গতকাল নিজের অফিসিয়াল ফেসবুক পেজে উপরের ছবি সহ মিক ফোলি তাঁর WWE General Manager হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
ফেসবুকে করা সেই পোস্টে তিনি বলেন-
"যখন আমাকে কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়াতে আরও একবার GM হবার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল তখন আমি বলেছিলাম- 'আমার মনে হয়না আমাকে এই অফার দেওয়া হবে, তবে আমার এটাও মনে হয়না যে এই অফার পেলে আমি সেটাকে হাতছাড়া করবো।'
ফেসবুকে করা সেই পোস্টে তিনি বলেন-
"যখন আমাকে কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়াতে আরও একবার GM হবার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল তখন আমি বলেছিলাম- 'আমার মনে হয়না আমাকে এই অফার দেওয়া হবে, তবে আমার এটাও মনে হয়না যে এই অফার পেলে আমি সেটাকে হাতছাড়া করবো।'
কয়েক সপ্তাহ আগে Raw -তে আসার পরে আমি আমার টিউনটাকে অনেকটা পরিবর্তন করেছি। Raw -তে আসাটা আমাকে উদ্যত করেছে এবং আমার মনে হয়েছে যে WWE -কে আরও রেগুলারভাবে কিছু দেওয়ার আছে আমার।
এখন আমার মনে হচ্ছে, আগামী এক বছরের মধ্যে হয়তো আমাকে GM হবার জন্য তারা বলতে পারে- এবং যদি আমাকে বলা হয়...তাহলে আমার মনে হয় আমি এটা করবো।"
অর্থাৎ, আমরা হয়তো আরও একবার ফোলিকে জিএম হিসাবে দেখতে পাবো আর তাছাড়া এই অথরিটির বোরিং স্টোরিলাইন শেষ হতে বেশীদিন বাকি নাই কারন দ্য ভাইপার ফেস টার্ন করেছে, সুতরাং অথরিটি না থাকলে Raw এবং SmackDown -এর জেনারাল ম্যানেজার পদটাও ফিরে আসবে যেটাকে আমরা অনেকদিন ধরেই খুব মিস করছি এবং আমার মতে ফোলি হল এই কাজের জন্য যোগ্য ব্যক্তি, আমার আরও মনে হয় যে Raw এবং SmackDown -এ দুইজন লেজেন্ড ফোলি এবং হাল্ক হোগানকে GM -এর পদ দেওয়া উচিত, এরফলে WWE নিঃসন্দেহে আগের থেকে জমে যাবে এবং হয়তো SmackDown -এর মানও একটু উন্নত হবে।
PS: এখন WWE Raw এবং SmackDown -এর থেকে NXT -এর খেলার মান উন্নত, তাও ড্যানিয়েল ব্রায়েনের মতো ওভাররেটেড রেসলার বর্তমানে নাই বলে কষ্ট করে শোগুলি দেখা যায়, সে থাকলে তাও দেখা যেত না।
এখন আমার মনে হচ্ছে, আগামী এক বছরের মধ্যে হয়তো আমাকে GM হবার জন্য তারা বলতে পারে- এবং যদি আমাকে বলা হয়...তাহলে আমার মনে হয় আমি এটা করবো।"
অর্থাৎ, আমরা হয়তো আরও একবার ফোলিকে জিএম হিসাবে দেখতে পাবো আর তাছাড়া এই অথরিটির বোরিং স্টোরিলাইন শেষ হতে বেশীদিন বাকি নাই কারন দ্য ভাইপার ফেস টার্ন করেছে, সুতরাং অথরিটি না থাকলে Raw এবং SmackDown -এর জেনারাল ম্যানেজার পদটাও ফিরে আসবে যেটাকে আমরা অনেকদিন ধরেই খুব মিস করছি এবং আমার মতে ফোলি হল এই কাজের জন্য যোগ্য ব্যক্তি, আমার আরও মনে হয় যে Raw এবং SmackDown -এ দুইজন লেজেন্ড ফোলি এবং হাল্ক হোগানকে GM -এর পদ দেওয়া উচিত, এরফলে WWE নিঃসন্দেহে আগের থেকে জমে যাবে এবং হয়তো SmackDown -এর মানও একটু উন্নত হবে।
PS: এখন WWE Raw এবং SmackDown -এর থেকে NXT -এর খেলার মান উন্নত, তাও ড্যানিয়েল ব্রায়েনের মতো ওভাররেটেড রেসলার বর্তমানে নাই বলে কষ্ট করে শোগুলি দেখা যায়, সে থাকলে তাও দেখা যেত না।