আজকে অথরিটির ঘটানো কিছু রিসেন্ট মিস্টেকের ব্যাপারে আলোচনা করা হবে, যার জন্য এখন রেসলিং দেখার মজা হয়তো অনেকটাই চলে গিয়েছে। 

2011 এর Wrestlemania তে Triple H হেরে যান The Undertaker এর কাছে।এরপর সম্ভবত ঐ বছর Extreme Rules এর পর থেকে Triple H স্যুট অ্যান্ড বুট পরে মস্তক কামিয়ে পুরোদস্তর 'Authority' বনে যান।একজন Fan Favourite 13 time world champ ক্যারিয়ারের ক্রান্তিলগ্নে এসে Heel turn করেছেন শুধুমাত্র তার এই প্রিয় Company টি কে বাঁচানোর জন্যে।এক্ষেত্রে তার স্ত্রী Stephanie ও যথেষ্ট সম্মানের দাবিদার। আপনারা হয়তবা জানেনও যে তারা শুধুমাত্র On Screen এ Authority নন তারা অরিজিনালই WWE এর হর্তা-কর্তা-বিধাতা।ক্ষুরধার মস্তিষ্কের অধিকারী HHH এর WWE এর প্রতি আত্মনিবেদন এবং তার কর্মপদ্ধতি সত্যিই প্রশংসামূলক এবং আমার জানামতে WWE এর অধিকাংশ wrestler এবং কর্মকর্তা তার উপর অনেক Happy।

But one thing you should not forget and it is,"There is no unmixed good on the earth.তাদের যে ভুলগুলো আমার চোখে পড়েছে সেইগুলোই আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।তবে তার মানে এই নয় যে আমি তাদের Disrespect করছি।Anyway,let's go and start--->

1. Royal Rumble 2012 এ Chris Jericho কে Last 2 তে এনেও Sheamus কে জিতিয়ে দেয়া। 
জাতীর কাছে আমার একটা প্রশ্ন একজন Living Legend যাকে কখনো Royal Rumble জেতানো হয়নি,যে মানুষটা ক্যারিয়ারের প্রায় 15 টা বছর WWE কে Dedicate করেছে তাকে জেতানো উচিত ছিলো নাকি যার সামনে আরো 15 টা বছর রয়েছে তাকে জেতানোটা উচিত হলো?এইবার যুক্তি আসতে পারে যে "New Talent হিসেবে পুশ করার জন্য Sheamus কে জেতানো হয়েছে"।তাহলে আমার কথা হলো তার পরবর্তী 2 বছর অর্থাৎ 2013 এবং 2014 তে Old Player John Cena and Batista কে জেতানো হলো কেনো?

2. Celebrating a great show "RAW 1000" Without Randy Orton
2007 এর পর থেকে WWE Raw এর Heart যদি হয় John Cena তাহলে WWE এর Lungs হলো Randy Orton.যে মানুষটা ছাড়া RAW কল্পনা করা যেতো না তাকে ছাড়াই উদযাপিত করা হলো RAW 1000 এর মত একটা Huge Show.যদিও Randy ঐ সময় Suspention এ ছিলো তবুও তাকে দিয়ে Match না খেলাক At Least Giant screen একটা Segmant করানো যেতো না?আফসোসের বিষয় এই যে ঠিক তার পরের RAW তেই Randy Return করলো।আরো আফসোস লাগে এই কথা মনে উঠলে যে RAW 1000 চলাকালীন Randy Orton স্বশরীরে Locker Room এ উপস্থিত।

3. The Rock vs CM Punk storyline
CM Punk এর Historical 434 দিনের Title ধরে রাখার story টা আমরা সবাই জানি।তার পথে বাগড়া দিয়ে বসেন Mr.Brahama Bull.Remind RAW 1000,,,,ঐ শো তে Rock কে দিয়ে CM Punk কে Challenge করানো হলো 2013 Royal Rumble এ WWE Championship Match খেলানোর জন্য।
ব্যাপারটা তাহলে কি দাড়ালো?এর মাধ্যমে মানুষ Cleanly ভাবে বুঝতে পেরেছে যে CM Punk Royal Rumble 2013 PPV এর আগ অব্দি আর হারছে না আর হারলেও Royal Rumble এর আগ দিয়ে Punk আবার Champ হয়ে যাবে।অর্থাৎ WWE Storyline একেবারে Openly ফাঁস করা হয়ে গেলো. . . . !!

4.Making Roman The Leader Of The Shield And Forcing Dean To Be Upset
Shield এর জন্মের ক্রান্তিলগ্ন থেকেই Leader ছিলেন Mr.Dean সাহেব।হোক সেটা Fight এর সময় অথবা Mic হাতে Dean-ই সবার আগে এগিয়ে যেতো।কিন্তু Roman যখনি তার Crowd Handling এর ক্ষমতার মাধ্যমে Heel থাকা সত্বেও Fan Support পেলো তখনি Unofficial Leader(Mic Skill না থাকা সত্বেও)।এরপর থেকে পুরো Shield যখন Ring এ থাকতো তখন Dean কে বেশ হতাশাগ্রস্থ লাগতো।মনে মনে যেনো বলতো,"Hey Roman,I'm lagging behind your ass?You don't deserve to be the leader.It's much terrible.A democratic state can't go through illiterate people"(just fun!)
আচ্ছা একটা আপনাদের কাছে একটা প্রশ্ন->
Who is the perfect leader of the shield?
->My answer is Dean পাগলা

5. Making Batista The Royal Rumble 2014 winner
Triple H চেয়েছিলেন wrestlemania xxx এর Main Event তার দুই প্রিয় পাত্র Batista And Randy Orton কে দিয়ে করাতে।Randy তখন World Champion and Company এর Bloody Heel তাই Batista কে ফিরিয়ে আনা হলো Face হিসেবে।সবকিছুই Plan মাফিক চলছিলো।কিন্তু হাটে হাঁড়ি ভাঙলো Royal Rumble PPV তে গিয়ে।
Royal Rumble Match চলাকালীন সময়ে মানুষ Daniel এর জন্য চেঁচিয়ে Arena একাকার করে ফেলছিলো।কিন্তু Daniel আর আসে না।শেষ দিকে গিয়ে অবধারিত ভাবে Batista-ই Winner হয়ে গেলো।ইতিমধ্যে Face Batistar automatic Heel Turn হয়ে গেছে।
এর ফলে Storyline ও Change করতে হলো আর Wrestlemania তে গিয়ে সেই Daniel কে আর Main Event থেকে দুরে রাখা গেলো না।এবং Huge Fan Support এর কারণে তাকেই শেষ অব্দি Champion বানাতে হলো।
কিন্তু এতে লাভটা কি হলো?
HHH এর গুড়ে বালি এবং Batista কে ডেকে এনে অপমান করা ছাড়া আর কিছুই হলো না।

6. Overpushing Roman
যেসকল Wrestler রা ক্যারিয়ারের শুরুতেই over rated and underving Push পেয়েছে তাদের সবাইকে বেশ তাড়াতাড়ি Mid Card এ এসে পঁচতে হয়েছে।আদর্শ উদাহরণ:Wade Barret,Sheamus,Ryback,Curtis Axel,Tensai,,Kharma তো চলেই গেলো।
এতোগুলো জ্বলন্ত Example And Experience এর পরেও HHH roman কে Non Stop Push দিচ্ছে।ঘটনাটা কি?
WWE তে এখন আবার Star Power এর অভাব।Roman কে Push দিয়ে HHH কি তার Cousin Rock কে তেল মারছে Wrestlemania এর জন্য??আমার তো মনে হয় তাই-ই।হঠাৎ Rock এর এক আকস্মিক Bolt from the blue return এর পর এই ধারণা আমার মনে আরও বদ্ধমূল হয়েছে।

7. Let not Sheamus turn to heel and burning his future
Sheamus দারুণ একটা Wrestler...উৎকৃষ্ট মানের গ্রাপলিং স্কিল,সাবমিশন এবং এরিয়েল মুভ সবই আছে তার মধ্যে।কিন্তু এতো দিন Mid Card এ পঁচার পরেও তাকে এখনো Heel turn না করানোটা সত্যিই আশ্চর্যের বিষয়।আদর্শ Main Eventing Skill থাকা সত্বেও তার ক্যারিয়ারটাই ধ্বংস হচ্ছে এখন।
ধন্যবাদ



Credit : Þrinçe Øf Þaradise

WWE অথরিটির ঘটানো কিছু মিস্টেক যার মাসুল আজকেও দিতে হচ্ছে...।

আজকে অথরিটির ঘটানো কিছু রিসেন্ট মিস্টেকের ব্যাপারে আলোচনা করা হবে, যার জন্য এখন রেসলিং দেখার মজা হয়তো অনেকটাই চলে গিয়েছে। 

2011 এর Wrestlemania তে Triple H হেরে যান The Undertaker এর কাছে।এরপর সম্ভবত ঐ বছর Extreme Rules এর পর থেকে Triple H স্যুট অ্যান্ড বুট পরে মস্তক কামিয়ে পুরোদস্তর 'Authority' বনে যান।একজন Fan Favourite 13 time world champ ক্যারিয়ারের ক্রান্তিলগ্নে এসে Heel turn করেছেন শুধুমাত্র তার এই প্রিয় Company টি কে বাঁচানোর জন্যে।এক্ষেত্রে তার স্ত্রী Stephanie ও যথেষ্ট সম্মানের দাবিদার। আপনারা হয়তবা জানেনও যে তারা শুধুমাত্র On Screen এ Authority নন তারা অরিজিনালই WWE এর হর্তা-কর্তা-বিধাতা।ক্ষুরধার মস্তিষ্কের অধিকারী HHH এর WWE এর প্রতি আত্মনিবেদন এবং তার কর্মপদ্ধতি সত্যিই প্রশংসামূলক এবং আমার জানামতে WWE এর অধিকাংশ wrestler এবং কর্মকর্তা তার উপর অনেক Happy।

But one thing you should not forget and it is,"There is no unmixed good on the earth.তাদের যে ভুলগুলো আমার চোখে পড়েছে সেইগুলোই আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।তবে তার মানে এই নয় যে আমি তাদের Disrespect করছি।Anyway,let's go and start--->

1. Royal Rumble 2012 এ Chris Jericho কে Last 2 তে এনেও Sheamus কে জিতিয়ে দেয়া। 
জাতীর কাছে আমার একটা প্রশ্ন একজন Living Legend যাকে কখনো Royal Rumble জেতানো হয়নি,যে মানুষটা ক্যারিয়ারের প্রায় 15 টা বছর WWE কে Dedicate করেছে তাকে জেতানো উচিত ছিলো নাকি যার সামনে আরো 15 টা বছর রয়েছে তাকে জেতানোটা উচিত হলো?এইবার যুক্তি আসতে পারে যে "New Talent হিসেবে পুশ করার জন্য Sheamus কে জেতানো হয়েছে"।তাহলে আমার কথা হলো তার পরবর্তী 2 বছর অর্থাৎ 2013 এবং 2014 তে Old Player John Cena and Batista কে জেতানো হলো কেনো?

2. Celebrating a great show "RAW 1000" Without Randy Orton
2007 এর পর থেকে WWE Raw এর Heart যদি হয় John Cena তাহলে WWE এর Lungs হলো Randy Orton.যে মানুষটা ছাড়া RAW কল্পনা করা যেতো না তাকে ছাড়াই উদযাপিত করা হলো RAW 1000 এর মত একটা Huge Show.যদিও Randy ঐ সময় Suspention এ ছিলো তবুও তাকে দিয়ে Match না খেলাক At Least Giant screen একটা Segmant করানো যেতো না?আফসোসের বিষয় এই যে ঠিক তার পরের RAW তেই Randy Return করলো।আরো আফসোস লাগে এই কথা মনে উঠলে যে RAW 1000 চলাকালীন Randy Orton স্বশরীরে Locker Room এ উপস্থিত।

3. The Rock vs CM Punk storyline
CM Punk এর Historical 434 দিনের Title ধরে রাখার story টা আমরা সবাই জানি।তার পথে বাগড়া দিয়ে বসেন Mr.Brahama Bull.Remind RAW 1000,,,,ঐ শো তে Rock কে দিয়ে CM Punk কে Challenge করানো হলো 2013 Royal Rumble এ WWE Championship Match খেলানোর জন্য।
ব্যাপারটা তাহলে কি দাড়ালো?এর মাধ্যমে মানুষ Cleanly ভাবে বুঝতে পেরেছে যে CM Punk Royal Rumble 2013 PPV এর আগ অব্দি আর হারছে না আর হারলেও Royal Rumble এর আগ দিয়ে Punk আবার Champ হয়ে যাবে।অর্থাৎ WWE Storyline একেবারে Openly ফাঁস করা হয়ে গেলো. . . . !!

4.Making Roman The Leader Of The Shield And Forcing Dean To Be Upset
Shield এর জন্মের ক্রান্তিলগ্ন থেকেই Leader ছিলেন Mr.Dean সাহেব।হোক সেটা Fight এর সময় অথবা Mic হাতে Dean-ই সবার আগে এগিয়ে যেতো।কিন্তু Roman যখনি তার Crowd Handling এর ক্ষমতার মাধ্যমে Heel থাকা সত্বেও Fan Support পেলো তখনি Unofficial Leader(Mic Skill না থাকা সত্বেও)।এরপর থেকে পুরো Shield যখন Ring এ থাকতো তখন Dean কে বেশ হতাশাগ্রস্থ লাগতো।মনে মনে যেনো বলতো,"Hey Roman,I'm lagging behind your ass?You don't deserve to be the leader.It's much terrible.A democratic state can't go through illiterate people"(just fun!)
আচ্ছা একটা আপনাদের কাছে একটা প্রশ্ন->
Who is the perfect leader of the shield?
->My answer is Dean পাগলা

5. Making Batista The Royal Rumble 2014 winner
Triple H চেয়েছিলেন wrestlemania xxx এর Main Event তার দুই প্রিয় পাত্র Batista And Randy Orton কে দিয়ে করাতে।Randy তখন World Champion and Company এর Bloody Heel তাই Batista কে ফিরিয়ে আনা হলো Face হিসেবে।সবকিছুই Plan মাফিক চলছিলো।কিন্তু হাটে হাঁড়ি ভাঙলো Royal Rumble PPV তে গিয়ে।
Royal Rumble Match চলাকালীন সময়ে মানুষ Daniel এর জন্য চেঁচিয়ে Arena একাকার করে ফেলছিলো।কিন্তু Daniel আর আসে না।শেষ দিকে গিয়ে অবধারিত ভাবে Batista-ই Winner হয়ে গেলো।ইতিমধ্যে Face Batistar automatic Heel Turn হয়ে গেছে।
এর ফলে Storyline ও Change করতে হলো আর Wrestlemania তে গিয়ে সেই Daniel কে আর Main Event থেকে দুরে রাখা গেলো না।এবং Huge Fan Support এর কারণে তাকেই শেষ অব্দি Champion বানাতে হলো।
কিন্তু এতে লাভটা কি হলো?
HHH এর গুড়ে বালি এবং Batista কে ডেকে এনে অপমান করা ছাড়া আর কিছুই হলো না।

6. Overpushing Roman
যেসকল Wrestler রা ক্যারিয়ারের শুরুতেই over rated and underving Push পেয়েছে তাদের সবাইকে বেশ তাড়াতাড়ি Mid Card এ এসে পঁচতে হয়েছে।আদর্শ উদাহরণ:Wade Barret,Sheamus,Ryback,Curtis Axel,Tensai,,Kharma তো চলেই গেলো।
এতোগুলো জ্বলন্ত Example And Experience এর পরেও HHH roman কে Non Stop Push দিচ্ছে।ঘটনাটা কি?
WWE তে এখন আবার Star Power এর অভাব।Roman কে Push দিয়ে HHH কি তার Cousin Rock কে তেল মারছে Wrestlemania এর জন্য??আমার তো মনে হয় তাই-ই।হঠাৎ Rock এর এক আকস্মিক Bolt from the blue return এর পর এই ধারণা আমার মনে আরও বদ্ধমূল হয়েছে।

7. Let not Sheamus turn to heel and burning his future
Sheamus দারুণ একটা Wrestler...উৎকৃষ্ট মানের গ্রাপলিং স্কিল,সাবমিশন এবং এরিয়েল মুভ সবই আছে তার মধ্যে।কিন্তু এতো দিন Mid Card এ পঁচার পরেও তাকে এখনো Heel turn না করানোটা সত্যিই আশ্চর্যের বিষয়।আদর্শ Main Eventing Skill থাকা সত্বেও তার ক্যারিয়ারটাই ধ্বংস হচ্ছে এখন।
ধন্যবাদ



Credit : Þrinçe Øf Þaradise