◘ আজকে হবে স্মাকডাউনের ১৫ তম বার্ষিকী। স্টেফনি মিকম্যান এই স্মাকডাউনের বার্ষিক অনুষ্ঠান শুরু করেন। তিনি স্মাকডাউনের ইতিহাসের ব্যাপারে বলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাকে বাঁধা দেয় John Laurinaitis। জন বলেন  যে তিনি স্মাকডাউনের সবথেকে মহান এরার সৃষ্টি করেন- পিপল পাওয়ার (কিছু মনে পরলো?)। কিন্তু তাকে এসে বাঁধা দেন আমাদের সবার প্রিয় Teddy Long। তাদের মধ্যে তর্ক শুরু হয় এবং তাদের মধ্যে একটা প্রতিযোগিতা লেগে যায় যে কে আজকের সবথেকে বড় ট্যাগ টিম ম্যাচ আয়োজন করতে পারবে। টেডি বলে ১৫ জনের খেলা হবে, প্রত্যেক দলে থাকবে ৭ টা করে সুপারস্টার এবং তাদের সঙ্গে থাকবে একজন ছোট সাইজের সুপারস্টার। এবং এই দুই টিমের নাম হবে টিম টেডি এবং টিম জনি.....অর্থাৎ আমরা আজকে  Team Teddy vs. Team Johnny দেখতে পাবো। এদের মধ্যে যে জিতবে সেই হবে স্মাকডাউনের সরবকালের সেরা জেনারাল ম্যানেজার।

◘ স্টেফনি আনাউন্স করলেন যে আজকে সিনা এবং আম্ব্রোসের মধ্যে একটা ফেস-অফ হবে যার হোস্ট হবে দ্য মিজ। এরপর অ্যাডাম রোজ আসে এবং স্টেফনিকে বলে যে, একজন লেমন হয়ে যেও না...। রোজ স্মাকডাউনকে শুভ জন্মদিন জানিয়ে বলে আজকের প্রতিটা সময় হল পার্টি টাইম। স্টেফনি তার এক্সোটিক এক্সপ্রেসকে থামায় এবং আজকে রাতের জন্য রোজ vs. কেইন ম্যাচ ঠিক করে।

◘ তারপর কেইন আসে এবং অ্যাডাম রোজকে বলে আজকে রাতের party pooper। এরপর তাদের ম্যাচ শুরু হয়।

♠ Kane vs. Adam Rose

কেইন, রোজকে ভালোমতো ধোলাই দেয় এবং একটা চোক্সলাম দিয়ে ফিনিশ করে দেয়।

♥ Winner : Kane

◘ ম্যাচের পরে কেইন দ্য বানিকে মারতে যায় কিন্তু Rosebuds দের কারনে সে পালাতে সক্ষম হয়, সেজন্য কেইন সমস্ত Rosebuds-দেরকে ভালোমতো ধোলাই দেয়।

♠ AJ Lee vs. Alicia Fox

◘ আলিসিয়ার সঙ্গে পেইজ আসে। এজে ব্লাজ উইডোর মাধ্যমে জয় লাভ করে। পেইজ ছুটে আসে এবং এজেকে অ্যাটাক করে কিন্তু ডবল ক্লোথস্লাইনের মাধ্যমে এজে তাদেরকে সামলিয়ে নেয়।

♥ Winner : AJ Lee

◘ আজকের রাতের জন্য রুসেভ vs. জিগ্লার ম্যাচের ঘোষণা করা হয়।

♠ Kofi Kingston vs. Seth Rollins

স্বাভাবিক ভাবেই Jamie Noble এবং Joey Mercury, সেথ রলিন্সের সঙ্গে আসে। তারা সেথকে ডিন আম্ব্রোস থেকে বাঁচাতেয় মূলত এসেছিল। Curb Stomp -এর মাধ্যমে রলিন্স জয়লাভ করে।

♥ Winner : Seth

◘ ওয়াট ফ্যামিলির একটা  প্রোমো দেখানো হয়।

♠ Rusev vs. Dolph Ziggler

জিগ্লার রুসেভের সঙ্গে ভালো লড়াই করে, কিন্তু শেষ পর্যন্ত The Accolade -এর স্বীকার হয়ে ম্যাচটা হেরে যায়।

♥ Winner : Rusev

◘ ম্যাচের পরে লানা দ্য রকের উপর একটা প্রোমো কাটে যে আগের দিনের "র" তে তাদেরকে ইন্টারফিয়ার করেছিল এবং রুসেভকে মেরে রিঙ্গের বাইরে ফেলেছিল। সামনের Raw -তে একটা ম্যাচের জন্য রুসেভ, বিগশো-কে চ্যালেঞ্জ করে।

◘ এরপর ব্যাকস্টেজ সেগ্মেন্টে দ্য রক, ট্রিপল এইচ এবং স্টেফনি মিকম্যানকে দেখা যায়।

◘ আজকের মেইন ইভেন্টের জন্য বুকার টি আসে। টিম টেডিতে ছিল-  Mark Henry, Los Matadores, Sheamus, The Usos, Jack Swagger এবং El Torito। অপরদিকে টিম জনিতে ছিল- Heath Slater, Titus O'Neil, Goldust, Stardust, Bo Dallas, Damien Sandow, The Miz এবং Hornswoggle।

♠ Team Teddy vs. Team Johnny

এই ম্যাচে স্লেটার এবং সান্ডোউ অনেক চ্যান্ট পায় এবং এটা একটা দারুন ম্যাচ হয়। উসোসদের মধ্যে একজন পিন লাভ করে এবং এর সাথেই টিম টেডি হয়ে জান উইনার তথা স্মাকডাউনের গ্রেটেস্ট জেনারেল ম্যানেজার।

♥ Winner : Team Teddy

◘ আরও একবার Rollins vs. Kofi Kingston হয় এবং সেখানেও Mercury এবং Noble-ও ছিলেন। রলিন্স আরও একবার উইনার হয়।

◘ এরপর ডিন আম্ব্রোস এবং জন সিনার ফেস অফের জন্য মিজ টিভির আয়োজন করা হয়। তারা দুজনেই দারুন পপ পায় কিন্তু এবার সিনা বেশী পায়। তারা দুজনেই একে অপরের প্রশংসা করে কিন্তু আম্ব্রোস সিনার থেকে বেশী ভালো প্রোমো কাটে। সিনা মিজকে রাগাবার জন্যে বলে যে সান্ডোউ তোমার থেকে ভালো খেলে। কিন্তু মিজের ডাইলগ না থামায় সিনা এবং আম্ব্রোস মিজকে অ্যাটাক করে তাকে চুপাবার জন্যে। আম্ব্রোস মিজকে Dirty Deeds দেয় কিন্তু সিনা আগের দিনের বদলা নিবার জন্য আম্বোসকেই  Attitude Adjustment দিয়ে এই সেগমেন্টটাকে শেষ করে এবং আজকের স্মাকডাউন এখানেই শেষ হয় দ্য চ্যাম্পের এগিয়ে থাকা দিয়ে।


☻WWE SmackDown স্পইলার রেজাল্ট, ৮ অক্টোবর ২০১৪


◘ আজকে হবে স্মাকডাউনের ১৫ তম বার্ষিকী। স্টেফনি মিকম্যান এই স্মাকডাউনের বার্ষিক অনুষ্ঠান শুরু করেন। তিনি স্মাকডাউনের ইতিহাসের ব্যাপারে বলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাকে বাঁধা দেয় John Laurinaitis। জন বলেন  যে তিনি স্মাকডাউনের সবথেকে মহান এরার সৃষ্টি করেন- পিপল পাওয়ার (কিছু মনে পরলো?)। কিন্তু তাকে এসে বাঁধা দেন আমাদের সবার প্রিয় Teddy Long। তাদের মধ্যে তর্ক শুরু হয় এবং তাদের মধ্যে একটা প্রতিযোগিতা লেগে যায় যে কে আজকের সবথেকে বড় ট্যাগ টিম ম্যাচ আয়োজন করতে পারবে। টেডি বলে ১৫ জনের খেলা হবে, প্রত্যেক দলে থাকবে ৭ টা করে সুপারস্টার এবং তাদের সঙ্গে থাকবে একজন ছোট সাইজের সুপারস্টার। এবং এই দুই টিমের নাম হবে টিম টেডি এবং টিম জনি.....অর্থাৎ আমরা আজকে  Team Teddy vs. Team Johnny দেখতে পাবো। এদের মধ্যে যে জিতবে সেই হবে স্মাকডাউনের সরবকালের সেরা জেনারাল ম্যানেজার।

◘ স্টেফনি আনাউন্স করলেন যে আজকে সিনা এবং আম্ব্রোসের মধ্যে একটা ফেস-অফ হবে যার হোস্ট হবে দ্য মিজ। এরপর অ্যাডাম রোজ আসে এবং স্টেফনিকে বলে যে, একজন লেমন হয়ে যেও না...। রোজ স্মাকডাউনকে শুভ জন্মদিন জানিয়ে বলে আজকের প্রতিটা সময় হল পার্টি টাইম। স্টেফনি তার এক্সোটিক এক্সপ্রেসকে থামায় এবং আজকে রাতের জন্য রোজ vs. কেইন ম্যাচ ঠিক করে।

◘ তারপর কেইন আসে এবং অ্যাডাম রোজকে বলে আজকে রাতের party pooper। এরপর তাদের ম্যাচ শুরু হয়।

♠ Kane vs. Adam Rose

কেইন, রোজকে ভালোমতো ধোলাই দেয় এবং একটা চোক্সলাম দিয়ে ফিনিশ করে দেয়।

♥ Winner : Kane

◘ ম্যাচের পরে কেইন দ্য বানিকে মারতে যায় কিন্তু Rosebuds দের কারনে সে পালাতে সক্ষম হয়, সেজন্য কেইন সমস্ত Rosebuds-দেরকে ভালোমতো ধোলাই দেয়।

♠ AJ Lee vs. Alicia Fox

◘ আলিসিয়ার সঙ্গে পেইজ আসে। এজে ব্লাজ উইডোর মাধ্যমে জয় লাভ করে। পেইজ ছুটে আসে এবং এজেকে অ্যাটাক করে কিন্তু ডবল ক্লোথস্লাইনের মাধ্যমে এজে তাদেরকে সামলিয়ে নেয়।

♥ Winner : AJ Lee

◘ আজকের রাতের জন্য রুসেভ vs. জিগ্লার ম্যাচের ঘোষণা করা হয়।

♠ Kofi Kingston vs. Seth Rollins

স্বাভাবিক ভাবেই Jamie Noble এবং Joey Mercury, সেথ রলিন্সের সঙ্গে আসে। তারা সেথকে ডিন আম্ব্রোস থেকে বাঁচাতেয় মূলত এসেছিল। Curb Stomp -এর মাধ্যমে রলিন্স জয়লাভ করে।

♥ Winner : Seth

◘ ওয়াট ফ্যামিলির একটা  প্রোমো দেখানো হয়।

♠ Rusev vs. Dolph Ziggler

জিগ্লার রুসেভের সঙ্গে ভালো লড়াই করে, কিন্তু শেষ পর্যন্ত The Accolade -এর স্বীকার হয়ে ম্যাচটা হেরে যায়।

♥ Winner : Rusev

◘ ম্যাচের পরে লানা দ্য রকের উপর একটা প্রোমো কাটে যে আগের দিনের "র" তে তাদেরকে ইন্টারফিয়ার করেছিল এবং রুসেভকে মেরে রিঙ্গের বাইরে ফেলেছিল। সামনের Raw -তে একটা ম্যাচের জন্য রুসেভ, বিগশো-কে চ্যালেঞ্জ করে।

◘ এরপর ব্যাকস্টেজ সেগ্মেন্টে দ্য রক, ট্রিপল এইচ এবং স্টেফনি মিকম্যানকে দেখা যায়।

◘ আজকের মেইন ইভেন্টের জন্য বুকার টি আসে। টিম টেডিতে ছিল-  Mark Henry, Los Matadores, Sheamus, The Usos, Jack Swagger এবং El Torito। অপরদিকে টিম জনিতে ছিল- Heath Slater, Titus O'Neil, Goldust, Stardust, Bo Dallas, Damien Sandow, The Miz এবং Hornswoggle।

♠ Team Teddy vs. Team Johnny

এই ম্যাচে স্লেটার এবং সান্ডোউ অনেক চ্যান্ট পায় এবং এটা একটা দারুন ম্যাচ হয়। উসোসদের মধ্যে একজন পিন লাভ করে এবং এর সাথেই টিম টেডি হয়ে জান উইনার তথা স্মাকডাউনের গ্রেটেস্ট জেনারেল ম্যানেজার।

♥ Winner : Team Teddy

◘ আরও একবার Rollins vs. Kofi Kingston হয় এবং সেখানেও Mercury এবং Noble-ও ছিলেন। রলিন্স আরও একবার উইনার হয়।

◘ এরপর ডিন আম্ব্রোস এবং জন সিনার ফেস অফের জন্য মিজ টিভির আয়োজন করা হয়। তারা দুজনেই দারুন পপ পায় কিন্তু এবার সিনা বেশী পায়। তারা দুজনেই একে অপরের প্রশংসা করে কিন্তু আম্ব্রোস সিনার থেকে বেশী ভালো প্রোমো কাটে। সিনা মিজকে রাগাবার জন্যে বলে যে সান্ডোউ তোমার থেকে ভালো খেলে। কিন্তু মিজের ডাইলগ না থামায় সিনা এবং আম্ব্রোস মিজকে অ্যাটাক করে তাকে চুপাবার জন্যে। আম্ব্রোস মিজকে Dirty Deeds দেয় কিন্তু সিনা আগের দিনের বদলা নিবার জন্য আম্বোসকেই  Attitude Adjustment দিয়ে এই সেগমেন্টটাকে শেষ করে এবং আজকের স্মাকডাউন এখানেই শেষ হয় দ্য চ্যাম্পের এগিয়ে থাকা দিয়ে।