এই সপ্তাহের RAW-তে আকস্মিকভাবে রিটার্ন করে Vince McMahon. এই রিটার্নের কারন হচ্ছে WrestleMania 31-এর জন্য বিশাল স্টোরিলাইনের প্ল্যান করছে। আসলে প্ল্যানটি গত বছরের জন্য তৈরি করা হয়েছিল কিন্তু কোন এক কারনে তা হয়ে উঠেনি।
গত বছরের (WM30) প্ল্যানটি ছিল Vince রিটার্ন করবে এবং Triple H ও Stephanie McMahon-এর সাথে ফিউড করবে কোম্পানির মালিকানা (অথরিটি Power) নিয়ে। তারা চেয়েছিল Vince McMahon এর পক্ষ হয়ে Steve Austin মুখোমুখি হবে Triple H-এর।
তবে WWE এর বর্তমান প্ল্যান অনুযায়ী আমরা সবাই জানি WM31-এ Triple H vs. The Rock ম্যাচটি হতে যাচ্ছে। আসলে গতবছরের প্ল্যানটি এইখানে কাজে লাগানো হবে। অর্থাৎ Steve Austin এর পরিবর্তে Vince এর পক্ষ হয়ে The Rock মুখোমুখি হবে Triple H-এর।
গত বছরের (WM30) প্ল্যানটি ছিল Vince রিটার্ন করবে এবং Triple H ও Stephanie McMahon-এর সাথে ফিউড করবে কোম্পানির মালিকানা (অথরিটি Power) নিয়ে। তারা চেয়েছিল Vince McMahon এর পক্ষ হয়ে Steve Austin মুখোমুখি হবে Triple H-এর।
তবে WWE এর বর্তমান প্ল্যান অনুযায়ী আমরা সবাই জানি WM31-এ Triple H vs. The Rock ম্যাচটি হতে যাচ্ছে। আসলে গতবছরের প্ল্যানটি এইখানে কাজে লাগানো হবে। অর্থাৎ Steve Austin এর পরিবর্তে Vince এর পক্ষ হয়ে The Rock মুখোমুখি হবে Triple H-এর।
Credit : #ViρεrRαγαn