◘ প্রথম প্রথম দেখলে হঠাৎ করে গা শিউরে উঠবে যে কারো। এটা হচ্ছে CZW এর খেলা। WWE, TNA এর মতো CZW (Combat Zone Wresting) একটা রেসলিং কোম্পানি। শুনে অবাক হলেও সত্যটা হচ্ছে এই রেসলিং কোম্পানির সব গুলো ম্যাচই হয় অতিরিক্ত পরিমানে হার্ডকোর। দর্শকরা কয়েক হাত দূরে দাড়িয়ে থেকেই সরাসরি এই মরণ খেলা উপভোগ করে।
◘ রক্তারক্তি এখানকার নিত্য নৈমিত্তিক ব্যাপার। কি সব অস্ত্র যে ব্যবহার করা হয় তা তো দেখতেই পারছেন। স্টেজের চারপাশে দড়ির বদলে তারকাটার ব্যারিকেড দেয়া থাকে।
◘ আমি আমার জীবনে অনেক Hardcore ম্যাচ দেখেছি। কিন্তুু এর চেয়ে Hardcore ম্যাচ জীবনে আগে কখনো দেখি নি, আর দেখবো বলেও মনে হয় না। যেই রেসলারটার মাথাতে করাত চালানো হচ্ছে সেটা কে জানেন? অবাক হয়ে যাবেন। ও হচ্ছে Dean Ambrose। বুঝতেই পারছেন কতটা Hardcore ম্যাচ খেলার অভিজ্ঞতা ওর আছে। ব্যাথা সহ্য করা ওর কাছে যেনো কোনো ব্যাপারই না। একটা মার খেলে চারটা মার না দেয়া পর্যন্ত ও ঠান্ডা হতো না। যত যাই হোক, ও এক কথায় অপ্রতিরোধ্য।
◘ ওদিনের ম্যাচটা Youtube এ দেখার পরই আমি পুরোদমে Dean ওর ভক্ত হয়ে যাই। আগের থেকেই ওর Mick Skill এর চরম ভক্ত। এই ছেলে যে ভবিষ্যতে WWE এর একজন Icon হবে তা আর বলাই বাহুল্য। একটা ফিউড জমাতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন প্রোমো কাটিং। Dean অসম্ভব সুন্দর Promo কাটতে পারে। The Shield এ থাকাকালীন ওর Fighting Skill এর প্রকাশ ঘটে। বাকিটা তো এখন সবারই জানা। ওর আছে দর্শক আকর্ষন করার একটা বিরল প্রতিভা। ইদানিং ওর পাগলামি গুলোই মূলত RAW আর Smack Down এর Rating টা বাচিয়ে রেখেছে।
◘ Dean Ambrose তার জীবনের সবচেয়ে বড় ম্যাচটা খেলতে যাচ্ছে Hell In A Cell PPV তে। সম্ভবত এর পরেই ওর সাথে Seth এর মহাকাব্যিক উপভোগ্য ফিউডটার সমাপ্তী ঘটবে। ওর পাগলামি গুলা আমাদের আরো মাতিয়ে রাখবে এই আশাতেই রইলাম...।
◘ রক্তারক্তি এখানকার নিত্য নৈমিত্তিক ব্যাপার। কি সব অস্ত্র যে ব্যবহার করা হয় তা তো দেখতেই পারছেন। স্টেজের চারপাশে দড়ির বদলে তারকাটার ব্যারিকেড দেয়া থাকে।
◘ আমি আমার জীবনে অনেক Hardcore ম্যাচ দেখেছি। কিন্তুু এর চেয়ে Hardcore ম্যাচ জীবনে আগে কখনো দেখি নি, আর দেখবো বলেও মনে হয় না। যেই রেসলারটার মাথাতে করাত চালানো হচ্ছে সেটা কে জানেন? অবাক হয়ে যাবেন। ও হচ্ছে Dean Ambrose। বুঝতেই পারছেন কতটা Hardcore ম্যাচ খেলার অভিজ্ঞতা ওর আছে। ব্যাথা সহ্য করা ওর কাছে যেনো কোনো ব্যাপারই না। একটা মার খেলে চারটা মার না দেয়া পর্যন্ত ও ঠান্ডা হতো না। যত যাই হোক, ও এক কথায় অপ্রতিরোধ্য।
◘ ওদিনের ম্যাচটা Youtube এ দেখার পরই আমি পুরোদমে Dean ওর ভক্ত হয়ে যাই। আগের থেকেই ওর Mick Skill এর চরম ভক্ত। এই ছেলে যে ভবিষ্যতে WWE এর একজন Icon হবে তা আর বলাই বাহুল্য। একটা ফিউড জমাতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন প্রোমো কাটিং। Dean অসম্ভব সুন্দর Promo কাটতে পারে। The Shield এ থাকাকালীন ওর Fighting Skill এর প্রকাশ ঘটে। বাকিটা তো এখন সবারই জানা। ওর আছে দর্শক আকর্ষন করার একটা বিরল প্রতিভা। ইদানিং ওর পাগলামি গুলোই মূলত RAW আর Smack Down এর Rating টা বাচিয়ে রেখেছে।
◘ Dean Ambrose তার জীবনের সবচেয়ে বড় ম্যাচটা খেলতে যাচ্ছে Hell In A Cell PPV তে। সম্ভবত এর পরেই ওর সাথে Seth এর মহাকাব্যিক উপভোগ্য ফিউডটার সমাপ্তী ঘটবে। ওর পাগলামি গুলা আমাদের আরো মাতিয়ে রাখবে এই আশাতেই রইলাম...।