দ্য রকের কামব্যাকের পরেই আজকের Raw -এর সবথেকে এন্টারটেইনিং মোমেন্ট হল সেথ, জন সিনা এবং The Lunatic Fringe ডিন আম্ব্রোসের সেগমেন্টটা।
◘ আগের দিনের স্মাক ডাউনে সিনা ও আম্ব্রোস vs. কেইন ও অরটম ম্যাচে একসময় সেথকে দেখে সিনা তাকে মারতে ছুটে যায় ডিনকে একলাই রেখে...তারপর যা হবার তাই হয়েছিল, ডিনকে প্রচুর ধোলাই দেওয়া হয়, এবং সিনা পরে আসলেও তার আর কিছুই করার ছিল না।
◘ সেজন্য আজকে ডিন আসে এবং সিনাকে ডেকে বলে যে আমি তোমাকে আগেই বলেছিলাম যে এমন কোন কারন দিয়ো না যার জন্য আমি তোমাকে লাইক না করি...। সে আরও বলে যে অথরিটির সঙ্গে লড়াইয়ের জন্য সিনার দরকার নায়, আম্ব্রোস একাই পারবে, কিন্তু উত্তরে সিনা বলে যে তুমি আগেও একাই লড়াই করেছিলে এবং ফল হিসাবে অনেকদিন বাইরে ছিলে, এরপর তাদের মধ্যে কিছু উত্তক্ত কথা বিনিময় হয় এবং সিনাও আম্ব্রোসকে বলে যে তুমিও আমাকে এমন কোন কারন দিয়ো না যার জন্য আমি তোমাকে লাইক না করি...।
◘ এরপর আম্ব্রোস চুপ করে দাড়িয়ে থাকে...দেখেই বুঝা যাচ্ছিল কিছু একটা বাঁশ গিফট করবে সিনাকে...। ডিন হঠাৎ করে বলে যে আমার খুব হাংরি, আমার হটডগ খেতে ইচ্ছা করেছে এবং আমার ফোনিলান্ড দেখারও ইচ্ছা আছে, সেজন্য আমি ট্রেনে করে সেখানেই যাচ্ছি। এইবলে সিনাকে সাবাশি দিয়ে ডীন মাইক ফেলে চলে গেল এবং সিনা হা করে দাড়িয়ে থাকলো...সত্যিই এর মাথার তার ছিঁড়া।
◘ মেইন ইভেন্টে সিনাকে, তিনজন হিল মিলে ভালোমতো ধোলাই দিল...কিন্তু তখন হটডগ বিক্রি করার কার্ট নিয়ে আম্ব্রোস এসে হাজির হয়। অরটন ও কেইন অ্যাটাক করতে গেলে ডিন পকেটে হাত ঢুকায় এবং দুটি বোতল বার করে তাদের মুখে যথাক্রমে মাস্টারড এবং কেচাপ শশ স্প্রে করে দেয়। এবং রিঙ্গে গিয়ে সেথকে দেখে।
◘ এরপর সেথ যখন নীচে ছিল তখন সেথকে সুইসাইট ড্রাইভ দিয়ে হটডগ কার্টের কাছে ফেলে দেয়। এবং এরপর দারুন ঘটনা ঘটে। তার কার্টের মধ্যে থেকে একটা চিমটা বার করে দেখায় এবং সেথের গুপ্তাঙ্গকে চেপে ধরে সেটা দিয়ে এবং সেথ বাঁদরের মতো লাফাতে থাকে...এরপর কেইন না এলে সেথের একটা অঙ্গ লোপ পেয়ে যেত
◘ যাইহোক এরপর আবার ফাইট হয় এবং শেষ পর্যন্ত ট্রিপ তার স্ত্রি স্টেপের সঙ্গে এসে আম্ব্রোস এবং সিনা ম্যাচ ঘোষণা করে (যে জিতবে সে সেথের সাথে হেল ইন এ সেলের মধ্যে ম্যাচ পাবে)। কিন্তু এখানেই শেষ নয় সিনা যখন রিং ছেড়ে যাচ্ছিল তখন The Lunatic Fringe তাকে একটা DDT দিয়ে বিদায় জানায় এবং "র" সেখানেই শেষ হয়।
◘ আগের দিনের স্মাক ডাউনে সিনা ও আম্ব্রোস vs. কেইন ও অরটম ম্যাচে একসময় সেথকে দেখে সিনা তাকে মারতে ছুটে যায় ডিনকে একলাই রেখে...তারপর যা হবার তাই হয়েছিল, ডিনকে প্রচুর ধোলাই দেওয়া হয়, এবং সিনা পরে আসলেও তার আর কিছুই করার ছিল না।
◘ সেজন্য আজকে ডিন আসে এবং সিনাকে ডেকে বলে যে আমি তোমাকে আগেই বলেছিলাম যে এমন কোন কারন দিয়ো না যার জন্য আমি তোমাকে লাইক না করি...। সে আরও বলে যে অথরিটির সঙ্গে লড়াইয়ের জন্য সিনার দরকার নায়, আম্ব্রোস একাই পারবে, কিন্তু উত্তরে সিনা বলে যে তুমি আগেও একাই লড়াই করেছিলে এবং ফল হিসাবে অনেকদিন বাইরে ছিলে, এরপর তাদের মধ্যে কিছু উত্তক্ত কথা বিনিময় হয় এবং সিনাও আম্ব্রোসকে বলে যে তুমিও আমাকে এমন কোন কারন দিয়ো না যার জন্য আমি তোমাকে লাইক না করি...।
◘ এরপর আম্ব্রোস চুপ করে দাড়িয়ে থাকে...দেখেই বুঝা যাচ্ছিল কিছু একটা বাঁশ গিফট করবে সিনাকে...। ডিন হঠাৎ করে বলে যে আমার খুব হাংরি, আমার হটডগ খেতে ইচ্ছা করেছে এবং আমার ফোনিলান্ড দেখারও ইচ্ছা আছে, সেজন্য আমি ট্রেনে করে সেখানেই যাচ্ছি। এইবলে সিনাকে সাবাশি দিয়ে ডীন মাইক ফেলে চলে গেল এবং সিনা হা করে দাড়িয়ে থাকলো...সত্যিই এর মাথার তার ছিঁড়া।
◘ মেইন ইভেন্টে সিনাকে, তিনজন হিল মিলে ভালোমতো ধোলাই দিল...কিন্তু তখন হটডগ বিক্রি করার কার্ট নিয়ে আম্ব্রোস এসে হাজির হয়। অরটন ও কেইন অ্যাটাক করতে গেলে ডিন পকেটে হাত ঢুকায় এবং দুটি বোতল বার করে তাদের মুখে যথাক্রমে মাস্টারড এবং কেচাপ শশ স্প্রে করে দেয়। এবং রিঙ্গে গিয়ে সেথকে দেখে।
◘ এরপর সেথ যখন নীচে ছিল তখন সেথকে সুইসাইট ড্রাইভ দিয়ে হটডগ কার্টের কাছে ফেলে দেয়। এবং এরপর দারুন ঘটনা ঘটে। তার কার্টের মধ্যে থেকে একটা চিমটা বার করে দেখায় এবং সেথের গুপ্তাঙ্গকে চেপে ধরে সেটা দিয়ে এবং সেথ বাঁদরের মতো লাফাতে থাকে...এরপর কেইন না এলে সেথের একটা অঙ্গ লোপ পেয়ে যেত
◘ যাইহোক এরপর আবার ফাইট হয় এবং শেষ পর্যন্ত ট্রিপ তার স্ত্রি স্টেপের সঙ্গে এসে আম্ব্রোস এবং সিনা ম্যাচ ঘোষণা করে (যে জিতবে সে সেথের সাথে হেল ইন এ সেলের মধ্যে ম্যাচ পাবে)। কিন্তু এখানেই শেষ নয় সিনা যখন রিং ছেড়ে যাচ্ছিল তখন The Lunatic Fringe তাকে একটা DDT দিয়ে বিদায় জানায় এবং "র" সেখানেই শেষ হয়।