1. এইবছরের Slammy Award আগামী ডিসেম্বরের ৮ তারিখ RAW-তে গ্রীনভ্যালি'র Bon Secours Center থেকে অনুষ্ঠিত হবে।
2. ডিসেম্বরের ৮ তারিখে WWE World Heavywight Champion Brock Lesnar রিটার্ন করবেন। ধারণা করা হচ্ছে Triple H এর একটি সেগমেন্টে তিনি উপস্থিত হবেন।
3. Randy Orton আজকের Raw -তে সেথ রলিন্সের কাছে কার্ব স্টোম্প খেয়ে সম্ভাব্য ফেস টার্ন করেছেন।
4. Survivor Series এ Team Seth vs Team Dean/Cena ট্রেডিশনাল সারভাইভর ম্যাচ হতে পারে। এবং Diva দের 5-on-5 ম্যাচ হবে।
5. Daniel Bryan আরেকটি সার্জারি নিবেন। তবে আরেকটি সার্জারি নিলে তার আরো বিশ্রামের প্রয়োজন হবে।
6. Rey Mysterio কে আপাতত আর WWE তে দেখা যাবেনা। তিনি Survivor Series না হলে Royal Rumble একেবারে আসবেন।
7. Tyson Kid এবং Natalya একে অপরকে ডিভোর্স দিয়েছেন।
8. TLC 2014 পিপিভিতে যেহেতু WWE World Heavywight Championship ম্যাচ হবেনা তাই MITB ব্রিফকেস অন দ্য লাইন ম্যাচ হতে পারে।
9. Cody Rhodes এর স্ত্রী Jonse নিউ রিং আনাউন্সার হিসেবে কাজ করবেন। তার সাথে চুক্তি হয়েছে।
10. আজকের Raw -তে লেজেন্ডারি হার্ডকোর লেজেন্ড মিক ফোলি রিটার্ন করেছেন...কয়েকদিন আগে দ্য রককেও একইভাবে একদিনের জন্য রিটার্ন করানো হয়।
☻রিটার্ন নিউজ :-
◘ রাইব্যাকের রিটার্ন বিষয়ে WWE এর প্ল্যান:
রাইব্যাকের ডাক্তাররা তাকে রেসলিংয়ের জন্য ছাড়পত্র দিয়ে দিয়েছে। তার বিষয়ে Wwe এর প্ল্যান হলো তাকে তার সাবেক টিম পার্টনার কার্টিস এক্সেল এর সাথে টিম আপ(RYBAXEL)করে রিটার্ন করানো. তার টিম পার্টনার কার্টিস এক্সেল ও বেশ কিছুদিন ধরে টিভি শো গুলোতে অনুপস্থিত। এই প্ল্যান টা এক মাসের মধ্যেই বাস্তবায়িত হবে।
◘ দ্যা বুগিম্যানের কথা নিশ্চয় মনে আছে? তিনি সম্প্রতি WWE এর স্ট্যামফোর্ড এর হেডকোয়াটার ভিসিট করেন এবং টুইট করেন: "It feels great to be home again ...never say..never!!!..cmon2getcha."
তাহলে কি আমরা এবার বুগিম্যানের রিটার্ন দেখতে পাচ্ছি?
◘ Steve Austin এর WWE Return:
◘ দ্যা বুগিম্যানের কথা নিশ্চয় মনে আছে? তিনি সম্প্রতি WWE এর স্ট্যামফোর্ড এর হেডকোয়াটার ভিসিট করেন এবং টুইট করেন: "It feels great to be home again ...never say..never!!!..cmon2getcha."
তাহলে কি আমরা এবার বুগিম্যানের রিটার্ন দেখতে পাচ্ছি?
◘ Steve Austin এর WWE Return:
WWE প্ল্যান করতেছে যে সামনের বছরই তারা Austin কে WWE তে রিটার্ন করাবে। তবে কখন রিটার্ন করাবে আর কার সাথে ফিউড হবে তা এখনো কনফার্ম হয় নি। তবে এটা শিওর যে Wrestlemania XXXI তে Austin রিটার্ন করছেন। না।
◘ Team 3D কে কয়েকদিন আগে TNA রিলিজ করতে দিয়েছিল। তো এখন খুব সম্ভবত Team 3D WWE তে খুব শীঘ্রই রিটার্ন করতে যাচ্ছে। Team 3D এর সদস্যরা হলেন Bully Ray আর Devon. WWE তে এসে তাদের রিংনেম পরিবর্তন হয়ে পারে।।
◘ Team 3D কে কয়েকদিন আগে TNA রিলিজ করতে দিয়েছিল। তো এখন খুব সম্ভবত Team 3D WWE তে খুব শীঘ্রই রিটার্ন করতে যাচ্ছে। Team 3D এর সদস্যরা হলেন Bully Ray আর Devon. WWE তে এসে তাদের রিংনেম পরিবর্তন হয়ে পারে।।
Credit : আমরা রেসলিং এর বাংলাদেশি ভক্ত