♥ এখন অনেক পোস্ট দেখা যাচ্ছে পাঙ্ককে নিয়ে...তাই আজকে আমিও যতটা ডিটেইলসে সম্ভব ততটা ডিটেইলসে লিখবো আমার ফেবারিট স্টারদের মধ্যে একজন সি এম পাঙ্ককে নিয়ে, ইতিমধ্যেই আপনারা জানেন যে পাঙ্ক WWE ছেড়ে চলে গেছেন, কুইট করেছেন, অনেকেত তাকে কুইটার বলে ডাকে, কিন্তু সে কি আসলেই কুইটার না তাকে অন্যায়ভাবে ফায়ার করা হয়েছে?...এই প্রশ্নের উত্তরের জন্যই আজকে তার যাওয়া নিয়ে কিছু কথা বলবো।
♥ পাঙ্ক ফ্যান এবং হেটার উভয়দেরকেই অনুরোধ করছি পাঙ্কের শেষ মুহূর্তেই এই কথাগুলি পুরোতাই পরে দেখবেন।
♦ পাঙ্ক এই ব্যাপারে বেশী কথা কোনদিনি বলেননি কিন্তু রিসেন্টলি আর্ট অফ রেসলিং প্রোডকাস্টে কোল্ট কাবানা, পাঙ্কের ২ ঘণ্টার রোমাঞ্চক ইন্টারভিউ নিয়েছেন, যা ফাস করেছে অনেক কিছুই, পাঙ্কের কুইটের ঘটনাটাকেও।
♠ তাহলে এবার আসি আসল কথায়, পাঙ্ক সেই ইন্টারভিউতে বলে যে আমার চলে যাবার পেছনে অনেক কারন রয়েছে যেমন তার অনিচ্ছার স্টোরিলাইনে খেলানো, তার ইঞ্জুরি, ট্রিপল এইচের মতো লোকের সাথে কাজ করা প্রভৃতি...কিন্তু সবথেকে বড়ো ব্যাপারটা হল তার হেলথ।
•প্রথমেই তার সঙ্গে ঘটা কিছু অপ্রীতিকর ঘটনাগুলিকে তুলে ধরছি,
১) তার ফেমাস "পাইপ বম্ব" -নামক সেগেমেন্টের পর সে বাকিদের থেকে অনেকটাই ফেমাস হয়ে গেছিল এবং সবাই তার ইন্টারভিউ নিতে চাইছিল (যেমন- USA Today, GQ Magazine প্রভৃতি), এমনকি অনেক প্রতিষ্ঠিত কোম্পানি তাকে স্পন্সর করার জন্য পয়সা দিতে চাইছিলো, কিন্তু পাঙ্ক সেইদিকে না গিয়ে আগে ভিন্সের কাছে গিয়েছিল তার পারমিশন নিবার জন্য, কিন্তু ভিন্স তাকে বলেছিল "না, তুমি এটা করতে পারো না। Raw -এর স্পন্সররা এটা শুনলে পাগল হয়ে যাবে, অন্যান্য রেসলাররাও এটা দেখে ক্ষেপে যাবে", এটা শুনে পাঙ্ক পিছিয়ে আসে কিন্তু সবথেকে দুঃখের ব্যাপার হলো এক বছর বাদেই ব্রক লেস্নার নামের একজন রিটার্ন করলো এবং তার সাথে ছিল অনেক স্পন্সর, ভিন্স এটার জবাব কোনদিনি দিতে পারেনি।
২) যখন দ্য রক রিটার্ন করলো তখন সে বললো "আমি বেবিফেস হয়ে কোন স্ট্রং হিলের সাথে খেলতে চাই", সেজন্য পাঙ্কের কাছে অপশন ছুরে দেওয়া হল- হয়তো তুমি হিল হয়ে জাও এবং রকের সঙ্গে খেলো নয়তো ড্যানিয়েল ব্রায়েনের কাছে টাইটেল হেরে জাও। তাকে এটাও বলা হয়েছিল যে, যদি সে হিল টার্ন করে তাহলে পরবর্তীতে তাকে আবার টাইটেল শট দেওয়া হবে। এরফলে সে তাদের কথায় রাজি হয়ে তার তুমুল জনপ্রিয়তাকে সেখানেই বিসর্জন দেয় এবং হিল টার্ন করে এবং খুব ভালোভাবেই কাজটা সম্পন্ন করে কিন্তু তারপরে WWE তাদের কথা রাখেনি। সে কিছু কৌশল করে রেসেলমেনিয়াতে রক vs. সিনা ম্যাচকে ট্রিপল থ্রেড ম্যাচ করার চেষ্টা করেছিল কিন্তু এটা না করতে দেওয়ার জন্য তার সাথে টেকারের ম্যাচ দিয়ে দেওয়া হয়, একরকমের গলায় গেথে দেওয়া হয়, তালে এটাও বলা হয় যে যতক্ষণ সম্ভব টেকারের সাথে ম্যাচ চালিয়ে যেতে হবে এবং পাঙ্ক সেটাই করেছিল। পাঙ্ক জানতো যে Brock Lesnar vs. Triple H এবং The Rock vs. John Cena -এই দুই ম্যাচের থেকে তার ম্যাচটাই বেশী জমেছে, সেজন্য সে ট্রিপকে বলে তাকে বেশী পেই না করলেও অন্তত বাকি মেইন ইভেন্টারদের সমান পেই করতে, কিন্তু এত খাটূনের পরেও তাকে পেই করা হয়নি। পাঙ্ক ট্রিপকে প্রশ্ন করে যে
ক্রাউডরাকি আমাকে দেখার জন্য একটাও টিকিট কাটেনি, আমি কি লাভ করাতে পারিনি WWE কে, এই প্রশ্নে ট্রিপসকেও নিসচুপ থাকতে হয়।
৩) পাঙ্ক বলে যে WWE প্লান করেছিল রেসেলমেনিয়ার পরে তাকে আরও বেশী হিল করা হবে এবং এইজন্য সে তার মাথাথেকেই শিল্ডের আইডিয়াটা বার করে। যদিও WWE চাইছিলো একটা হিল টিম তৈরি করতে যেখানে থাকবে পাঙ্ক, বিগশো এবং সেথ রলিন্স, কিন্তু পাঙ্ককে প্রশ্ন করায় পাঙ্ক সাফ বলে দেয় যে সে চায় রলিন্স, ডীন আম্ব্রোস এবং ক্রিশ হিরোকে, যেটা ছিল যুগান্তকারী আইডিয়া। কিন্তু এরফলে প্রাপ্য সম্মানতো দূরে থাক ট্রিপল এইচ ক্রিশকে হটিয়ে রোমানকে ঢুকিয়ে দেয় এবং আইডিয়াটাকে পুরোপুরি নিজের বলে ঘোষণা করে দেয়। এরপরে যদিও পাঙ্কের সঙ্গেই শিল্ডকে রাখার প্লান ছিল কিন্তু প্লান চেঞ্জ হয়েছিল...।
৪) এরপরে আসা যাক রয়েল রাম্বেলের ঘটনায় যেটা ছিল তার শেষের দিক। সে রয়্যাল রাম্বালে যাওয়ার আগেই জানতো যে রেসেল্মেনিয়াতে স্টোরিটা হতে যাচ্ছে অরটোন vs.ব্যাটিস্টা, এটা জেনেও সে ঠিক করেছিল সেই ম্যাচে এতটাই খাটবে যে অথরিটি হয়তো তাদের মাইন্ড চেঞ্জ করবে, কিন্তু ম্যাচ চলাকালীন একসময় সে জানতে পারলো যে, তাকে কেইনের হাতে এলিমিনেট হতে হবে এবং এটা শুনে তার রিঅ্যাকশন ছিল যে কেউন যদি তাকে টাচ পর্যন্ত করে তাহলেই সে কুইট করে দিবে কারন তার রেসলিং মানসিকতা বলছিল এই ম্যাচটা তাকেই ফিনিশ করতে হবে...কিন্তু তারপরেও তার কথা শোনা হয়নি।
৫) পাঙ্ক জানিয়েছে যে ট্রিপল এইচ তাকে একদম দেখতে পারতো না, যদি তারা এক রুমে থাকতো তাহলে ট্রিপ তার দিকে তাকিয়েও দেখতো না, ট্রিপল এইচ তাকে একটা পিস অফ শিট মনে করতো। ট্রিপ পাঙ্ককে বলেছিল যে সে তার ক্যারিয়ারের সবথেকে ভালো ম্যাচ পেয়েছে টেকারের সঙ্গে খেলে এটা মেইন্ট ইভেন্টের কিছু কম নয়, কিন্তু পাঙ্ক ট্রিপকে মনে করিয়ে দেই এটা পুরাটাই ফ্যানদের ব্যাপার কিন্তু আসলে সবথেকে শেষ ম্যাচকেই মেইন ইভেন্ট বলা হয়। এর জবাব ট্রিপ দিতে পারেনি। এরপরে পাঙ্ক বলে যে, Batista vs. Randy Orton ছিল একটা পুরানো মন থেক বার করা আন্টাচড মাইন্ডের ডিসিশন, যদিও পরে ড্যানিয়েল ব্রায়েনকে সেখানে ঢুকিয়ে দিয়ে তাকে তার জীবনের সেরা পুশ দেওয়া হয়। রেসেলমেনিয়াতে ট্রিপল এইচকে হারাবার জন্য আসল পাঙ্ককেই ম্যাচ দেওয়া হয়েছিল, কিন্তু সে এটার কোন কেয়ার করে না।
৬) পাঙ্ক একজন রেসলারের প্রতি তার চেপে রাখা ক্ষোভ উগরে দিয়েছে, সে হল দ্য বিগ গাই রাইব্যাক। পাঙ্ক বলে স্ক্রিপ্ট ভেঙ্গে রাইব্যাক তার উদরে এত জোরে কিক মেরেছিল যে, তার পাঁজর ভেঙ্গে গিয়েছিল এবং এরজন্য তার কাছে কোন ক্ষমা চাওয়া হয়নি। পাঙ্ক রাইব্যাককে একজন "স্টেরয়েড গাই" বলে আখ্যায়িত করে বলে যে রাইব্যাক তার জীবনের বহু বছর ড্রাগ সেবন করে নস্ট করেছে এবং আমাকে দেওয়া আঘাতের ফলে আমারও রেসলিং জীবনের অনেক বছর কেরে নিয়েছে। এরপরে সেটাকে একদিন পাঙ্ক ট্রিপল এইচকে বলে কার্টিস আক্সেল এর কি হল, তার আক্সেলের সঙ্গে খেলার কথা ছিল কিন্তু সেটা দেওয়া হয়না কেন? পাঙ্ক জানায় যে, সে তার সঙ্গে খেলে তাকে পুশ দিতে চাই কিন্তু ট্রিপ্স আবারও তাকে রাইব্যাকএর সঙ্গেই বুক করে এবং স্ক্রিপ্ট ভেঙ্গে তাকে গুরুতরভাবে আহত করে দেয়। রাইব্যাক ছাড়াও সে বাকি রেসলারদের উদ্দেশে বলেছে কোন রেসলারেরই স্টোরিলাইনের ব্যাপারে অভিজোগ করার দম ছিল না, যদি কেউ এটা করে থাকে তাহলে সে হল জন সিনা এবং হয়তো রেন্ডি অরটোন।
৭) তবে রেসলিং কুইট করার ক্ষেত্রে উপরের ঘটনাগুলির থেকেও বেশী গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল তার স্বাস্থ। তার পিঠে ব্যাথার যে ট্রিটমেন্ট WWE তাকে দিতে সেটা ছিল হাস্যকর!, ডাক্তার এটা দেখে কিছুই করছিল না যদিও তার ব্যাথা তীব্র থেকে তীব্রতর হয়ে যাচ্ছিল এবং তাকে প্রায় জোর করে ম্যাচ খেলানো হচ্ছিল। এরপরে রয়্যাল রাম্বালের পরের Raw -তে যখন সে চলে যায় (যেটাকে দেখে অনেকেই ভাবে সেখান থেকে পাঙ্ক সোজা বাড়ি চলে গিয়েছিল) তখন সে অফিসিয়ালদের কাছে যায় এবং তারা বলে তাকে ব্যাথা থেকে মুক্তি পাওয়ার জন্য ড্রাগ নিতে হবে!! পাঙ্ক সেটা নেয়নি এবং সেখান থেকে রেগে চলে গিয়েছিল তবে যাওয়ার আগে ভিন্স অশ্রুচোখে পাঙ্ককে মনভরে একটা হাগ দেয় তারপর ট্রিপল এইচ তার হাত বাড়ায় এবং পাঙ্কের সঙ্গে হান্ডশেক করে তাকে গুডবাই বলে সেখান থেকে চলে যায়, বলে রাখা ভালো পাঙ্ক কিন্তু এখনও কুইট করেনি সে শুধু চলে গিয়েছিল।
◘ এইসব ঘটনার পরে আসে কিছু ভালো ঘটনা...পাঙ্ক তার জীবনসঙ্গির সাহায্য পায়। তার স্ত্রী এজে লি তাকে বুঝিয়ে-সুজিয়ে Tampa Bay-তে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং তার পিঠের ব্যাথার কথা পাঙ্ক তাদেরকে জানায়। ডাক্তার দেখা মাত্র তাকে বলে দেয় যে তার মারাত্বক Staph ইনফেকশন রয়েছে (যদিও WWE -এর ডাক্তাররা এতদিন ধরে কোন ব্যবস্থাই নেইনি), ডাক্তাররা তাকে জানিয়ে দেই যত তাড়াতাড়ি সম্ভব তাকে হাসপাতালে গিয়ে আন্টিবায়োটিক নিতে হবে। পাঙ্ক এই ব্যাথার বর্ণনা করতে গিয়ে বলেছে তার জীবনে অনুভব করা সবথেকে বেদনাদায়ক অনুভূতি। ডাক্তাররা জানিয়ে দেয় যে এইবারের মতো সেরে গেলেও যদি আর মাত্র ৩ মাস এটার সঙ্গে খেলে যেতে তাহলে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারতো। এই ঘটনার পরে বিশ্রাম নিয়ে পাঙ্ক সুস্থ হলে ভিন্স তাকে ফোন করে এবং তাকে জানিয়ে দেয় যে তোমাকে দুই মাসের জন্য সাস্পেন্ড করা হবে, এটা শুনে সে ভেবেছিল যে রেসেল্মেনিয়া খেলার পরে তাকে হয়তো সাস্পেন্ড করা হবে কিন্তু পরে সে জানতে পারে তাকে না জানিয়ে সাস্পেন্ড করে দেওয়া হয়েছে যার ফলে সে রেসেল্মেনিয়াতেও খেলতে পাবে না।
◘ এরপর পাঙ্ক একজন ইনভেস্টারের কাছে কল পায় এবং জানতে পারে যে ভিন্স নাকি তাদেরকে বলেছে পাঙ্ক এখন বিশ্রামে আছে, এরপরে পাঙ্ক বুঝতে পারে যে সে রয়ালিটী চেকটা এখনও পাইনি। এরপর পাঙ্ক তার রয়ালিটি চেক পাওয়ার ব্যর্থ চেষ্টা করতে থাকে এবং এক জায়গা থেকে আর জায়গায় ঘুরে বেরায় তার চেক পাওয়ার জন্য, যদিও সাম্নেই তার বিয়ে ছিল এবং বিয়ের পরের প্লানও তাকেই করতে হতো যেমন হানিমুনে যাওয়া, ঘুরতে যাওয়া প্রভৃতি, অর্থাৎ তাকে এখন পার্সোনাল লাইফের দিকে মনোযোগ দিতে হত এবং এই কারনেই সে চেকের কথাটা নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দেয়। এরপর একদিন হঠাৎ ট্রিপল এইচ ১১ই জুনে পাঙ্ককে ফোন করে বলে যে, তোমার কাছে কি কথা বলার টাইম আছে? পাঙ্ক চেক না পাওয়াতে আপ্সেট ছিল তাও সে বলে দুইন দিন পরে বিয়ে হবে তাই এখন তার কথা বলা সম্ভব নয় কিন্তু রয়ালিটি চেকের ব্যাপারে মনে করিয়ে দেওয়ার পরে পাঙ্ক হানিমুনের পরে ট্রিপের সঙ্গে কথা বলবে বলে তাকে প্রমিশ করে। এতদুর পর্যন্ত সব ঠিকই ছিল এবং পাঙ্কের রিটার্নও ক্লিয়ার ছিল, কিন্তু এরপরেই ঘটে একটা দুঃখজনক ঘটনা। তার বিয়ের দিনেই তাকে WWE থেকে ফায়ার করে দেওয়া হয়...এবং হানিমুনে যাওয়ার আগে পাঙ্ক একজন উলিল ডেকে তাকে সমস্ত ঘটনা জানিয়ে ব্যবস্থা নিতে বলে যায়।
◘ এরপর WWE ফাঁসে পরে তাকে একটা নন-কমপ্যাক্ট এগ্রিমেন্টে সই করাতে চেষ্টা করে, কিন্তু সে সাফ জানিয়ে দেই যে কুইট না করা সত্বেও তাকে তারই হোমটাউনে এসে ফায়ার করা সত্বেও তাকে কুইটার বলা হয়েছে এবং সে এই এগ্রিমেন্টে ততক্ষণ পর্যন্ত সই করবে না যতক্ষণ পর্যন্ত অথরিটী চিকাগোতে তার বারিতে এসে তার কাছে না ক্ষমা চেয়ে যায়। সে আরও বলে যে WWE চিন্তাই ছিল যে সে যেন TNA তে না চলে যায় কিন্তু তার উকিল তাদেরকে জানিয়ে দেয় পাঙ্ক আর কোনদিন প্রফেশনাল রেসলিংএ আসবে না, সে এটাও বলে দেয় যে WWE -এর সঙ্গে আর কোনধরনের সম্পর্ক সে রাখবে না।
◘ পাঙ্ক বলে যে একদিন এই রেসলিং ছিল তার যান এবং প্রান...কিন্তু এখন রেসলিং থেকে বেড়িয়ে এসে সে জীবনের সবথেক ভালো মুহূর্ত কাটাচ্ছে। সে এলহপ্ন বিয়ে করে এবং বাড়িতে ট্রেনিং করে এবং কমিক লিখে তার জীবন কাটাচ্ছে এবং এখনই সে আসল অর্থে তার জীবন উপভোগ করছে...যদিও তার আক্ষেপ থেকে গেল যে রেসেলমেনিয়ার মেইন ইভেন্টে সে আর যেতে পারলো না...। তাহলে আপনারা দেখতে পেলেন কতো অন্যায়, অবিচার, লাঞ্ছনা পাওয়া সত্বেও পাঙ্ক WWE তে ছিল এবং আবার রিটার্নও করতো আমাদেরকে খুশী করতে কিন্তু WWE তাকে অন্যায়ভাবে ফায়ার করে দেয় এবং তার ক্যারিয়ারে সেখানেই পূর্ণচ্ছেদ দিয়ে দেয়। যদিও ভিন্সরা ভাবেনি যে তাকে ফায়ার করা হবে পরে...সেজন্য একবার পাঙ্কের মিউজিক দিয়ে পল হেইম্যান এসেছিল সেই বিতর্কিত ঘটোনার পরেও কারন তখন নিশ্চিত ছিল যে পাঙ্ক আসবেই...কিন্তু তারপরে আর কিছুই থাকলো না এবং পাঙ্ককে ফায়ার করে দেওয়া হল কারন সেই হয়তো একমাত্র অথরিটির অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল, পুশ পাওয়ার লেগে WWE -এর পায়ে পরেনি।
#উলেখ্যঃ এই ইন্টারভিউর মধ্যে প্রমানিত হয় পাঙ্কের পাইপ বম্ব ছিল পুরাই পূর্বপরিকল্পিত এবং স্টোরিলাইনের অন্তর্ভুক্ত...এই ক্ষেত্রেও সে স্টোরিলাইন ভাঙ্গেনি এবং কাউর রিকুয়েস্টেরও দরকার পরেনি তার WWE তে থাকার জন্য, আর তাছাড়া সে নিজের যোগ্যতাই পুশ পেয়েছে কারুর দয়াতে নয়...আজকে এই কথাগুলি জানতে এবং বলতে পেরে অনেক শান্তি এবং দুঃখ লাগছে...মিস ইউ পাঙ্ক...ইউ আর দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড...তবে পাঙ্ক ফ্যানরাও পাঙ্কের মতো নিজে থেকে কুইট করবে না তারাও আবার ঘুরে দাঁড়াবে এবং তাদের বসকে হারিয়ে যেতে দিবে না...!!
♥ পোস্টটা পড়ার জন্যে ধন্যবাদ, ভালো থাকবেন।
♥ পাঙ্ক ফ্যান এবং হেটার উভয়দেরকেই অনুরোধ করছি পাঙ্কের শেষ মুহূর্তেই এই কথাগুলি পুরোতাই পরে দেখবেন।
♦ পাঙ্ক এই ব্যাপারে বেশী কথা কোনদিনি বলেননি কিন্তু রিসেন্টলি আর্ট অফ রেসলিং প্রোডকাস্টে কোল্ট কাবানা, পাঙ্কের ২ ঘণ্টার রোমাঞ্চক ইন্টারভিউ নিয়েছেন, যা ফাস করেছে অনেক কিছুই, পাঙ্কের কুইটের ঘটনাটাকেও।
♠ তাহলে এবার আসি আসল কথায়, পাঙ্ক সেই ইন্টারভিউতে বলে যে আমার চলে যাবার পেছনে অনেক কারন রয়েছে যেমন তার অনিচ্ছার স্টোরিলাইনে খেলানো, তার ইঞ্জুরি, ট্রিপল এইচের মতো লোকের সাথে কাজ করা প্রভৃতি...কিন্তু সবথেকে বড়ো ব্যাপারটা হল তার হেলথ।
•প্রথমেই তার সঙ্গে ঘটা কিছু অপ্রীতিকর ঘটনাগুলিকে তুলে ধরছি,
১) তার ফেমাস "পাইপ বম্ব" -নামক সেগেমেন্টের পর সে বাকিদের থেকে অনেকটাই ফেমাস হয়ে গেছিল এবং সবাই তার ইন্টারভিউ নিতে চাইছিল (যেমন- USA Today, GQ Magazine প্রভৃতি), এমনকি অনেক প্রতিষ্ঠিত কোম্পানি তাকে স্পন্সর করার জন্য পয়সা দিতে চাইছিলো, কিন্তু পাঙ্ক সেইদিকে না গিয়ে আগে ভিন্সের কাছে গিয়েছিল তার পারমিশন নিবার জন্য, কিন্তু ভিন্স তাকে বলেছিল "না, তুমি এটা করতে পারো না। Raw -এর স্পন্সররা এটা শুনলে পাগল হয়ে যাবে, অন্যান্য রেসলাররাও এটা দেখে ক্ষেপে যাবে", এটা শুনে পাঙ্ক পিছিয়ে আসে কিন্তু সবথেকে দুঃখের ব্যাপার হলো এক বছর বাদেই ব্রক লেস্নার নামের একজন রিটার্ন করলো এবং তার সাথে ছিল অনেক স্পন্সর, ভিন্স এটার জবাব কোনদিনি দিতে পারেনি।
২) যখন দ্য রক রিটার্ন করলো তখন সে বললো "আমি বেবিফেস হয়ে কোন স্ট্রং হিলের সাথে খেলতে চাই", সেজন্য পাঙ্কের কাছে অপশন ছুরে দেওয়া হল- হয়তো তুমি হিল হয়ে জাও এবং রকের সঙ্গে খেলো নয়তো ড্যানিয়েল ব্রায়েনের কাছে টাইটেল হেরে জাও। তাকে এটাও বলা হয়েছিল যে, যদি সে হিল টার্ন করে তাহলে পরবর্তীতে তাকে আবার টাইটেল শট দেওয়া হবে। এরফলে সে তাদের কথায় রাজি হয়ে তার তুমুল জনপ্রিয়তাকে সেখানেই বিসর্জন দেয় এবং হিল টার্ন করে এবং খুব ভালোভাবেই কাজটা সম্পন্ন করে কিন্তু তারপরে WWE তাদের কথা রাখেনি। সে কিছু কৌশল করে রেসেলমেনিয়াতে রক vs. সিনা ম্যাচকে ট্রিপল থ্রেড ম্যাচ করার চেষ্টা করেছিল কিন্তু এটা না করতে দেওয়ার জন্য তার সাথে টেকারের ম্যাচ দিয়ে দেওয়া হয়, একরকমের গলায় গেথে দেওয়া হয়, তালে এটাও বলা হয় যে যতক্ষণ সম্ভব টেকারের সাথে ম্যাচ চালিয়ে যেতে হবে এবং পাঙ্ক সেটাই করেছিল। পাঙ্ক জানতো যে Brock Lesnar vs. Triple H এবং The Rock vs. John Cena -এই দুই ম্যাচের থেকে তার ম্যাচটাই বেশী জমেছে, সেজন্য সে ট্রিপকে বলে তাকে বেশী পেই না করলেও অন্তত বাকি মেইন ইভেন্টারদের সমান পেই করতে, কিন্তু এত খাটূনের পরেও তাকে পেই করা হয়নি। পাঙ্ক ট্রিপকে প্রশ্ন করে যে
ক্রাউডরাকি আমাকে দেখার জন্য একটাও টিকিট কাটেনি, আমি কি লাভ করাতে পারিনি WWE কে, এই প্রশ্নে ট্রিপসকেও নিসচুপ থাকতে হয়।
৩) পাঙ্ক বলে যে WWE প্লান করেছিল রেসেলমেনিয়ার পরে তাকে আরও বেশী হিল করা হবে এবং এইজন্য সে তার মাথাথেকেই শিল্ডের আইডিয়াটা বার করে। যদিও WWE চাইছিলো একটা হিল টিম তৈরি করতে যেখানে থাকবে পাঙ্ক, বিগশো এবং সেথ রলিন্স, কিন্তু পাঙ্ককে প্রশ্ন করায় পাঙ্ক সাফ বলে দেয় যে সে চায় রলিন্স, ডীন আম্ব্রোস এবং ক্রিশ হিরোকে, যেটা ছিল যুগান্তকারী আইডিয়া। কিন্তু এরফলে প্রাপ্য সম্মানতো দূরে থাক ট্রিপল এইচ ক্রিশকে হটিয়ে রোমানকে ঢুকিয়ে দেয় এবং আইডিয়াটাকে পুরোপুরি নিজের বলে ঘোষণা করে দেয়। এরপরে যদিও পাঙ্কের সঙ্গেই শিল্ডকে রাখার প্লান ছিল কিন্তু প্লান চেঞ্জ হয়েছিল...।
৪) এরপরে আসা যাক রয়েল রাম্বেলের ঘটনায় যেটা ছিল তার শেষের দিক। সে রয়্যাল রাম্বালে যাওয়ার আগেই জানতো যে রেসেল্মেনিয়াতে স্টোরিটা হতে যাচ্ছে অরটোন vs.ব্যাটিস্টা, এটা জেনেও সে ঠিক করেছিল সেই ম্যাচে এতটাই খাটবে যে অথরিটি হয়তো তাদের মাইন্ড চেঞ্জ করবে, কিন্তু ম্যাচ চলাকালীন একসময় সে জানতে পারলো যে, তাকে কেইনের হাতে এলিমিনেট হতে হবে এবং এটা শুনে তার রিঅ্যাকশন ছিল যে কেউন যদি তাকে টাচ পর্যন্ত করে তাহলেই সে কুইট করে দিবে কারন তার রেসলিং মানসিকতা বলছিল এই ম্যাচটা তাকেই ফিনিশ করতে হবে...কিন্তু তারপরেও তার কথা শোনা হয়নি।
৫) পাঙ্ক জানিয়েছে যে ট্রিপল এইচ তাকে একদম দেখতে পারতো না, যদি তারা এক রুমে থাকতো তাহলে ট্রিপ তার দিকে তাকিয়েও দেখতো না, ট্রিপল এইচ তাকে একটা পিস অফ শিট মনে করতো। ট্রিপ পাঙ্ককে বলেছিল যে সে তার ক্যারিয়ারের সবথেকে ভালো ম্যাচ পেয়েছে টেকারের সঙ্গে খেলে এটা মেইন্ট ইভেন্টের কিছু কম নয়, কিন্তু পাঙ্ক ট্রিপকে মনে করিয়ে দেই এটা পুরাটাই ফ্যানদের ব্যাপার কিন্তু আসলে সবথেকে শেষ ম্যাচকেই মেইন ইভেন্ট বলা হয়। এর জবাব ট্রিপ দিতে পারেনি। এরপরে পাঙ্ক বলে যে, Batista vs. Randy Orton ছিল একটা পুরানো মন থেক বার করা আন্টাচড মাইন্ডের ডিসিশন, যদিও পরে ড্যানিয়েল ব্রায়েনকে সেখানে ঢুকিয়ে দিয়ে তাকে তার জীবনের সেরা পুশ দেওয়া হয়। রেসেলমেনিয়াতে ট্রিপল এইচকে হারাবার জন্য আসল পাঙ্ককেই ম্যাচ দেওয়া হয়েছিল, কিন্তু সে এটার কোন কেয়ার করে না।
৬) পাঙ্ক একজন রেসলারের প্রতি তার চেপে রাখা ক্ষোভ উগরে দিয়েছে, সে হল দ্য বিগ গাই রাইব্যাক। পাঙ্ক বলে স্ক্রিপ্ট ভেঙ্গে রাইব্যাক তার উদরে এত জোরে কিক মেরেছিল যে, তার পাঁজর ভেঙ্গে গিয়েছিল এবং এরজন্য তার কাছে কোন ক্ষমা চাওয়া হয়নি। পাঙ্ক রাইব্যাককে একজন "স্টেরয়েড গাই" বলে আখ্যায়িত করে বলে যে রাইব্যাক তার জীবনের বহু বছর ড্রাগ সেবন করে নস্ট করেছে এবং আমাকে দেওয়া আঘাতের ফলে আমারও রেসলিং জীবনের অনেক বছর কেরে নিয়েছে। এরপরে সেটাকে একদিন পাঙ্ক ট্রিপল এইচকে বলে কার্টিস আক্সেল এর কি হল, তার আক্সেলের সঙ্গে খেলার কথা ছিল কিন্তু সেটা দেওয়া হয়না কেন? পাঙ্ক জানায় যে, সে তার সঙ্গে খেলে তাকে পুশ দিতে চাই কিন্তু ট্রিপ্স আবারও তাকে রাইব্যাকএর সঙ্গেই বুক করে এবং স্ক্রিপ্ট ভেঙ্গে তাকে গুরুতরভাবে আহত করে দেয়। রাইব্যাক ছাড়াও সে বাকি রেসলারদের উদ্দেশে বলেছে কোন রেসলারেরই স্টোরিলাইনের ব্যাপারে অভিজোগ করার দম ছিল না, যদি কেউ এটা করে থাকে তাহলে সে হল জন সিনা এবং হয়তো রেন্ডি অরটোন।
৭) তবে রেসলিং কুইট করার ক্ষেত্রে উপরের ঘটনাগুলির থেকেও বেশী গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল তার স্বাস্থ। তার পিঠে ব্যাথার যে ট্রিটমেন্ট WWE তাকে দিতে সেটা ছিল হাস্যকর!, ডাক্তার এটা দেখে কিছুই করছিল না যদিও তার ব্যাথা তীব্র থেকে তীব্রতর হয়ে যাচ্ছিল এবং তাকে প্রায় জোর করে ম্যাচ খেলানো হচ্ছিল। এরপরে রয়্যাল রাম্বালের পরের Raw -তে যখন সে চলে যায় (যেটাকে দেখে অনেকেই ভাবে সেখান থেকে পাঙ্ক সোজা বাড়ি চলে গিয়েছিল) তখন সে অফিসিয়ালদের কাছে যায় এবং তারা বলে তাকে ব্যাথা থেকে মুক্তি পাওয়ার জন্য ড্রাগ নিতে হবে!! পাঙ্ক সেটা নেয়নি এবং সেখান থেকে রেগে চলে গিয়েছিল তবে যাওয়ার আগে ভিন্স অশ্রুচোখে পাঙ্ককে মনভরে একটা হাগ দেয় তারপর ট্রিপল এইচ তার হাত বাড়ায় এবং পাঙ্কের সঙ্গে হান্ডশেক করে তাকে গুডবাই বলে সেখান থেকে চলে যায়, বলে রাখা ভালো পাঙ্ক কিন্তু এখনও কুইট করেনি সে শুধু চলে গিয়েছিল।
◘ এইসব ঘটনার পরে আসে কিছু ভালো ঘটনা...পাঙ্ক তার জীবনসঙ্গির সাহায্য পায়। তার স্ত্রী এজে লি তাকে বুঝিয়ে-সুজিয়ে Tampa Bay-তে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং তার পিঠের ব্যাথার কথা পাঙ্ক তাদেরকে জানায়। ডাক্তার দেখা মাত্র তাকে বলে দেয় যে তার মারাত্বক Staph ইনফেকশন রয়েছে (যদিও WWE -এর ডাক্তাররা এতদিন ধরে কোন ব্যবস্থাই নেইনি), ডাক্তাররা তাকে জানিয়ে দেই যত তাড়াতাড়ি সম্ভব তাকে হাসপাতালে গিয়ে আন্টিবায়োটিক নিতে হবে। পাঙ্ক এই ব্যাথার বর্ণনা করতে গিয়ে বলেছে তার জীবনে অনুভব করা সবথেকে বেদনাদায়ক অনুভূতি। ডাক্তাররা জানিয়ে দেয় যে এইবারের মতো সেরে গেলেও যদি আর মাত্র ৩ মাস এটার সঙ্গে খেলে যেতে তাহলে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারতো। এই ঘটনার পরে বিশ্রাম নিয়ে পাঙ্ক সুস্থ হলে ভিন্স তাকে ফোন করে এবং তাকে জানিয়ে দেয় যে তোমাকে দুই মাসের জন্য সাস্পেন্ড করা হবে, এটা শুনে সে ভেবেছিল যে রেসেল্মেনিয়া খেলার পরে তাকে হয়তো সাস্পেন্ড করা হবে কিন্তু পরে সে জানতে পারে তাকে না জানিয়ে সাস্পেন্ড করে দেওয়া হয়েছে যার ফলে সে রেসেল্মেনিয়াতেও খেলতে পাবে না।
◘ এরপর পাঙ্ক একজন ইনভেস্টারের কাছে কল পায় এবং জানতে পারে যে ভিন্স নাকি তাদেরকে বলেছে পাঙ্ক এখন বিশ্রামে আছে, এরপরে পাঙ্ক বুঝতে পারে যে সে রয়ালিটী চেকটা এখনও পাইনি। এরপর পাঙ্ক তার রয়ালিটি চেক পাওয়ার ব্যর্থ চেষ্টা করতে থাকে এবং এক জায়গা থেকে আর জায়গায় ঘুরে বেরায় তার চেক পাওয়ার জন্য, যদিও সাম্নেই তার বিয়ে ছিল এবং বিয়ের পরের প্লানও তাকেই করতে হতো যেমন হানিমুনে যাওয়া, ঘুরতে যাওয়া প্রভৃতি, অর্থাৎ তাকে এখন পার্সোনাল লাইফের দিকে মনোযোগ দিতে হত এবং এই কারনেই সে চেকের কথাটা নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দেয়। এরপর একদিন হঠাৎ ট্রিপল এইচ ১১ই জুনে পাঙ্ককে ফোন করে বলে যে, তোমার কাছে কি কথা বলার টাইম আছে? পাঙ্ক চেক না পাওয়াতে আপ্সেট ছিল তাও সে বলে দুইন দিন পরে বিয়ে হবে তাই এখন তার কথা বলা সম্ভব নয় কিন্তু রয়ালিটি চেকের ব্যাপারে মনে করিয়ে দেওয়ার পরে পাঙ্ক হানিমুনের পরে ট্রিপের সঙ্গে কথা বলবে বলে তাকে প্রমিশ করে। এতদুর পর্যন্ত সব ঠিকই ছিল এবং পাঙ্কের রিটার্নও ক্লিয়ার ছিল, কিন্তু এরপরেই ঘটে একটা দুঃখজনক ঘটনা। তার বিয়ের দিনেই তাকে WWE থেকে ফায়ার করে দেওয়া হয়...এবং হানিমুনে যাওয়ার আগে পাঙ্ক একজন উলিল ডেকে তাকে সমস্ত ঘটনা জানিয়ে ব্যবস্থা নিতে বলে যায়।
◘ এরপর WWE ফাঁসে পরে তাকে একটা নন-কমপ্যাক্ট এগ্রিমেন্টে সই করাতে চেষ্টা করে, কিন্তু সে সাফ জানিয়ে দেই যে কুইট না করা সত্বেও তাকে তারই হোমটাউনে এসে ফায়ার করা সত্বেও তাকে কুইটার বলা হয়েছে এবং সে এই এগ্রিমেন্টে ততক্ষণ পর্যন্ত সই করবে না যতক্ষণ পর্যন্ত অথরিটী চিকাগোতে তার বারিতে এসে তার কাছে না ক্ষমা চেয়ে যায়। সে আরও বলে যে WWE চিন্তাই ছিল যে সে যেন TNA তে না চলে যায় কিন্তু তার উকিল তাদেরকে জানিয়ে দেয় পাঙ্ক আর কোনদিন প্রফেশনাল রেসলিংএ আসবে না, সে এটাও বলে দেয় যে WWE -এর সঙ্গে আর কোনধরনের সম্পর্ক সে রাখবে না।
◘ পাঙ্ক বলে যে একদিন এই রেসলিং ছিল তার যান এবং প্রান...কিন্তু এখন রেসলিং থেকে বেড়িয়ে এসে সে জীবনের সবথেক ভালো মুহূর্ত কাটাচ্ছে। সে এলহপ্ন বিয়ে করে এবং বাড়িতে ট্রেনিং করে এবং কমিক লিখে তার জীবন কাটাচ্ছে এবং এখনই সে আসল অর্থে তার জীবন উপভোগ করছে...যদিও তার আক্ষেপ থেকে গেল যে রেসেলমেনিয়ার মেইন ইভেন্টে সে আর যেতে পারলো না...। তাহলে আপনারা দেখতে পেলেন কতো অন্যায়, অবিচার, লাঞ্ছনা পাওয়া সত্বেও পাঙ্ক WWE তে ছিল এবং আবার রিটার্নও করতো আমাদেরকে খুশী করতে কিন্তু WWE তাকে অন্যায়ভাবে ফায়ার করে দেয় এবং তার ক্যারিয়ারে সেখানেই পূর্ণচ্ছেদ দিয়ে দেয়। যদিও ভিন্সরা ভাবেনি যে তাকে ফায়ার করা হবে পরে...সেজন্য একবার পাঙ্কের মিউজিক দিয়ে পল হেইম্যান এসেছিল সেই বিতর্কিত ঘটোনার পরেও কারন তখন নিশ্চিত ছিল যে পাঙ্ক আসবেই...কিন্তু তারপরে আর কিছুই থাকলো না এবং পাঙ্ককে ফায়ার করে দেওয়া হল কারন সেই হয়তো একমাত্র অথরিটির অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল, পুশ পাওয়ার লেগে WWE -এর পায়ে পরেনি।
#উলেখ্যঃ এই ইন্টারভিউর মধ্যে প্রমানিত হয় পাঙ্কের পাইপ বম্ব ছিল পুরাই পূর্বপরিকল্পিত এবং স্টোরিলাইনের অন্তর্ভুক্ত...এই ক্ষেত্রেও সে স্টোরিলাইন ভাঙ্গেনি এবং কাউর রিকুয়েস্টেরও দরকার পরেনি তার WWE তে থাকার জন্য, আর তাছাড়া সে নিজের যোগ্যতাই পুশ পেয়েছে কারুর দয়াতে নয়...আজকে এই কথাগুলি জানতে এবং বলতে পেরে অনেক শান্তি এবং দুঃখ লাগছে...মিস ইউ পাঙ্ক...ইউ আর দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড...তবে পাঙ্ক ফ্যানরাও পাঙ্কের মতো নিজে থেকে কুইট করবে না তারাও আবার ঘুরে দাঁড়াবে এবং তাদের বসকে হারিয়ে যেতে দিবে না...!!
♥ পোস্টটা পড়ার জন্যে ধন্যবাদ, ভালো থাকবেন।