※• Hell in a Cell - 2014 •※
♠ Brie Bella vs. Nikki Bella: Loser Becomes Winner's Personal Assistant:◘ সত্যি কথা বলতে এই ফিউডটি বর্তমানের সবচেয়ে বিরক্তিকর ফিউড। দর্শকরাও বিরক্তিবোধ করে তাদের সেগমেন্টগুলোতে। দর্শকদের কাছ থেকে কিছুটা প্রতিক্রিয়া পেতে নিক্কি কথায় কথায় Daniel Bryan কে গালি দেন আর ব্রি "YES!" চ্যান্ট করেন। আরও বিরক্তির ব্যাপার হল অন্ততঃ আরও একমাস ধরে এই ফিউড চলতে থাকবে।
◘ যে হারবে সে বিজেতার ব্যক্তিগত সহযোগী হবে এই স্টিপুলেশন দিয়ে ফিউডটিকে একটু জমিয়ে তোলার চেষ্টা করছে WWE। এ ধরনের পরিস্থিতিতে ফেস চরিত্রকে বাধ্য হয়ে হিল চরিত্রের সব কুকর্ম মেনে নিতে হয় এটাই স্বাভাবিক। আর এভাবে ফিউডটিকে জমানোর চেষ্টা করবে WWE। যদিও তাদের এই ক্ষেত্রে সফলতা অর্জনের ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।
♥Winner: Nikki Bella via pinfall
Credit : মোহাম্মদ জাওয়াদ চৌধুরী