※• Hell in a Cell - 2014 •※
WWE United States Champion Sheamus vs. The Miz: WWE United States Championship Match:

◘ এখন থেকে WWE টাইটেল ফিউড অনিয়মিত হয়ে পড়ার সম্ভাবনা থাকায় WWE কে বাধ্য হয়েই এই টাইটেলের উপর কিছুটা গুরুত্ব আরোপ করতে হবে। কিন্তু বরাবরের মতোই এই টাইটেল সম্পর্কে উদাসীনতার পরিচয় দিচ্ছে WWE। এর প্রমাণ শেমাসের মতো সুপারস্টারকে ট্যাগ টিম ম্যাচ খেলিয়ে খেলিয়ে বোরিং বানিয়ে রাখা। এখনই সময় শেমাস থেকে টাইটেল এমন কারও কাছে দেয়া যাকে দিয়ে টাইটেলটি আবারও প্রাণ ফিরে পাবে।

 আমি আপনাদের অনেক আগ থেকেই ইঙ্গিত দিয়েছিলাম যে একজন আমেরিকান ফেস সুপারস্টার শেমাস থেকে দাপটের সাথে টাইটেল জয় করে নিবেন যার সাথে ফিউড করে শেমাস হিল টার্ন করবেন। পরে সেই আমেরিকান সুপারস্টার থেকে টাইটেল আদায় করে নিবেন Rusev। কিন্তু "Arrogant Movie Star" চরিত্রে রিটার্ন করা মিয নিশ্চয়ই Rusev এর বিপক্ষে "Patriotic" চরিত্রে ফিউড করবেন না। তাই আমার ধারণা শেমাসই টাইটল রিটেইন করবেন।

 কিন্তু এখানে আরেকটি অসাধারণ ঘটনা ঘটতে পারে। "Stunt Double Magic" দেখিয়ে মিযের হয়ে টাইটেল জিতে নিয়ে পুরো এরিনাকে তাক লাগিয়ে দিবেন Damien "Mizdow"!!! কিন্তু তা মিযকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানালে শুরু হবে Miz vs. Mizdow ফিউড, যাতে শেষ হাসি হেসে পুশ পেতে শুরু করবেন Mizdow। গত কয়েক সপ্তাহ ধরে তার অসাধারণ অভিনয়ের জন্যে তিনি দর্শকদের থেকে যে চিয়ার পাচ্ছেন তাতে বেবিফেস টার্ন করলে অন্তত আমি অবাক হবো না।

♥Winner: and still the WWE Intercontinental Champion Sheamus via pinfall


※ Sheamus (c) vs. The Miz (HIAC) ※

※• Hell in a Cell - 2014 •※
WWE United States Champion Sheamus vs. The Miz: WWE United States Championship Match:

◘ এখন থেকে WWE টাইটেল ফিউড অনিয়মিত হয়ে পড়ার সম্ভাবনা থাকায় WWE কে বাধ্য হয়েই এই টাইটেলের উপর কিছুটা গুরুত্ব আরোপ করতে হবে। কিন্তু বরাবরের মতোই এই টাইটেল সম্পর্কে উদাসীনতার পরিচয় দিচ্ছে WWE। এর প্রমাণ শেমাসের মতো সুপারস্টারকে ট্যাগ টিম ম্যাচ খেলিয়ে খেলিয়ে বোরিং বানিয়ে রাখা। এখনই সময় শেমাস থেকে টাইটেল এমন কারও কাছে দেয়া যাকে দিয়ে টাইটেলটি আবারও প্রাণ ফিরে পাবে।

 আমি আপনাদের অনেক আগ থেকেই ইঙ্গিত দিয়েছিলাম যে একজন আমেরিকান ফেস সুপারস্টার শেমাস থেকে দাপটের সাথে টাইটেল জয় করে নিবেন যার সাথে ফিউড করে শেমাস হিল টার্ন করবেন। পরে সেই আমেরিকান সুপারস্টার থেকে টাইটেল আদায় করে নিবেন Rusev। কিন্তু "Arrogant Movie Star" চরিত্রে রিটার্ন করা মিয নিশ্চয়ই Rusev এর বিপক্ষে "Patriotic" চরিত্রে ফিউড করবেন না। তাই আমার ধারণা শেমাসই টাইটল রিটেইন করবেন।

 কিন্তু এখানে আরেকটি অসাধারণ ঘটনা ঘটতে পারে। "Stunt Double Magic" দেখিয়ে মিযের হয়ে টাইটেল জিতে নিয়ে পুরো এরিনাকে তাক লাগিয়ে দিবেন Damien "Mizdow"!!! কিন্তু তা মিযকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানালে শুরু হবে Miz vs. Mizdow ফিউড, যাতে শেষ হাসি হেসে পুশ পেতে শুরু করবেন Mizdow। গত কয়েক সপ্তাহ ধরে তার অসাধারণ অভিনয়ের জন্যে তিনি দর্শকদের থেকে যে চিয়ার পাচ্ছেন তাতে বেবিফেস টার্ন করলে অন্তত আমি অবাক হবো না।

♥Winner: and still the WWE Intercontinental Champion Sheamus via pinfall