※• Hell in a Cell - 2014 •※
♠ Hell In A Cell Match : Dean Ambrose (vs) Seth Rollins.
◘ দীর্ঘদিনের এই ফিউডের হয়তো সমাপ্তি ঘটতে পারে HIAC-তে। Shield ভাঙার পর থেকে Seth কে তাড়া করে আসছে Ambrose. দুজনের এই ফিউডে এখন পর্যন্ত কোন Clean ম্যাচ দেখতে পাওয়া যায়নি। তবে এবার হয়তো পাওয়া যাবে। কিন্তু প্রশ্ন হলো এই ফিউডে একটামাত্র ক্লিন ম্যাচ হবে? মনে হয়না, কারন এই ম্যাচ খুব সম্ভবত জিততে যাচ্ছে Rollins. ৫০-৫০ চয়েজ হলেও Ambrose কে হারিয়ে ম্যাচ জিতবে Rollins, কিন্তু ক্লিনভাবে না। আমার কেন যেন মনে হচ্ছে ম্যাচে নতুন গঠিত Wyatt Family'র আগমন ঘটতে পারে। আর তার মাশুল দিতে হবে Ambrose কে। তবে যদি Ambrose এই ম্যাচ জিতে তবে তার প্রভাব পড়বে মেইন ইভেন্টে। তবে আমার মতে ম্যাচ Rollins জিতবে এবং খুব সম্ভবত Orton এর সাথে ফিউডে জড়াবে। আর এর মাধ্যমে Rollins হয়ে উঠবে কোম্পানির মেইন হিল।
◘ প্রশ্ন হলো যদি Rollins ক্লিনভাবে জিতে তাহলে Ambrose এর কি হবে? কার সাথে ফিউডে যাবে?
উত্তর হচ্ছে যদি Rollins ক্লিনভাবে জিতে তাহলে তাদের মধ্যকার ফিউড চলতে থাকবে। আর কারো সাহায্যে জিতলে সাহায্যকারীর সাথে ফিউডে জড়াবে Ambrose!!
♥ Winner : Seth Rollins
Credit : #ViρεrRαγαn