♣ এখনতো দেখছি প্রেডিকশনের ছড়াছড়ি...এবং সবাই তার নিজের নিজের পছন্দের টিমকে বা প্লেয়ারকে সাপোর্ট করছেন, কিন্তু আমি পুরা সারভাইবর সিরিজে একজনের সাথেই থাকবো এবং আমি ১০০০% শিউর যে আমার প্লেয়ার সারভাইব করবে, অর্থাৎ My Player Will Survive...সে আবার যে কেউ নয় সে হল আমাদের রেসলারদের মধ্যে সবথেকে সম্মানের পদে থাকা WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ব্রক লেস্নার...সে অবশ্যই সারভাইব করবে কারন তার কোন ম্যাচই নাই!! চ্যাম্পিয়ন হয়েও, WWE -এর ফেস হয়েও সে ম্যাচ খেলতে আসে না, এই দিন দেখবো বলে আশা করি নি...তবে যাই হোক এখন তাকে নিয়ে কিছু রিউমর শোনা যাচ্ছে, নীচে সেগুলি বলছি...।
♠ রিসেন্টলি শোনা গিয়েছে UFC নাকি ব্রককে তাদের কোম্পানিতে ফেরত নিয়ে যাবার চেষ্টা করছে, কারন ব্রক হল মানি মেকার, কিন্তু এতদিন ব্রক যায়নি কারন WWE -এর দেওয়া টাকা এবং সম্মানে সে খুশিই ছিল কিন্তু বর্তমানে তার সাধারন কন্ট্রাক্ট অভার না হলেও ম্যাচের কন্ট্রাক্ট অভার হয়ে গিয়েছে সুতরাং সে WWE -তে ফিরে যাবে, না UFC তে চলে যাবে তা কেউ জানেনা।
♣ তবে শোনা যাচ্ছে যে, ব্রক লেসনার সেই কোম্পানিকেই বেছে নিবে যে তাকে বেশী টাকার অফার দিবে, এমন অবস্থাই WWE কে বাঁশ দিবার জন্য UFC ২০১৫ তে নিজেদের একটা রেসেলমেনিয়ার মতো ইভেন্ট করতে চলেছে, এবং সেই PPV তে ব্রকের মতো প্লেয়ারকে দিয়ে হেডলাইন করা তাদের পক্ষে বেস্ট ফর বিজনেস, সেজন্য ব্রককে মেইন ইভেন্টার করার জন্য তারা যেকোনো মূল্য দিতেই রাজি আছে, এখন দেখি ব্রকের ফিউচার কোনদিকে এগায়, সে প্রো রেসলিংএই থাকবে না MMA খেলতে যাবে সেটা এখন তার ব্যাপার, বলে রাখা ভালো ব্রক কোন ফ্যানদের কথা ভাবে না, যেখানে বেশী টাকা সেখানেই থাকে এই বিস্ট!!
♠ WWE ফ্যানদের জন্য খুসির খবর হল এই যে, ব্রক লেস্নার দুই মাসের জন্য গায়েব থাকলেও ১৪ই (14th) ডিসেম্বরে Detroit-এ হতে চলা WWE Monday Night Raw -তে ব্রককে অ্যাডভারটাইস করা হয়েছে , এমনকি তার পরেও ১২ জানুয়ারিতেও তাকে অ্যাডভারটাইস করেছে WWE, পরবর্তী রয়্যাল রাম্বালেই ব্রকের রিটার্ন করার কথা আছে, এখন দেখা যাক UFC তাকে বেশী টাকার অফার দিতে পারে কিনা, যদি না দিতে পারে তাহলে ব্রকের রিটার্নে কোন বাঁধা আসবে না আর যদি রিটার্ন না করে তাহলে তাকে চ্যাম্পিয়নশিপ থেকে স্ট্রিপ করা ছাড়া আর কোন উপায় থাকবে না...এখন দেখা যাক কি হয়, আমি চাইবো ব্রক প্রো রেসলিং-এই ফিরে আসুক।।
♠ রিসেন্টলি শোনা গিয়েছে UFC নাকি ব্রককে তাদের কোম্পানিতে ফেরত নিয়ে যাবার চেষ্টা করছে, কারন ব্রক হল মানি মেকার, কিন্তু এতদিন ব্রক যায়নি কারন WWE -এর দেওয়া টাকা এবং সম্মানে সে খুশিই ছিল কিন্তু বর্তমানে তার সাধারন কন্ট্রাক্ট অভার না হলেও ম্যাচের কন্ট্রাক্ট অভার হয়ে গিয়েছে সুতরাং সে WWE -তে ফিরে যাবে, না UFC তে চলে যাবে তা কেউ জানেনা।
♣ তবে শোনা যাচ্ছে যে, ব্রক লেসনার সেই কোম্পানিকেই বেছে নিবে যে তাকে বেশী টাকার অফার দিবে, এমন অবস্থাই WWE কে বাঁশ দিবার জন্য UFC ২০১৫ তে নিজেদের একটা রেসেলমেনিয়ার মতো ইভেন্ট করতে চলেছে, এবং সেই PPV তে ব্রকের মতো প্লেয়ারকে দিয়ে হেডলাইন করা তাদের পক্ষে বেস্ট ফর বিজনেস, সেজন্য ব্রককে মেইন ইভেন্টার করার জন্য তারা যেকোনো মূল্য দিতেই রাজি আছে, এখন দেখি ব্রকের ফিউচার কোনদিকে এগায়, সে প্রো রেসলিংএই থাকবে না MMA খেলতে যাবে সেটা এখন তার ব্যাপার, বলে রাখা ভালো ব্রক কোন ফ্যানদের কথা ভাবে না, যেখানে বেশী টাকা সেখানেই থাকে এই বিস্ট!!
♠ WWE ফ্যানদের জন্য খুসির খবর হল এই যে, ব্রক লেস্নার দুই মাসের জন্য গায়েব থাকলেও ১৪ই (14th) ডিসেম্বরে Detroit-এ হতে চলা WWE Monday Night Raw -তে ব্রককে অ্যাডভারটাইস করা হয়েছে , এমনকি তার পরেও ১২ জানুয়ারিতেও তাকে অ্যাডভারটাইস করেছে WWE, পরবর্তী রয়্যাল রাম্বালেই ব্রকের রিটার্ন করার কথা আছে, এখন দেখা যাক UFC তাকে বেশী টাকার অফার দিতে পারে কিনা, যদি না দিতে পারে তাহলে ব্রকের রিটার্নে কোন বাঁধা আসবে না আর যদি রিটার্ন না করে তাহলে তাকে চ্যাম্পিয়নশিপ থেকে স্ট্রিপ করা ছাড়া আর কোন উপায় থাকবে না...এখন দেখা যাক কি হয়, আমি চাইবো ব্রক প্রো রেসলিং-এই ফিরে আসুক।।