◘ এই সপ্তাহের Impact কিক-অফ করে Kurt Angle. সে Lashley কে রিঙে ডাকে। Lashley আসে এবং Angle জানায় সে খুশি না। কারন Lashley'র ম্যাচে প্রায় MVP ও Kenny King "Interfere" করে। Angle বলে তাকে টাইটেল ডিফেন্ড করতে হবে এবং Roode এর Rematch সে কেন ফিরিয়ে দিয়েছে তা জানতে চায়। Lashley জানায় Roode তা পাবে কিন্তু Kurt যদি টাইটেল শট চায় তবে সেও পাবে। ফ্যানরা "Angle' চ্যান্ট করে। Angle জানায় সময় হলে সে ঠিকই ফেস করবে। এরপর Angle জানায় Lashley'র জন্য নতুন Contenders খুঁজবে। আর তাই আজ Eric Young, Austin Aries, Bobby Roode এবং Jeff Hardy'র মধ্যে#1Contenders ম্যাচ হবে। যে জিতবে তার সাথে Lashley টাইটেল ডিফেন্ড করবে।◘ এরপর Team 3D কে নিয়ে TNA Hall of Fame এর একটি ভিডিও দেখায়। Tommy Dreamer তাদের Induct করবে।

๏ TNA Knockouts Championship : Havok © (vs) Madison Rayne.

ম্যাচের বেশিরভাগ অংশে Havok আধিপত্য ধরে রাখে। Madison এর প্রায় সকল মুভ Havok কাউন্টার করে। ম্যাচের শেষদিকে Havok কে La Magistral Cradle দিতে যায় Madison কিন্তু Havok আবারো তা ব্লক করে। Havok এরপর Madison কে Harlot Slayer (Chokeslam) দিয়ে ম্যাচ জিতে নেয়।

• Winner : Havok (Pinfall)

◘ ব্যাকস্টেজে দেখা যায় EY কে কথা বলতে Fatal 4-Way ম্যাচ নিয়ে।

๏ Matt Hardy (vs) Magnus.

এইটা First Time Ever ম্যাচ ছিল। ম্যাচটি অসাধারণ ছিল। A+ ম্যাচ। ম্যাচের শেষদিকে Matt উপরে উঠে Shoulders Block দেয়। এরপর Magnus উপরে উঠে এবং Dive দেয় কিন্তু Matt তাকে Mid Air-এ ধরে ফেলে এবং Diamond Cutter দিয়ে ম্যাচ জিতে যায়।

• Winner : Matt Hardy (Pinfall)



๏ Intergender Tag Team Match : Bro-Mans (Jessie & Zema Ion) & Angelina Love w/Velvet Sky (vs) The Menagerie (Crazzy Steve, Knux, & Rebel)

মোটামুটি ভাল ম্যাচ। Mix Tag Team ম্যাচ যেখানে দুই দলে একজন করে মেয়ে রেসলার ছিল। Steve ম্যাচের এক পর্যায়ে Jassie কে পিন করতে যায় কিন্তু Love এসে ২কাউন্টের সময় পিন ব্রেক করে। Steve এর মাথা Sideways-তে বাড়ি খায় কিন্তু সে Love কে ধরে ফেলে এবং তার ঠোঁটে চুমু দিতে যায়। কিন্তু Jessie Steve'র চুল ধরে টান দেয়। সে Steve কে Military Press দিতে যায় কিন্তু Steve সরে যায় এবং Tornado DDT দেয় Jassie কে। পিন করে এবং ম্যাচ জিতে নেয়।

• Winner : The Menagerie.

◘ এরপর Bobby Roode ও Austin Aries কে ব্যাকস্টেজে দেখা যায়।

◘ এরপর Ethan Carter III আসে। সাথে ছিল Tyrus (Brodus Clay). তারা প্রমো কাট করে কিন্তু Devon এসে তাদের বাধা দেয়। পরে Devon প্রমো কাট করে। এরপর Bram আসে এবং ট্রাশক্যান দিয়ে Devon কে আক্রমন করে চলে যায়। ডাক্তার Devon চেক করে এবং তাকে নিয়ে যায়।

◘ EC3 ও Tyrus তখনো রিঙে। এরপর তারা Sharkboy কে রিঙে ডাকে। তার মিজিক বাজে কিন্তু সে আসে না। ব্যাকস্টেজে দেখা যায় Sharkboy বাদাম খাচ্ছে। পরে তাকে বলা হয় তার ম্যাচ আছে। এরপর সে রিঙে আসে।

๏ Tyrus (vs) Shark Boy.

Shark কে উড়িয়ে দেয় Tyrus. কোন সুযোগ না দিয়েই Shark কে Chokeslam দিয়ে ম্যাচ জিতে নেয় Tyrus.

• Winner : Tyrus (Pinfall)



๏ TNA World Title #1 Contenders Fatal 4-Way: Bobby Roode def. Eric Young, Jeff Hardy, & Austin Aries

আজকের রাতের সেরা ম্যাচ। অসাধারণ ম্যাচ। Jeff এর হাই-ফ্লাইং মুভগুলো ছিল অস্থির। ম্যাচের শেষপর্যায়ে Roode তার ফিনিশার Roode Bomb দেয় EY কে আর একই সময় Aries তার ফিনিশার Brain Buster দেয় Jeff কে। Roode ও Aries দুজনই একসাথে পিন করে Young ও Jeff কে। ফলে Jeff ও EY একসাথে এলিমিনেট হয়ে যায়। পরে কিছুক্ষণ ম্যাচ চলে। শেষে Aries কে Roode Bomb দিয়ে ম্যাচ জিতে নেয় Bobby Roode এবং হয়ে যায় TNA World চ্যাম্পিয়নশিপ ম্যাচের No. 1 Contender.

• Winner : Bobby Roode (Pinfall)

◘ ম্যাচ শেষে Jeff ও EY আসে। এরপর সব চ্যালেঞ্জাররা Roode এর সাথে হাত মেলায়। তারা ৪জন একে অন্যের হাত ধরে উপরে তুলে। এভাবেই শো শেষ হয়।


Credit : #ViρεrRαγαn

☻TNA Impact রেজাল্ট, ১৭ অক্টোবর ২০১৪

◘ এই সপ্তাহের Impact কিক-অফ করে Kurt Angle. সে Lashley কে রিঙে ডাকে। Lashley আসে এবং Angle জানায় সে খুশি না। কারন Lashley'র ম্যাচে প্রায় MVP ও Kenny King "Interfere" করে। Angle বলে তাকে টাইটেল ডিফেন্ড করতে হবে এবং Roode এর Rematch সে কেন ফিরিয়ে দিয়েছে তা জানতে চায়। Lashley জানায় Roode তা পাবে কিন্তু Kurt যদি টাইটেল শট চায় তবে সেও পাবে। ফ্যানরা "Angle' চ্যান্ট করে। Angle জানায় সময় হলে সে ঠিকই ফেস করবে। এরপর Angle জানায় Lashley'র জন্য নতুন Contenders খুঁজবে। আর তাই আজ Eric Young, Austin Aries, Bobby Roode এবং Jeff Hardy'র মধ্যে#1Contenders ম্যাচ হবে। যে জিতবে তার সাথে Lashley টাইটেল ডিফেন্ড করবে।◘ এরপর Team 3D কে নিয়ে TNA Hall of Fame এর একটি ভিডিও দেখায়। Tommy Dreamer তাদের Induct করবে।

๏ TNA Knockouts Championship : Havok © (vs) Madison Rayne.

ম্যাচের বেশিরভাগ অংশে Havok আধিপত্য ধরে রাখে। Madison এর প্রায় সকল মুভ Havok কাউন্টার করে। ম্যাচের শেষদিকে Havok কে La Magistral Cradle দিতে যায় Madison কিন্তু Havok আবারো তা ব্লক করে। Havok এরপর Madison কে Harlot Slayer (Chokeslam) দিয়ে ম্যাচ জিতে নেয়।

• Winner : Havok (Pinfall)

◘ ব্যাকস্টেজে দেখা যায় EY কে কথা বলতে Fatal 4-Way ম্যাচ নিয়ে।

๏ Matt Hardy (vs) Magnus.

এইটা First Time Ever ম্যাচ ছিল। ম্যাচটি অসাধারণ ছিল। A+ ম্যাচ। ম্যাচের শেষদিকে Matt উপরে উঠে Shoulders Block দেয়। এরপর Magnus উপরে উঠে এবং Dive দেয় কিন্তু Matt তাকে Mid Air-এ ধরে ফেলে এবং Diamond Cutter দিয়ে ম্যাচ জিতে যায়।

• Winner : Matt Hardy (Pinfall)



๏ Intergender Tag Team Match : Bro-Mans (Jessie & Zema Ion) & Angelina Love w/Velvet Sky (vs) The Menagerie (Crazzy Steve, Knux, & Rebel)

মোটামুটি ভাল ম্যাচ। Mix Tag Team ম্যাচ যেখানে দুই দলে একজন করে মেয়ে রেসলার ছিল। Steve ম্যাচের এক পর্যায়ে Jassie কে পিন করতে যায় কিন্তু Love এসে ২কাউন্টের সময় পিন ব্রেক করে। Steve এর মাথা Sideways-তে বাড়ি খায় কিন্তু সে Love কে ধরে ফেলে এবং তার ঠোঁটে চুমু দিতে যায়। কিন্তু Jessie Steve'র চুল ধরে টান দেয়। সে Steve কে Military Press দিতে যায় কিন্তু Steve সরে যায় এবং Tornado DDT দেয় Jassie কে। পিন করে এবং ম্যাচ জিতে নেয়।

• Winner : The Menagerie.

◘ এরপর Bobby Roode ও Austin Aries কে ব্যাকস্টেজে দেখা যায়।

◘ এরপর Ethan Carter III আসে। সাথে ছিল Tyrus (Brodus Clay). তারা প্রমো কাট করে কিন্তু Devon এসে তাদের বাধা দেয়। পরে Devon প্রমো কাট করে। এরপর Bram আসে এবং ট্রাশক্যান দিয়ে Devon কে আক্রমন করে চলে যায়। ডাক্তার Devon চেক করে এবং তাকে নিয়ে যায়।

◘ EC3 ও Tyrus তখনো রিঙে। এরপর তারা Sharkboy কে রিঙে ডাকে। তার মিজিক বাজে কিন্তু সে আসে না। ব্যাকস্টেজে দেখা যায় Sharkboy বাদাম খাচ্ছে। পরে তাকে বলা হয় তার ম্যাচ আছে। এরপর সে রিঙে আসে।

๏ Tyrus (vs) Shark Boy.

Shark কে উড়িয়ে দেয় Tyrus. কোন সুযোগ না দিয়েই Shark কে Chokeslam দিয়ে ম্যাচ জিতে নেয় Tyrus.

• Winner : Tyrus (Pinfall)



๏ TNA World Title #1 Contenders Fatal 4-Way: Bobby Roode def. Eric Young, Jeff Hardy, & Austin Aries

আজকের রাতের সেরা ম্যাচ। অসাধারণ ম্যাচ। Jeff এর হাই-ফ্লাইং মুভগুলো ছিল অস্থির। ম্যাচের শেষপর্যায়ে Roode তার ফিনিশার Roode Bomb দেয় EY কে আর একই সময় Aries তার ফিনিশার Brain Buster দেয় Jeff কে। Roode ও Aries দুজনই একসাথে পিন করে Young ও Jeff কে। ফলে Jeff ও EY একসাথে এলিমিনেট হয়ে যায়। পরে কিছুক্ষণ ম্যাচ চলে। শেষে Aries কে Roode Bomb দিয়ে ম্যাচ জিতে নেয় Bobby Roode এবং হয়ে যায় TNA World চ্যাম্পিয়নশিপ ম্যাচের No. 1 Contender.

• Winner : Bobby Roode (Pinfall)

◘ ম্যাচ শেষে Jeff ও EY আসে। এরপর সব চ্যালেঞ্জাররা Roode এর সাথে হাত মেলায়। তারা ৪জন একে অন্যের হাত ধরে উপরে তুলে। এভাবেই শো শেষ হয়।


Credit : #ViρεrRαγαn