◘ আজকের Raw শুরু হয় আগের সপ্তাহের একটা ভিডিও রিক্যাপ দিয়ে।
◘ এরপর সেথ রলিন্স আসে এবং একটা মাইক হাতে নেয় এবং আগের সপ্তাহে আম্ব্রোস যা করেছিল তার জন্য সে খুবই রেগে যায়।
◘ Jamie Noble এবং Joey Mercury আসে এবং চেষ্টা করে সেথ রলিন্সকে রিং থেকে নামাবার। রলিন্স বলে যে সবাই এখন তার বিপক্ষে আছে এবং তাকেই ধোলাই দিতে চায়, এরপর হঠাৎ করে সিনা চলে আসে এবং সেথ ক্রাউডদের মধ্যে দিয়ে পালাবার চেষ্টা করলে সিনা তাকে তারা করে। এবার ডিন আম্ব্রোস ক্রাউডদের মধ্যে থেকে আসে, এবং রলিন্সকে আবার রিংসাইড এরিয়াতে তারা করে নিয়ে যায়। আম্ব্রোস, সিনা এবং রলিন্স দুইজনের উপরই জাম্প মারে , কিন্তু রলিন্স কোনভাবে সেখান থেকে প্রান বাঁচিয়ে দৌড় দেয়।
◘ এরপর ট্রিপল এইচের মিউজিক হিট করে এবং সে স্টেফনির সঙ্গে আসে। তারা আম্ব্রোস এবং সিনাকে হালকা অপমান করে আম্ব্রোস এবং সিনাকে একটা হান্ডিকাপ ম্যাচের জন্য ঠিক করে, দ্য ভাইপার, কেইন এবং রলিন্সের বিরুদ্ধে (রোমানের জায়গাটা সেথ নিয়েছে)। কম-সে-কম আগের সপ্তাহের থেকে মেইন ইভেন্টে একজন প্লেয়ার অ্যাড হয়েছে।
◘ পরের ম্যাচের জন্য গোল্ডডাস্ট এবং স্টারডাস্টের সঙ্গে আছে সিজারো এবং অপরদিকে উসোসদের সঙ্গে আছে ডলফ জিগ্লার।
♠ Cesaro and Gold and Stardust vs. The Usos and Ziggler
এই ম্যাচটা দারুন ম্যাচ হয়। শেষের দিকে জিগ্লার অনেকগুলি বড় মুভ থেকে কিক আউট করে ফেলে এবং উসোসরা সিজারো ও গোল্ডডাস্টের ব্যবস্থা করে। জিমি উসো ট্যাগ নিয়ে সবাইমিলে স্টারডাস্টকে ভালোমতো ধোলাই দেয় এবং শেষে সুপারফ্লাই স্প্লাশের মাধ্যমে উসোস এবং জিগ্লারের টিম জয়লাভ করে।
♥ Winners: Ziggler and The Uso
◘ এরপর Adam Rose, Kathie Lee এবং Hoda Kotb -এর মধ্যে দীর্ঘস্থায়ী একটা সেগমেন্ট হয়, যেটা মোটেও ভালো ছিল না।
♠ Mark Henry vs. Bo Dallas
টেবিলের উপরে খাওয়া World's Strongest Slam থেকেও কোনরকমে ১০ কাউন্টের মধ্যেই বো ড্যালাস রিঙ্গে আসে এবং কাউন্টাউটের জন্য জয়লাভ করে।
♥ Winner: Bo Dallas
◘ সিনা এবং আম্ব্রোসএর আরও একটা সেগমেন্ট হয়। আম্ব্রোস বলে যে, সে খুব ক্ষুধার্ত এবং তাকে হটডগ খাবার জন্য যেতে হবে, আনাউন্সাররা ভাবে যে মেইন ইভেন্টে যাবার কথা বলছে আম্ব্রোস। এরপর আম্ব্রোসকে দেখা যায় একটা ট্রেনে করে চলে যেতে। ট্রিপল এইচ সিনার কাছে যায় এবং সিনার এই করুন অবস্থানিয়ে মজা করে।
♠ Brie Bella vs. Summer Rae
কিছুই বলার নায়!! ড্যানিয়েল এর মুভ রানিং নি এর সাহায্যে ব্রি জয় লাভ করে।
♥ Winner: Brie Bella
♠ Jack Swagger vs. Tyson Kidd
Patriot Lock -এর মাধ্যমে স্বাগার সহজেই জয়লাভ করে। টাইসন তার গোড়ালিতে ব্যাথা পায় এবং Natalya তাকে চেক করে ম্যাচের পরে।
♥ Winner: Jack Swagger
◘ এরপর এজ এবং ক্রিস্টিয়ানকে দেখা যায়, তারা আজকের "র" -এর পরে WWE নেটওয়ার্কে আসবে।
♠ El Torito vs. Hornswoggle
কি বলবো ভেবে পাচ্ছি না...ফ্যানরা চ্যান্ট করতে থাকে "This is stupid."। মুন্সল্ট এর মাধ্যমে টোরিটো জয় লাভ করে।
♥ Winner: El Torito
◘ এরপর রুসেভ এবং লানা আসে এবং তাদের প্রেসিডেন্ট পুতিন এর তারিফ করা শুরু করে। এরপর স্বাভাবিক ভাবেই USA চ্যান্ট শুরু হলে লানা বলে যে তাদের এইভাবে ডিসরেস্পেক্টকে তারা সমর্থন করে না, রুসেভতো ক্রাউড দেরকে কাপুরুষ বলে অভিহিত করে।
◘ এরপর এমন জিনিস ঘটে যা এই বছর হয়েছে বলে মনে হয় না্...এরপর আসেন দ্য পিপলস চ্যাম্প দ্য রক...হ্যাঁ স্বপ্ন দেখছেন না আসলেই রকের মিউজিক হিট করলো এবং তিনি রিঙ্গে চলে এলেন। হোলি শিট চ্যান্ট শুরু হইয়ে গেল...কেউই বিশ্বাস করতে পারছিল না, না কোন নিউজ না কোন ওয়ার্নিং (আমি নিউজটা প্রথমে শুনেও একই কথা বলেছিলাম)।
◘ তাদের মধ্যে একটা দারুন সেগমেন্ট হয় এবং শেষের দিকে রক মেরে রুসেভকে রিং থেকে বার করে দেয়, কিন্তু আমরা এখনও জানি না যে সে রিটার্ন করেছে নাকি এটা শুধুমাত্র এক রাতের জন্য ছিল তবে জাই হোক এটা অসাম এবং ইলেক্ট্রিফাইং ছিল।
♠ Paige and Alicia Fox vs. AJ and Emma
পেইজ ইমার মুখে একটা কিক মারে এবং রামপেজএর মাধ্যমে জয়লাভ করে।
♥ Winners: Paige and Alicia Fox
♠ Sheamus vs. Miz
ম্যাচ চলাকালীন দেখা যায় সান্ডোউ মিজের প্রত্যেকটা মুভের নকল করে চলেছে যদিও আসল ফাইট করছে মিজ, কিন্তু সান্ডোউ ক্রাউডদের মধ্যে থেকে চ্যান্ট পেতে থাকে এবং শেমাসকে একটা চিপশট দিবার পরে চ্যান্টের পরিমান আরও বেড়ে যায়। সান্ডোউ একটা ব্রোজ কিক খায় কিন্তু এর ফল হিসাবে মিজ রোল-আপের মাধ্যমে জয়লাভ করে মিজ।
♥ Winner: Miz
♠ John Cena vs. Randy Orton, Kane and Seth Rollins
তাদের ম্যাচে স্বাভাবিকভাবেই সিনা একলাই মার খেয়ে যায় এবং সব হিলসরা তাড়াতাড়ি ট্যাগ করে নিজেরা ফ্রেশ থাকে। শেষপর্যন্ত রলিন্স ট্যাগ করে ভিতরে আসে কারন সিনার অবস্থা তখন খারাপ ছিল। সিনা লড়াইএর চেষ্টা করলেও মাজের রোপ থেকে একটা blockbuster -এর মাধ্যমে রলিন্স নিয়ার ফল পায়। শেষপর্যন্ত সমস্ত হিলরা মিলে সিনাকে মারতে থাকে এবং রেফ বাধ্য হয়ে ম্যাচটা ডিস্কোয়ালিফিকেশন করে দেয়। আর আম্ব্রোসতো মনে হয় হটডগ খেতেই ব্যস্ত আছে, আসলেই এই আম্ব্রোসটা একটু আলাদা ধরনের, মাথার তার ছিঁড়া মনে হয়।
♠ Winner by DQ: John Cena
◘ কেইন একটা চোকস্লাম মারে কিন্তু হঠাৎ করে আম্ব্রোস চলে আসে এবং তার সাথে ছিল একটা হটডগ কার্ট।
আম্ব্রোস কিছু কেচাপ এবং মাস্টারড নিয়ে কেইন এবং অরটনের গায়ে স্প্রে করে দেয় এবং তারপর রিঙ্গে গিয়ে রলিন্সের দিকে মনোযোগ দেয়। সিনা রিং ক্লিয়ারে সাহায্য করে এবং আম্ব্রোস সুইসাইট ড্রাইভের মাধ্যমে সেথ কে কাবু করে এবং রলিন্সকে ভালোমতো ধোলাই দেয়।
◘ এরপর ট্রিপল এইচ এবং স্টেফনি আসে এবং আনাউন্স করে যে, সিনার সঙ্গে আম্ব্রোসের ম্যাচ হবে, যে জয়ি হবে সে সেথের সঙ্গে সেলের মধ্যে ম্যাচ পাবে। এরপর হঠাৎ আম্ব্রোস সিনাকে ধরে ম্যাটের উপর একটা DDT মারে। এবং আজকের "র" শেষ হয় আম্ব্রোসের একলাই দাড়িয়ে থাকা দিয়ে। সত্যিই কিছুতো স্পেশাল আছে এই প্লেয়ারের মধ্যে...।