◘ প্রত্যেকবারের মতোই আজকের Raw শুরু হয় আগের দিনের ভিডিও রিক্যাপের দ্বারা।
◘ আজকের Raw -এর শুরুতেই ভিন্স মিকম্যানের মিউজিক হিট করে এবং ভিন্স তার জামায় ট্রিপল এইচ ও মেয়ে স্টেফনির সঙ্গে আসেন। অনেকদিন বাদে আসার জন্য ভিন্স ক্রাউডদের কাছে থেকে পপ পায়, ভিন্স আনাউন্স করে যে এইমাসের জন্য WWE নেটওয়ার্ক থাকবে একদম ফ্রী!
◘ এরপরে আসে আসল কথা, সে অফিসিয়ালি ঘোষণা করে দেয় যে যদি টিম অথরিটি হেরে যায় তাহলে তাদের কাছে আর কোন পাওয়ার থাকবে না অর্থাৎ তারা আর অথরিটিতে থাকবে না, যদিও সিনার দল হারলে কি হবে তা মিস্টার মিকম্যান বলেননি।
◘ এইখান থেকে মনে হচ্ছিল যে সেগমেন্টটা শেষ, কিন্তু হঠাৎ করেই ডিন আম্ব্রোসের মিউজিক হিট করে এবং সেও চলে আসে, এরপর আম্ব্রোসের সঙ্গে মিকম্যানের কিছু কথা আদান-প্রদান হয় এবং সেগমেন্টটা এখানেই শেষ...ডিন এসেছে তার ম্যাচের জন্য যেটা হবে সিজারোর সঙ্গে।
◘ এরপর ভিন্স যাওয়ার আগে একটা ব্যাকস্টেজ সেগমেন্টে সে, ট্রিপ ও স্টেপকে বলে যে অনেকদিন বাদে ক্রাউডদের মধ্যে এসে খুব ভালো লাগলো। এরপর সে চলে যায় সেখান থেকে কিন্তু স্টেপ ও তার স্বামীর মুখে সারভাইবর সিরিজের জন্য চিন্তার ভাব স্পষ্ট ছিল।
♠ Dean Ambrose vs. Cesaro
•এদের দুজনের ফাইট স্বাভাবিকভাবেই ভালো হয়, যদিও কে জিতবে তা নিশ্চয় এখনই বুঝে গেছেন। ম্যাচ চলাকালীন আম্ব্রোস সিজারোকে একসময় রিং থেকে ক্লোথসলাইন দেয়, এবং তখনই ব্রে ওয়াট এর আগমন ঘটে। ব্রেকের পরে দেখা যায় যে ব্রে একটা চিয়ারে করে রাম্পের উপরে বসে আছে যদিও, সিজারো এবং ডিনের ম্যাচ চলতেই থাকে। সিজারো আম্ব্রোসকে একটা হোল্ডের মাধ্যমে লক করলে আম্ব্রোস সিজারোর হাতকে কামড়িয়ে হোল্ডমুক্ত হয়। এরপর একটা বুলডগ এর মাধ্যমে ডিন নিয়ার ফল পায় এবং তারপর ব্রে এর দিকে তাকায়। এই সুজোগে সিজারো একটা বিগ বুট হিট করতে সক্ষম হয়, কিন্তু আম্ব্রোস তার স্টাইল অনুসারে রিঙ্গের রোপ থেকে বাউন্স করে একটা ক্লোথসলাইন দিয়ে দেয়, সিজারোও এর জবাব হিসাবে একটা দারুন আপারকাট দেয় এবং ক্লোজ দুই কাউন্ট লাভ করে। এরপর সিজারো, আম্ব্রোসকে ব্যাকস্লাইড হিট করতে গেল ডিন কাউন্টার করে এবং সিজারোকেই ডার্টি ডিডস দিতে সক্ষম হয় এবং সেই সাথেই ম্যাচটাও জিতে নেয়।
♥ Winner: Dean Ambrose
◘ তাদের ম্যাচের পরে লাইট নিভে যায় এবং আম্ব্রোস রিং ছেড়ে চলে যায় ওয়াটকে ধরার জন্য কিন্তু লাইট ফিরে আসার সাথে সাথেই ব্রে হাওয়া হয়ে যায়...মনে হয় ভয় পেয়ে পলায়ন করেছে।
◘ এরপর একটা ব্যাকস্টেজ সেগমেন্টে দেখা যায় ট্রিপ ও স্টেপ আলোচনা করছে যে দ্য ভাইপার র্যান্ডি অরটনকে অথোরিটির টিমে রাখা উচিত হবে কিনা...।
♠ Jimmy Uso vs. Miz
•এইটা একটা মাঝারী সাইজের ম্যাচ হয়। শেষে জিমি উসো, মিজকে মেরে রিং থেকে বার করে দেয়, মিজডোউ সুন্দরভাবে তার মিমিক্রি করেই যাচ্ছিল সেজন্য জেই উসো মিজডোউকে একটা সুপার কিক মারে কিন্তু বর্তমান ক্রাউড ফেমাস মিজডোউ মার খাওয়াই পুরা এরিনা উসোস দেরকে বুউ দেয় এবং উসোসদের মধ্যে সিনার ঝলক দেখা যায়। তবে জাই হোক, এই ডিসট্রাকশনের সুযোগে মিজ একটা স্কাল ক্রাশিং ফিনালে দিতে সক্ষম হয় এবং ম্যাচটাও জিতে নেয়।
♥ Winner: Miz
◘ এরপরের ম্যাচের জন্য শেমাস রিঙ্গে যায় যদিও আজকে Raw -এর পরেও শেমাসের একটা ম্যাচ আছে তাও আবার রুসেভ এর সঙ্গে।
♠ Sheamus vs. Tyson Kidd
•এই ম্যাচে টাইসন কিডকে সাপোর্ট করার জন্য তার স্ত্রী Natalya ছিল। শেষের দিকে শেমাস এবং টাইসন রিঙ্গের নীচে ফাইট করছিল এবং রেফারি কাউন্ট করছিল। শেমাস কিডকে আপ্রনে ধরে ফেলে এবং নীচে ফ্লোরের উপরেই রোলিং সেন্টন হিট করে। কিড এরপর তার Natalya কে ধরে এবং তার পেছনে কাপুরুষের মতো লুকিয়ে যায় এবিং তারপরেই রোল করে রিঙ্গের মধ্যে চলে যায়, এবং তখনই ১০ কাউন্ট শেষ হয়ে যাওয়াই কীড অপ্রত্যাশিতভাবে কাউন্টআউট জয় লাভ করে।
♥ Winner: Tyson Kidd
◘ এরপরে শেমাস, কীডকে একটা ব্রোজ কিক হিট করে এবং নিজের টাইটেল দেখিয়ে সেলিব্রেট করে। এক বছরের বেশী পরে কিড RAW তে এরকম ম্যাচ এবং জয়ের সুজোগ পেল।
◘ এরপরে ডলফ জিগ্লারকে রিঙ্গে আসতে দেখা যায়। এরপরে পুরা অথোরিটি একসঙ্গে চলে আসে...।
◘ ট্রিপ এবং স্টেপ আজকে রাতেই হওয়া স্টিপুলেশনটির ব্যাপারে কথা বলে। তারা বলে জে এটার ফলে তারা অনুপ্রেরনা পেয়েছে সারভাইবর সিরিজে একটা বেস্ট টিম তৈরি করার জন্য। ট্রিপল এইচ বলে যে, জিগ্লার যার সাইডে ইচ্ছা যেতে পারে কিন্তু যদি টিম সিনার দিকে সে থাকে তাহলে যে ফল ভালো হবে না তাও ট্রিপ বুঝিয়ে দেয়। ট্রিপ আরও বলে যে যদি এই ম্যাচে টিম সিনা জিতে যায় তাহলে জিগ্লার সেই তলানিতেই পরে থাকবে এবং সিনাকেই মেইন স্পটলাইটে দেখা যাবে, কিন্তু টিম সিনা যদি হেরে যায় তাহলে জিগ্লারকেই পুরা দোশ দেওয়া হবে এবং সিনা বেঁচে যাবে। জিগ্লারকে দেখে মনে হচ্ছে যে, সে সত্যিই ট্রিপের কথাগুলি ভেবে এবং বিচার করে দেখছে।
◘ এরপর ট্রিপ জিগ্লারকে অফার দেয় কে টিম সিনাতে না থাকার জন্য তুমি যা ইচ্ছা চাইতে পারো, কিন্তু জিগ্লার ভেবে চিনতে বলে যে অথরিটির পাওয়ার চলে যাওয়াটাই বেশী ভালো হবে এবং ট্রিপের এই অফারটাকে সে উরিয়ে দেয়।
◘ শাস্তি হিসাবে এরপরেই তাকে সেথ রলিন্সএর সঙ্গে ম্যাচ দেওয়া হয়, যেটা হবে তার IC টাইটেলের জন্য।
♠ Seth Rollins vs. Dolph Ziggler (IC Title Match)
•এই ম্যাচটা দারুন হবে কারন আজকেই যেমন IC চ্যাম্পিয়ন বদল হতে পারে তেমনই দ্য ভাইপারও ম্যাচে আসতে পারে কারন আজকে অথোরিটির সঙ্গে সে আসেনি। যাইহোক, ম্যাচের শেষের দিকে রলিন্স একটা সুপারকিক থেক বেঁচে যায় এবং জিগ্লারকে জাম্পিং এঞ্জুইগিরি হিট করে দুই কাউন্ট লাভ করে। এরপর দুজনেই একে অপরকে তাদের ফিনিশার মারার চেষ্টা করে এবং দুজনেই ব্যর্থ হয়।
•এরপরেই সেথের চামচা নোবেল রেফারির নজরের বাইরে ম্যাচে ইন্টারফেয়ার করে এবং সেই সুযোগে সেথ রিং পোস্টে জিগ্লারকে ছুরে দেয়, শোল্ডারে আঘাত দেওয়ার জন্য এবং তারপর ফাইনালি সে জিগ্লারকে কার্ব স্টোম্প হিট করে, কিন্তু এরপরেই হঠাৎ দ্য ভাইপার চলে আসে এবং আউট অফ নো হয়ার একটা RKO হিট করে এবং ম্যাচটাই ডিস্কোয়ালিফিকেশন ঘটে যায়। তারপর অরটোন চলে যায় এবং রাম্পের উপরে কেইন তাকে বকতে থাকে।
♠ Winner by DQ: Seth Rollins
◘ এরপরে নোবেল এবং মার্কারি, তাদের বসকে পায়ের ভরে দাঁড়াতে সাহায্য করে এবং একটা কমারশিয়াল দেওয়া হয়।
◘ এরপর ব্যাকস্টেজে অরটোনকে দেখা যায় ট্রিপল এইচ এবং স্টেফনির কাছে আজকে রাতে রলিন্সের সঙ্গে একটা ম্যাচের আবেদন করছে। স্টেপ বলে যে "না" দেওয়া যাবে না এবং অরটন তখন টিম সিনার হয়ে ম্যাচ খেলার কথা বলে। এরপর ট্রিপল এইচ অরটোনকে তার ১২ বছরের বিশ্বাসের কথা স্বরন করিয়ে দেয় এবং সেথের সঙ্গে তার ম্যাচ দিতে রাজি হয় যাতে তারা নিজেদের মধ্যে ঝামেলা নিজেদের স্টাইলে মিটিয়ে নিতে পারে, অরটনের যাওয়ার পরে লুক হারপারের একটা ভিডিও দেখানো হয়।
◘ এরপর Titus O'Neil রিঙ্গের মধ্যে দেখা যায়, সে সারভাইবর সিরিজের ব্যাপারে বলে, সে আরও বলে যে তার থাক উচিত টিম অথরিটির পক্ষে, কিন্তু তাকে রাইব্যাকের মিউজিক ইন্টারাপ্ট করে।
♠ Ryback vs. Titus O'Neil
•ম্যাচটা ছোট ছিল। রাইব্যাক স্পাইন বাস্টারের মাধ্যমে টাইটাসকে তার কাঁধে তিলে নেয় এবং মিট হুক ক্লোথসলাইনের মাধ্যমে তার ফিনিশিং মুভের দিকে এগিয়ে যায়। পুরা ঘটনাটা অথোরিটি একটা স্ক্রিনের মাধ্যমে লক্ষ করছিল। রাইব্যাক টাইটাসকে তুলে নেয় এবং একটা শেল শকের মাধ্যমে জয়লাভ করে।
♥ Winner: Ryback
◘ এরপর ব্যাকস্টেজে রিনি, বিগশোকে একটা ইন্টারভিউ নেয়, সে কিছু প্রশ্ন শোধাবার চেষ্টা করলে বিগশো তাকে থামিয়ে দেয় এবং বলে যে অথোরিটির এই কু-রাজত্ব কে থামাবার সময় এসেছে। টিম সিনার যদি কোন ওয়ার্ল্ড'স লারজেস্ট আথেলিটের দরকার হয় তাহলে সে আছে।
♠ Big Show vs. Mark Henry
•তাদের মধ্যে খুব ইম্পাক্টওয়ালা ম্যাচ দেখা যায়। শেষেরদিকে বিগশো টপ রোপে যায় কিন্তু হেনরি তাকে ম্যাটে এনে ফেলে এবং একটা World's Strongest Slam হিট করে, কিন্তু বিগ শো এটাকে কিক আউট করে দেয়। এরপর হেনরি, শোকে রিঙ্গের বাইরে নিয়ে আসে এবং তাকে স্টিল স্টেপে ছুরে মারে। এরপর সেই স্টিল স্টেপের উপরের অংশটার সাহায্যে হেনরি বিগ শোর মাথাকে হিট করে এবং নিজেই ডিস্কোয়ালিফিকেশন ঘটিয়ে দেয়।
♥ Winner by DQ: Big Show
◘ এরপর হেনরি, ক্যামেরাম্যানকে সরে যেতে বলে এবং ছোট স্টেপের পরে এবার বড় স্টেপটাকে তুলে নিয়েও শোকে আঘাত করা হয়। শো তাকে অ্যাটাক করার চেষ্টা করলেও ব্যর্থ হয় এবং হেনরি স্টিল স্টেপের উপরে তাকে World’s Strongest Slam দেয় এবং চিৎকার করে বলে “That’s what I do!”। এরপর সে দর্শকদের দিকে তাকায় এবং তার শার্ট খুলে বিগশো এর উপরে রেখে চলে যায়। সত্যিই এটা ইম্প্রেসিভ ছিল।
◘ এই পুরা ঘটনাটা অথোরিটি দেখছিল, ট্রিপ কেইনকে বলে যে হেনরির সঙ্গে কথা বলতে যদি সে টিম অথরিটিতে জয়েন করতে চাই...। স্টেপ বলে যে Rollins, Orton, Kane এবং Henry থাকলে তারা হবে আনস্টোপেবেল...অর্থাৎ অরটোন এখনও টিম অথোরিটিতেই আছে।
◘ পরের ম্যাচ হবে ডিভাস ম্যাচ। এই ম্যাচের জন্য এজে লিকে কমেন্টারিতে দেখা যায়। কিন্তু তার আগে একটা ব্যাকস্টেজ ইন্টারভিউ হয় ব্রি বেলার সাথে, রিনি তাকে শোধায় যে, নিক্কির অ্যাসিস্ট্যান্ট হিসাবে তাকে কেমন লাগছে? এর উত্তর দেওয়ার আগেই নিক্কি ইন্টারফেয়ার করে এবং বলে যে ইন্টারভিউ শেষ!!
◘ এরপরে হঠাৎ করে এরিক রোয়ান আসে এবং রিনির চুলে হাত দিয়ে বলে যে "সুন্দর"। রিনি তাকে ধন্যবাদ জানায় এবং দৌড় মেরে সেখান থেকে পালিয়ে যায় যেটা দেখতে অনেক ফানি লেগেছে।
♠ Nikki vs. Emma
•বোরিং ম্যাচ হওয়াই ম্যাচ শুরু হবার সাথে সাথেই CM পাঙ্কের চ্যান্ট শুরু হয়ে যায়!! এরপরে তাড়াতাড়ি ম্যাচ খতম করা ছাড়া আর কোন উপায় ছিল না। র্যাক অ্যাটাকএর মাধ্যমে নিক্কি জয়লাভ করে।
♥ Winner: Nikki Bella
◘ নিক্কি, ব্রিকে ফোরস করে তার হাতটাকে উপরে তুলে ধরার জন্য এবং এরপর সে ব্রিকে অর্ডার দেয় এজে লি -এর কাছে গিয়ে তাকে একটা চর মারার জন্য। এজে ব্রিএর ব্যাকে হিট করে এবং নিক্কিকে ধরার জন্য রিং পার হয়ে তাকে চেস করে চলে যায়।
◘ এরপর Xavier Woods -এর একটা ভিডিও প্যাকেজ দেখানো হয়। এরপর জ্যাক রাইডারকে দেখা যায় রুসেভ এর সঙ্গে ম্যাচের জন্য রিঙ্গে আসতে।
♠ Zack Ryder vs. Rysev
এই ম্যাচে সবাই জানে যে কে উইনার হবে...শুধু কতক্ষণে রুসেভ জিতছে সেটাই দেখার। কিছুক্ষণের মধ্যেই একটা কিক এবং আকোলেডের মাধ্যমে রুসেভ জয়লাভ করে।
♥ Winner: Rusev
◘ জয়ের পরেও রুসেভ আকোলেড দিয়ে রাইডারকে ধরে থাকে যতক্ষণনা পর্যন্ত লানা তাকে ছারতে বলে। এরপর তারা একটা আন্টি USA প্রোমো কাট করে এবং শেমাসের মিউজিক হিট করে। সেও এসে একটা প্রোমো কাটে কারন আজকে রাতেই Raw শেষ হবার তার জীবনের সবথেকে বড় ম্যাচ হবে।
◘ এরপরে স্টেফনি মিকম্যানকে দেখা যায়, সে রুসেভকে অথরিটির দিকে আনার চেষ্টা করে এবং এই সুযোগে লানাও কিছু স্টাইল নেয়।
♠ Stardust vs. Fernando
•মিজ এবং মিকডোউ কমেন্টারিতে ছিল এই ম্যাচ চলাকালীন, গোল্ডডাস্ট ও ফারনান্দোও ছিল তাদের পার্টনারকে সাহায্য করার জন্য। এই ম্যাচটা খুব শর্ট হয়। গোল্ডডাস্ট ম্যাচে ইন্টারফেয়ার করলে ডিয়েগো শেষে গোল্ডডাস্টকে ধোলাই দিবার চেষ্টা করে কিন্তু গোল্ডডাস্ট তাকেই স্টিল স্টেপে ছুরে মারে। এল-টোরিটো গোল্ডডাস্টকে লাত মেরে মিজদের কাছে পাঠিয়ে দেয়। এবং এই সুযোগে Fernando, স্টারডাস্টকে একটা Backstabber দিয়ে ম্যাচটা জিতে নেয়।
♥ Winner: Fernando
♠ Seth Rollins vs. Randy Orton
•অথরিটি রিং সাইডেই ছিল ম্যাচটা দেখার জন্য। রিং বেল হবার সাথে সাথেই অরটন সেথকে প্রথমে অ্যাটাক করে। তাদের মধ্যে দারুন যুদ্ধ হয় এবং অরটন টপ রোপে সেথ কে নিয়ে গিয়ে একটা দারুন সুপারপ্লেক্স হিট করে এবং দুই কাউন্ট লাভ করে। এরপর রোপের উপর থেকে DDT দেওয়ার চেষ্টা করলে রলিন্স তাকে রোপের উপর থেকে নীচে ফেলে দেয় এবং একটা সুইসাইড ড্রাইভের মাধ্যমে হিট করে। রলিন্স এরপর কারব স্টোম্পের চেষ্টা করলে অরটন একটা পাওয়ারস্লাম হিট করে দুই কাউন্ট লাভ করে। এরপর অরটোন তার DDT দিতে সক্ষম হয় এবং ক্রাউডরা ক্ষেপে উঠে অরটোনকে চেয়ার করে এবং অরটোন RKO দিতে রেডী হয়ে যায়। কিন্তু RKO দিতে গেলে রলিন্স ব্যাকস্লাইডের মাধ্যমে কাউন্টার করে এবং একটা বিস্ময়কর জয়লাভ করে।
♥ Winner: Seth Rollins
◘ এরপর ট্রিপল এইচ অরটোনকে শোধায় যে তোমার কাজ হয়ে গেছে? অরটন বলে যে সে এটাকে শুধুই ফেলে দিতে পারে না। অরটোন সেথের চামচাদের সাথে হাত মেলায় এবং তারপর কেইনের সাথেও হাত মিলিয়ে নেয়।
◘ এরপর রলিন্স অরটোনের সাথে বোঝাপড়া করতে আসলে সমস্ত ক্রাউড একসঙ্গে RKO চ্যান্ট করতে থাকে। রলিন্স তাকে সরি বলে এবং অরটনও তার সাথে হাত মেলায়। কিন্তু তারপর হঠাৎ করে একটা RKO দিয়ে দেয় আউট অফ নো হোয়ার।
◘ তারপর অরটোন নোবেল, মার্কারি এবং কেইনকে রিঙ্গের বাইরে ফেলে দেয় এবং সেথকে পান্ট দিবার জন্য সেট-আপ করে। কিন্তু ট্রিপল এইচ তার রাস্তায় চলে আসে এবং তাকে থামিয়ে দেয়। এরপর অরটনকে দেখে মনে হয় যে শান্ত হয়ে গিয়েছে কিন্তু তার পরেই দ্য ভাইপার তার বসকেও একটা পাঞ্চ দেয় এবং সেই সাথেই অথরিটীর সবাই মিলে অরটনকে ম্যাটে ফেলে মারতে থাকে। অরটন তাদেরকে ছাড়িয়ে দিয়ে রলিন্সকে মারতে যায়, যদিও কেইন ও নোবেলের দয়ায় সেটা সম্ভব হয়নি। কেইন এবং নোবেল মিলে অরটনকে আনাউন্ড টেবিলের উপর ধরে থাকে এবং রলিন্স একটা কারব স্টোম্পের মাধ্যমে ভাইপারকে শো থেকে আউট করে দেয়।
◘ এরপর অরটোন ব্যাথায় কাতরাচ্ছিল, সেইসময় স্টেফনি তার স্বামীকে বলে যে এটা ফিনিশ করতে। ট্রিপল এইচ এই কাজে ইচ্ছুক ছিল না যদিও সে কেইন,নোবেল এবং মার্কারিকে এই কাজটা করতে বলে দেয়।
◘ তারা সবাইমিলে স্টিল স্টেপের একটা পার্টের উপর অরটনকে রাখে এবং রলিন্স অরটনকে আরও একটা কার্ব স্টোম্প হিট করে, দুর্ঘটনাবশত কেইন অরটনের পায়ে লেগে পরে যায় যেটা মজাদার ছিল।
◘ শেষে রলিন্স টেবিলের উপরে অরটনের স্টাইলে পোজ দেয় অরটোনকে মক করার জন্য এবং কার্ব স্টোম্প হিট করে যদিও অরটনের মাথা থেকে অলরেডি রক্ত বেরোতে শুরু করেছিল। এইভাবেই আজকের RAW শেষ হল এবং অরটোন অফিসিয়ালি ফেস টার্ন করলো...। যারা যারা বলেছিল অরটনের ফেস টার্নে দেরি আছে তাদেরকে বলি I am afraid I have got some bad news for you!
◘ এরপরে WWE নেটওয়ার্কে হবে রুসেভ vs. শেমাস ম্যাচ...যেটার রেজাল্ট আমরাই জানাবো।
◘ WWE Network -এ দেখানো হয় যে, অরটোনকে সাহায্য করার জন্য ডাক্তাররা এসেছেন এবং রলিন্স, মার্কারিকে তার সেল আউট কাঁধে করে নিয়ে যাচ্ছে কারন মার্কারির জ্ঞান হয়তো তখন ছিলনা। আমি অবাক হলাম যে এই কাজটা সেথের থেকে শক্তিশালী কেইন কেন করলো না !! পরের ম্যাচের জন্য রুসেভ প্রথমে এলো এবং তারপর এলো দ্য চ্যাম্প।
♠ Sheamus vs. Rusev (US Title Match)
•স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ভালো ম্যাচ হবে। ম্যাচের একসময় রুসেভ শেমাসকে আকোলেড দিতে সক্ষম হয়। মাইকেল কোল আমাদেরকে স্বরন করিয়ে দেয় যে এর আগে শেমাস জিবনেও কোনদিন ট্যাপ আউট করেনি। শেমাস আকোলেডকেও পাওয়ারআউট করে দেয় এবং রুসেভকে একটা White Noise দিয়ে ক্লোজ দুই কাউন্ট লাভ করে। এরপর তারা দুজনেই নিজের পায়ে দাঁড়াতে অনেক সময় নেয় তবে শেমাস, রুসেভের আগে দাঁড়াতে সক্ষম হয়।
•এবার শেমাস ব্রোজ কিকের জন্য রেডি হয়, কিন্তু রুসেভ শেষ মুহূর্তে সরে গেলে শেমাসের পা টপ রোপের সঙ্গে ফেসে যায়। সুযোগের ব্যবহার করে রুসেভ শেমাসের মাথায় দুইটা কিক জোরদার কিক মারে এবং তাকে টেনে এনে আবার আকোলেড এর মধ্যে দেয়। শেমাস অনেকক্ষণ সহ্য করে কিন্তু ট্যাপ আউট করেনি...শেষপর্যন্ত শেমাস আর হাত-মুখ নাড়াতে অক্ষম হয়ে পরলে রেফারি বেল বাজাতে পরে এবং আমাদের নতুন US চ্যাম্পিয়ন হয় রুসেভ।
♥ Winner and new US Champion: Rusev
◘ ম্যাচের পরে রুসেভ এবং লানা সেলিব্রেট করে এবং WWE নেটওয়ার্কেও আজকের Raw শেষ হয়ে যায়। প্রি-শো , মেইন শো এবং আফটার-শো মিলে মোট ৪ ঘণ্টার খেলা হয় আজকে যেটা সত্যিই অনেকক্ষণের শো। কেমন লাগলো আপনাদেরকে আজকের RAW ??