๏ শোনা যাচ্ছে এই বছরের শেষদিকে Randy Orton কিছুদিনের জন্য WWE ত্যাগ করবে "The Condemned 2: Desert Prey" মুভির শুটিং-এর জন্য। শুটিং শেষ হলে সে ফিরে আসবে।

๏ শোনা যাচ্ছে জানুয়ারীর আগে রিটারন করবে না Roman Reigns. এমনকি Royal Rumble-ও তাকে দেখা যাবে কিনা তা নিয়ে আশংকা রয়েছে। তবে WM31 এর আগেই সে ফিরবে বলে ধারণা করা হচ্ছে।

๏ আসন্ন ডিসেম্বরে "TLC" PPV-তে Brock Lesnar ও John Cena টাইটেল ম্যাচে মুখোমুখি হতে পারে। কিন্তু WWE এর বর্তমান প্ল্যান অনুযায়ী এই ম্যাচেও Cena হারতে যাচ্ছে।

๏ এই সপ্তাহের WWE Main Event এর ডারক ম্যাচে রিটার্ন করে Curtis Axel কিন্তু সে হেরে যায় Kofi Kingston এর কাছে।
๏ এই সপ্তাহের Monday Night RAW ২.৭১ ক্যাবল রেটিং অর্জন করেছে যা গত সপ্তাহের তুলনায় হ্রাস পেয়েছে। গত সপ্তাহে এর রেটিং ছিল ২.৭৫।๏ অন্যদিকে এই সপ্তাহের RAW দর্শক টানতে সক্ষম হয়েছে ৩.৭৫ মিলিয়ন যা গত সপ্তাহের চেয়ে একটু বেশি। গত সপ্তাহে এর দর্শকসংখ্যা ছিল ৩.৬৯ মিলিয়ন।

๏ WWE বর্তমানে Randy Orton ও Seth Rollins এর মাঝে ফিউড করানোর প্ল্যান করছে। এই ফিউডকে আরেকটু জাগিয়ে তোলার জন্য আজকের RAW-তে Seth Rollins কে RKO দেয় Randy Orton এবং নিজেকে ফেস হিসেবে তুলে ধরে।

๏ এই সপ্তাহের RAW তে ঘোষণা করা হয় Survivor Series এ অনুষ্ঠিতব্য Traditional Tag Team ম্যাচে Team Authority এর মুখোমুখি হবে Team Cena কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি কে কোন টিমে খেলবে। তবে Team Cena তে ইতোমধ্যে Dolph Ziggler যোগ দিয়েছে।

๏ আজকের RAW তে রিটার্ন করা সুপারস্টার Ryback জানিয়েছে সে এখন থেকে ফেস হিসেবে থাকবে। সে জানায় দর্শক তার মত একজন হিরো চায় যা আজ তাদের POP এর মাধ্যমে প্রকাশ পেয়েছে। তাই দর্শকদের কথা মাথায় রেখে সে আর "Bad Guy" বা হিল রোল প্লে করবে না।

๏ এই সপ্তাহের RAW তে আরেকটি ঘোষণা দেয়া হঅয় যেখানে উল্লেখ করা হয় ২০১৫ Royal Rumble ম্যাচে ৪০ জন নয়, ৩০ জন রেসলার অংশ নিবে।


◘ রিটার্ন নিউজঃ- 

☆※ Brock Lesnar রিটার্ন নিউজ ※☆

•এই বছরের শেষদিকে, অর্থাৎ ডিসেম্বর মাসে রিটার্ন করতে যাচ্ছে WWE World Heavyweight Champion Brock Lesnar. আগামী ডিসেম্বরের ২টি RAW-তে তাকে দেখা যাবে। ৮ তারিখ Greenville, SC-তে অনুষ্ঠিতব্য RAW তে তাকে দেখা যাবে। এরপর আবার ২৯তারিখ Verizon Center, Washington, DC-তে অনুষ্ঠিতব্য RAW-তে আগমন হবে তার।

☆※ Daniel Bryan রিটার্ন নিউজ ※☆

• Daniel Bryan এর রিটার্ন নিয়ে আরও সংশয় দেখা দিয়েছে। এমনকি এখন WWE অফিসিয়ালরাও বলছে তারা জানে না Bryan ঠিক কবে রিটার্ন করবে।

♦♦ WWE -এর কিছু লেটেস্ট নিউজ ♦♦


๏ শোনা যাচ্ছে এই বছরের শেষদিকে Randy Orton কিছুদিনের জন্য WWE ত্যাগ করবে "The Condemned 2: Desert Prey" মুভির শুটিং-এর জন্য। শুটিং শেষ হলে সে ফিরে আসবে।

๏ শোনা যাচ্ছে জানুয়ারীর আগে রিটারন করবে না Roman Reigns. এমনকি Royal Rumble-ও তাকে দেখা যাবে কিনা তা নিয়ে আশংকা রয়েছে। তবে WM31 এর আগেই সে ফিরবে বলে ধারণা করা হচ্ছে।

๏ আসন্ন ডিসেম্বরে "TLC" PPV-তে Brock Lesnar ও John Cena টাইটেল ম্যাচে মুখোমুখি হতে পারে। কিন্তু WWE এর বর্তমান প্ল্যান অনুযায়ী এই ম্যাচেও Cena হারতে যাচ্ছে।

๏ এই সপ্তাহের WWE Main Event এর ডারক ম্যাচে রিটার্ন করে Curtis Axel কিন্তু সে হেরে যায় Kofi Kingston এর কাছে।
๏ এই সপ্তাহের Monday Night RAW ২.৭১ ক্যাবল রেটিং অর্জন করেছে যা গত সপ্তাহের তুলনায় হ্রাস পেয়েছে। গত সপ্তাহে এর রেটিং ছিল ২.৭৫।๏ অন্যদিকে এই সপ্তাহের RAW দর্শক টানতে সক্ষম হয়েছে ৩.৭৫ মিলিয়ন যা গত সপ্তাহের চেয়ে একটু বেশি। গত সপ্তাহে এর দর্শকসংখ্যা ছিল ৩.৬৯ মিলিয়ন।

๏ WWE বর্তমানে Randy Orton ও Seth Rollins এর মাঝে ফিউড করানোর প্ল্যান করছে। এই ফিউডকে আরেকটু জাগিয়ে তোলার জন্য আজকের RAW-তে Seth Rollins কে RKO দেয় Randy Orton এবং নিজেকে ফেস হিসেবে তুলে ধরে।

๏ এই সপ্তাহের RAW তে ঘোষণা করা হয় Survivor Series এ অনুষ্ঠিতব্য Traditional Tag Team ম্যাচে Team Authority এর মুখোমুখি হবে Team Cena কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি কে কোন টিমে খেলবে। তবে Team Cena তে ইতোমধ্যে Dolph Ziggler যোগ দিয়েছে।

๏ আজকের RAW তে রিটার্ন করা সুপারস্টার Ryback জানিয়েছে সে এখন থেকে ফেস হিসেবে থাকবে। সে জানায় দর্শক তার মত একজন হিরো চায় যা আজ তাদের POP এর মাধ্যমে প্রকাশ পেয়েছে। তাই দর্শকদের কথা মাথায় রেখে সে আর "Bad Guy" বা হিল রোল প্লে করবে না।

๏ এই সপ্তাহের RAW তে আরেকটি ঘোষণা দেয়া হঅয় যেখানে উল্লেখ করা হয় ২০১৫ Royal Rumble ম্যাচে ৪০ জন নয়, ৩০ জন রেসলার অংশ নিবে।


◘ রিটার্ন নিউজঃ- 

☆※ Brock Lesnar রিটার্ন নিউজ ※☆

•এই বছরের শেষদিকে, অর্থাৎ ডিসেম্বর মাসে রিটার্ন করতে যাচ্ছে WWE World Heavyweight Champion Brock Lesnar. আগামী ডিসেম্বরের ২টি RAW-তে তাকে দেখা যাবে। ৮ তারিখ Greenville, SC-তে অনুষ্ঠিতব্য RAW তে তাকে দেখা যাবে। এরপর আবার ২৯তারিখ Verizon Center, Washington, DC-তে অনুষ্ঠিতব্য RAW-তে আগমন হবে তার।

☆※ Daniel Bryan রিটার্ন নিউজ ※☆

• Daniel Bryan এর রিটার্ন নিয়ে আরও সংশয় দেখা দিয়েছে। এমনকি এখন WWE অফিসিয়ালরাও বলছে তারা জানে না Bryan ঠিক কবে রিটার্ন করবে।