1. John Cena ইতিহাসের হয়ত ২য় রেসলার হতে যাচ্ছেন যিনি ৩ বার Royal Rumble উইনার হবেন। তবে মজার ব্যাপার হলো, যদি তিনি জিতেন তিনি হিল টার্ন নিবেন এবং Roman Reigns এর সাথে ফিউড করবেন।
2. Elimination Chamber পিপিভি সম্পুর্ন বাদ দিয়ে স্টিপুলেশন হিসেবে রাখতে চায় Authority. এর বদলে Fast Lane নামক পিপিভি করতে পারে
3. Cesaro কে আপাতত মিড কার্ডে রাখা হতে পারে।
4. Ryback কে সেই আবারো ২০১২ সালের "Feed Me More" গিমিকে দেওয়া হয়েছে। তাকে পুশ দিতেই এটি করা হয়েছে। শুধু তাই নয় শোনা যাচ্ছে তার সাথে আরো দুইজন রেসলার কে ঢুকিয়ে একটা ডমিনেন্স স্ট্যাবল করা হতে পারে।
5. শেমাস এর সাথে ফিউড শেষ হওয়ার পর Ryback এবং রুসেফ এর মধ্যে একটা Feud হবে ।
6. Dolph Ziggler ডিসেম্বরের TLC পিপিভি Intercontinental চ্যাম্পিয়ন থাকবেন এবং Bad News Barrett এর কাছে হারবেন।
7. WWE এর পরবর্তী ইউরোপিয়ান ট্যুর এ অনুপস্থিত থাকবেন Ramdy Orton. তার সিনেমার কাজে সেইসময় ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন।
8. Darren Young কে নতুন গিমিকে অচিরেই দেখা যাবে।
9. Royal Rumble এ Stardust আবার Cody Rhodes রূপে ফিরে আসবেন
◘ রিটার্ন নিউজ:-
☆ আন্ডারটেকার এই রেসলমেনিয়াতে রিটার্ন করতে পারেন । গুজব শোনা যাচ্ছে যে তিনি আবার নিয়মিত জিম করা শুরু করে দিয়েছেন । তবে এই রেসলমেনিয়াই হবে তার শেষ ম্যাচ । তিনি ব্রক লেসনার এর সাথে ম্যাচ খেলে অফিসিয়ালি রিটায়ার্ড করতে পারেন ।
☆ December এ রিটার্ন করতে পারেন "Hall of Fame" Bret "The Hitman" Hart।
☆ ক্রিস জেরিকো রয়াল রাম্বলে রিটার্ণ করবেন ।
☆ RVD রয়াল রাম্বলে রিটার্ন করতে পারেন । তবে এখন পর্যন্ত তিনি WWE এর সাথে নতুন করে কোন চুক্তি করেননি ।
☆ TNA এর সাথে জেফ হার্ডির কন্ট্রাক্ট এখন ও শেষ হয়নি । তাই এই বছর জেফ কে WWE তে দেখার সম্ভাবনা নেই ।
☆ ডাডলি বয়েজ অর্থাৎ Team 3D এর সাথে WWE নতুন একটি চুক্তি করতে আগ্রহী । শিগ্রই তারা WWE তে রিটার্ন করতে পারেন ।
Credit : Atik Shahrear Ananto, Cris_jericholic