F4Wonline.com এর মতে, গতকাল হতেই Randy Orton WWE Studios’র নতুন প্রজেক্ট "The Condemned 2" মুভির শুটিং শুরু করেছে। শোনা যাচ্ছে, WWE তাকে নিয়ে একটি স্টোরিলাইন তৈরী করছে যেখানে সে ইঞ্জুরীতে পড়বে এবং সেই সুযোগে কয়েকদিনের জন্য WWE ত্যাগ করবে (এইটা ঠিক তেমন স্টোরিলাইন যা Dean Ambrose এর ক্ষেত্রেও হয়েছিল যখন Ambrose মুভির শুটিং-এ ব্যস্ত ছিল)। Orton ২-১১ নভেম্বর পর্যন্ত শুটিং করবে, যার ফলে এই সপ্তাহ/আগামী সপ্তাহের RAW তেই তার এই ইঞ্জুরীর ঘটনা সংঘটিত হবে।

তবে সে Survivor Series এর আগেই ফিরে আসবে এবং সারপ্রাইজ মেম্বার হিসেবে Team Cena-তে যোগ দিতে পারে।


Credit : #ViρεrRαγαn

Randy Orton এর স্টোরিলাইন ইঞ্জুরী্‌...খেলতে পারেন টিম সিনার হয়ে।

F4Wonline.com এর মতে, গতকাল হতেই Randy Orton WWE Studios’র নতুন প্রজেক্ট "The Condemned 2" মুভির শুটিং শুরু করেছে। শোনা যাচ্ছে, WWE তাকে নিয়ে একটি স্টোরিলাইন তৈরী করছে যেখানে সে ইঞ্জুরীতে পড়বে এবং সেই সুযোগে কয়েকদিনের জন্য WWE ত্যাগ করবে (এইটা ঠিক তেমন স্টোরিলাইন যা Dean Ambrose এর ক্ষেত্রেও হয়েছিল যখন Ambrose মুভির শুটিং-এ ব্যস্ত ছিল)। Orton ২-১১ নভেম্বর পর্যন্ত শুটিং করবে, যার ফলে এই সপ্তাহ/আগামী সপ্তাহের RAW তেই তার এই ইঞ্জুরীর ঘটনা সংঘটিত হবে।

তবে সে Survivor Series এর আগেই ফিরে আসবে এবং সারপ্রাইজ মেম্বার হিসেবে Team Cena-তে যোগ দিতে পারে।


Credit : #ViρεrRαγαn