◘ শুরু হল আজকের Raw, আজকের শোতে জন সিনাই বাছতে পারবে যে কে জি.এম অর্থাৎ জেনারাল ম্যানেজার হবে, আশা করি সে মিক ফোলি কে বাছবে কিন্তু সিনার তারিফ করা লোক হাল্ক হোগানও হয়ে যেতে পারে যেটা আমি চাইবো না।
◘ আজকের "র"-এর শুরুতেই আগের দিনের সারভাইবর সিরিজের একটা ভিডিও প্যাকেজ দেখানো হয়, যেটাতে স্টিং এই ডেবিউ দেখানো হয়।
◘ ট্রিপল এইচের মিউজিক হিট করে এবং সে স্টেফনির সাথে চলে আসে, তাদের দুজনকেই দেখে খুবই হতাশাগ্রস্থ মনে হচ্ছিল। স্টেফ বলে যে এখানে আসতে কতটা সাহসের দরকার হয় তা কেউ বুঝবে না।
◘ সে তাদের হারের জন্য পুরোপুরি স্টিংকে দাই করে। ট্রিপল এইচ জনতাদেরকে বুলি বলে ডাকে কারন তারা চিয়ার করছিল যখন তার স্ত্রী কেঁদে যাচ্ছিল। ট্রিপ বলে তার কাছে কোন আইডিয়াই নাই যে স্টিং কেন তাদের কাজে নাক গলাতে এলো।
◘ ট্রিপ বলে যে অথরিটী ছাড়া WWE একমাসও টিকবেনা। তার মুখ রাগে লাল হয়ে যায় যখন তাদের ইম্পরটেন্স এর কথা সবাইকে বলছিল। তারপর ঘটে অবাক করার ঘটনা, আউট অফ নো হোয়ার ড্যানিয়েল ব্রায়েনের মিউজিক হিট করে এবং সমস্ত জনতা ইয়েস চ্যান্টে ফেটে পরে।
◘ ড্যানিয়েল স্টেফনির মুখের সামনে দাড়িয়ে ইয়েস চ্যান্ট শুরু করে, ট্রিপ তাদের দিকে তাকায় এবং তারপর তার স্ত্রীকে নিয়ে হেঁটে চলে যায়। কিন্তু ব্রায়ান তাদের যাওয়ার পথে এসে দাড়িয়ে যায় এবং ইয়েস চ্যান্ট করতেই থাকে, এটা অসম্মানজনক কাজ ছিল। মনে ব্রায়েন শুধুমাত্র আজকের রাতের জন্য এসেছে...এরপর রিঙ্গে গিয়ে ইয়েস চ্যান্ট করতে থাকে সে।
◘ ব্রায়েনের চ্যান্ট ওভার হলে বলে যে, আজকের রাতের Raw-এর দায়িত্ব তার উপরে আছে, সুতরাং সে অর্ডার দেয় যে টিম অথরিটি এক্ষণই এখানে আসো।
◘ তারা সবাই মিলে সেথ রলিন্সের মিউজিকের মাধ্যমে চলে আসে। ব্রায়েন বলে যে সে একজন সৎ মানুষ এবং সে টিম অথরিটির মেম্বারদেরকে অন্যায় ম্যাচ দিবে না অথবা তাদেরকে টাইটেল থেকে স্ট্রিপ আউট করবে না।
◘ সে আরও বলে যে আজকে সিনা এবং জিগ্লার মিলে রলিন্স এবং আরও দুইজনকে ফেস করবে যাদেরকে বাছবে অডিয়েন্স। সে জানিয়ে দেয় যে ক্রাউডদের জন্য অপশনগুলি হল- Mark Henry ও Luke Harper, Mark Henry ও Kane অথবা Mercury ও Noble...অর্থাৎ ড্যানিয়েল ন্যায়ের নাম করে ভালোই বাঁশ দিবে।
◘ এরপর ব্রায়েন Dr. Shelby কে ডাকে এবং বলে যে সে আপ্সেট হবে যদি তাদেরকে এক্ষণই দেখে, এরপর ব্রায়েন বলে যে কেইন এখন থেকে আর Director of Operations থাকবে না! এবং এখন সে Food এবং Beverage-এর দায়িত্বে থাকবে এবং এখন থেকে তাকে Concessions Kane বলে ডাকা হবে। একজন কেইনকে খাবারের একটা ট্রে এনে দেয় কারন এখন তাকে স্টান্ডে গিয়ে সেগুলিকে সেল করতে হবে।
◘ এরপর ব্রায়েন বলে যে রুসেভকে আরও একটু দেশপ্রেমী হতে হবে। এরপর সে অ্যাড করে যে রুসেভের কাছে দুইটা অপশন আছে, এক নম্বর হল তাকে টাইটেলটাকে একটা ব্যাটল রয়ালে ডিফেন্ড করতে হবে নয়তো ব্যাকগ্রাউন্ডে একটা বিশাল অ্যামেরিকার ফ্লাগ সহ তাকে রিঙ্গে আসতে হবে, অর্থাৎ তার কাছে টাইটেল ডিফেন্ড করা ছাড়া কোন উপায় নাই...এটাও দারুন বাঁশ।
◘ এরপর ব্রায়েন হারপারের দিকে তার সুদৃষ্টি দেয়, ব্রায়েন বলে যে হারপার আজকে ডিন আম্ব্রোসের সঙ্গে তার টাইটেল ডিফেন্ড করবে।
◘ এরপর সে মার্ক হেনরিকে বলে যে রাইব্যাক বলছিল যে হেনরির বিরুদ্ধে তার একটা ম্যাচ চাই সেজন্য সে তার রিকুয়েস্টটাকে রাখবে। ব্রায়েন আরও বলে যে এই ম্যাচটা হবে এক্ষণই এবং তার পরেই রাইব্যাক পেছন থেকে হেনরিকে অ্যাটাক করে। এরপর সে হেনড়িকে স্টিল পোস্টে নিয়ে গিয়ে ধাক্কা দেয়, এবং তারপর কয়েকবার তার মাথাকে ব্যারিকেডে ঠুকে দেয়। এরপর অনেকজন রেফারি এসে তাদেরকে ছাড়াতে শুরু করে।
♠ Ryback vs. Mark Henry
•এটা খুব ছোট ফাইট ছিল, প্রথমে কর্নারে নিয়ে গিয়ে ধোলাই দেওয়া হয় হেনরিকে তারপর হেনরি নিজের গায়ের জোরে রাইব্যাককে ফেলে দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটা স্পাইনবাস্টার খেয়ে নেয়। এরপর একটা জোরদার Meat Hook Clothesline -এর মাধ্যমে রাইব্যাক জয়লাভ করে।
♥ Winner: Ryback
◘ আগের দিনে টিমে প্রথমে এলিমিনেট হবার পর রাইব্যাক এর পুশ এখনও চলছে।
◘ এরপর ট্রিপ এবং স্টেফনিকে দেখা যায় ভিন্সের সাথে ব্যাকস্টেজে কথা বলতে। ভিন্স বলে যে সে তাদের উপর রেগে নাই, শুধু তারা তাকে নিরাশ করেছে। এরপর তারা সবাই লিমোতে করে চলে যায়।
♠ Luke Harper vs. Dean Ambrose (IC Title Match)
•এই ম্যাচটা ভালো হয়। শেষের দিকে আম্ব্রোস টপ রোপের উপর থেকে একটা এল্বোউ হিট করে এবং দুই কাউন্ট লাভ করে কিন্তু হারপার এরপর তাকে একটা জোরদার সুপারকিক দিয়ে প্রায় তিন কাউন্ট লাভ করে ফেলেছিল। এরপর হারপার তার টাইটেলটাকে নেয় এবং রিং ছারার চেষ্টা করে, কিন্তু আম্ব্রোস একটা সুইসাইড ড্রাইভের মাধ্যমে তাকে ব্যারিয়ারে নিয়ে গিয়ে ফেলে। এরপর আম্ব্রোস তাকে রিঙ্গে নিয়ে যায় এবং ডার্টি ডিডস দেওয়ার চেষ্টা করে কিন্তু হারপার কাউন্টার করে ডিনকে রেফারির উপরে ছুরে ফেলে দেয় এবং রেফারি ম্যাচটাকে ডিস্কোয়ালিফাই করে দেয়, অর্থাৎ হারপারকে দেখে না মনে হলেও তার যথেষ্ট বুদ্ধি রয়েছে।
♥ Winner by DQ: Dean Ambrose
◘ এরপর হারপার আম্ব্রোসকে ধোলাই দিবার চেষ্টা করে কিন্তু আম্ব্রোস নিচ থেকে কয়েকটা স্টিল চেয়ার এনে তার উপরে ডার্টি ডিডস দিয়ে দেয়। ক্রাউড্রা টেবিলের চ্যান্ট করতে থাকে এবং আম্ব্রোসকে দেখে মনে হয় সে তাদের ইচ্ছা গ্রহন করবেই। আম্ব্রোস একটা ল্যাডার এবং টেবিলকে রিঙ্গের নিচ থেকে বার করে, কিন্তু হঠাৎ করে ব্রে ওয়াট চলে আসে এবং আম্ব্রোসকে রিঙ্গের বাইরে অ্যাটাক করে। সে ফ্লোরের উপরেই ডিনকে সিস্তার আবিগেইল হিট করে এবং তারপর আনাউন্স টেবিলের দিকে ছুরে দেয়। এরপর সমস্ত ধরনের চেয়ারকে আম্ব্রোসের উপরে ফেলে দেওয়া হয়।
◘ এরপর বিগ ই এর New Day ভিডিও প্রোমো দেখানো হয়।
◘ এরপর সান্টিনো এবং Larry The Cable Guy-এর একটা প্রোমো দেখানো হয়।
♠ Gold and Stardust vs. The Mizs (Tag Title Match)
•আগের রাতে যেটার আশা করেছিলাম সেটাই হয়েছে, মিজডোউ আজকে দুইটা রেপ্লিকা টাইটেল নিয়ে চলে আসে, যদিও স্বার্থপর মিজের হাতেই আসল দুইটা টাইটেল থাকে। কিন্তু আজকে সান্ডোউ কে সান্ডোউ নামেই ইন্ট্রোডিউস করা হয়, মিজডোউ নামে নয়, এটা তাদের ভুলও হতে পারে। এই ম্যাচটা ছোট হয়, শেষের দিকে মিজডোউ স্টারডাস্টএর উপর ফিগার ফোর লক দেয় কিন্তু ট্যাপ আউট করার একটু আগেই গোল্ডডাস্ট এসে বাঁধা দেয়। মিজ ট্যাগ দিয়ে ভিতরে চলে আসে এবং স্টারডাস্টকে Skull Crushing Finale হিট করে জিতে যায়।
♥ Winners: Miz and Mizdow
◘ এরপর কেইনের সঙ্গে একটা লজ্জাজনক প্রোমো দেখানো হয়।
◘ এরপর রিঙ্গে লানা আসে, সে বলে যে অন্যায়ভাবে রুসেভকে এই শর্ত দেওয়া হয়েছে। রুসেভকে কোন একটা অপশন বাছতে হত কিন্তু সে চলে যাবার অপশন বাছে যেটা লিস্টে ছিল না, ব্রায়েন বিগ স্ক্রিনে আসে এবং বলে যে তোমাকে আরও একটা চান্স দিচ্ছি অ্যামেরিকার অঙ্গিকারকে গেয়ে শোনাবার, এরপর ব্রায়েন Sgt. Slaughter-কে পাঠায় এই ব্যাপারে দেখার জন্য।
◘ এবার অ্যামেরিকান ফ্লাগ নীচে নেমে আসে এবং সার্জেন্ট বলে যে তাদের হাতকে বুকের উপরে রাখতে এবং যা বলা হবে সেটাকেই উচ্চ এবং পরিষ্কার স্বরে বলতে হবে। রুসেভ এইটা করতে না করে দেয় যদিও লানা এটা করতে লেগেছিল, এরপর রুসেভ লানাকে থামায় এবং মাইকটাকে ছুরে ফেলে দেয়। এরপর রুসেভ সার্জেন্টকে রাশিয়ান ভাষায় কিছু বলতে থাকে এবং দেখে মনে হচ্ছে ধোলাই কাজ শুরু হবে। কিন্তু হঠাৎ করে জ্যাক স্বোয়াগার চলে আসে এবং সার্জেন্টকে বাঁচিয়ে দেয়। রুসেভ স্বাগারকে ধোলাই দিতে সক্ষম হলেও স্বাগার Patriot Lock দিয়ে দেয় এবং রুসেভ রিং ছেড়ে পালিয়ে যায়, মনে হচ্ছে ব্যাটল রয়্যাল দেখতে পাবোই আজকে।
♠ Fandango vs. Justin Gabriel
•ফানডানগো এই ম্যাচে খুবই আগ্রাসী হতে খেলছিল। লেগ ড্রপের মাধ্যমে সহজেই ফানডানগো জয়লাভ করলো।
♥ Winner: Fandango
◘ এরপর বিগ শো একটা বড়সড় হাসিমুখ নিয়ে চলে আসে। বিগ শো বলে যে সে একজন খারাপ মানুষ নয়, সে শুধুই একজন মানুশ যারা ভুল করে। সে আরও বলে যে অথরিটিকে সে ঘৃণা করে, এরপর সে তার ফ্যামিলি ম্যাটারকে টেনে আনে তার প্রতি সহমর্মিতা আনার জন্য। সে বলে যে ক্রাউডদের একটা দ্বিতীয় সুজোগ দেওয়া উচিত কারন সে এত বছর ধরে তাদের সেবা করে আসছে, কিন্তু ক্রাউডরা তাকে বুউ করতেই থাকে, এটা দেখে শো রেগে যায় এবং দর্শকদের উদ্দেশে বলে যে যার যার অভিজোগ আছে তারা সবাই এখানে চলে আসো এবং আমাকে চ্যালেঞ্জ করো। এরপর হঠাৎ করে এরিক রোয়ানের মিউজিক হিট করে এবং সে চলে আসে।
◘ তারপর শো রোয়ানকে নিয়ে মজা করে এবং রোয়ান রেগে গিয়ে শোকে অ্যাটাক করে এবং শো পালিয়ে যায়।
◘ এরপর জিগ্লার আসে এবং নোবেল ও মার্কারিকে বলে যে সে চাই তারাই জেন পার্টনার হিসাবে সেথের সাথে থাকতে পারে।
♠ AJ vs. Brie Bella
•শেষের দিকে এজে লি Shining Wizard দিয়ে দেয় কিন্তু ব্রি কিক আউট করে দেয়, নিক্কি রেফারির নজরের বাইরে এজেকে অ্যাটাক করে এবং ব্রি রোল-আপের মাধ্যমে জয়লাভ করে।
♥ Winner: Brie Bella
♠ Rose and Rabbit vs. Kidd and Natalya
•ম্যাচটা ফানি ম্যাচ হয়, শেষে বানি ভুল ব্যক্তিকে মেরে এই ম্যাচটা রোসকে হারিয়ে দেয়।
♥ Winners: Kidd and Natalya
◘ ম্যাচের পরে যদিও রোস বানিকে অ্যাটাক করেনি কিন্তু বানির উপরে সে দারুন রেগে ছিল।
◘ এরপর রাইব্যাক এবং রিনির একটা প্রোমো দেখানো হয় যেটাতে কেইনকে নিয়ে মজা করা হয়।
◘ এরপর Kofi, Xavier Woods এবং Big E -এর একসঙ্গে একটা প্রোমো দেখানো হয় এবং জন সিনা ও জিগ্লার ইন্টারভিউ দেয় তাদের পরবর্তী ম্যাচের জন্য।
◘ এবার সময় ভোটের রেজাল্টের, হিউজ ফারাকে সেথের চামচাদেরকে সিলেক্ট করা হয়।
♠ Dolph Ziggler ও John Cena vs. Seth Rollins, Joey Mercury ও Jamie Noble
•নোবেল এবং সিনা ম্যাচটা শুরু করে, যেটা পুরাই একদিকের ম্যাচ হতে যাচ্ছে। চিন্তাই সেথের মাথায় হাত পরে। ব্রেকের পরে এসে দেখা যায় নোবেল সিনাকে ধোলাই দিচ্ছে...!! সিনার মার খাওয়ার স্বভাবটা আর গেলোনা, জিগ্লার ট্যাগ দিয়ে আসে কিন্তু আবার সেথরা মিলে ম্যাচের কন্ট্রোল নিয়ে নেয়। কিন্তু জিগ্লার সবাইকে ছুটিয়ে দিয়ে সিনাকে ট্যাগ দেয় এবং সিনা ফুলফর্মে অ্যাটাক করে এবং মার্কারিকে সমস্ত সিগনেচার মুভ হিট করে। এরপর রলিন্স সিনা এবং জিগ্লারের মাঝে একায় ফেসে যায়, কিন্তু মার্কারি এবং নোবেল তাদেরকে অ্যাটাক করে রলিন্সকে বাঁচাবার জন্য। এরপর সিনা এবং জিগ্লার সেথের চামচাদুটিকে সেম টাইমে তাদের ফিনিশার দেয় এবং পিন করে জয়লাভ করে।
♥ Winners: Cena and Ziggler
◘ দেখে মনে হচ্ছিল যে রলিন্স আবার বেঁচে যাবে কিন্তু হঠাৎ করেই রলিন্স চলে আসে এবং রলিন্সকে রিঙ্গের ভিতরে ঢুকিয়ে দেয়। রিঙ্গে যাবার সঙ্গে সঙ্গেই একটা সুপারকিক এবং AA খেয়ে রলিন্সের ডোজ পূর্ণ হয় এবং ইয়েস চ্যান্ট শুরু হয়ে যায়।
◘ এবার একটা আওয়াযে ইন্টারাপ্ট করা হয়, সেই আওয়াজটা হল অজানা GM -এর আওয়াজ। প্রচলিত নিয়ম অনুসারে আনাউন্স টেবিলের পাশে কম্পিউটার রাখা হয় এবং অজানা GM একটা ম্যাসেজ পাঠায় যেটাকে কোল পরতে যায়, যেখানে বলা হয় "order will be restored on Cyber Monday next week"...এবং ম্যাসেজটাই বারে বারে প্লে হতে থাকে এবং আজকের Raw এইভাবেই শেষ হয়, আমার মনে হয় Hornswoggle-ই হবে প্রতিবারের মতো সেই অজানা জি.এম.।
◘ অনেকেই ভেবেছিল যে অথরিটী এখনও শেষ হয়নি এবং কন্ট্রাক্ট সাইনিং নিয়ে কিছু একটা হবে যেটা মোটেও হয়নি বরং আজকে সারপ্রাইজ দিবার জন্য ছিলেন ড্যানিয়েল ব্রায়েন নিজেই। কেমন লাগলো আপনাদের আজকের Raw??
◘ আজকের "র"-এর শুরুতেই আগের দিনের সারভাইবর সিরিজের একটা ভিডিও প্যাকেজ দেখানো হয়, যেটাতে স্টিং এই ডেবিউ দেখানো হয়।
◘ ট্রিপল এইচের মিউজিক হিট করে এবং সে স্টেফনির সাথে চলে আসে, তাদের দুজনকেই দেখে খুবই হতাশাগ্রস্থ মনে হচ্ছিল। স্টেফ বলে যে এখানে আসতে কতটা সাহসের দরকার হয় তা কেউ বুঝবে না।
◘ সে তাদের হারের জন্য পুরোপুরি স্টিংকে দাই করে। ট্রিপল এইচ জনতাদেরকে বুলি বলে ডাকে কারন তারা চিয়ার করছিল যখন তার স্ত্রী কেঁদে যাচ্ছিল। ট্রিপ বলে তার কাছে কোন আইডিয়াই নাই যে স্টিং কেন তাদের কাজে নাক গলাতে এলো।
◘ ট্রিপ বলে যে অথরিটী ছাড়া WWE একমাসও টিকবেনা। তার মুখ রাগে লাল হয়ে যায় যখন তাদের ইম্পরটেন্স এর কথা সবাইকে বলছিল। তারপর ঘটে অবাক করার ঘটনা, আউট অফ নো হোয়ার ড্যানিয়েল ব্রায়েনের মিউজিক হিট করে এবং সমস্ত জনতা ইয়েস চ্যান্টে ফেটে পরে।
◘ ড্যানিয়েল স্টেফনির মুখের সামনে দাড়িয়ে ইয়েস চ্যান্ট শুরু করে, ট্রিপ তাদের দিকে তাকায় এবং তারপর তার স্ত্রীকে নিয়ে হেঁটে চলে যায়। কিন্তু ব্রায়ান তাদের যাওয়ার পথে এসে দাড়িয়ে যায় এবং ইয়েস চ্যান্ট করতেই থাকে, এটা অসম্মানজনক কাজ ছিল। মনে ব্রায়েন শুধুমাত্র আজকের রাতের জন্য এসেছে...এরপর রিঙ্গে গিয়ে ইয়েস চ্যান্ট করতে থাকে সে।
◘ ব্রায়েনের চ্যান্ট ওভার হলে বলে যে, আজকের রাতের Raw-এর দায়িত্ব তার উপরে আছে, সুতরাং সে অর্ডার দেয় যে টিম অথরিটি এক্ষণই এখানে আসো।
◘ তারা সবাই মিলে সেথ রলিন্সের মিউজিকের মাধ্যমে চলে আসে। ব্রায়েন বলে যে সে একজন সৎ মানুষ এবং সে টিম অথরিটির মেম্বারদেরকে অন্যায় ম্যাচ দিবে না অথবা তাদেরকে টাইটেল থেকে স্ট্রিপ আউট করবে না।
◘ সে আরও বলে যে আজকে সিনা এবং জিগ্লার মিলে রলিন্স এবং আরও দুইজনকে ফেস করবে যাদেরকে বাছবে অডিয়েন্স। সে জানিয়ে দেয় যে ক্রাউডদের জন্য অপশনগুলি হল- Mark Henry ও Luke Harper, Mark Henry ও Kane অথবা Mercury ও Noble...অর্থাৎ ড্যানিয়েল ন্যায়ের নাম করে ভালোই বাঁশ দিবে।
◘ এরপর ব্রায়েন Dr. Shelby কে ডাকে এবং বলে যে সে আপ্সেট হবে যদি তাদেরকে এক্ষণই দেখে, এরপর ব্রায়েন বলে যে কেইন এখন থেকে আর Director of Operations থাকবে না! এবং এখন সে Food এবং Beverage-এর দায়িত্বে থাকবে এবং এখন থেকে তাকে Concessions Kane বলে ডাকা হবে। একজন কেইনকে খাবারের একটা ট্রে এনে দেয় কারন এখন তাকে স্টান্ডে গিয়ে সেগুলিকে সেল করতে হবে।
◘ এরপর ব্রায়েন বলে যে রুসেভকে আরও একটু দেশপ্রেমী হতে হবে। এরপর সে অ্যাড করে যে রুসেভের কাছে দুইটা অপশন আছে, এক নম্বর হল তাকে টাইটেলটাকে একটা ব্যাটল রয়ালে ডিফেন্ড করতে হবে নয়তো ব্যাকগ্রাউন্ডে একটা বিশাল অ্যামেরিকার ফ্লাগ সহ তাকে রিঙ্গে আসতে হবে, অর্থাৎ তার কাছে টাইটেল ডিফেন্ড করা ছাড়া কোন উপায় নাই...এটাও দারুন বাঁশ।
◘ এরপর ব্রায়েন হারপারের দিকে তার সুদৃষ্টি দেয়, ব্রায়েন বলে যে হারপার আজকে ডিন আম্ব্রোসের সঙ্গে তার টাইটেল ডিফেন্ড করবে।
◘ এরপর সে মার্ক হেনরিকে বলে যে রাইব্যাক বলছিল যে হেনরির বিরুদ্ধে তার একটা ম্যাচ চাই সেজন্য সে তার রিকুয়েস্টটাকে রাখবে। ব্রায়েন আরও বলে যে এই ম্যাচটা হবে এক্ষণই এবং তার পরেই রাইব্যাক পেছন থেকে হেনরিকে অ্যাটাক করে। এরপর সে হেনড়িকে স্টিল পোস্টে নিয়ে গিয়ে ধাক্কা দেয়, এবং তারপর কয়েকবার তার মাথাকে ব্যারিকেডে ঠুকে দেয়। এরপর অনেকজন রেফারি এসে তাদেরকে ছাড়াতে শুরু করে।
♠ Ryback vs. Mark Henry
•এটা খুব ছোট ফাইট ছিল, প্রথমে কর্নারে নিয়ে গিয়ে ধোলাই দেওয়া হয় হেনরিকে তারপর হেনরি নিজের গায়ের জোরে রাইব্যাককে ফেলে দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটা স্পাইনবাস্টার খেয়ে নেয়। এরপর একটা জোরদার Meat Hook Clothesline -এর মাধ্যমে রাইব্যাক জয়লাভ করে।
♥ Winner: Ryback
◘ আগের দিনে টিমে প্রথমে এলিমিনেট হবার পর রাইব্যাক এর পুশ এখনও চলছে।
◘ এরপর ট্রিপ এবং স্টেফনিকে দেখা যায় ভিন্সের সাথে ব্যাকস্টেজে কথা বলতে। ভিন্স বলে যে সে তাদের উপর রেগে নাই, শুধু তারা তাকে নিরাশ করেছে। এরপর তারা সবাই লিমোতে করে চলে যায়।
♠ Luke Harper vs. Dean Ambrose (IC Title Match)
•এই ম্যাচটা ভালো হয়। শেষের দিকে আম্ব্রোস টপ রোপের উপর থেকে একটা এল্বোউ হিট করে এবং দুই কাউন্ট লাভ করে কিন্তু হারপার এরপর তাকে একটা জোরদার সুপারকিক দিয়ে প্রায় তিন কাউন্ট লাভ করে ফেলেছিল। এরপর হারপার তার টাইটেলটাকে নেয় এবং রিং ছারার চেষ্টা করে, কিন্তু আম্ব্রোস একটা সুইসাইড ড্রাইভের মাধ্যমে তাকে ব্যারিয়ারে নিয়ে গিয়ে ফেলে। এরপর আম্ব্রোস তাকে রিঙ্গে নিয়ে যায় এবং ডার্টি ডিডস দেওয়ার চেষ্টা করে কিন্তু হারপার কাউন্টার করে ডিনকে রেফারির উপরে ছুরে ফেলে দেয় এবং রেফারি ম্যাচটাকে ডিস্কোয়ালিফাই করে দেয়, অর্থাৎ হারপারকে দেখে না মনে হলেও তার যথেষ্ট বুদ্ধি রয়েছে।
♥ Winner by DQ: Dean Ambrose
◘ এরপর হারপার আম্ব্রোসকে ধোলাই দিবার চেষ্টা করে কিন্তু আম্ব্রোস নিচ থেকে কয়েকটা স্টিল চেয়ার এনে তার উপরে ডার্টি ডিডস দিয়ে দেয়। ক্রাউড্রা টেবিলের চ্যান্ট করতে থাকে এবং আম্ব্রোসকে দেখে মনে হয় সে তাদের ইচ্ছা গ্রহন করবেই। আম্ব্রোস একটা ল্যাডার এবং টেবিলকে রিঙ্গের নিচ থেকে বার করে, কিন্তু হঠাৎ করে ব্রে ওয়াট চলে আসে এবং আম্ব্রোসকে রিঙ্গের বাইরে অ্যাটাক করে। সে ফ্লোরের উপরেই ডিনকে সিস্তার আবিগেইল হিট করে এবং তারপর আনাউন্স টেবিলের দিকে ছুরে দেয়। এরপর সমস্ত ধরনের চেয়ারকে আম্ব্রোসের উপরে ফেলে দেওয়া হয়।
◘ এরপর বিগ ই এর New Day ভিডিও প্রোমো দেখানো হয়।
◘ এরপর সান্টিনো এবং Larry The Cable Guy-এর একটা প্রোমো দেখানো হয়।
♠ Gold and Stardust vs. The Mizs (Tag Title Match)
•আগের রাতে যেটার আশা করেছিলাম সেটাই হয়েছে, মিজডোউ আজকে দুইটা রেপ্লিকা টাইটেল নিয়ে চলে আসে, যদিও স্বার্থপর মিজের হাতেই আসল দুইটা টাইটেল থাকে। কিন্তু আজকে সান্ডোউ কে সান্ডোউ নামেই ইন্ট্রোডিউস করা হয়, মিজডোউ নামে নয়, এটা তাদের ভুলও হতে পারে। এই ম্যাচটা ছোট হয়, শেষের দিকে মিজডোউ স্টারডাস্টএর উপর ফিগার ফোর লক দেয় কিন্তু ট্যাপ আউট করার একটু আগেই গোল্ডডাস্ট এসে বাঁধা দেয়। মিজ ট্যাগ দিয়ে ভিতরে চলে আসে এবং স্টারডাস্টকে Skull Crushing Finale হিট করে জিতে যায়।
♥ Winners: Miz and Mizdow
◘ এরপর কেইনের সঙ্গে একটা লজ্জাজনক প্রোমো দেখানো হয়।
◘ এরপর রিঙ্গে লানা আসে, সে বলে যে অন্যায়ভাবে রুসেভকে এই শর্ত দেওয়া হয়েছে। রুসেভকে কোন একটা অপশন বাছতে হত কিন্তু সে চলে যাবার অপশন বাছে যেটা লিস্টে ছিল না, ব্রায়েন বিগ স্ক্রিনে আসে এবং বলে যে তোমাকে আরও একটা চান্স দিচ্ছি অ্যামেরিকার অঙ্গিকারকে গেয়ে শোনাবার, এরপর ব্রায়েন Sgt. Slaughter-কে পাঠায় এই ব্যাপারে দেখার জন্য।
◘ এবার অ্যামেরিকান ফ্লাগ নীচে নেমে আসে এবং সার্জেন্ট বলে যে তাদের হাতকে বুকের উপরে রাখতে এবং যা বলা হবে সেটাকেই উচ্চ এবং পরিষ্কার স্বরে বলতে হবে। রুসেভ এইটা করতে না করে দেয় যদিও লানা এটা করতে লেগেছিল, এরপর রুসেভ লানাকে থামায় এবং মাইকটাকে ছুরে ফেলে দেয়। এরপর রুসেভ সার্জেন্টকে রাশিয়ান ভাষায় কিছু বলতে থাকে এবং দেখে মনে হচ্ছে ধোলাই কাজ শুরু হবে। কিন্তু হঠাৎ করে জ্যাক স্বোয়াগার চলে আসে এবং সার্জেন্টকে বাঁচিয়ে দেয়। রুসেভ স্বাগারকে ধোলাই দিতে সক্ষম হলেও স্বাগার Patriot Lock দিয়ে দেয় এবং রুসেভ রিং ছেড়ে পালিয়ে যায়, মনে হচ্ছে ব্যাটল রয়্যাল দেখতে পাবোই আজকে।
♠ Fandango vs. Justin Gabriel
•ফানডানগো এই ম্যাচে খুবই আগ্রাসী হতে খেলছিল। লেগ ড্রপের মাধ্যমে সহজেই ফানডানগো জয়লাভ করলো।
♥ Winner: Fandango
◘ এরপর বিগ শো একটা বড়সড় হাসিমুখ নিয়ে চলে আসে। বিগ শো বলে যে সে একজন খারাপ মানুষ নয়, সে শুধুই একজন মানুশ যারা ভুল করে। সে আরও বলে যে অথরিটিকে সে ঘৃণা করে, এরপর সে তার ফ্যামিলি ম্যাটারকে টেনে আনে তার প্রতি সহমর্মিতা আনার জন্য। সে বলে যে ক্রাউডদের একটা দ্বিতীয় সুজোগ দেওয়া উচিত কারন সে এত বছর ধরে তাদের সেবা করে আসছে, কিন্তু ক্রাউডরা তাকে বুউ করতেই থাকে, এটা দেখে শো রেগে যায় এবং দর্শকদের উদ্দেশে বলে যে যার যার অভিজোগ আছে তারা সবাই এখানে চলে আসো এবং আমাকে চ্যালেঞ্জ করো। এরপর হঠাৎ করে এরিক রোয়ানের মিউজিক হিট করে এবং সে চলে আসে।
◘ তারপর শো রোয়ানকে নিয়ে মজা করে এবং রোয়ান রেগে গিয়ে শোকে অ্যাটাক করে এবং শো পালিয়ে যায়।
◘ এরপর জিগ্লার আসে এবং নোবেল ও মার্কারিকে বলে যে সে চাই তারাই জেন পার্টনার হিসাবে সেথের সাথে থাকতে পারে।
♠ AJ vs. Brie Bella
•শেষের দিকে এজে লি Shining Wizard দিয়ে দেয় কিন্তু ব্রি কিক আউট করে দেয়, নিক্কি রেফারির নজরের বাইরে এজেকে অ্যাটাক করে এবং ব্রি রোল-আপের মাধ্যমে জয়লাভ করে।
♥ Winner: Brie Bella
♠ Rose and Rabbit vs. Kidd and Natalya
•ম্যাচটা ফানি ম্যাচ হয়, শেষে বানি ভুল ব্যক্তিকে মেরে এই ম্যাচটা রোসকে হারিয়ে দেয়।
♥ Winners: Kidd and Natalya
◘ ম্যাচের পরে যদিও রোস বানিকে অ্যাটাক করেনি কিন্তু বানির উপরে সে দারুন রেগে ছিল।
◘ এরপর রাইব্যাক এবং রিনির একটা প্রোমো দেখানো হয় যেটাতে কেইনকে নিয়ে মজা করা হয়।
◘ এরপর Kofi, Xavier Woods এবং Big E -এর একসঙ্গে একটা প্রোমো দেখানো হয় এবং জন সিনা ও জিগ্লার ইন্টারভিউ দেয় তাদের পরবর্তী ম্যাচের জন্য।
◘ এবার সময় ভোটের রেজাল্টের, হিউজ ফারাকে সেথের চামচাদেরকে সিলেক্ট করা হয়।
♠ Dolph Ziggler ও John Cena vs. Seth Rollins, Joey Mercury ও Jamie Noble
•নোবেল এবং সিনা ম্যাচটা শুরু করে, যেটা পুরাই একদিকের ম্যাচ হতে যাচ্ছে। চিন্তাই সেথের মাথায় হাত পরে। ব্রেকের পরে এসে দেখা যায় নোবেল সিনাকে ধোলাই দিচ্ছে...!! সিনার মার খাওয়ার স্বভাবটা আর গেলোনা, জিগ্লার ট্যাগ দিয়ে আসে কিন্তু আবার সেথরা মিলে ম্যাচের কন্ট্রোল নিয়ে নেয়। কিন্তু জিগ্লার সবাইকে ছুটিয়ে দিয়ে সিনাকে ট্যাগ দেয় এবং সিনা ফুলফর্মে অ্যাটাক করে এবং মার্কারিকে সমস্ত সিগনেচার মুভ হিট করে। এরপর রলিন্স সিনা এবং জিগ্লারের মাঝে একায় ফেসে যায়, কিন্তু মার্কারি এবং নোবেল তাদেরকে অ্যাটাক করে রলিন্সকে বাঁচাবার জন্য। এরপর সিনা এবং জিগ্লার সেথের চামচাদুটিকে সেম টাইমে তাদের ফিনিশার দেয় এবং পিন করে জয়লাভ করে।
♥ Winners: Cena and Ziggler
◘ দেখে মনে হচ্ছিল যে রলিন্স আবার বেঁচে যাবে কিন্তু হঠাৎ করেই রলিন্স চলে আসে এবং রলিন্সকে রিঙ্গের ভিতরে ঢুকিয়ে দেয়। রিঙ্গে যাবার সঙ্গে সঙ্গেই একটা সুপারকিক এবং AA খেয়ে রলিন্সের ডোজ পূর্ণ হয় এবং ইয়েস চ্যান্ট শুরু হয়ে যায়।
◘ এবার একটা আওয়াযে ইন্টারাপ্ট করা হয়, সেই আওয়াজটা হল অজানা GM -এর আওয়াজ। প্রচলিত নিয়ম অনুসারে আনাউন্স টেবিলের পাশে কম্পিউটার রাখা হয় এবং অজানা GM একটা ম্যাসেজ পাঠায় যেটাকে কোল পরতে যায়, যেখানে বলা হয় "order will be restored on Cyber Monday next week"...এবং ম্যাসেজটাই বারে বারে প্লে হতে থাকে এবং আজকের Raw এইভাবেই শেষ হয়, আমার মনে হয় Hornswoggle-ই হবে প্রতিবারের মতো সেই অজানা জি.এম.।
◘ অনেকেই ভেবেছিল যে অথরিটী এখনও শেষ হয়নি এবং কন্ট্রাক্ট সাইনিং নিয়ে কিছু একটা হবে যেটা মোটেও হয়নি বরং আজকে সারপ্রাইজ দিবার জন্য ছিলেন ড্যানিয়েল ব্রায়েন নিজেই। কেমন লাগলো আপনাদের আজকের Raw??