্যান ফ্লপ হওয়ায় তার ভাগ্য আবার খুলে যায়।
♠ পরিশেষে বলা যায় অর্থনৈতিক ক্ষতির আশংকা করলেও Cena এর হিল টার্ন হয়তবা WWE এবং Cena উভয়ের জন্য শাপে বর হয়ে আসতে পারে। WWE হয়ত এর মাধ্যমে যে কোন একজনের কাঁধে চলার রাস্তা থেকে বের হয়ে নতুনভাবে শুরু করতে পারে। আর Cena এর ক্যারিয়ারের নতুন পর্বটি হয়ত বর্তমানের চেয়ে আরও ভাল হতে পারে।
Credit : #jan_bottom