◘ USA নেটওয়ার্কে Raw লাইভ। আজকের শো একটা ভিডিও রিক্যাপএর দ্বারা ওপেন হয়।

◘ ডিন আম্ব্রোস প্রথমে আসে এবং অনেক চ্যান্ট পায়। আম্ব্রোস বলে যে অথোরিটির আসল প্লান হল সে এবং সিনা যাতে নিজেদের মধ্যে ঝগড়া করে একে অপরের ক্ষতীসাধন করে। কিছুক্ষণের মধ্যেই সিনা চলে আসে। উল্লেখ্য, WWE -এর টুইটারে ভুলবশত বলা হয় যে রলিন্স এখন লাইভ এসেছে।

◘ আম্ব্রোস এবং সিনার মধ্যে তাদের ম্যাচের ব্যাপারে কিছু কথোপকথন হয় এবং সিনা আম্ব্রোসকে কাল্ম ডাউন করতে বলে।

◘ এরপর ট্রিপল এইচ এবং স্টেফনি মিকম্যান আসে এবং তারা ঘোষণা করে যে সিনা এবং আম্ব্রোসকে আজকে ট্যাগ টিম ম্যাচে দেখা যাবে। ট্রিপদের সন্দেহ ছিল যে আজকেও সিনা ও আম্ব্রোস একে অপরের সঙ্গেই যুদ্ধ করতে লাগবে। ট্যাগ টিম ম্যাচটা হবে - Ambrose ও Cena vs. The Usos vs. Gold ও Stardust। স্টারডাস্টএর মিউজিক হিট করে এবং সেই ম্যাচটা এক্ষণই হবে বলে মনে হয়।

♠ Ambrose ও Cena vs. The Usos vs. Gold ও Stardust

আম্ব্রোস এবং জিমি উসো খেলা শুরু করে। তাদের মধ্যে ভালো ফাইট চলে। শেষে সিনা স্টারডাস্টকে AA দিতে গেলে সে কাউন্টার করে এবং গোল্ডডাস্ট এর কাছে সিনা একটা পাওয়ারস্লাম খেয়ে নেয়। উসোরা ডাস্ট ব্রাদারের উপর ড্রাইভ মারে এবং সিনাও তাদের উপর ঝাপিয়ে পরে। শেষে আম্ব্রোস দুইজন লিগ্যাল ম্যানকে (ডাস্ট ব্রাদারস) রিঙ্গে নিয়ে যায় এবং সে ও সিনা মিলে তাদের উপর ফিনিশিং মুভ দেয় এবং জয়লাভ করে।

♥ Winners: Cena and Ambrose

◘ ম্যাচটা হয় দারুন এবং এটা ছিল একটা ফানি ম্যাচ। ম্যাচের পরে ট্রিপল এইচ এবং স্টেফনি আসে এবং তারা মেনে নেয় যে তারা ভুল ছিল, আম্ব্রোস এবং সিনা আজকে টিম হয়েই কাজ করেছে। তারা সিনা vs. আম্ব্রোস ম্যাচটাকে HIAC থেকে পোল ম্যাচে রূপান্তরিত করে...অর্থাৎ মজাটা কমে গেল।


♠ AJ ও Layla vs. Paige ও Alicia Fox

এজে লি এবং আলিসিয়া ফক্স ম্যাচ স্টার্ট করে, এজে তার স্ফূর্তির কারনে কিছু সুবিধা পায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফক্স ম্যাচের কন্ট্রোল হাতে পায়, তখন এজে লায়লাকে ট্যাগ দিতে গেলে সে রিং থেকে নেমে যায় এবং এজেকে একা রেখে পালিয়ে যায় এবং হিল টার্ন করে সম্ভবত। যদিও এরপর এজে Shining Wizard দিতে সক্ষম হয় এবং ম্যাচটাও জিতে নেয়।

♥ Winner: AJ

◘ ম্যাচের পরে এজে লাইলাকে তেরে যায় এবং অ্যাটাক করে। সে লায়লাকে ব্যারিকেডে কয়েকবার ছুরে ফেলে এবং  তার চারিধারে স্কিপ করে  চলে যায়।

◘ এরপর দেখা যায় দ্য ভাইপারকে...অরটন ট্রিপ এবং স্টেফের অফিসে যায় এবং তাদেরকে একটা সেল ম্যাচের জন্য অনুরোধ করে। অপনেন্ট হিসাবে বলে যেকোনো একজন যে রলিন্সএর সঙ্গে লড়ছে না।

◘ তারপর একটা ওয়াট ফ্যামিলির প্রোমো দেখানো হয় যেটাতে এরিক রোয়ানের উপর ফোকাশ করা হয়।

♠ Dolph Ziggler vs. Randy Orton

ম্যাচ চলাকালীন সিজারো কমেন্টারিতে ছিল। এই দুই ভালো রেষলারের মধ্যে দারুন ফাইট চলে এবং শেষে জিগ্লার অরটনকে একটা সুপারকিক মারতে গেলে সে কাউন্টার করে এবং একটা পাওয়ারস্লামএর মাধ্যমে দুই কাউন্ট লাভ করে। এরপর তারা একে অপরের মুভকে কাউন্টার করে এবং জিগ্লার একটা সুপারকিক মারতে সক্ষম হয় যদিও সেটা দুই কাউন্টের বেশী যায়নি। অরটনের কাঁধের উপর জিগ্লার ছিল এবং সেখান থেকেই তাকে উপরে করে হঠাৎ একটা RKO হিট করে জয়লাভ করে অরটন। এই ম্যাচটা ছিল আসলেই একটা অসাম ম্যাচ...।

♥ Winner: Randy Orton

♠ Seth Rollins vs, Jack Swagger

রলিন্স এবং স্বাগারের মধ্যে ফাইট চলাকালীন অরটন আসে এবং স্বাগারকে ডিস্ট্রাক্ট করে এবং রলিন্স সেই সুজোগে তাকে একটা সুইসাইড ড্রাইভ হিট করে। শেষে স্বাগার কোনভাবে সেথকে লক করতে সক্ষম হয় কিন্তু সেথ রোপে পৌছায়ে লকটাকে ভেঙ্গে দেয় এবং সেথ তারপর রোলআপের মাধ্যমে জয়লাভ করে।

♥ Winner: Seth Rollins

◘ ম্যাচের পরে অরটন রিঙ্গে আসে এবং স্বাগারকে একটা জোরদার RKO হিট করে এবং রলিন্সএর সামনাসামনি চলে আসে, তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে কিন্তু কেউই কাউকে হিট করেনি...মনে হত সেথের RKO খাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেল।

◘ এরপর আম্ব্রোস তার গার্লফ্রেন্ডের সঙ্গে একটা ইন্টারভিউ দেয় এবং এরপর অন্য একটা সেগ্মেন্টে দেখা যায় Big Show এবং Tom Phillips-কে। এরপরের ম্যাচ হবে রুসেভের সাথে বিগশো-এর।

♠ Big Show vs. Rusev

রুসেভ এবং লানা অনেকক্ষণ ধরে বকবক করতে থাকে এবং ফাউনালি বিগ শো এলে তারা চুপে যায়। একটা বিগ বুটের মাধ্যমে বিগ শো তার ধোলাই পক্রিয়া চালু করে। তাদের মধ্যে শারীরিক ম্যাচ চলে এবং শেষে শো একটা KO পাঞ্চ দিতে গেলে রুসেভ সরে যায় এবং শোকে একটা জোরদার কিক মারে। রুসেভ আকোলেড দিতে গেলে মার্ক হেনরি চলে আসে, রুসেভ হেনরিকে মারতে বিগ শোকে ছেড়ে দেয় এবং হেনরিকে পাঞ্চ করে আবার শোকে আকোলেড দেয়। হেনরি এসে একটা ক্লোথস্লাইনের মাধ্যমে রুসেভকে অ্যাটাক করে এবং ডিস্কোয়ালিফিকেশন হয়।

♥ Winner by DQ: Rusev

◘ এরপর হেনরি বিগশোকে চেক করে যে ঠিক আছে কিনা...। বিগ শো আপ্সেট ছিল ডিস্কোয়ালিফিকেশন এরজন্য কিন্তু শো, হেন্রিকে ক্ষমা করে দেয়। এরপর রুসেভ তার ফ্লাগ নাড়াতে থাকে এবং হেনরি ও শো তাকে ঘিরে ফেলে। শো তাকে নক আউট করে দেয় এবং হেনরি ও শো, রুসেভ এর পাশে দাড়িয়ে থাকে...এইভাবেই সেগমেন্টটা শেষ হয়, কেউ হিল টার্ন হল না।

♠ Sheamus vs. Miz

স্বাভাবিক ভাবেই ড্যামিয়েন মিজের সাথে ছিল। শেষে মিজ শেমাসের গালে চড়াতে শুরু করে এবং শেমাস খুব রেগে যায়। মিজ এবং সান্ডোউ শেমাসের সঙ্গে একটা ট্রিক করে এবং শেমাস রিঙ্গের নীচে গিয়ে কাউন্টেড আউট হয়ে যায় এবং মিজ জিতে যায়।

♥ Winner: Miz

♠ Summer Rae, Nikki Bella and Cameron vs. Brie Bella, Natalya and Naomi w/ Rosa

শেষে নিক্কি বেলা বাস্টার দিতে গেলে ব্রি কাউন্টার করে এবং একটা ফেসবাস্টারের মাধ্যমে জয়লাভ করে।

♥ Winners: Brie, Natalya and Naomi

◘ সিনা তার কন্ট্রাক্ট-পোল ম্যাচের ব্যাপারে একটা ইন্টারভিউ দেয়।

◘ মেইন ইভেন্টে  ট্রিপ এবং স্টেফ রিংসাইডে ছিল।

♠ Dean Ambrose vs. John Cena (Contract on a Pole Match)

রিং বেল হওয়ার আগেই সেথ আসে HIAC -তে তার অপনেন্ট কে হবে তা দেখার লেগে। এরপর অরটনও দেখার জন্য আসে এবং তারপর আসে কেইন। 

ম্যাচ চলাকালীন আম্ব্রোস অথরিটিকে মারতে যায় এবং সিনা আম্ব্রোসকে ধরে অথরিটির দিকে ছুরে দেয়। সিনা এরপর রিঙ্গে উঠলে অরটন তাকে অ্যাটাক করে। আম্ব্রোস চলে আসে এবং এখন হয় অথরিটি vs. সিনা ও আম্ব্রোস।

সিনা এবং আম্ব্রোস রিং থেকে সবাইকে ফেলে দেয়, সিনা কেইনকে AA হিট করে এবং অইদিকে আম্ব্রোস কন্ট্রাক্টটাকে নামিয়ে নেয় এবং জয়লাভ করে।

♥ Winner: Dean Ambrose

◘ অরটন আর একটা অ্যাটাকের জন্য যায় কিন্তু সিনা ও আম্ব্রোস একসঙ্গে দাড়িয়ে গেলে অরটন তার প্লান চেঞ্জ করে। এখন আম্ব্রোস vs. রলিন্স এবং সিনা vs. অরটন ম্যাচ HIAC -এর জন্য ফিক্স হয়ে গেল মনে হয়।

◘ আজকের "র" টা আসলেই যোশ ছিল, আগের অনেকগুলি সপ্তাহের থেকে ভালো ছিল...আপনাদের কেমন লাগলো আজকের RAW?



☻WWE Raw রেজাল্ট, ১৪ অক্টোবর ২০১৪


◘ USA নেটওয়ার্কে Raw লাইভ। আজকের শো একটা ভিডিও রিক্যাপএর দ্বারা ওপেন হয়।

◘ ডিন আম্ব্রোস প্রথমে আসে এবং অনেক চ্যান্ট পায়। আম্ব্রোস বলে যে অথোরিটির আসল প্লান হল সে এবং সিনা যাতে নিজেদের মধ্যে ঝগড়া করে একে অপরের ক্ষতীসাধন করে। কিছুক্ষণের মধ্যেই সিনা চলে আসে। উল্লেখ্য, WWE -এর টুইটারে ভুলবশত বলা হয় যে রলিন্স এখন লাইভ এসেছে।

◘ আম্ব্রোস এবং সিনার মধ্যে তাদের ম্যাচের ব্যাপারে কিছু কথোপকথন হয় এবং সিনা আম্ব্রোসকে কাল্ম ডাউন করতে বলে।

◘ এরপর ট্রিপল এইচ এবং স্টেফনি মিকম্যান আসে এবং তারা ঘোষণা করে যে সিনা এবং আম্ব্রোসকে আজকে ট্যাগ টিম ম্যাচে দেখা যাবে। ট্রিপদের সন্দেহ ছিল যে আজকেও সিনা ও আম্ব্রোস একে অপরের সঙ্গেই যুদ্ধ করতে লাগবে। ট্যাগ টিম ম্যাচটা হবে - Ambrose ও Cena vs. The Usos vs. Gold ও Stardust। স্টারডাস্টএর মিউজিক হিট করে এবং সেই ম্যাচটা এক্ষণই হবে বলে মনে হয়।

♠ Ambrose ও Cena vs. The Usos vs. Gold ও Stardust

আম্ব্রোস এবং জিমি উসো খেলা শুরু করে। তাদের মধ্যে ভালো ফাইট চলে। শেষে সিনা স্টারডাস্টকে AA দিতে গেলে সে কাউন্টার করে এবং গোল্ডডাস্ট এর কাছে সিনা একটা পাওয়ারস্লাম খেয়ে নেয়। উসোরা ডাস্ট ব্রাদারের উপর ড্রাইভ মারে এবং সিনাও তাদের উপর ঝাপিয়ে পরে। শেষে আম্ব্রোস দুইজন লিগ্যাল ম্যানকে (ডাস্ট ব্রাদারস) রিঙ্গে নিয়ে যায় এবং সে ও সিনা মিলে তাদের উপর ফিনিশিং মুভ দেয় এবং জয়লাভ করে।

♥ Winners: Cena and Ambrose

◘ ম্যাচটা হয় দারুন এবং এটা ছিল একটা ফানি ম্যাচ। ম্যাচের পরে ট্রিপল এইচ এবং স্টেফনি আসে এবং তারা মেনে নেয় যে তারা ভুল ছিল, আম্ব্রোস এবং সিনা আজকে টিম হয়েই কাজ করেছে। তারা সিনা vs. আম্ব্রোস ম্যাচটাকে HIAC থেকে পোল ম্যাচে রূপান্তরিত করে...অর্থাৎ মজাটা কমে গেল।


♠ AJ ও Layla vs. Paige ও Alicia Fox

এজে লি এবং আলিসিয়া ফক্স ম্যাচ স্টার্ট করে, এজে তার স্ফূর্তির কারনে কিছু সুবিধা পায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফক্স ম্যাচের কন্ট্রোল হাতে পায়, তখন এজে লায়লাকে ট্যাগ দিতে গেলে সে রিং থেকে নেমে যায় এবং এজেকে একা রেখে পালিয়ে যায় এবং হিল টার্ন করে সম্ভবত। যদিও এরপর এজে Shining Wizard দিতে সক্ষম হয় এবং ম্যাচটাও জিতে নেয়।

♥ Winner: AJ

◘ ম্যাচের পরে এজে লাইলাকে তেরে যায় এবং অ্যাটাক করে। সে লায়লাকে ব্যারিকেডে কয়েকবার ছুরে ফেলে এবং  তার চারিধারে স্কিপ করে  চলে যায়।

◘ এরপর দেখা যায় দ্য ভাইপারকে...অরটন ট্রিপ এবং স্টেফের অফিসে যায় এবং তাদেরকে একটা সেল ম্যাচের জন্য অনুরোধ করে। অপনেন্ট হিসাবে বলে যেকোনো একজন যে রলিন্সএর সঙ্গে লড়ছে না।

◘ তারপর একটা ওয়াট ফ্যামিলির প্রোমো দেখানো হয় যেটাতে এরিক রোয়ানের উপর ফোকাশ করা হয়।

♠ Dolph Ziggler vs. Randy Orton

ম্যাচ চলাকালীন সিজারো কমেন্টারিতে ছিল। এই দুই ভালো রেষলারের মধ্যে দারুন ফাইট চলে এবং শেষে জিগ্লার অরটনকে একটা সুপারকিক মারতে গেলে সে কাউন্টার করে এবং একটা পাওয়ারস্লামএর মাধ্যমে দুই কাউন্ট লাভ করে। এরপর তারা একে অপরের মুভকে কাউন্টার করে এবং জিগ্লার একটা সুপারকিক মারতে সক্ষম হয় যদিও সেটা দুই কাউন্টের বেশী যায়নি। অরটনের কাঁধের উপর জিগ্লার ছিল এবং সেখান থেকেই তাকে উপরে করে হঠাৎ একটা RKO হিট করে জয়লাভ করে অরটন। এই ম্যাচটা ছিল আসলেই একটা অসাম ম্যাচ...।

♥ Winner: Randy Orton

♠ Seth Rollins vs, Jack Swagger

রলিন্স এবং স্বাগারের মধ্যে ফাইট চলাকালীন অরটন আসে এবং স্বাগারকে ডিস্ট্রাক্ট করে এবং রলিন্স সেই সুজোগে তাকে একটা সুইসাইড ড্রাইভ হিট করে। শেষে স্বাগার কোনভাবে সেথকে লক করতে সক্ষম হয় কিন্তু সেথ রোপে পৌছায়ে লকটাকে ভেঙ্গে দেয় এবং সেথ তারপর রোলআপের মাধ্যমে জয়লাভ করে।

♥ Winner: Seth Rollins

◘ ম্যাচের পরে অরটন রিঙ্গে আসে এবং স্বাগারকে একটা জোরদার RKO হিট করে এবং রলিন্সএর সামনাসামনি চলে আসে, তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে কিন্তু কেউই কাউকে হিট করেনি...মনে হত সেথের RKO খাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেল।

◘ এরপর আম্ব্রোস তার গার্লফ্রেন্ডের সঙ্গে একটা ইন্টারভিউ দেয় এবং এরপর অন্য একটা সেগ্মেন্টে দেখা যায় Big Show এবং Tom Phillips-কে। এরপরের ম্যাচ হবে রুসেভের সাথে বিগশো-এর।

♠ Big Show vs. Rusev

রুসেভ এবং লানা অনেকক্ষণ ধরে বকবক করতে থাকে এবং ফাউনালি বিগ শো এলে তারা চুপে যায়। একটা বিগ বুটের মাধ্যমে বিগ শো তার ধোলাই পক্রিয়া চালু করে। তাদের মধ্যে শারীরিক ম্যাচ চলে এবং শেষে শো একটা KO পাঞ্চ দিতে গেলে রুসেভ সরে যায় এবং শোকে একটা জোরদার কিক মারে। রুসেভ আকোলেড দিতে গেলে মার্ক হেনরি চলে আসে, রুসেভ হেনরিকে মারতে বিগ শোকে ছেড়ে দেয় এবং হেনরিকে পাঞ্চ করে আবার শোকে আকোলেড দেয়। হেনরি এসে একটা ক্লোথস্লাইনের মাধ্যমে রুসেভকে অ্যাটাক করে এবং ডিস্কোয়ালিফিকেশন হয়।

♥ Winner by DQ: Rusev

◘ এরপর হেনরি বিগশোকে চেক করে যে ঠিক আছে কিনা...। বিগ শো আপ্সেট ছিল ডিস্কোয়ালিফিকেশন এরজন্য কিন্তু শো, হেন্রিকে ক্ষমা করে দেয়। এরপর রুসেভ তার ফ্লাগ নাড়াতে থাকে এবং হেনরি ও শো তাকে ঘিরে ফেলে। শো তাকে নক আউট করে দেয় এবং হেনরি ও শো, রুসেভ এর পাশে দাড়িয়ে থাকে...এইভাবেই সেগমেন্টটা শেষ হয়, কেউ হিল টার্ন হল না।

♠ Sheamus vs. Miz

স্বাভাবিক ভাবেই ড্যামিয়েন মিজের সাথে ছিল। শেষে মিজ শেমাসের গালে চড়াতে শুরু করে এবং শেমাস খুব রেগে যায়। মিজ এবং সান্ডোউ শেমাসের সঙ্গে একটা ট্রিক করে এবং শেমাস রিঙ্গের নীচে গিয়ে কাউন্টেড আউট হয়ে যায় এবং মিজ জিতে যায়।

♥ Winner: Miz

♠ Summer Rae, Nikki Bella and Cameron vs. Brie Bella, Natalya and Naomi w/ Rosa

শেষে নিক্কি বেলা বাস্টার দিতে গেলে ব্রি কাউন্টার করে এবং একটা ফেসবাস্টারের মাধ্যমে জয়লাভ করে।

♥ Winners: Brie, Natalya and Naomi

◘ সিনা তার কন্ট্রাক্ট-পোল ম্যাচের ব্যাপারে একটা ইন্টারভিউ দেয়।

◘ মেইন ইভেন্টে  ট্রিপ এবং স্টেফ রিংসাইডে ছিল।

♠ Dean Ambrose vs. John Cena (Contract on a Pole Match)

রিং বেল হওয়ার আগেই সেথ আসে HIAC -তে তার অপনেন্ট কে হবে তা দেখার লেগে। এরপর অরটনও দেখার জন্য আসে এবং তারপর আসে কেইন। 

ম্যাচ চলাকালীন আম্ব্রোস অথরিটিকে মারতে যায় এবং সিনা আম্ব্রোসকে ধরে অথরিটির দিকে ছুরে দেয়। সিনা এরপর রিঙ্গে উঠলে অরটন তাকে অ্যাটাক করে। আম্ব্রোস চলে আসে এবং এখন হয় অথরিটি vs. সিনা ও আম্ব্রোস।

সিনা এবং আম্ব্রোস রিং থেকে সবাইকে ফেলে দেয়, সিনা কেইনকে AA হিট করে এবং অইদিকে আম্ব্রোস কন্ট্রাক্টটাকে নামিয়ে নেয় এবং জয়লাভ করে।

♥ Winner: Dean Ambrose

◘ অরটন আর একটা অ্যাটাকের জন্য যায় কিন্তু সিনা ও আম্ব্রোস একসঙ্গে দাড়িয়ে গেলে অরটন তার প্লান চেঞ্জ করে। এখন আম্ব্রোস vs. রলিন্স এবং সিনা vs. অরটন ম্যাচ HIAC -এর জন্য ফিক্স হয়ে গেল মনে হয়।

◘ আজকের "র" টা আসলেই যোশ ছিল, আগের অনেকগুলি সপ্তাহের থেকে ভালো ছিল...আপনাদের কেমন লাগলো আজকের RAW?