WWE Rumor সহ বিভিন্ন জায়গায় সংবাদ ছড়িয়ছে যে Steph প্রেগন্যান্ট হয়েছেন। কিন্তু Triple H- Steph কেউই এই বিষয় মুখ খুলেননি উল্টো এটা ঢাকানোর চেষ্টা করছেন।
যদি তিনি প্রেগন্যান্ট হন তাহলে Helmslay পরিবারে ৪র্থ সন্তান পেতে যাচ্ছে। আর Vince McMahon আবারো নানা হতে যাচ্ছেন। যদি এখন পর্যন্ত কনফার্মড খবর পাওয়া যায়নি। তবে এর সাথে কিছু দিক মিল পাওয়া গিয়েছে
Stephanie Mcmahon আগের থেকে কম আসেন এবং বিভিন্ন সেগমেন্টে উপস্থিত থাকে কম। তাছাড়া, লক্ষ করে দেখা গিয়েছে তার পেট আগের সাইজের থেকে বৃদ্ধি পেয়েছে এবং তার পোষাকেও ভিন্নতা দেখা গিয়েছে। তাই বেশির ভাগ সময় Triple H এর সাথে আসলে তার বাহু দিয়ে ওই জায়গায় ধরে রেখে এন্টেরেন্স করেন।
সবচেয়ে বড় কথা এর জন্যই হয়ত এইবারের Survivor Series হারলে অথরিটি বাদ হয়ে যাবে এইরকম স্টিপুলেশন হয়েছে। (যাই হোক বংশের ভবিষত্য বলে কথা)
অভিনন্দন Triple H.
আমরা হয়ত WWE এর নেক্সট কর্তা/কর্তী কে দেখতে চলেছি।
তাদের জন্য রইল শুভকামনা
Credit : Atik Shahrear Ananto