সম্প্রতি কয়েকটি বিশ্বস্ত সোর্স (যেমন PWMania.com) জানিয়েছে যে ৩-৪ মাসের মধ্যে বেবিফেইস টার্ন করবে রেন্ডি অরটন।
খুব সম্ভব রেসোম্যানিয়া ৩১ এ আমরা ফেইস রেন্ডিকে দেখতে পারব। তাছাড়াও এই সপ্তাহের Raw তে কিছুটা আভাস পাওয়া গেছে। ডীন এম্ব্রোসের সাথে সেগমেন্টের পর যখন সেথ রোলিন্স ব্রিফকেস ফেরত নিয়ে ব্যাকস্টেজে অথোরিটির কাছে আসে তখন তার সারা শরীরে সবুজ পদার্থ লেগে থাকায় সেথের উপর হাসে রেন্ডি অরটন। তারপর যখন ত্রিপল এইচ রেন্ডি আর কেইনের সাথে সিনা আর এম্ব্রোসের ম্যাচ ঠিক করে তখন রেন্ডি আর কেইন বলে যে সেথকে রক্ষা করতে করতে তারা অথিস্ট। এবার দেখা যাক পরের Raw গুলিতে আর কোনো আভাস পাওয়া যায় কি না.....।
বর্তমানে অথরিটি তার চুড়ান্ত মিসইউস করছে, এবং তাকে সেথ রলিন্স এর ঘটানো সমস্যাগুলিকে সামলাতে হচ্ছে, এখান থেকেই সম্ভবত অরটন ফেস টার্ন করবে কারন দ্য ভাইপারের কোন প্রবলেম হয় না যে কাউকে RKO দিতে এবং কিছুদিনের মধ্যেই হয়তো আমরা Mr. মানি ইন দ্য ব্যাঙ্ককে RKO খেতে দেখতে পারি...যেটা ঘটার সম্ভাবনা প্রবল।
তাছাড়া অরটন হিল হিসাবে এখন সিনার থেকে বেশী চ্যান্ট পায়! BleacheRreport -এর একটা আর্টিকেল অনুযায়ী অরটনের পপুলারিটি এখনও অনেকটাই বেশী, কারন সে এত বছর ধরে WWE ফ্যানদেরকে যা দিয়ে এসেছে তা ভুলে যাবার নয়। বর্তমানে WWE -এর টপ হিল হলেও অরটন অনেক বেশী পপ বা পজিটিভ চ্যান্ট পায় যা সত্যিই অবিশ্বাস্য!! এখন অরটনের ফেস টার্ন হয়তো তার ক্যারিয়ারের জন্যও আর একটা জীবনদান হতে পারে যদি তাকে দিয়ে এবার হিলদেরকে পুশ করানো না হয়, কারন অরটনের কাছ থেকে এখনও অনেক কিছু পাওয়ার আছে। তাছাড়া অরটন বেবিফেস টার্ন করলে অথরিটির এই বোরিং স্টোরিলাইন থেকেও আমরা মুক্তি পেতে পারি। আর স্ক্রিপ্ট রাইটাররা এই সামারস্লামের স্ক্রিপ্টগুলি এত ফালতু করেছে এবং রোমান, ড্যানিয়েলের মতো টপ ফেসদের অনুপস্থিতির কারনে অরটনের ফেস টার্নের চান্স অনেকটাই বেড়ে গিয়েছে।
এখন কথা হচ্ছে অরটনের অপনেন্ট কে হবে ফেস টার্ন করলে?? অরটন, সেথের সাথে ফিউডেই সম্ভবত ফেস টার্ন করবে এবং তার সাথেই কিছুদিন ফিউড চলবে। তারপর সে WWE হেভিওয়েট চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড ব্রক লেসনারের সাথে খেলতে পারে কারং রেসেল্মেনিয়া ৩০ -এর পর ড্যানিয়েল এর কাছে হারার পর অরটোন এখনও তার রিমাচ পায়নি এবং সে এইব্যাপাটাকে বারে বারে ট্রিপল এইচের কাছে মনে করিয়ে দেয়। বর্তমানে ব্রকের অপনেন্ট কে হবে তা নিয়েও চিন্তা আছে...কারন সিনাকে দিয়ে আর কতবার চালানো হবে, আবার রোমানও অতটা অভিজ্ঞ হয়নি ব্রকের সাথে খেলার জন্য, এখন বাকি থাকে একাই অরটন। অরটনকে হয়তো আবার আমরা চ্যাম্পিয়নশিপ ফিউডে দেখতে পাবো যেটা হবে আসলেই বেস্ট ফর বিজনেস...!!