সেথ রলিন্স আজকের স্মাকডাউন শুরু করে এবং চরম হিট পায় দর্শকদের কাছ থেকে। ফ্যানরা চ্যান্ট করতে থাকে "you sold out" এবং রলিন্স তাদেরকে নিয়ে একটু মজা করে, এবং বলে যে আরও হিট চায় আমাকে...। রলিন্স বলে ফ্যানরাও আসলে সোল্ড আউট। রলিন্স ডিন আম্ব্রোসের ব্যাপারে বলে যে তার জায়গা হেল ইন এ সেলের ভিতরে নয়, তার জায়গা হল straight-jacket এর মধ্যে। 

◘ ডলফ জিগ্লার আসে এবং বলে ফ্যানরা তাকেই দেখতে চায়, রলিন্সকে নয়। এরপর জিগ্লার তার মাইকটাকে ফেলে দেয় এবং রলিন্সকে একটা জোরদার ড্রপকিক মারে এবং দর্শকদের কাছ থেকে অনেক পপ পায়...এরপরেই তাদের ম্যাচ শুরু হয়ে যায়। 

♠ Seth Rollins vs. Dolph Ziggler

ভালো ম্যাচ হয়। শেষে, Curb Stomp -এর মাধ্যমে রলিন্স জয়লাভ করে। 

♥ Winner : Seth Rollins

◘ ম্যাচের পরে ডিন আম্ব্রোস আসে এবং দারুন পপ পায়। আম্ব্রোস বলতে থাকে যে HIAC -তে সে রলিন্সের সাথে কি কি করবে...। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কেইন এর মিউজিক হিট করে এবং কেইন আসে, কেইন আজকের মেইন ইভেন্টের জন্য তার সঙ্গে আম্ব্রোসের ম্যাচ ঠিক করে। 

♠ Layla vs. AJ Lee

Paige এবং Alicia Fox -রিংসাইড থেকে ম্যাচটা দেখছিল। ব্লাক উইডোর মাধ্যমে এজে লি জয়লাভ করে যেটা আশা করে হচ্ছিল। 

♥ Winner : AJ Lee

◘ ম্যাচের পরে ফক্স, এজে লি-কে অ্যাটাক করে কিন্তু এজে সেটাকে কাউন্টার করে নেয়। এরপএ পেইজ রিঙ্গের মধ্যে আসে এবং তার ফিনিশার দিয়ে এজে-কে ফিনিশ করে দেয়। 

◘ শেমাস এবং উসোসদের মধ্যে একটা ব্যাকস্টেজ সেগমেন্ট দেখানো হয়। 

◘ ওয়্যাট ফ্যামিলির একটা প্রোমো দেখানো হয়...তাদেরকে আজকাল প্রোমোতেই বেশী দেখা যায়। 

♠ Sheamus & The Usos vs. Stardust, Goldust & The Miz

এদের ট্যাগ টিম ম্যাচ সবসময় ভালোই হয়। শেষে, গোল্ডডাস্টকে একটা ব্রোজ কিক দিয়ে শেমাস তার দলের জন্য ম্যাচটা জিতে যায়। 

♥ Winners : Sheamus & The Usos

◘ বিগ শো আসে এবং অনেক পপ পায়। শো বলে যে, রুসেভকে সে HIAC-তে ধ্বংস করে দেবে। এরপর সে মার্ক হেনরিকে বলে রিঙ্গে আসতে। বিগ শো, হেনরিকে বলে যে Hell In a Cell-এর ম্যাচে ইন্টারফিয়ার বা তাকে সাহায্য না করতে এবং হেনরি তখন উত্তরে সম্মতি প্রকাশ করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে আসে রুসেভ এবং লানা...তারা HIAC -এর ম্যাচের ব্যাপারে একটা প্রোমো কাট করে। 

♠ Nikki Bella vs. Naomi

নিক্কি তার ফিনিশারের মাধ্যমে সহজেই ম্যাচটা জিতে নেয়। এই WWE যে কবে বেলাদের বোরিং ফিউড বন্ধ করবে কে জানে...। 

♥ Winner : Nikki Bella

◘ ব্যাকস্টেজে রিনি ইওং ডিন আম্ব্রোসের একটা ইন্টারভিউ নেয়। 

♠ Dean Ambrose vs. Kane

সেথ রলিন্স ম্যাচ চলাকালীন রিংসাইডে ছিল। আম্ব্রোস ডিস্কোয়ালিফিকেশনে জয়লাভ করে যখন রলিন্স রোপকে পিছন দিকে টেনে ধরে। 

♥ Winner by DQ : Dean Ambrose

◘ ম্যাচের পরে কেইন ও রলিন্স মিলে আম্ব্রোসকে অ্যাটাক করে। কেইন তাকে পাওয়ারবম্ব মারে এবং রলিন্স একটা Curb Stomp মারতে গেলে আম্ব্রোস কাউন্টার করে কিন্তু রলিন্স বেঁচে যায় ও আম্ব্রোস কেইনকে চিয়ারে করে হিট করে এবং রলিন্স সুজোগ বুঝে সেখান থেকে চম্পট দেয়। এইভাবেই আজকের স্মাকডাউন শেষ হয়...। 



☻WWE SmackDown স্পইলার রেজাল্ট, ১৫ অক্টোবর ২০১৪

সেথ রলিন্স আজকের স্মাকডাউন শুরু করে এবং চরম হিট পায় দর্শকদের কাছ থেকে। ফ্যানরা চ্যান্ট করতে থাকে "you sold out" এবং রলিন্স তাদেরকে নিয়ে একটু মজা করে, এবং বলে যে আরও হিট চায় আমাকে...। রলিন্স বলে ফ্যানরাও আসলে সোল্ড আউট। রলিন্স ডিন আম্ব্রোসের ব্যাপারে বলে যে তার জায়গা হেল ইন এ সেলের ভিতরে নয়, তার জায়গা হল straight-jacket এর মধ্যে। 

◘ ডলফ জিগ্লার আসে এবং বলে ফ্যানরা তাকেই দেখতে চায়, রলিন্সকে নয়। এরপর জিগ্লার তার মাইকটাকে ফেলে দেয় এবং রলিন্সকে একটা জোরদার ড্রপকিক মারে এবং দর্শকদের কাছ থেকে অনেক পপ পায়...এরপরেই তাদের ম্যাচ শুরু হয়ে যায়। 

♠ Seth Rollins vs. Dolph Ziggler

ভালো ম্যাচ হয়। শেষে, Curb Stomp -এর মাধ্যমে রলিন্স জয়লাভ করে। 

♥ Winner : Seth Rollins

◘ ম্যাচের পরে ডিন আম্ব্রোস আসে এবং দারুন পপ পায়। আম্ব্রোস বলতে থাকে যে HIAC -তে সে রলিন্সের সাথে কি কি করবে...। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কেইন এর মিউজিক হিট করে এবং কেইন আসে, কেইন আজকের মেইন ইভেন্টের জন্য তার সঙ্গে আম্ব্রোসের ম্যাচ ঠিক করে। 

♠ Layla vs. AJ Lee

Paige এবং Alicia Fox -রিংসাইড থেকে ম্যাচটা দেখছিল। ব্লাক উইডোর মাধ্যমে এজে লি জয়লাভ করে যেটা আশা করে হচ্ছিল। 

♥ Winner : AJ Lee

◘ ম্যাচের পরে ফক্স, এজে লি-কে অ্যাটাক করে কিন্তু এজে সেটাকে কাউন্টার করে নেয়। এরপএ পেইজ রিঙ্গের মধ্যে আসে এবং তার ফিনিশার দিয়ে এজে-কে ফিনিশ করে দেয়। 

◘ শেমাস এবং উসোসদের মধ্যে একটা ব্যাকস্টেজ সেগমেন্ট দেখানো হয়। 

◘ ওয়্যাট ফ্যামিলির একটা প্রোমো দেখানো হয়...তাদেরকে আজকাল প্রোমোতেই বেশী দেখা যায়। 

♠ Sheamus & The Usos vs. Stardust, Goldust & The Miz

এদের ট্যাগ টিম ম্যাচ সবসময় ভালোই হয়। শেষে, গোল্ডডাস্টকে একটা ব্রোজ কিক দিয়ে শেমাস তার দলের জন্য ম্যাচটা জিতে যায়। 

♥ Winners : Sheamus & The Usos

◘ বিগ শো আসে এবং অনেক পপ পায়। শো বলে যে, রুসেভকে সে HIAC-তে ধ্বংস করে দেবে। এরপর সে মার্ক হেনরিকে বলে রিঙ্গে আসতে। বিগ শো, হেনরিকে বলে যে Hell In a Cell-এর ম্যাচে ইন্টারফিয়ার বা তাকে সাহায্য না করতে এবং হেনরি তখন উত্তরে সম্মতি প্রকাশ করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে আসে রুসেভ এবং লানা...তারা HIAC -এর ম্যাচের ব্যাপারে একটা প্রোমো কাট করে। 

♠ Nikki Bella vs. Naomi

নিক্কি তার ফিনিশারের মাধ্যমে সহজেই ম্যাচটা জিতে নেয়। এই WWE যে কবে বেলাদের বোরিং ফিউড বন্ধ করবে কে জানে...। 

♥ Winner : Nikki Bella

◘ ব্যাকস্টেজে রিনি ইওং ডিন আম্ব্রোসের একটা ইন্টারভিউ নেয়। 

♠ Dean Ambrose vs. Kane

সেথ রলিন্স ম্যাচ চলাকালীন রিংসাইডে ছিল। আম্ব্রোস ডিস্কোয়ালিফিকেশনে জয়লাভ করে যখন রলিন্স রোপকে পিছন দিকে টেনে ধরে। 

♥ Winner by DQ : Dean Ambrose

◘ ম্যাচের পরে কেইন ও রলিন্স মিলে আম্ব্রোসকে অ্যাটাক করে। কেইন তাকে পাওয়ারবম্ব মারে এবং রলিন্স একটা Curb Stomp মারতে গেলে আম্ব্রোস কাউন্টার করে কিন্তু রলিন্স বেঁচে যায় ও আম্ব্রোস কেইনকে চিয়ারে করে হিট করে এবং রলিন্স সুজোগ বুঝে সেখান থেকে চম্পট দেয়। এইভাবেই আজকের স্মাকডাউন শেষ হয়...।