※• Hell in a Cell - 2014 •※

আমার মত অনেকেই দ্বিধায় আছে, কে জিতবে HIAC -তে...কেউ ভাবছেন Cena, কেউ ভাবছেন Randy আসুন কিছু হিসেব মেলানোর চেষ্টা করি...।

১. এই ম্যাচটি এক ধরনের Cage Match. এই ধরনের ম্যাচে বরাবরই Orton ফেবারিট হিসেবে থাকে। কারন HIAC ম্যাচগুলোতে তার ইতিহাস উজ্জ্বল। অন্যদিকে Cena এখনও HIAC ম্যাচে ভাল করতে পারেনি। তাই Stipulation এর কারনে Randy ফেবারিট হিসেবে থাকবে।

২. আমরা সবাই জানি Royal Rumble এ মুখোমুখি হতে পারে John Cena ও Brock Lesnar. তাই প্রেডিকশন Cena'র দিকে বেশি ঝুঁকছে। কারন, Brock যদি সরাসরি Royal Rumble সিজনে রিটার্ন করে তবে এই ম্যাচ নিশ্চিত Cena জিতবে।

৩. এই প্রথমবারের মত John Cena'র বিপক্ষে Anti-Heel চরিত্রে খেলতে যাচ্ছে Randy Orton. এর আগে যতবার তারা মুখোমুখি হয়েছে তখন Cena ছিল BabyFace আর Orton ছিল Bloody Heel. কিন্তু অবস্থা এইবার ব্যতিক্রম। একদিকে Cena এখন আগের মত BabyFace থাকলেও Orton এখন Anti-Heel. এরিনার একদিকে Cena "বু" পাচ্ছে, অন্যদিকে Orton "পপ" পাচ্ছে। তাই খুব সম্ভবত এই দর্শক সাপোর্ট বিরাট ফ্যাক্ট হতে পারে যা Randy'র জন্য প্লাস পয়েন্ট। কারন মেইন ইভেন্টে দর্শক কে খুশি করতে এই ফলাফল (Randy Wins) হতে পারে।

৪. গত RAW তে Paul Heyman কে RKO দেয় Orton. এতে সে Lesnar কে প্রায় দাওয়াত দিয়ে আনার উপক্রম করেছে বলে বুঝা যাচ্ছে। একটু পিছনে যাই। অনেকেই জানেন, গত বছর CM Punk ওর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে Heyman. এতে Ryaback ও Axel এর সাহায্য নিয়েও বাঁচতে পারেনি Heyman. পরে যেদিন Heyman কে মারে তারপর দিনই হাজির হয় Beast এবং আক্রমন করে Punk কে। ঠিক এভাবেই Triple H এর সময়ও হয়েছিল। আর আপনাদের কি মনে হয়? Heyman কে RKO দেয়ার প্রতিশোধ নিতে কি "Beast" Lesnar আসবে না? Heyman কে তাকে ডাকবে না? সুতরাং, Orton-Brock ফিউডের আভাস দেখা যাচ্ছে ওই একটি RKO'র জন্য।

৫. Seth এই RAW তে Curb Stomp দেয় Orton কে। এতে তাদের মধ্যে যদি ফিউড শুরু হয় তবেই Cena কে জিতানো হবে এই ম্যাচে। তাছাড়া, Cena এখনো এইরকম ম্যাচ ভাল করতে পারেনি এবং গতবছর Cena হেরেছিল এই Randy'র কাছে। তাই এই ম্যাচে ফেবারিট Cena কেও ধরা যায়।

৬. Curb Stomp!!!! Seth কে তার এই কুকর্মের শাস্তি Orton দিবে তা সবারই জানা। কারন, Orton কাউকে গোণায় ধরে না। যাকে তাকে মেরে বসে (Austin এমন করতো)। তাই ভুলে গেলে চলবে না, Royal Rumble এর আগে আরও ২টা PPV আছে। এতে Orton-Brock ম্যাচ দেখাও যেতে পারে। হয়তো Orton জিতলো। পরে Seth এর সাথে Survivor Series পর্যন্ত ফিউড হলো। আর TLC-তে ফিউড করলো Brock এর সাথে।

◘ শেষপর্যন্ত বলা যায় যে, এই ম্যাচে ২জনের জিতার সম্ভাবনা ৫০-৫০। আগে-ভাগে কিছু বলা যায় না। কিন্তু আমি Orton কে ফেবারিট হিসেবে এগিয়ে রাখলেও, কেন যেন মনে হচ্ছে ম্যাচটা Cena-ই জিতবে। আসলে এই দুজনের ম্যাচ একদম আনপ্রেডিক্টেবল...কখন কি হয় তা শেষপর্যন্ত না দেখলে বুঝা যাবে না।



Credit : #ViρεrRαγαn

※Randy Orton vs. John Cena ম্যাচ প্রেডিকশন ও পরবর্তী অবস্থা (HIAC)※

※• Hell in a Cell - 2014 •※

আমার মত অনেকেই দ্বিধায় আছে, কে জিতবে HIAC -তে...কেউ ভাবছেন Cena, কেউ ভাবছেন Randy আসুন কিছু হিসেব মেলানোর চেষ্টা করি...।

১. এই ম্যাচটি এক ধরনের Cage Match. এই ধরনের ম্যাচে বরাবরই Orton ফেবারিট হিসেবে থাকে। কারন HIAC ম্যাচগুলোতে তার ইতিহাস উজ্জ্বল। অন্যদিকে Cena এখনও HIAC ম্যাচে ভাল করতে পারেনি। তাই Stipulation এর কারনে Randy ফেবারিট হিসেবে থাকবে।

২. আমরা সবাই জানি Royal Rumble এ মুখোমুখি হতে পারে John Cena ও Brock Lesnar. তাই প্রেডিকশন Cena'র দিকে বেশি ঝুঁকছে। কারন, Brock যদি সরাসরি Royal Rumble সিজনে রিটার্ন করে তবে এই ম্যাচ নিশ্চিত Cena জিতবে।

৩. এই প্রথমবারের মত John Cena'র বিপক্ষে Anti-Heel চরিত্রে খেলতে যাচ্ছে Randy Orton. এর আগে যতবার তারা মুখোমুখি হয়েছে তখন Cena ছিল BabyFace আর Orton ছিল Bloody Heel. কিন্তু অবস্থা এইবার ব্যতিক্রম। একদিকে Cena এখন আগের মত BabyFace থাকলেও Orton এখন Anti-Heel. এরিনার একদিকে Cena "বু" পাচ্ছে, অন্যদিকে Orton "পপ" পাচ্ছে। তাই খুব সম্ভবত এই দর্শক সাপোর্ট বিরাট ফ্যাক্ট হতে পারে যা Randy'র জন্য প্লাস পয়েন্ট। কারন মেইন ইভেন্টে দর্শক কে খুশি করতে এই ফলাফল (Randy Wins) হতে পারে।

৪. গত RAW তে Paul Heyman কে RKO দেয় Orton. এতে সে Lesnar কে প্রায় দাওয়াত দিয়ে আনার উপক্রম করেছে বলে বুঝা যাচ্ছে। একটু পিছনে যাই। অনেকেই জানেন, গত বছর CM Punk ওর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে Heyman. এতে Ryaback ও Axel এর সাহায্য নিয়েও বাঁচতে পারেনি Heyman. পরে যেদিন Heyman কে মারে তারপর দিনই হাজির হয় Beast এবং আক্রমন করে Punk কে। ঠিক এভাবেই Triple H এর সময়ও হয়েছিল। আর আপনাদের কি মনে হয়? Heyman কে RKO দেয়ার প্রতিশোধ নিতে কি "Beast" Lesnar আসবে না? Heyman কে তাকে ডাকবে না? সুতরাং, Orton-Brock ফিউডের আভাস দেখা যাচ্ছে ওই একটি RKO'র জন্য।

৫. Seth এই RAW তে Curb Stomp দেয় Orton কে। এতে তাদের মধ্যে যদি ফিউড শুরু হয় তবেই Cena কে জিতানো হবে এই ম্যাচে। তাছাড়া, Cena এখনো এইরকম ম্যাচ ভাল করতে পারেনি এবং গতবছর Cena হেরেছিল এই Randy'র কাছে। তাই এই ম্যাচে ফেবারিট Cena কেও ধরা যায়।

৬. Curb Stomp!!!! Seth কে তার এই কুকর্মের শাস্তি Orton দিবে তা সবারই জানা। কারন, Orton কাউকে গোণায় ধরে না। যাকে তাকে মেরে বসে (Austin এমন করতো)। তাই ভুলে গেলে চলবে না, Royal Rumble এর আগে আরও ২টা PPV আছে। এতে Orton-Brock ম্যাচ দেখাও যেতে পারে। হয়তো Orton জিতলো। পরে Seth এর সাথে Survivor Series পর্যন্ত ফিউড হলো। আর TLC-তে ফিউড করলো Brock এর সাথে।

◘ শেষপর্যন্ত বলা যায় যে, এই ম্যাচে ২জনের জিতার সম্ভাবনা ৫০-৫০। আগে-ভাগে কিছু বলা যায় না। কিন্তু আমি Orton কে ফেবারিট হিসেবে এগিয়ে রাখলেও, কেন যেন মনে হচ্ছে ম্যাচটা Cena-ই জিতবে। আসলে এই দুজনের ম্যাচ একদম আনপ্রেডিক্টেবল...কখন কি হয় তা শেষপর্যন্ত না দেখলে বুঝা যাবে না।



Credit : #ViρεrRαγαn