✔ Mark Henry vs. Bo Dallas

■ Bo কে WSM দিয়ে খুব সহজেই ম্যাচটা জিতে যায় মার্ক হেনরি। কিন্তু ম্যাচের পর বো মাইক নিয়ে বলে যে সে প্রস্তুত ছিল না। মার্ক তার সাথে চিট করেছে এবং চিটাররা কখোনোই জিতে না। সে বলে যে তার হেনরির বিপক্ষে ৫-০ ম্যাচ জেতার রেকর্ড আছে। সে হেনরিকে হারাতে পেরেছে কারণ সে বোলিভ করে। তারপর হেনরি তাকে মারতে এলে সে রিং থেকে নেমে যায়।

● Winner: Mark Henry

✔ 2 of 3 Falls Match for the WWE Intercontinental Title: Cesaro vs. Dolph Ziggler

■ ম্যাচের শুরুতে Ziggler কে headlocl দেয়। তারপর দুজনেই একে অপরকে অনেকবার পিন করার চেষ্টা চালায়। যিগলার নেকব্রেকার এবং ড্রপকিক দিতে গেলে ব্যার্থ হয়। তারপর সিজারো যিগলারকে সুইং দেয় কিন্তু পিন করতে গেলে যিগলার ২ এ কিক আউট করে। এরপর সিজারো যিগলারকে টপ রোপ থেকে ফেলে দিয়ে প্রচুর পপের সাথে সিজারো সুইং দেয়। কিন্তু যিগলার কাউণ্টার করে এবং রোল আপের মাধ্যমে তার প্রথম fall পায়। তারপর আরো অনেকক্ষণ ধরে তাদের ম্যাচ চলতে থাকে। দুজনেই একে অপরকে পিন করতে চাইলে ব্যার্থ হয়। ম্যাচের শেষ পর্যায়ে যিগলারকে Neutralizer দিতে গিয়ে অসফল হয় সিজারো এবং সুপারকিক আর Zigzag দিয়ে ম্যাচের ২য় fall পেয়ে ম্যাচটা জিতে যায় যিগলার এবং সেই সাথে তার IC চ্যাম্পিয়নশিপ রিটেইন করে।

● Winner: Dolph Ziggler

□ ব্যাকস্টেজে অথোরিটির সাথে দেখা যায় র‍্যান্ডি অরটনকে। সে রোলিন্সকে খুঁজছিলো জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু ট্রিপল এইচ আর স্টেফেনী তাকে বলে এসব বাদ দিয়ে তার Opportunity এর দিকে ফোকাস করতে।

✔ Nikki Bella vs Brie Bella 

■ তাদের দুই বোনের মধ্যে ম্যাচটা মোটামুটি ভালই ছিলো। ব্রিকে Rack Attack দিয়ে ম্যাচটা জিতে যায় নিকি বেল্লা। ম্যাচ হারায় ব্রিকে নিক্কির পারসোনাল এসিস্ট্যান্ট হিসেবে ৩০ দিন কাজ করতে হবে। 

● Winner: Nikki Bella

✔ WWE Tag Team Titles: The Usos vs. Stardust and Goldust 

■ এই ম্যাচটাও যথেষ্ট ভাল ছিলো। ম্যাচের শেষ দিকে উসোসরা ডাস্টদের সুপ্লেক্স দেয়। সবাই তখন নিচে পরে থাকে। তারপর এক পর্যায়ে স্টারডাস্ট একটা চিপশট দেয় এবং গোল্ডাস্ট তার ফিনিশার দিয়ে চ্যাম্পিয়নশিপ রিটেইন করে।

● Winners: Stardust and Goldust

✔ Hell In a Cell: Randy Orton vs. John Cena 

■ WWE WH চ্যাম্পিনশিপের জন্য এই ম্যাচটা ছিল দেখার মত। ম্যাচে সিনাকেই বেশি মার খেতে দেখা গেছে। ম্যাচের এক পর্যায়ে অরটন রিং এ চেয়ার আনে কিন্তু সিনা ফিশারম্যান সুপ্লেক্স দিয়ে এটা ব্লক করে। অরটন সিনাকে কয়েকটা চেয়ার শট দিয়ে পিন করতে গেলে সিনা কাউন্টার করে। সিনা অরটনকে AA দিতে গেলে অরটন এটা ব্লক করে এবং DDT দেয়, কিন্তু সিনা আবারো কাউন্টার করে। তারপর অরটন সিনাকে কয়েকটা ক্লশলাইন দেয় এবং সেলের দিকে পাঠিয়ে দেয়। সিনা বারবার কাউন্টার করে। পরে সিনা ফাইটব্যাক করে এবং Five Knuckle Shuffle দেয়। তখন অনেক ফ্যানরা তাকে বু দেয়। তারপর বেশ কিচ্ছুক্ষণ সময় ধরে অরটন সিনাকে মারতে থাকে। পরে সিনা ফাইটব্যাক করে আর রিং এ টেবিল নিয়ে আসে এবং অরটনকে AA দিতে যায় কিন্তু অরটন তা ব্লক করে। অরটন রোপের মাঝখানে চেয়ার ফিট করে আর সিনাকে সেটার উপর ফেলে দেয়। সিনা কামব্যাক করলে রেন্ডি তাকে একটা RKO দেয়। পিন করতে গেলে সিনা ২ এ কাউন্টার করে। তারপর এক পর্যায়ে সিনা ফাইটব্যাক করে রেন্ডিকে STF লক ধরে। রেন্ডি কোনোরকমে সেটা ব্লক করে। তার কিছুক্ষণ পর সিনা রেন্ডিকে AA দেয়। আবারো AA দিতে গেলে রেন্ডি সেটাকে কাউন্টার করে সিনাকে RKO দেয়। সিনা অরটনকে AA দিয়ে ২ কাউন্ট পায়। ম্যাচের শেষ পর্যায়ে রেন্ডিকে টেবিলের উপর AA দিয়ে সিনা ম্যাচটা জিতে যায়। 

● Winner and New #1 Contender: John Cena

□ বিগ শো মার্ক হেনরির একটা ব্যাকস্টেজ সেগমেন্ট হয়।

✔ WWE United States Title Match: The Miz vs. Sheamus 

■ ম্যাচের শেষ পর্যায়ে স্যান্ডোর সাহা্য্যে শেইমাসকে Crushing Finale দেয় মিজ। কিন্তু শেইমাস কিক আউট করে এবং Brogue Kick দিয়ে ম্যাচটা জিতে যায়।

● Winner: Sheamus

□ নিকি আর ব্রি বেল্লার একটা ব্যাকস্টেজ সেগমেন্ট হয়।

✔ Rusev vs. Big Show


■ এই ম্যাচে রিংসাইডে মার্ক হেনরিও এসে যোগ দেয়। ম্যাচের মধ্যে বিগ শো রুসেভকে স্পিয়ার ও চোক স্ল্যাম দেয়। কিন্তু শেষ পর্যায়ে Accolade সাবমিশনের মাধ্যমে রুসেভ জয়লাভ করে। 

● Winner: Rusev

□ ডীন এম্ব্রোস রোলিন্সের উপর একটা প্রমো কাট করে।

✔ WWE Divas Title Match: Paige vs. AJ Lee

■ Black Widow দিয়ে Aj তার ডিভাস চ্যাম্পিনশিপ রিটেইন করে। ম্যাচের শেষে পেইজ সিয়র ছিলো না যে কি ঘটেছে। সে কনফিউজড ছিলো এবং আ্যালিশা ফক্সকে আ্যাটাক করে রিং ত্যাগ করে।

● Winner: AJ Lee

✔ Hell In a Cell: Seth Rollins vs. Dean Ambrose  

■ দেখার মত  চরম একটা হার্ডকোর ম্যাচ ছিল। ম্যাচ শুরুর আগেই ডীন আর সেথ ব্রলে জড়িয়ে পড়িয়ে। তারা সেলের উপরে উঠে। রোলিন্সের সাথে Mercury এবং Noble ও ছিলো। তাদেরকেও সেলের উপরে দেখা যায়। তারা দুজনই সেলের উপর থেকে দুইটা টেবিলের উপর পড়ে। দর্শকদের কাছ থেকে প্রচুর চ্যান্ট আসতে থাকে। তাদের মধ্যে আবারো ব্রল হয় এবং পরে ম্যাচ শুরু হয়। ম্যাচটা খুবই হার্ডকোর ছিলো। সেথের উপর টেবিল ভাঙ্গে এম্ব্রোস। এক পর্যায়ে Dirty Deeds দেয়। ম্যাচের মধ্যে কেইন কেও দেখা যায়। সে সেলের বাইরে দাঁড়িয়ে ছিলো। ডীনকে ক্রাব স্টোম্প দেয় রোলিন্স। তারপর কিচ্ছুক্ষণ ম্যাচ চলার পর ডীন রিং এ সিমেন্টের ব্লক্স নিয়ে আসে। রোলিন্সের মাথা সেটার উপর রাখে। কিন্তু হঠাৎ লাইট অফ হয়ে যায়। দর্শকদের কাছ থেকে ব্রে ওয়াইটের চ্যান্ট আসে। তারা সেলফোনের বাতি জ্বালিয়ে রাখে, যেমনটা তার এন্টারেন্স এর সময় করা হয়। রিং এর মাঝখানে ধোয়া বের হতে দেখা যায় এবং একটা হারিকেন রাখা ছিলো। ঠিক তখনই দেখা যায় ব্রে ওয়াইটকে। সে এম্ব্রোসকে আ্যাটাক করে। সেথ সেই সুযোগে পিন করে ম্যাচটা জিতে যায়। সেথ পরে Mercury এবং Noble এর সাথে রিং ত্যাগ করে।

● Winner: Seth Rollins

□ ম্যাচ শেষ হওয়ার পর ব্রে ওয়াইট ডীনকে আবার সিস্টার এবিগেইল দেয়। তারপর রিং এর মাঝখানে বসে হাসতে থাকে এবং দুই হাত তুলে পোজ দেয়। এভাবেই শেষ হয় Hell In A Cell...।

Credit :  Dewan Farhan Nadeem




✪✪✪ Hell In A Cell রেজাল্ট ✪✪✪


✔ Mark Henry vs. Bo Dallas

■ Bo কে WSM দিয়ে খুব সহজেই ম্যাচটা জিতে যায় মার্ক হেনরি। কিন্তু ম্যাচের পর বো মাইক নিয়ে বলে যে সে প্রস্তুত ছিল না। মার্ক তার সাথে চিট করেছে এবং চিটাররা কখোনোই জিতে না। সে বলে যে তার হেনরির বিপক্ষে ৫-০ ম্যাচ জেতার রেকর্ড আছে। সে হেনরিকে হারাতে পেরেছে কারণ সে বোলিভ করে। তারপর হেনরি তাকে মারতে এলে সে রিং থেকে নেমে যায়।

● Winner: Mark Henry

✔ 2 of 3 Falls Match for the WWE Intercontinental Title: Cesaro vs. Dolph Ziggler

■ ম্যাচের শুরুতে Ziggler কে headlocl দেয়। তারপর দুজনেই একে অপরকে অনেকবার পিন করার চেষ্টা চালায়। যিগলার নেকব্রেকার এবং ড্রপকিক দিতে গেলে ব্যার্থ হয়। তারপর সিজারো যিগলারকে সুইং দেয় কিন্তু পিন করতে গেলে যিগলার ২ এ কিক আউট করে। এরপর সিজারো যিগলারকে টপ রোপ থেকে ফেলে দিয়ে প্রচুর পপের সাথে সিজারো সুইং দেয়। কিন্তু যিগলার কাউণ্টার করে এবং রোল আপের মাধ্যমে তার প্রথম fall পায়। তারপর আরো অনেকক্ষণ ধরে তাদের ম্যাচ চলতে থাকে। দুজনেই একে অপরকে পিন করতে চাইলে ব্যার্থ হয়। ম্যাচের শেষ পর্যায়ে যিগলারকে Neutralizer দিতে গিয়ে অসফল হয় সিজারো এবং সুপারকিক আর Zigzag দিয়ে ম্যাচের ২য় fall পেয়ে ম্যাচটা জিতে যায় যিগলার এবং সেই সাথে তার IC চ্যাম্পিয়নশিপ রিটেইন করে।

● Winner: Dolph Ziggler

□ ব্যাকস্টেজে অথোরিটির সাথে দেখা যায় র‍্যান্ডি অরটনকে। সে রোলিন্সকে খুঁজছিলো জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু ট্রিপল এইচ আর স্টেফেনী তাকে বলে এসব বাদ দিয়ে তার Opportunity এর দিকে ফোকাস করতে।

✔ Nikki Bella vs Brie Bella 

■ তাদের দুই বোনের মধ্যে ম্যাচটা মোটামুটি ভালই ছিলো। ব্রিকে Rack Attack দিয়ে ম্যাচটা জিতে যায় নিকি বেল্লা। ম্যাচ হারায় ব্রিকে নিক্কির পারসোনাল এসিস্ট্যান্ট হিসেবে ৩০ দিন কাজ করতে হবে। 

● Winner: Nikki Bella

✔ WWE Tag Team Titles: The Usos vs. Stardust and Goldust 

■ এই ম্যাচটাও যথেষ্ট ভাল ছিলো। ম্যাচের শেষ দিকে উসোসরা ডাস্টদের সুপ্লেক্স দেয়। সবাই তখন নিচে পরে থাকে। তারপর এক পর্যায়ে স্টারডাস্ট একটা চিপশট দেয় এবং গোল্ডাস্ট তার ফিনিশার দিয়ে চ্যাম্পিয়নশিপ রিটেইন করে।

● Winners: Stardust and Goldust

✔ Hell In a Cell: Randy Orton vs. John Cena 

■ WWE WH চ্যাম্পিনশিপের জন্য এই ম্যাচটা ছিল দেখার মত। ম্যাচে সিনাকেই বেশি মার খেতে দেখা গেছে। ম্যাচের এক পর্যায়ে অরটন রিং এ চেয়ার আনে কিন্তু সিনা ফিশারম্যান সুপ্লেক্স দিয়ে এটা ব্লক করে। অরটন সিনাকে কয়েকটা চেয়ার শট দিয়ে পিন করতে গেলে সিনা কাউন্টার করে। সিনা অরটনকে AA দিতে গেলে অরটন এটা ব্লক করে এবং DDT দেয়, কিন্তু সিনা আবারো কাউন্টার করে। তারপর অরটন সিনাকে কয়েকটা ক্লশলাইন দেয় এবং সেলের দিকে পাঠিয়ে দেয়। সিনা বারবার কাউন্টার করে। পরে সিনা ফাইটব্যাক করে এবং Five Knuckle Shuffle দেয়। তখন অনেক ফ্যানরা তাকে বু দেয়। তারপর বেশ কিচ্ছুক্ষণ সময় ধরে অরটন সিনাকে মারতে থাকে। পরে সিনা ফাইটব্যাক করে আর রিং এ টেবিল নিয়ে আসে এবং অরটনকে AA দিতে যায় কিন্তু অরটন তা ব্লক করে। অরটন রোপের মাঝখানে চেয়ার ফিট করে আর সিনাকে সেটার উপর ফেলে দেয়। সিনা কামব্যাক করলে রেন্ডি তাকে একটা RKO দেয়। পিন করতে গেলে সিনা ২ এ কাউন্টার করে। তারপর এক পর্যায়ে সিনা ফাইটব্যাক করে রেন্ডিকে STF লক ধরে। রেন্ডি কোনোরকমে সেটা ব্লক করে। তার কিছুক্ষণ পর সিনা রেন্ডিকে AA দেয়। আবারো AA দিতে গেলে রেন্ডি সেটাকে কাউন্টার করে সিনাকে RKO দেয়। সিনা অরটনকে AA দিয়ে ২ কাউন্ট পায়। ম্যাচের শেষ পর্যায়ে রেন্ডিকে টেবিলের উপর AA দিয়ে সিনা ম্যাচটা জিতে যায়। 

● Winner and New #1 Contender: John Cena

□ বিগ শো মার্ক হেনরির একটা ব্যাকস্টেজ সেগমেন্ট হয়।

✔ WWE United States Title Match: The Miz vs. Sheamus 

■ ম্যাচের শেষ পর্যায়ে স্যান্ডোর সাহা্য্যে শেইমাসকে Crushing Finale দেয় মিজ। কিন্তু শেইমাস কিক আউট করে এবং Brogue Kick দিয়ে ম্যাচটা জিতে যায়।

● Winner: Sheamus

□ নিকি আর ব্রি বেল্লার একটা ব্যাকস্টেজ সেগমেন্ট হয়।

✔ Rusev vs. Big Show


■ এই ম্যাচে রিংসাইডে মার্ক হেনরিও এসে যোগ দেয়। ম্যাচের মধ্যে বিগ শো রুসেভকে স্পিয়ার ও চোক স্ল্যাম দেয়। কিন্তু শেষ পর্যায়ে Accolade সাবমিশনের মাধ্যমে রুসেভ জয়লাভ করে। 

● Winner: Rusev

□ ডীন এম্ব্রোস রোলিন্সের উপর একটা প্রমো কাট করে।

✔ WWE Divas Title Match: Paige vs. AJ Lee

■ Black Widow দিয়ে Aj তার ডিভাস চ্যাম্পিনশিপ রিটেইন করে। ম্যাচের শেষে পেইজ সিয়র ছিলো না যে কি ঘটেছে। সে কনফিউজড ছিলো এবং আ্যালিশা ফক্সকে আ্যাটাক করে রিং ত্যাগ করে।

● Winner: AJ Lee

✔ Hell In a Cell: Seth Rollins vs. Dean Ambrose  

■ দেখার মত  চরম একটা হার্ডকোর ম্যাচ ছিল। ম্যাচ শুরুর আগেই ডীন আর সেথ ব্রলে জড়িয়ে পড়িয়ে। তারা সেলের উপরে উঠে। রোলিন্সের সাথে Mercury এবং Noble ও ছিলো। তাদেরকেও সেলের উপরে দেখা যায়। তারা দুজনই সেলের উপর থেকে দুইটা টেবিলের উপর পড়ে। দর্শকদের কাছ থেকে প্রচুর চ্যান্ট আসতে থাকে। তাদের মধ্যে আবারো ব্রল হয় এবং পরে ম্যাচ শুরু হয়। ম্যাচটা খুবই হার্ডকোর ছিলো। সেথের উপর টেবিল ভাঙ্গে এম্ব্রোস। এক পর্যায়ে Dirty Deeds দেয়। ম্যাচের মধ্যে কেইন কেও দেখা যায়। সে সেলের বাইরে দাঁড়িয়ে ছিলো। ডীনকে ক্রাব স্টোম্প দেয় রোলিন্স। তারপর কিচ্ছুক্ষণ ম্যাচ চলার পর ডীন রিং এ সিমেন্টের ব্লক্স নিয়ে আসে। রোলিন্সের মাথা সেটার উপর রাখে। কিন্তু হঠাৎ লাইট অফ হয়ে যায়। দর্শকদের কাছ থেকে ব্রে ওয়াইটের চ্যান্ট আসে। তারা সেলফোনের বাতি জ্বালিয়ে রাখে, যেমনটা তার এন্টারেন্স এর সময় করা হয়। রিং এর মাঝখানে ধোয়া বের হতে দেখা যায় এবং একটা হারিকেন রাখা ছিলো। ঠিক তখনই দেখা যায় ব্রে ওয়াইটকে। সে এম্ব্রোসকে আ্যাটাক করে। সেথ সেই সুযোগে পিন করে ম্যাচটা জিতে যায়। সেথ পরে Mercury এবং Noble এর সাথে রিং ত্যাগ করে।

● Winner: Seth Rollins

□ ম্যাচ শেষ হওয়ার পর ব্রে ওয়াইট ডীনকে আবার সিস্টার এবিগেইল দেয়। তারপর রিং এর মাঝখানে বসে হাসতে থাকে এবং দুই হাত তুলে পোজ দেয়। এভাবেই শেষ হয় Hell In A Cell...।

Credit :  Dewan Farhan Nadeem