◘ আপনারা নিশ্চয়ই আজ RAW-তে দেখেছেন Orton ফেস টার্ন করেছে এবং অথরিটির বিরোধিতা করেছে। যার ফলাফল হিসেবে তাকে দুইটা Curb Stomp খেতে হয়। এতে তার মাথাও ফাটে। এইগুলো স্টোরিলাইন ছিল তা আপনাদের আগেই বলা হয়েছে। কারন, Orton দুই সপ্তাহের জন্য WWE থেকে বিদায় নিয়েছে তার নতুন মুভির শুটিং-এ অংশ নেয়ার জন্য।
◘ আজ একটি সেগমেন্টে দেখলাম Orton অথরিটির অফিসে ঢুকে Triple H কে হুমকি দেয় এবং জানায় সে তার প্রাপ্য না পেলে Team Cena তে জয়েন করবে। এতে অনেকেই ধারণা করছে Orton হয়তো Team Cena তেই যোগ দিবে।
◘ এবার আসি মূল কথায়। কিছুদিন আগে WWE. com একটি ভিডিও প্রকাশ করে Orton এর ইঞ্জুরী আপডেট নিয়ে যেখানে WWE এর ডাক্তার জানায় Orton মারাত্মক ইঞ্জুরী হয়েছে। খুশির খবর হচ্ছে এই ভিডিও-টাও ছিল স্টোরিলাইনের অংশ। অর্থাৎ Team Cena এর সারপ্রাইজ এন্ট্রান্স হতে পারে Randy Orton.
◘ সে Survivor Series এ রিটার্ন করবে। আসুন একটা ভিশন/কাল্পনিক গল্প তৈরি করি। ধরুন,
Team Cena ও Team Authority রিঙে প্রবেশ করেছে SS এর মেইন ইভেন্টে। টিম অথরিটি তাদের ৫জন মেম্বার নিউএ এসেছে কিন্তু Team Cena ৪জন নিয়ে অবস্থান করছে। Triple H হাসছে এবং Cena কে নিয়ে মজা করছে। হঠাৎ Cena হেসে উঠলো। সে এন্ট্রান্স Ramp এর দিকে ইশারা করলো। সবার নজর সেদিকে। এবং হঠাৎ "Voices" বেজে উঠলো এবং Orton রিটার্ন করলো। Triple H থ, Seth Rollins অবাক আর Cena হাসছে।
[উল্লেখ্য, উপরের গল্পটি কাল্পনিক হলেও Orton যে আসছে তা নিশ্চিত, কারন সে ইঞ্জুরীতে পড়েনি।]
Credit : #ViρεrRαγαn