◘ আজকের স্মাকডাউন শুরু করে দ্য বিগ শো। বিগশো দর্শকদের উদ্দেশে বলে ড্যানিয়েল ব্রায়েনের কামব্যাক করার সাপোর্টে তাকে একটা মেসেজ দিবার জন্য, এর ফলে দর্শকদের কাছ থেকে অনেক "Yes" চ্যান্ট শোনা যায়। শো সবাইকে জানায় যে, ব্রায়েনের আরও একটা এলবো সার্জারি করাতে হবে।
◘ এর পরের ম্যাচ হবে - "The Divas Halloween Costume Battle Royal"।
♠ The Divas Halloween Costume Battle Royal
• এই ম্যাচে ব্রি বেলার থাকার কথা ছিল কিন্তু সে আসেনি। শেষপর্যন্ত বাকি থাকে Nikki, Paige, Alicia, এবং Natalya। ফক্স, Natalya-কে এলিমিনেট করে এবং তারপর পেইজকে স্পিয়ার মারে জারফলে পেইজ এর সাথে সাথে সে নিজেও এলিমিনেট হয়ে যায় (স্পিয়ারে ভালো জোর ছিল মনে হয়) এবং নিক্কি বেলা শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নেয়। এই ম্যাচে পেইজ, সামার রে -এর ড্রেস পরে ছিল এবং ম্যাচটাতে কিছু ভালো কমেডি দেখতে পাওয়া যায়।
♥ Winner : Nikki Bella
◘ ম্যাচের পরে নিক্কি এজে লি -কে নিয়ে মজা করে, যে কমেন্ট্রিতে ছিল।
◘ এরপর Seth Rollins, Kane, Joey Mercury এবং Jamie Noble আসে এবং একটা প্রোমো কাটে। কেইন এবং রলিন্স এসেছিল আম্ব্রোস vs. সিজারো মেইন ইভেন্টের ব্যাপারে এবং আগের দিনের Raw -এর রলিন্সকে দেওয়া দ্য ভাইপার -এর RKO টার ব্যাপারে কথা বলার জন্য। রলিন্স মাইক নেয় এবং আদর্শ হিলের মতো দর্শকদের কাছে থেকে হিট আদায় করে, এরপর কেইন ডল্প জিগ্লারকে ডেকে নেয়।
♠ Kane vs. Dolph Ziggler
• ম্যাচটা ছিল নন-টাইটেল ম্যাচ, কেইন ১১ মিনিটের মাথায় জিগ্লারকে চোকস্লাম মেরে ম্যাচটা জিতে নেয়।
♥ Winner : Kane
◘ ম্যাচের পরে কেইন জিগ্লারকে আবার চোকস্লাম মারে এবং তারপর রলিন্স, জিগ্লারকে অ্যাটাক করে এবং তাকে ভালোমতো ধোলাই দেয়।
◘ এরপর Mercury এবং Noble -ও রলিন্সকে জয়েন করে এবং জিগ্লারকে বেধরকভাবে মারা হয়। শুধু এখানেই থেমে থাকেনি, এরপরে কেইন, রলিন্সএর সঙ্গে জিগ্লারের একটা ম্যাচ দেয় যেটা হবে এরপরেই।
♠ Seth Rollins vs. Dolph Ziggler
• এত মারের পরে খুব স্বাভাবিকভাবেই রলিন্স কিছুক্ষণের মধ্যেই জিগ্লারকে হারিয়ে দেয়, ৩০ সেকেন্ডের মধ্যে সেথ, জিগ্লারকে কারব স্টোম্প দেয় এবং ম্যাচটা জিতে নেয়।
♥ Winner : Seth Rollins
◘ এরপর হিথ স্লেটার কাকতারুয়া (scarecrow) সেজে আসে এবং জন সিনার ব্যাপারে বলতে যায়। কিন্তু রাইব্যাক এসে তাকে ইন্টারাপ্ট করে। এরপর তাদের মধ্যে ম্যাচ হয়।
♠ Ryback vs. Heath Slater
• এক মিনিটের মধ্যেই রাইব্যাক স্লেটারকে পুরাই স্কোয়াশ করে দেয়, রাইব্যাক স্লেটারএর কস্টিউমটাকে ছিরে ফেলে দেয় এবং তাকে যথাক্রমে Meathook Clothesline এবং Shellshock দিয়ে সহজেই ম্যাচটা জিতে নেয়।
♥ Winner : Ryback
◘ এরপরের সেগমেন্ট হবে Miz TV, যেটার হোস্ট থাকবে দ্য মিজ এবং ড্যামিয়েন সান্ডোউ। আজকের মিজ টিভির সেটটা Halloween -এর ধাঁচে ছিল, অনেক কুমড়ো সহ। আজকে তাদের গেস্ট হল মার্ক হেনরি।
◘ মার্ক হেনরি হিল হিসাবে দারুন একটা প্রোমো কাট করে যেটাতে সে বলে যে কেন বিগশোর সাথে সেরকম করেছিল। বিগশো প্রত্যেকবার তার কাছ থেকে স্পটলাইট নিয়ে যাচ্ছিল সেজন্য সে আর সহ্য করতে অসামর্থ্য ছিল। এই কথা শুনে বিগ শো আসে, এবং তাদের মধ্যে ঝগড়া রেগে যায়। শো তাদের জুদ্ধে এগিয়ে থাকলেও হেনরি শোকে ব্যারিকেডের উপরে একটা স্পিয়ার দেয় এবং শেষপর্যন্ত হেনরিই দাড়িয়ে থাকে, অন্যদিকে বিগশো নীচে পরে থাকে।
♠ Goldust & Stardust vs. Los Matadores
• একপর্যায়ে, কোডি এবং এল টোরিটো রিঙ্গের বাইরে তাদের ফাইট লড়ছিল, যেটাতে গোল্ডডাস্ট ডিস্ট্রাক্ট হয় এবং একজন মাটাডোরস সেই সুজোগে জয়লাভ করে।
♥ Winners : Los Matadores
♠ Rusev vs. Great Khali
• খালি ভালোভাবে চলাফেরাই করতে পারেনি। রুসেভ কিছু মিনিটের মধ্যেই খালিকে স্কোয়াশ করে দেয় এবং তাড়াতাড়ি একটা সাইডকিক এবং আকোলেডের মাধ্যমে সাবমিশন ভিক্টোরি লাভ করে।
♥ Winner : Rusev
◘ ম্যাচের পরে লানা একটা প্রোমো কাটতে শুরু করে এবং দর্শকরা বুউ দেয় এবং USA চ্যান্ট করতে লাগে। রুসেভ মাইক নেয় এবং বলে যে সমস্ত অ্যামেরিকানকেই সে হারিয়ে ফেলেছে এবং সে এবার ক্রাশ করবে অ্যামেরিকার চ্যাম্পিয়নকে মানে US চ্যাম্পিয়ন শেমাসকে। রুসেভ আরও জানায় যে, সে তাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে US টাইটেল গিফট করতে চায়।
◘ এরপরে শেমাস আসে এবং বলে সে খুবই গর্বিত যে এই টাইটেলটা তার কাছে আছে। এইবলে সে রিঙ্গের দিকে ছুটে যায় কিন্তু রুসেভ সেখান থেকে সরে যায় এবং শেমাস একাই রিঙ্গের মধ্যে দাড়িয়ে থাকে।
◘ এরপরে ব্রে ওয়্যাট রিঙ্গে আসে এবং একটা প্রোমো কাটে। আজকের মেইন ইভেন্ট হবে Cesaro vs. Dean Ambrose।
♠ Cesaro vs. Dean Ambrose (in a Trick or Street Fight)
• রিঙ্গের চারিদিকে কুমড়ো এবং অন্যসব হালোউইন্সএর ডেকোরেশন করা ছিল। আম্ব্রোস এই ম্যাচে দারুন খেলে এবং একটা কুমড়োর উপরে ডারটি ডিডস এর মাধ্যমে সিজারোর টাকলা মাথাতে কুমড়োটিকে ফুটিয়ে দেয় এবং আম্ব্রোস জয়লাভ করে এবং এটা ছিল আজকের সবথেকে ফান ম্যাচ।
♥ Winner : Dean Ambrose
◘ এই ফান ম্যাচের মাধমেই আজকের স্মাকডাউন শেষ হয়।
◘ এর পরের ম্যাচ হবে - "The Divas Halloween Costume Battle Royal"।
♠ The Divas Halloween Costume Battle Royal
• এই ম্যাচে ব্রি বেলার থাকার কথা ছিল কিন্তু সে আসেনি। শেষপর্যন্ত বাকি থাকে Nikki, Paige, Alicia, এবং Natalya। ফক্স, Natalya-কে এলিমিনেট করে এবং তারপর পেইজকে স্পিয়ার মারে জারফলে পেইজ এর সাথে সাথে সে নিজেও এলিমিনেট হয়ে যায় (স্পিয়ারে ভালো জোর ছিল মনে হয়) এবং নিক্কি বেলা শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নেয়। এই ম্যাচে পেইজ, সামার রে -এর ড্রেস পরে ছিল এবং ম্যাচটাতে কিছু ভালো কমেডি দেখতে পাওয়া যায়।
♥ Winner : Nikki Bella
◘ ম্যাচের পরে নিক্কি এজে লি -কে নিয়ে মজা করে, যে কমেন্ট্রিতে ছিল।
◘ এরপর Seth Rollins, Kane, Joey Mercury এবং Jamie Noble আসে এবং একটা প্রোমো কাটে। কেইন এবং রলিন্স এসেছিল আম্ব্রোস vs. সিজারো মেইন ইভেন্টের ব্যাপারে এবং আগের দিনের Raw -এর রলিন্সকে দেওয়া দ্য ভাইপার -এর RKO টার ব্যাপারে কথা বলার জন্য। রলিন্স মাইক নেয় এবং আদর্শ হিলের মতো দর্শকদের কাছে থেকে হিট আদায় করে, এরপর কেইন ডল্প জিগ্লারকে ডেকে নেয়।
♠ Kane vs. Dolph Ziggler
• ম্যাচটা ছিল নন-টাইটেল ম্যাচ, কেইন ১১ মিনিটের মাথায় জিগ্লারকে চোকস্লাম মেরে ম্যাচটা জিতে নেয়।
♥ Winner : Kane
◘ ম্যাচের পরে কেইন জিগ্লারকে আবার চোকস্লাম মারে এবং তারপর রলিন্স, জিগ্লারকে অ্যাটাক করে এবং তাকে ভালোমতো ধোলাই দেয়।
◘ এরপর Mercury এবং Noble -ও রলিন্সকে জয়েন করে এবং জিগ্লারকে বেধরকভাবে মারা হয়। শুধু এখানেই থেমে থাকেনি, এরপরে কেইন, রলিন্সএর সঙ্গে জিগ্লারের একটা ম্যাচ দেয় যেটা হবে এরপরেই।
♠ Seth Rollins vs. Dolph Ziggler
• এত মারের পরে খুব স্বাভাবিকভাবেই রলিন্স কিছুক্ষণের মধ্যেই জিগ্লারকে হারিয়ে দেয়, ৩০ সেকেন্ডের মধ্যে সেথ, জিগ্লারকে কারব স্টোম্প দেয় এবং ম্যাচটা জিতে নেয়।
♥ Winner : Seth Rollins
◘ এরপর হিথ স্লেটার কাকতারুয়া (scarecrow) সেজে আসে এবং জন সিনার ব্যাপারে বলতে যায়। কিন্তু রাইব্যাক এসে তাকে ইন্টারাপ্ট করে। এরপর তাদের মধ্যে ম্যাচ হয়।
♠ Ryback vs. Heath Slater
• এক মিনিটের মধ্যেই রাইব্যাক স্লেটারকে পুরাই স্কোয়াশ করে দেয়, রাইব্যাক স্লেটারএর কস্টিউমটাকে ছিরে ফেলে দেয় এবং তাকে যথাক্রমে Meathook Clothesline এবং Shellshock দিয়ে সহজেই ম্যাচটা জিতে নেয়।
♥ Winner : Ryback
◘ এরপরের সেগমেন্ট হবে Miz TV, যেটার হোস্ট থাকবে দ্য মিজ এবং ড্যামিয়েন সান্ডোউ। আজকের মিজ টিভির সেটটা Halloween -এর ধাঁচে ছিল, অনেক কুমড়ো সহ। আজকে তাদের গেস্ট হল মার্ক হেনরি।
◘ মার্ক হেনরি হিল হিসাবে দারুন একটা প্রোমো কাট করে যেটাতে সে বলে যে কেন বিগশোর সাথে সেরকম করেছিল। বিগশো প্রত্যেকবার তার কাছ থেকে স্পটলাইট নিয়ে যাচ্ছিল সেজন্য সে আর সহ্য করতে অসামর্থ্য ছিল। এই কথা শুনে বিগ শো আসে, এবং তাদের মধ্যে ঝগড়া রেগে যায়। শো তাদের জুদ্ধে এগিয়ে থাকলেও হেনরি শোকে ব্যারিকেডের উপরে একটা স্পিয়ার দেয় এবং শেষপর্যন্ত হেনরিই দাড়িয়ে থাকে, অন্যদিকে বিগশো নীচে পরে থাকে।
♠ Goldust & Stardust vs. Los Matadores
• একপর্যায়ে, কোডি এবং এল টোরিটো রিঙ্গের বাইরে তাদের ফাইট লড়ছিল, যেটাতে গোল্ডডাস্ট ডিস্ট্রাক্ট হয় এবং একজন মাটাডোরস সেই সুজোগে জয়লাভ করে।
♥ Winners : Los Matadores
♠ Rusev vs. Great Khali
• খালি ভালোভাবে চলাফেরাই করতে পারেনি। রুসেভ কিছু মিনিটের মধ্যেই খালিকে স্কোয়াশ করে দেয় এবং তাড়াতাড়ি একটা সাইডকিক এবং আকোলেডের মাধ্যমে সাবমিশন ভিক্টোরি লাভ করে।
♥ Winner : Rusev
◘ ম্যাচের পরে লানা একটা প্রোমো কাটতে শুরু করে এবং দর্শকরা বুউ দেয় এবং USA চ্যান্ট করতে লাগে। রুসেভ মাইক নেয় এবং বলে যে সমস্ত অ্যামেরিকানকেই সে হারিয়ে ফেলেছে এবং সে এবার ক্রাশ করবে অ্যামেরিকার চ্যাম্পিয়নকে মানে US চ্যাম্পিয়ন শেমাসকে। রুসেভ আরও জানায় যে, সে তাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে US টাইটেল গিফট করতে চায়।
◘ এরপরে শেমাস আসে এবং বলে সে খুবই গর্বিত যে এই টাইটেলটা তার কাছে আছে। এইবলে সে রিঙ্গের দিকে ছুটে যায় কিন্তু রুসেভ সেখান থেকে সরে যায় এবং শেমাস একাই রিঙ্গের মধ্যে দাড়িয়ে থাকে।
◘ এরপরে ব্রে ওয়্যাট রিঙ্গে আসে এবং একটা প্রোমো কাটে। আজকের মেইন ইভেন্ট হবে Cesaro vs. Dean Ambrose।
♠ Cesaro vs. Dean Ambrose (in a Trick or Street Fight)
• রিঙ্গের চারিদিকে কুমড়ো এবং অন্যসব হালোউইন্সএর ডেকোরেশন করা ছিল। আম্ব্রোস এই ম্যাচে দারুন খেলে এবং একটা কুমড়োর উপরে ডারটি ডিডস এর মাধ্যমে সিজারোর টাকলা মাথাতে কুমড়োটিকে ফুটিয়ে দেয় এবং আম্ব্রোস জয়লাভ করে এবং এটা ছিল আজকের সবথেকে ফান ম্যাচ।
♥ Winner : Dean Ambrose
◘ এই ফান ম্যাচের মাধমেই আজকের স্মাকডাউন শেষ হয়।