◘ আজকের Raw শুরু হয় HIAC -এর রি-ক্যাপ দিয়ে, আম্ব্রোস এবং রলিন্সকে মূলত গুরুত্ত্ব দিয়ে।
◘ আজকের শো শুরু করে ট্রিপল এইচ, স্টেফনি মিকম্যান এবং কেইন যারা রিঙ্গের মধ্যে ছিল। তারা HIAC-তে তাদের সাফল্যতার কথা বলে কিন্তু তার সাথে এটাও বলে যে অরটন, সিনার সাথে কেন জিততে পারেনি। এরপর ট্রিপল এইচ রলিন্সকে ডাকার জন্য একটা দারুন ইন্ট্রোডাকশন করে, এবং Mr. Money in the Bank আসে তার চামচা Mercury এবং Noble-কে নিয়ে। এরপর রলিন্স ক্রাউডদেরকে ইউ সোল্ড আউট চ্যান্টের জন্য ধন্যবাদ জানায়। সে গর্বসহকারে জানায় যে ডিন আম্ব্রোসের সঙ্গে সমস্ত ঝামেলা সেলের মধ্যেই মিটিয়ে ফেলেছে সে এখন তার নজর হবে সিনার দিকে। কিন্তু আগের দিনের পরাজিত রেসলার দ্য ভাইপার এর মিউজিক হিট করে এবং সে চলে আসে, যদিও তাকে দেখে মনে হচ্ছিল যে একটু চটে আছে।
◘ এরপর অরটোন তার হারের জন্য রলিন্সকে দোশ দেয় এবং বলে আগের সপ্তাহের কার্ব স্টোম্পটাই তার হারের কারন। এরপর কথায় কথায় অরটন রলিন্সকে অ্যাটাক করে করে এবং অথরিটি চেষ্টা করে তাদেরকে আলাদা করার। ট্রিপল এইচ উচ্চসরে বলে যে তারা আজকে রাতে এরকম কিছু করবে না। অরটন বলে যে সে শান্ত হবে যখন রলিন্স মারা যাবে। অনেকদিন পরেই অরটনকে এরকম রাগের মাথায় দেখা গেল। এরপর ট্রিপল এইচ বলতেই থাকলো কিন্তু হঠাৎ করে অরটন রলিন্সকে একটা RKO দিয়ে তার ফেস টার্নের রাস্তা আরও পরিষ্কার করলো। এরপর YES চ্যান্ট শোনা গেল যখন রলিন্স তার চামচাদের সাহায্যে তার উঠে দাঁড়াবার চেষ্টা করতে লাগলো।
♠ Gold and Stardust vs. The World's Strongest Tag Team
• এই ম্যাচটা শুরু করে হেনরি এবং গোল্ডডাস্ট। এরপর তাড়াতাড়ি স্টারডাস্ট ট্যাগ করে আসে এবং তাকে মারতে মারতে হেনরি বিগশোর দিকে নিয়ে যায় ট্যাগের জন্য, কিন্তু শো হেনরির পেছনদিকে স্লাপ করে ট্যাগ দেয়, যারফলে হেনরি কিছুটা রেগে যায় এবং তাদের মধ্যে একটু ঝামেলা লাগে...এবার আমরা হিল টার্ন দেখবো। এরপর ঝামেলা মিটে যায় এবং দুই টিমের মধ্যে ফাইট চলে, কিন্তু আবার শো হেনরিকে ট্যাগ দেয় এবং হেনরি আবারো রেগে যায়, এরপর শো ডাস্টদেরকে ভালোমতো ধোলাই দেয় এবং স্টারডাস্টকে একটা KO পাঞ্চ দিয়ে গোল্ডডাস্টকে রিঙ্গের বাইরে ফেলে দেয়। কিন্তু তারপর হেনরি চলে এসে হঠাৎ করে বিগশোকে একটা World's Strongest Slam মারে এবং স্টারডাস্টকে তার উপরে রেখে চলে যায় এবং রেফারি পিন করে ফলে ডাস্টব্রাদার জয় লাভ করে।
♥ Winners: Gold and Stardust
◘ এরপর বিগশো আসতে আসতে উঠতে থাকে কিন্তু আবার হেনরি তাকে WSS দেয় এবং হিল টার্ন করে, ক্রাউডরা বু দিতে থাকে হেনরিকে কিন্তু কিছু ক্রাউড বলে ওয়ান মোর টাইম, হেনরি তাদের কথা রাখে এবং শোকে আবার স্লাম দেয়।
◘ হেনরি রিনির সঙ্গে আগের ঘটনার ব্যাপারে কথা বলে।
◘ রোমান রেইন্সকে দেখা যায় স্যাটেলাইটের মাধ্যমে কথা বলতে, সে বলে যে যখন সে রিটার্ন করবে তখন তার ফোকাশ হবে রলিন্স এর উপর।
♠ AJ vs. Alicia Fox
• প্রতিবারের মতো পেইজ কমেন্ট্রিতে ছিল। পেইজের ডিস্ট্রাকশনের ফলে এজে জয়লাভ করে।
♥ Winner: AJ
◘ পেইজ এমন ভান করে যে সে খুব দুঃখিত, কিন্তু ফক্স দারুন রেগে যায়। তারা হাত মেলায় কিন্তু এরপর পেইজ ফক্সকে লাথি মেরে রিঙ্গ থেকে বাইরে করে দেয়, এরপর সে নীচে ওকে অ্যাটাক করে এবং শেষপর্যন্ত জেরি এসে ফক্সকে বাঁচায়।
◘ জন সিনা আসে এবং ভালোই রেসপন্স পায়। সিনা তার প্রোমো কাটতে থাকে যতক্ষণ না পর্যন্ত স্টেফনি মিকম্যান এসে হাজির হয়। তাদের মধ্যে কিছু কথাবাত্রা হয় এবং শেষে স্টেফনি বলে যে, অথরিটির মেম্বার হলে সে হয়তো লেস্নারের বিরুদ্ধে জিততে পারবে, কিন্তু সিনা এটাকে উড়িয়ে দেয় এবং এরপর আসে ট্রিপল এইচ। এইচ বলে যে টিম অথরিটির সঙ্গে টিম সিনার একটা ম্যাচ হবে যদি সিনা কিছু মেম্বারকে তার দলে আনতে পারে তাহলে।
♠ The Usos vs. The Mizs
• মিজ এবং জিমি উসো ম্যাচটা শুরু করে, ক্রাউডও "We want Mizdow" চ্যান্ট শুরু করে দেয়। তাদের মধ্যে ভালো ম্যাচ চলে জিমি ট্যাগ পেয়ে মিজদেরকে ধোলাই দেয়। ইসো একটা ক্রস বডীর মাধ্যমে দুই কাউন্ট লাভ করে এবং তারপর সুপার কিকের জন্য রেডি হয়। মিজ কাউন্টার করে তার ফিনিশার দেওয়ার চেষ্টা করে কিন্তু তাকে রোল আপের মাধ্যমে ধরা হয়, মিজডোউ এইবারের মতো তাকে বাঁচিয়ে দেয় কিন্তু রেফারির নজরের বাইরে উসোসরা তাদের স্থান পরিবর্তন করে এবং একটা জোরদার রোল-আপের মাধ্যমে উসোসরাই জয়লাভ করে।
♥ Winners: The Usos
◘ এরপর ব্যাকস্টেজে দেখা যায় কেইন, জিগ্লারকে বলছে যে সিনার সঙ্গে কথা না বলতে কারন আজকে রাতে তাদের একটা ম্যাচ আছে।
◘ এরপর হাল্ক হোগান আসে এবং সুসান জি. কোমেন -এর ব্যাপারে একটা প্রোমো কাটে। এরপর যারা ব্রেস্ট ক্যান্সারকে পরাজিত করেছে তাদেরকে হোগান রিঙ্গে নিয়ে আসে এবং তারা সেলিব্রেট করে।
◘ এরপর বো ড্যালাস আসে, সে একটা ওপেন চ্যালেঞ্জ করে তার সঙ্গে ফাইটের জন্য এবং রিটার্নিং রাইব্যাক তার জবাব দেয়...এবং মোটামুটি ভালোই রেস্পন্স পায় ক্রাউডদের কাছ থেকে।
♠ Bo Dallas vs. Ryback
• রাইব্যাক সহজেই বোকে পিশিয়ে দেয় এবং শেল শকের মাধ্যমে জয়লাভ করে।
♥ Winner: Ryback
◘ এরপর সিজারো আসে কারন তারসঙ্গে ডিনের ম্যাচ হবে নেক্সট। এরপর আম্ব্রোস এসে আনাউন্স টেবিলের উপরে উঠে একটা প্রোমো কাটে আগের দিনের ব্রে ওয়াটএর অ্যাটাকের ব্যাপারে। সে দৌড়ে রিঙ্গে যায় এবং সিজারোকে মাইক দিয়ে হিট করে। সিজারো পালাবার চেষ্টা করলেও আম্ব্রোস তাকে মারতেই থাকে। শেষপর্যন্ত সিজারোকে মারা ছেড়ে সে ওয়াটকে ডাকে।
◘ বিগ স্ক্রিনে ব্রে ওয়াটকে দেখা যায়, সে নিজের মধ্যে আম্ব্রোসকে দেখার কথা বলে এবং একটা প্রোমো কাটে।
♠ Naomi vs. Nikki Bella
• ব্রি এর সাহায্যে নিক্কি জয়লাভ করে যদিও ব্রি ডিস্ট্রাক্ট করতে রাজি ছিল না এবং ম্যাচের পরে নিক্কি সেলিব্রেট করলেও ব্রি খুব দুঃখিত ছিল।
♥ Winner: Nikki Bella
♠ Kane vs. Dolph Ziggler
• তাদের মধ্যে দারুন ম্যাচ হয় এবং শেষে কেইন চোক্সলাম মারতে গেলে জিগ্লার কাউন্টার করে একটা সানসেট ফ্লিপের মাধ্যমে জয়লাভ করে।
♥ Winner: Dolph Ziggler
◘ ম্যাচের পরে রলিন্স, জিগ্লারকে অ্যাটাক করে এবং অথোরিটি তাকে ভালোমতো ধোলাই দেয়। সিনা জিগ্লারকে বাঁচাতে এলে রলিন্স পালিয়ে যায় এবং কেইনকে একায় সিনার রাগ সামলাতে হয়...শেষে সিনা জিগ্লারএর হাত উচু করে ধরে তার জয় সেলিব্রেট করে। এরপর সিনা রিঙ্গেই থেকে যায় কারন পরের ম্যাচ হবে মেইন ইভেন্ট, রলিন্স vs. সিনা।
♠ Seth Rollins vs. John Cena
• এই দুজনের মধ্যে প্রত্যাশিতভাবেই ভালো ম্যাচ হয়। শেষের দিকে সিনা টোরনাডো DDT -এর মাধ্যমে ক্লোজ দুই কাউণ্ট লাভ করে, এরপর AA দিতে গেলে রলিন্স কয়েকবার কাউন্টার করে সিনাকে Skywalker দেয়। এরপর রলিন্স সিনাকে কর্নার পাওয়ারবম্ব দিতেও সক্ষম হয়...এবং তাদের মধ্যে দারুন ফাইট চলতেই থাকে। ফাইনালি সিনা রলিন্সকে STF দিতে সক্ষম হয়, কিন্তু কেইন ইন্টারফেয়ারকরে এবং সিনা ডিস্কোয়ালিফিকেশনের মাধ্যমে জয়লাভ করে।
♥ Winner: John Cena by DQ
◘ এরপর আগের বারের ধার শোধ করতে জিগ্লার আসে এবং সিনাকে বাঁচায়। Noble ও Mercury সাহায্যের জন্য আসলে লকাররুমের সব প্লেয়াররা চলে আসে এবং দারুন একটা যুদ্ধের সৃষ্টি হয়। এরপর ট্রিপল এইচ ও স্টেফনি আসে এই আগাম রয়াল রাম্বালের দৃশ্যটা উপোভোগ করার জন্য।
◘ সিনা সব লো-কার্ড রেসলারদের AA হিট করতে থাকে এবং শেষপর্যন্ত সেই একমাত্র রিঙ্গের মধ্যে দাড়িয়ে ছিল, বাকিরা রিঙ্গের বাইরে তখনও ফাইট করছিল। এইভাবেই আজকের RAW শেষ হয়...কেমন লাগলো আপনাদের আজকের "র"?
◘ আজকের শো শুরু করে ট্রিপল এইচ, স্টেফনি মিকম্যান এবং কেইন যারা রিঙ্গের মধ্যে ছিল। তারা HIAC-তে তাদের সাফল্যতার কথা বলে কিন্তু তার সাথে এটাও বলে যে অরটন, সিনার সাথে কেন জিততে পারেনি। এরপর ট্রিপল এইচ রলিন্সকে ডাকার জন্য একটা দারুন ইন্ট্রোডাকশন করে, এবং Mr. Money in the Bank আসে তার চামচা Mercury এবং Noble-কে নিয়ে। এরপর রলিন্স ক্রাউডদেরকে ইউ সোল্ড আউট চ্যান্টের জন্য ধন্যবাদ জানায়। সে গর্বসহকারে জানায় যে ডিন আম্ব্রোসের সঙ্গে সমস্ত ঝামেলা সেলের মধ্যেই মিটিয়ে ফেলেছে সে এখন তার নজর হবে সিনার দিকে। কিন্তু আগের দিনের পরাজিত রেসলার দ্য ভাইপার এর মিউজিক হিট করে এবং সে চলে আসে, যদিও তাকে দেখে মনে হচ্ছিল যে একটু চটে আছে।
◘ এরপর অরটোন তার হারের জন্য রলিন্সকে দোশ দেয় এবং বলে আগের সপ্তাহের কার্ব স্টোম্পটাই তার হারের কারন। এরপর কথায় কথায় অরটন রলিন্সকে অ্যাটাক করে করে এবং অথরিটি চেষ্টা করে তাদেরকে আলাদা করার। ট্রিপল এইচ উচ্চসরে বলে যে তারা আজকে রাতে এরকম কিছু করবে না। অরটন বলে যে সে শান্ত হবে যখন রলিন্স মারা যাবে। অনেকদিন পরেই অরটনকে এরকম রাগের মাথায় দেখা গেল। এরপর ট্রিপল এইচ বলতেই থাকলো কিন্তু হঠাৎ করে অরটন রলিন্সকে একটা RKO দিয়ে তার ফেস টার্নের রাস্তা আরও পরিষ্কার করলো। এরপর YES চ্যান্ট শোনা গেল যখন রলিন্স তার চামচাদের সাহায্যে তার উঠে দাঁড়াবার চেষ্টা করতে লাগলো।
♠ Gold and Stardust vs. The World's Strongest Tag Team
• এই ম্যাচটা শুরু করে হেনরি এবং গোল্ডডাস্ট। এরপর তাড়াতাড়ি স্টারডাস্ট ট্যাগ করে আসে এবং তাকে মারতে মারতে হেনরি বিগশোর দিকে নিয়ে যায় ট্যাগের জন্য, কিন্তু শো হেনরির পেছনদিকে স্লাপ করে ট্যাগ দেয়, যারফলে হেনরি কিছুটা রেগে যায় এবং তাদের মধ্যে একটু ঝামেলা লাগে...এবার আমরা হিল টার্ন দেখবো। এরপর ঝামেলা মিটে যায় এবং দুই টিমের মধ্যে ফাইট চলে, কিন্তু আবার শো হেনরিকে ট্যাগ দেয় এবং হেনরি আবারো রেগে যায়, এরপর শো ডাস্টদেরকে ভালোমতো ধোলাই দেয় এবং স্টারডাস্টকে একটা KO পাঞ্চ দিয়ে গোল্ডডাস্টকে রিঙ্গের বাইরে ফেলে দেয়। কিন্তু তারপর হেনরি চলে এসে হঠাৎ করে বিগশোকে একটা World's Strongest Slam মারে এবং স্টারডাস্টকে তার উপরে রেখে চলে যায় এবং রেফারি পিন করে ফলে ডাস্টব্রাদার জয় লাভ করে।
♥ Winners: Gold and Stardust
◘ এরপর বিগশো আসতে আসতে উঠতে থাকে কিন্তু আবার হেনরি তাকে WSS দেয় এবং হিল টার্ন করে, ক্রাউডরা বু দিতে থাকে হেনরিকে কিন্তু কিছু ক্রাউড বলে ওয়ান মোর টাইম, হেনরি তাদের কথা রাখে এবং শোকে আবার স্লাম দেয়।
◘ হেনরি রিনির সঙ্গে আগের ঘটনার ব্যাপারে কথা বলে।
◘ রোমান রেইন্সকে দেখা যায় স্যাটেলাইটের মাধ্যমে কথা বলতে, সে বলে যে যখন সে রিটার্ন করবে তখন তার ফোকাশ হবে রলিন্স এর উপর।
♠ AJ vs. Alicia Fox
• প্রতিবারের মতো পেইজ কমেন্ট্রিতে ছিল। পেইজের ডিস্ট্রাকশনের ফলে এজে জয়লাভ করে।
♥ Winner: AJ
◘ পেইজ এমন ভান করে যে সে খুব দুঃখিত, কিন্তু ফক্স দারুন রেগে যায়। তারা হাত মেলায় কিন্তু এরপর পেইজ ফক্সকে লাথি মেরে রিঙ্গ থেকে বাইরে করে দেয়, এরপর সে নীচে ওকে অ্যাটাক করে এবং শেষপর্যন্ত জেরি এসে ফক্সকে বাঁচায়।
◘ জন সিনা আসে এবং ভালোই রেসপন্স পায়। সিনা তার প্রোমো কাটতে থাকে যতক্ষণ না পর্যন্ত স্টেফনি মিকম্যান এসে হাজির হয়। তাদের মধ্যে কিছু কথাবাত্রা হয় এবং শেষে স্টেফনি বলে যে, অথরিটির মেম্বার হলে সে হয়তো লেস্নারের বিরুদ্ধে জিততে পারবে, কিন্তু সিনা এটাকে উড়িয়ে দেয় এবং এরপর আসে ট্রিপল এইচ। এইচ বলে যে টিম অথরিটির সঙ্গে টিম সিনার একটা ম্যাচ হবে যদি সিনা কিছু মেম্বারকে তার দলে আনতে পারে তাহলে।
♠ The Usos vs. The Mizs
• মিজ এবং জিমি উসো ম্যাচটা শুরু করে, ক্রাউডও "We want Mizdow" চ্যান্ট শুরু করে দেয়। তাদের মধ্যে ভালো ম্যাচ চলে জিমি ট্যাগ পেয়ে মিজদেরকে ধোলাই দেয়। ইসো একটা ক্রস বডীর মাধ্যমে দুই কাউন্ট লাভ করে এবং তারপর সুপার কিকের জন্য রেডি হয়। মিজ কাউন্টার করে তার ফিনিশার দেওয়ার চেষ্টা করে কিন্তু তাকে রোল আপের মাধ্যমে ধরা হয়, মিজডোউ এইবারের মতো তাকে বাঁচিয়ে দেয় কিন্তু রেফারির নজরের বাইরে উসোসরা তাদের স্থান পরিবর্তন করে এবং একটা জোরদার রোল-আপের মাধ্যমে উসোসরাই জয়লাভ করে।
♥ Winners: The Usos
◘ এরপর ব্যাকস্টেজে দেখা যায় কেইন, জিগ্লারকে বলছে যে সিনার সঙ্গে কথা না বলতে কারন আজকে রাতে তাদের একটা ম্যাচ আছে।
◘ এরপর হাল্ক হোগান আসে এবং সুসান জি. কোমেন -এর ব্যাপারে একটা প্রোমো কাটে। এরপর যারা ব্রেস্ট ক্যান্সারকে পরাজিত করেছে তাদেরকে হোগান রিঙ্গে নিয়ে আসে এবং তারা সেলিব্রেট করে।
◘ এরপর বো ড্যালাস আসে, সে একটা ওপেন চ্যালেঞ্জ করে তার সঙ্গে ফাইটের জন্য এবং রিটার্নিং রাইব্যাক তার জবাব দেয়...এবং মোটামুটি ভালোই রেস্পন্স পায় ক্রাউডদের কাছ থেকে।
♠ Bo Dallas vs. Ryback
• রাইব্যাক সহজেই বোকে পিশিয়ে দেয় এবং শেল শকের মাধ্যমে জয়লাভ করে।
♥ Winner: Ryback
◘ এরপর সিজারো আসে কারন তারসঙ্গে ডিনের ম্যাচ হবে নেক্সট। এরপর আম্ব্রোস এসে আনাউন্স টেবিলের উপরে উঠে একটা প্রোমো কাটে আগের দিনের ব্রে ওয়াটএর অ্যাটাকের ব্যাপারে। সে দৌড়ে রিঙ্গে যায় এবং সিজারোকে মাইক দিয়ে হিট করে। সিজারো পালাবার চেষ্টা করলেও আম্ব্রোস তাকে মারতেই থাকে। শেষপর্যন্ত সিজারোকে মারা ছেড়ে সে ওয়াটকে ডাকে।
◘ বিগ স্ক্রিনে ব্রে ওয়াটকে দেখা যায়, সে নিজের মধ্যে আম্ব্রোসকে দেখার কথা বলে এবং একটা প্রোমো কাটে।
♠ Naomi vs. Nikki Bella
• ব্রি এর সাহায্যে নিক্কি জয়লাভ করে যদিও ব্রি ডিস্ট্রাক্ট করতে রাজি ছিল না এবং ম্যাচের পরে নিক্কি সেলিব্রেট করলেও ব্রি খুব দুঃখিত ছিল।
♥ Winner: Nikki Bella
♠ Kane vs. Dolph Ziggler
• তাদের মধ্যে দারুন ম্যাচ হয় এবং শেষে কেইন চোক্সলাম মারতে গেলে জিগ্লার কাউন্টার করে একটা সানসেট ফ্লিপের মাধ্যমে জয়লাভ করে।
♥ Winner: Dolph Ziggler
◘ ম্যাচের পরে রলিন্স, জিগ্লারকে অ্যাটাক করে এবং অথোরিটি তাকে ভালোমতো ধোলাই দেয়। সিনা জিগ্লারকে বাঁচাতে এলে রলিন্স পালিয়ে যায় এবং কেইনকে একায় সিনার রাগ সামলাতে হয়...শেষে সিনা জিগ্লারএর হাত উচু করে ধরে তার জয় সেলিব্রেট করে। এরপর সিনা রিঙ্গেই থেকে যায় কারন পরের ম্যাচ হবে মেইন ইভেন্ট, রলিন্স vs. সিনা।
♠ Seth Rollins vs. John Cena
• এই দুজনের মধ্যে প্রত্যাশিতভাবেই ভালো ম্যাচ হয়। শেষের দিকে সিনা টোরনাডো DDT -এর মাধ্যমে ক্লোজ দুই কাউণ্ট লাভ করে, এরপর AA দিতে গেলে রলিন্স কয়েকবার কাউন্টার করে সিনাকে Skywalker দেয়। এরপর রলিন্স সিনাকে কর্নার পাওয়ারবম্ব দিতেও সক্ষম হয়...এবং তাদের মধ্যে দারুন ফাইট চলতেই থাকে। ফাইনালি সিনা রলিন্সকে STF দিতে সক্ষম হয়, কিন্তু কেইন ইন্টারফেয়ারকরে এবং সিনা ডিস্কোয়ালিফিকেশনের মাধ্যমে জয়লাভ করে।
♥ Winner: John Cena by DQ
◘ এরপর আগের বারের ধার শোধ করতে জিগ্লার আসে এবং সিনাকে বাঁচায়। Noble ও Mercury সাহায্যের জন্য আসলে লকাররুমের সব প্লেয়াররা চলে আসে এবং দারুন একটা যুদ্ধের সৃষ্টি হয়। এরপর ট্রিপল এইচ ও স্টেফনি আসে এই আগাম রয়াল রাম্বালের দৃশ্যটা উপোভোগ করার জন্য।
◘ সিনা সব লো-কার্ড রেসলারদের AA হিট করতে থাকে এবং শেষপর্যন্ত সেই একমাত্র রিঙ্গের মধ্যে দাড়িয়ে ছিল, বাকিরা রিঙ্গের বাইরে তখনও ফাইট করছিল। এইভাবেই আজকের RAW শেষ হয়...কেমন লাগলো আপনাদের আজকের "র"?