◘ আজকে লিজেন্ডারি রেসলার "Mr. Perfect" Curt Hennig এর ছেলে Curtis Axel এর ৩৫ তম জন্মদিন। ট্যালেন্টেড হওয়া সত্বেও WWE তে বর্তমানে যে কয়জন অভাগা মিসইউজড রেসলার আছে তাদের মধ্যে সে অন্যতম।
◘ ২০১০ সালে The Nexus এর সদস্য হয়ে Michael McGillicutty নামে সে ডেবিউ করে। সে FCW এবং NXT (Season 2) তে ছিল। The New Nexus এর সদস্য হিসেবে ২০১১ সালে সে David Otungaর সাথে ট্যাগ টীম চ্যাম্পিয়নশিপ জিতে।
◘ ২০১৩ সালের মে মাসে সে তার বর্তমান রিং নেইম Curtis Axel নিয়ে Paul Heyman Guy হিসেবে ডেবিউ করে। তারপর বেশ কয়েকদিন ধরে তাকে ভালই পুশ দেয়া হয়। ত্রিপল এইচ, সি এম পাংক এর মত রেসলারের সাথে সে ম্যাচ খেলে। পরে তাকে Intercontinental চ্যাম্পিয়নশিপ জেতানো হয়। কিন্তু IC টাইটেল হারার পরপরই WWE তে তার খারাপ দিন শুরু হয়।
◘ রাইব্যাকের সাথে তার Rybaxel নামক টীম ঘটন করানো হয়। যে টীমটা সবার কাছেই একটা বিরক্তিকর টীম ছিলো। কিন্তু তাদের ট্যালেন্টকে সঠিকভাবে ব্যবহার করলে হয়ত WWE এর আলোচিত টীমগুলোর একটি হতে পারত এই টীমটা। এখন তো তাকে মেইন শো গুলোতে দেখাই যায় না। হয়ত আরো লম্বা কয়েকটা সময় ধরে এভাবেই মিসইউজড হয়ে থাকতে হবে তাকে।
৩৫ তম জন্মদিনে রইলো তার প্রতি অনেক শুভেচ্ছা আর শুভকামনা।
◘ ২০১০ সালে The Nexus এর সদস্য হয়ে Michael McGillicutty নামে সে ডেবিউ করে। সে FCW এবং NXT (Season 2) তে ছিল। The New Nexus এর সদস্য হিসেবে ২০১১ সালে সে David Otungaর সাথে ট্যাগ টীম চ্যাম্পিয়নশিপ জিতে।
◘ ২০১৩ সালের মে মাসে সে তার বর্তমান রিং নেইম Curtis Axel নিয়ে Paul Heyman Guy হিসেবে ডেবিউ করে। তারপর বেশ কয়েকদিন ধরে তাকে ভালই পুশ দেয়া হয়। ত্রিপল এইচ, সি এম পাংক এর মত রেসলারের সাথে সে ম্যাচ খেলে। পরে তাকে Intercontinental চ্যাম্পিয়নশিপ জেতানো হয়। কিন্তু IC টাইটেল হারার পরপরই WWE তে তার খারাপ দিন শুরু হয়।
◘ রাইব্যাকের সাথে তার Rybaxel নামক টীম ঘটন করানো হয়। যে টীমটা সবার কাছেই একটা বিরক্তিকর টীম ছিলো। কিন্তু তাদের ট্যালেন্টকে সঠিকভাবে ব্যবহার করলে হয়ত WWE এর আলোচিত টীমগুলোর একটি হতে পারত এই টীমটা। এখন তো তাকে মেইন শো গুলোতে দেখাই যায় না। হয়ত আরো লম্বা কয়েকটা সময় ধরে এভাবেই মিসইউজড হয়ে থাকতে হবে তাকে।
৩৫ তম জন্মদিনে রইলো তার প্রতি অনেক শুভেচ্ছা আর শুভকামনা।
Credit: Dewan Farhan Nadeem