১৯৭৮ সালের এই দিনে শিকাগোতে জন্মগ্রহন করেছিলো এই সময়ের অন্যতম জনপ্রিয় একজন রিটায়ার্ড রেসলার .... ছেলেটির পরিবার ছিলো খুবই গরিব কারন তার বাবা ছিলো মাদকাসক্ত.. ছেলেটির সপ্ন ছিলো সে একদিন মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে, কিন্তু তার বাবা তো মাদকাসক্ত! তাহলে কিভাবে সে মানুষের মতো মানুষ হবে? এটাই ছিলো তার সবচেয়ে বড় বাধা। কিন্তু এই বাধাকে সে চ্যালেঞ্জ হিসেবে গ্রহন করে প্রতিজ্ঞা করে সে কনোদিন মাদক গ্রহন করবে না। তার এই প্রতিজ্ঞা সে আজো পর্যন্ত মেনে চলতেছে। সেই ছেলেটি হলো Mr.. Best in The World Cm Punk , তার আসল নাম Phillip Jack Brooks. . .
◘ পাঙ্কের কঠর পরিশ্রমে সে এখন তার শহর শিকাগো এর ১০ জন ধনী ব্যক্তির মধ্যে অন্যতম।
◘ সে ১৯৯৯ সাল থেকে Pro Wrestling এর সাথে জরিত .সে ২০০৫ সালের সেপ্টেম্বর এর ৮ তারিখে wwe তে Debut করে . Debut করার পর থেকেই অসাধারণ সব ফিউড আমাদের উপহার দেয় যার ফলে অল্প সময়ে সে জনপ্রিয়তার শির্ষে উঠে যায়।
◘ এপর্যন্ত পাঙ্ক মোট ৩ বারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ও ২ বারের WWE চ্যাম্পিয়ন , এবং ২ বারের Money In The Bank উইনার (২০০৮ এবং ২০০৯) কিন্তু শুধু চ্যাম্পিয়নশিপ দিয়ে কনো রেসলারের ক্যারিয়ার বিবেচনা করা ঠিক নয়।
◘ পাঙ্ক একটানা ৪৩৪ দিন wwe চ্যাম্পিয়ন ছিলেন (নভেম্বর ২০, ২০১১ - জানুয়ারি ২৭, ২০১৩) যা চ্যাম্পিয়নশিপ রেইনিং হিসেবে মডার্ন এরায় প্রথম স্থানে এবং WWE এর ইতিহাসে ষষ্ট স্থানে আছে । এছারাও সে Slammy Award উইনার (২০১১)
◘ ২৭ জুন ২০১১ সালে পাঙ্ক অথরিটির অন্যায় এর বিরুদ্ধে কিছু তিতা সত্ত্যি কথা বলেছিলো , সেই তিতা সত্ত্যি কথাগুলো ছিলো সম্পুর্ন আনস্ক্রিপ্টেড।
◘ রেসলিং এর স্ক্রিপ্ট অনুযায়ী রেসলাররা বিভিন্য সময় বিভিন্য চরিত্রে কাজ করে থাকে। চরিত্র গুলো হলো Heel (খারাপ চরিত্র) . Face (ভালো চরিত্র). সাধারণত এই দুই চরিত্রে নিখুঁত ভাবে কনো রেসলারই আমাদের বিনোদন দিতে পারে না . কেউ Heel চরিত্র ভালো পারে আবার কেউ Face চরিত্র ভালো পারে . কিন্তু পাঙ্ক এই দুই চরিত্রেই নিখুত ভাবে আমাদের বিনোদন দিয়ে গেছে।সে এই দুই চরিত্রেই সফল রেসলার।
◘ পাঙ্কের WWE ক্যারিয়ার ছিলো অল্প দিনের্। কিন্তু এই অল্প দিনের মধ্যেই সে কটি কটি মানুষের মনের মধ্য স্থান করে নিয়েছে ,
◘ সে WWE ছেরে চলে গেছে এই বছরের জানুয়ারিতে কিন্তু তার ভক্তরা আজো তাকে মনে প্রানে ভালোবাসে এবং আজীবন ভালোবাসবে।
আজ তার জন্মদিন...তার এই জন্মদিনে তার প্রতি রইলো মন থেকে শুভেচ্ছা ও ভালোবাসা।
♥ Happy Birthday Cm Punk ♥
◘ পাঙ্কের কঠর পরিশ্রমে সে এখন তার শহর শিকাগো এর ১০ জন ধনী ব্যক্তির মধ্যে অন্যতম।
◘ সে ১৯৯৯ সাল থেকে Pro Wrestling এর সাথে জরিত .সে ২০০৫ সালের সেপ্টেম্বর এর ৮ তারিখে wwe তে Debut করে . Debut করার পর থেকেই অসাধারণ সব ফিউড আমাদের উপহার দেয় যার ফলে অল্প সময়ে সে জনপ্রিয়তার শির্ষে উঠে যায়।
◘ এপর্যন্ত পাঙ্ক মোট ৩ বারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ও ২ বারের WWE চ্যাম্পিয়ন , এবং ২ বারের Money In The Bank উইনার (২০০৮ এবং ২০০৯) কিন্তু শুধু চ্যাম্পিয়নশিপ দিয়ে কনো রেসলারের ক্যারিয়ার বিবেচনা করা ঠিক নয়।
◘ পাঙ্ক একটানা ৪৩৪ দিন wwe চ্যাম্পিয়ন ছিলেন (নভেম্বর ২০, ২০১১ - জানুয়ারি ২৭, ২০১৩) যা চ্যাম্পিয়নশিপ রেইনিং হিসেবে মডার্ন এরায় প্রথম স্থানে এবং WWE এর ইতিহাসে ষষ্ট স্থানে আছে । এছারাও সে Slammy Award উইনার (২০১১)
◘ ২৭ জুন ২০১১ সালে পাঙ্ক অথরিটির অন্যায় এর বিরুদ্ধে কিছু তিতা সত্ত্যি কথা বলেছিলো , সেই তিতা সত্ত্যি কথাগুলো ছিলো সম্পুর্ন আনস্ক্রিপ্টেড।
◘ রেসলিং এর স্ক্রিপ্ট অনুযায়ী রেসলাররা বিভিন্য সময় বিভিন্য চরিত্রে কাজ করে থাকে। চরিত্র গুলো হলো Heel (খারাপ চরিত্র) . Face (ভালো চরিত্র). সাধারণত এই দুই চরিত্রে নিখুঁত ভাবে কনো রেসলারই আমাদের বিনোদন দিতে পারে না . কেউ Heel চরিত্র ভালো পারে আবার কেউ Face চরিত্র ভালো পারে . কিন্তু পাঙ্ক এই দুই চরিত্রেই নিখুত ভাবে আমাদের বিনোদন দিয়ে গেছে।সে এই দুই চরিত্রেই সফল রেসলার।
◘ পাঙ্কের WWE ক্যারিয়ার ছিলো অল্প দিনের্। কিন্তু এই অল্প দিনের মধ্যেই সে কটি কটি মানুষের মনের মধ্য স্থান করে নিয়েছে ,
◘ সে WWE ছেরে চলে গেছে এই বছরের জানুয়ারিতে কিন্তু তার ভক্তরা আজো তাকে মনে প্রানে ভালোবাসে এবং আজীবন ভালোবাসবে।
আজ তার জন্মদিন...তার এই জন্মদিনে তার প্রতি রইলো মন থেকে শুভেচ্ছা ও ভালোবাসা।
♥ Happy Birthday Cm Punk ♥