◘ WWE সারভাইবর সিরিজে WWE নেটওয়ার্কে এখন লাইভ এবং একদম ফ্রী!! আজকে BNB ব্যাক করেছে যদিও রিটার্ন করেনি অর্থাৎ সে কোন ম্যাচ খেলবে না। 

♠ Fandango vs. Justin Gabriel (প্রী শো)

• এবার ফানডানগো, রোস মেন্ডীসের সঙ্গে আসে। রোসা আজকে টাঙ্গো ডান্সের মাধ্যমে নতুন এবং আগের থেকে ভালো  ফানডানগোকে ইন্ট্রোডিউস করে। ম্যাচের শেষের দিকে জাস্টিন ফানডানগোকে স্প্রিংবোর্ড কিক এবং মুন্সল্ট দ্বারা হিট করে কিন্তু ফান্ডাঙ্গো রিকভার করে নিয়ে জাস্টিনকে একটা স্টিফ ক্লোথস্লাইন দেয়। এরপরে যথাক্রমে ইউনিক সুপ্লেক্স এবং ফিনিশিং মুভ লেগ ড্রপের মাধ্যমে ফানডানগো জয়লাভ করে। 

♥ Winner: Fandango! 

◘ এরপর সিজারো আসে এবং এমন ভান করে যেন আজকের মেইন ইভেন্টে সে কোনদিকেই থাকবে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে জানিয়ে দেয় সে অথরিটিকেই সাপোর্ট করবে, সে কয়েকটি আলাদা ভাষায় বলে অথরিটি দীর্ঘজীবী হোক...। কিন্তু এরপর হঠাৎ করেই একজন রিটার্ন করে, সে হল জ্যাক স্বোয়াগার যে ইঞ্জুরির কারনে টিম সিনাতে থাকতে পাইনি। জেব কোল্টার বলে যে তারা টিম সিনাকে সাপোর্ট করে এবং সিজারোকে সে ব্রাউন নোসার বলে ডাকে, অর্থাৎ এরপর তাদেরই ম্যাচ হবে।

♠ Jack Swagger vs. Cesaro (প্রী শো)

• তাদের মধেকার ম্যাচটা বেশীখন স্থায়ী হয়নি। শেষেরদিকে স্বাগার একটা স্বাগারবম্ব দিতে গেলে সিজারো কাউন্টার করে কিন্তু সেই কাউন্টারের মাধমেই স্বাগার সিজারোকেই Patriot Lock-এর মাধ্যমে ধরে ফেলে, কিন্তু সিজারো আবার তাকে কিক করে এবং দুইটো জার্মান সুপ্লেক্স হিট করে যতক্ষণ না পর্যন্ত স্বাগার রোল করে আবারও Patriot Lock দিতে সক্ষম হয়ে যায়। এরপর নিরুপায় সিজারো ট্যাপ আউট করে দেয় এবং স্বাগার একটা চমকপ্রদ জয়লাভ করে।

♥ Winner: Jack Swagger

◘ আগের গুলি প্রী-শো ছিল, সুতিরাং সেগুলি আপনি টিভিতে দেখতে পাবেন না, আজকের শো এর শুরুতে এরিনার পেছন দিকে একটা লেমো এসে স্টান্ড হয় এবং সেটা থেকে বেরিয়ে আসে আমাদের চেয়ারম্যান ভিন্স মিকম্যান। এরপর ভিন্স রিঙ্গে যায় এবং ক্রাউডদের কাছ থেকে অনেক রিআকশন পায়, তারপর সে ট্রিপ এবং স্টেফকে ইন্ট্রোডিউস করে এবং অনেক হিটও পায়।  

◘ এরপর স্টেফনি একটা ভিন্স চ্যান্ট শুরু করে কিন্তু ভিন্স মিকম্যান নিজেই তাতে খুব আগ্রহ না দেখিয়ে সিনাকে ওয়েলকাম করে, সিনা এসে একটু মিক্সড রেস্পন্স পায়। সিনা এবং অথরিটি একে অপরকে কিছু বাঁশ মারখা কথা বলে, ট্রিপ বলে যে টিম সিনাতে একমাত্র ইন্টারেস্ট হল সিনা নিজেই বাকি সবাই শেষ পর্যন্ত নিজের জব রক্ষা করার জন্য ভিক্ষা করতে লাগবে। স্টেফ বলে যে এটাতে যদি তারা হেরেও যায় তাহলেও তারা CT থেকে শোটাকে চালিয়ে যাবে, কিন্তু এরপর ভিন্স বলে তারা তাদের ডেস্ক জব করতে পারবে কিন্তু WWE সুপারস্টারদের ক্যারিয়ারের উপরে কিছু গোলমাল করতে পারবে না। ভিন্স আরও বলে যে কন্ট্রাক্টে একটা স্টিপুলেশন আছে যে শুধুমাত্র সিনাই অথরিটিকে আবার পাওয়ারে আনতে পারবে যদি তারা আজকের ম্যাচে হেরে যায়, এটা শুনে ক্রাউড্রা Yes চ্যান্ট শুরু করে।

♠ The Usos vs. The Mizs vs. Los Matadores vs. Gold and Stardust

• ফারনান্দো এবং স্টারডাস্ট ম্যাচ শুরু করে। আজকে স্টারডাস্টের আউটফিটটা নতুন ধরনের ছিল যেটা লাল, গোল্ডেন এবং কালো রঙ দিয়ে তৈরি ছিল। এদের মধ্যে আশা করা যাচ্ছে ভালো ম্যাচ হবে। দর্শকরা চ্যান্ট করে "আমরা চাই মিজডোউ", এটা শুনে ম্যাচের একপর্যায়ে স্টারডাস্ট উচ্চসরে বলে যে "তোমারা মিজডোউ কে চাও না, তোমরা আসলে স্টারডাস্টকে চাও!" এরপর স্টারডাস্ট, তার ভাইকে ট্যাগ করে এবং এরপর স্টারডাস্ট টপ রোপ থেকে গোল্ডডাস্টের উপর একটা সান্সেট ফ্লিপ হিট করে, যেটার সাহায্যে গোল্ডডাস্ট একটা ম্যাটাডোরকে জার্মান সুপ্লেক্স দিতে সক্ষম হয়, এটা মনে হয় এই বছরের সবথেকে ভালো মুভ।

• এরপর সবাইমিলে রিঙ্গে চলে আসে এবং একে অপরকে তাদের ফিনিশার হিট করতে লাগে, শেষপর্যন্ত গোল্ডডাস্ট এবং জেই উসো রিঙ্গে বাকি থাকে, এরপর এল টোরিটো সবাইয়ের উপর একটা স্প্লাশ হিট করে কিন্তু রেফারি সেটাকে ডিস্কোয়ালিফাই করেনি!! এরপর ডাস্ট ব্রাদার মিলে কর্নারে গিয়ে ম্যাটাডোরসদের উপর কমবো সুপ্লেক্স হিট করে। এরপর হঠাৎ করে মিজডোউ ট্যাগ দিয়ে নিজেকে আনে এবং জয়লাভ করে যায় এবং মিজ নিজে স্তম্ভিত থেকে যায়...দারু ব্যাপার, এখন সবাইয়ের প্রেডিকশঙ্কে ভুল প্রমানিত করে মিজসরা হয়ে গেল আমাদের নিউ চ্যাম্পিয়ন। 

♥ Winners: Miz and Mizdow 

◘ ম্যাচের পরে মিজ নিজেই দুইটা বেল্টকে একসাথে ধরে রেখে চলে যায়, মনে হয় পরের দিনের "র" তে মিজডোউ দুইটা রেপ্লিকা বানিয়ে নিয়ে আসবে! 

♠ Cameron, Summer Rae, Layla and Paige vs. Naomi, Natalya, Emma and Alicia

•Natalya কে সাথ দিবার জন্য টাইসন কিড রিঙ্গে আসে। ডিভাসদের মধ্যে ভালোই ম্যাচ হয়, শেষে নাওমি নিজেকে ট্যাগ ইন করে ক্রসবডি হিট করে কিন্তু টার্গেটটাকে মিস করে যায়, এরপর slighshot stunner-এর মাধ্যমে সে দুই কাউন্ট লাভ করলে সকল ডিভা চলে আসে এবং একে অপরকে নক করতে থাকে এরই মধ্যে রোল আপের মাধ্যমে নাওমি, ক্যামেরনকে এলিমিনেট করে দেয়। 

• বাকি ঘটনা শরটে বলে দিচ্ছি- এরপর ফক্স লায়লাকে এলিমিনেট করে, এবং তারপরে ইমা, সামারকে এলিমিনেট করে। এরপর নাওমি আসে এবং পেইজকে রেয়ার ভিউ দেয় এবং তারপর তার নতুন একটা ফিনিশার হিট করে  এবং পেইজকে পিন করে জয়লাভ করে। 

♥ Winners: Emma, Natalya Naomi and Alicia Fox

♠ Dean Ambrose vs. Bray Wyatt 

• এদের দুজনের ম্যাচ যে ভালো হবে সে ব্যাপারে কোন সন্দেহ নাই। তারা একে অপরকে পাঞ্চ মেরে শো শুরুক করে, আম্ব্রোস ব্রেকে কর্নারে নিয়ে যায় কিন্তু অনেক বড় সাইজের কারনে ব্রে আম্ব্রোসকেই ধোলাই দেয়। কিন্তু আম্ব্রোস আবার তাকে নিচে ফেলে দিলে সে রিঙ্গের বাইরে চলে যায়। এরপর তাদের মধ্যে ফাইট চলতে থাকে, এই ম্যাচটা হয়েছে অনেক লম্বা একটা ম্যাচ। ম্যাচের  শেষের দিকে যখন আম্ব্রোস কিছুতেই হার মানছিল না তখন ওয়াট একটা মাইক নেয় এবং বলে যে আম্ব্রোস কেন এরকম করছে যখন তারা দুজনে মিলে এই জগতে রাজত্ব করতে পারে কারন তারা দুজনেই স্পেশাল। আম্ব্রোস বলে ক্ষমা করিও কিন্তু আমি নিজের পথ নিজেই বাছি।  এটা শুনে ব্রে একটা জোরদার শট মেরে আম্ব্রোসকে নীচে ফেলে দেয় ফলে সে কিছু স্টিল  চেয়ারের খোজ করতে থাকে। আম্ব্রোস একটা একটা করে চেয়ার তুলতে থাকে আর রেফ একটা একটা করে চেয়ার বাইরে ফেলতে থাকে, এরপর ওয়াট আম্ব্রোসের হাঁটুর কাছে আসে এবং তার কাছে প্রার্থনা করে যে দয়া করে চেয়ার ইউস করো, ব্রে ভুলেই গিয়েছিল যে আম্ব্রোস হল লুনেটিক, ডিন কিছুক্ষণ ভাবে এবং আসলেই সেই চেয়ারগুলিকে ইউস করে ফেলে যার ফলে DQ হয়ে যায়। এরপর সে ওয়াটকে ধরে এবং স্টিল চেয়ারের উপর ডারটি ডিডস হিট করে এবং ক্রাউডরা উচ্ছাসে ফেটে পরে। ব্রে জয়লাভ করলেও আমরা প্রচুর মজা পেয়েছি।   

♥ Winner by DQ: Bray Wyatt


◘ আম্ব্রোস এখানেই থেমে থাকেনি, সে কিছু টেবিলকে সেট করে এবং তার উপরে ব্রেকে রেখে টপ রোপ থেকে একটা এল্বোউ হিট করে টেবিলটাকে ভেঙ্গে দেয়। এরপর সে আরও একটা টেবিল এবং অনেকগুলি স্টিলচেয়ার নিয়ে এসে ওয়াটকে চাপা দিয়ে দেয় তার নীচে। এবং তারপর ফাইনালী একটা বড়সড় ল্যাডার নিয়ে এসে সেটাকে স্টান্ড করে তার উপরে উঠে ক্রাউডদের জন্য পোস দেয় এবং সবাইমিলে চিৎকার করতে থাকে দিস ইস অসাম!! যাইহোক এটা ছিল TLC -এর জন্য একটা ডেমো যেটা আসলেই অস্থির ছিল।

◘ এরপর ট্রিপ এবং স্টেফের একটা প্রোমো দেখানো হয়। 

♠ Rose and Rabbit vs. Slater Gator

শেষে একটা মিসাইল ড্রপকিকের মাধ্যমে দ্য বানি স্লেটারকে পিন করে এবং জিতে যায়, রোস একটু রেগে যায় কারন সে একটা ট্যাগ চাইছিলো যেটা সে পাইনি। 

♥ Winners: Rose and Rabbit


♠ Nikki Bella vs. AJ (Divas Title Match)

ম্যাচ চলাকালীন ব্রি রিঙ্গের আপ্রনে ডিভাস টাইটেল নিয়ে উঠে এবং এজে লিকে ধরে নিয়ে একটা কিস করে, এই সুযোগে নিক্কি এজেকে নক আউট করে দেয় এল্বোউএর মাধ্যমে এবং তারপর র‍্যাক অ্যাটাকের মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner: Nikki Bella

◘ এরপরে হবে আমাদের আসল ম্যাচ, এই ম্যাচটাতে এত প্লেয়ার আছে যে এন্ট্রান্স হতেই প্রায় ৯-১০ মিনিট লাগে। 

♠ Team Authority vs. Team Cena

• আজকের ম্যাচ শুরু করে বিগ শো এবং মার্ক হেনরি, প্রথমেই শো হেনরিকে কয়েক সেকেন্ডের মধ্যেই নক আউট পাঞ্চের মাধ্যমে পিন করে হারিয়ে দেয়। অর্থাৎ প্রথমে এলিমিনেট হয় মার্ক হেনরি। 

• এরপর ম্যাচের একপর্যায়ে, রাইব্যাক রুসেভকে  Meathook clothesline হিট করে এবং শেল শকের জন্য কাঁধে চেরে নেয়, কিন্তু কেইন চলে এসে একটা বিগ বুটের মাধ্যমে রাইব্যাককে ফেলে দেয় এবং সবাই রিঙ্গে চলে এসে একে অপরকে মারতে থাকে এবং শেষে সেথ, রাইব্যাককে একটা কারব স্টোম্প হিট করে। এরপরে আবার রুসেব রাইব্যাককে একটা বড়সড় কিক হিট করে তাকে পিন করে এলিমিনেট করে দেয়।

• এরপর একসময় রুসেভ এবং জিগ্লারের খেলা চলছিল। রুসেব রিঙ্গ থেকে একটা পাওয়ারবম্ব হিট করে, এবং নীচে গিয়ে আনাউন্স টেবিল পরিষ্কার করা শুরু করে যদিও রেফারি কাউন্ট করা শুরু করে দেয়। রুসেভ এরপর জিগ্লারকে সেই টেবিলের উপরে শুইয়ে দেয় রানিং লিপ হিট করার চেষ্টা করে কিন্তু জিগ্লার জায়গা থেকে সরে যায় এবং রুসেভ নিজেকেই আহত করে ফেলে এবং টেবিলটাও ভেঙ্গে যায়। জিগ্লার কোনরকমে রিঙ্গে প্রবেশ করতে সক্ষম হয় এবং রেফারি কাউন্ট শেষ করে জারফলে রুসেভ কাউন্ট আউট হয়ে এলিমিনেট হয়ে যায়।

• এরপর হারপার এবং রোয়ান ট্যাগ দিয়ে একসঙ্গে রিঙ্গে আসে এবন হারপার, রোয়ানকে কর্নারের দিকে নিয়ে যায় যারফলে রলিন্স রোয়ানের মাথায় নিজের হাঁটু দিয়ে হিট করে এবং তারপর লিগ্যাল ম্যান হারপার একটা জোরদার ক্লোথস্লাইনের মাধ্যমে এরিককে পিন করে এলিমিনেট করে দেয়।

• তারপরে হিসাবমতোই একজন টিম সিনার সাথে বেইমানি করতোই, কিন্তু কেউই আশা করতে পারেনি যে এটা করতে চলেছে দ্য বিগ শো। বিগ শো সিনাকে KO পাঞ্চ হিট করে নক আউট করে দেয় এবং তারপর রলিন্স সিনাকে পিন করে এলিমিনেট করে। অর্থাৎ টিম কাপ্টেন্ট এখন কোমাতে। 

• এবার বিগ শো নিজে হেঁটে রিঙ্গের বাইরে চলে যায় এবং নিজেকে কাউণ্ট আউট করে দেয় এবং এলিমজনেট হয়ে যায়। এখন সবাই ভাবে (আপনারা সহ) যে টিম সিনা নিশ্চিতভাবে হেরে গেল...কিন্তু খেলা এখনও বাকি আছে দোস্ত। 

• এরপর কেইন এবং জিগ্লারের খেলা হয়, হঠাৎ করে জিগ্লার একটা সুপারকিকের মাধ্যমে কেইনকে পিন করে এলিমিনেট করে দেয়। 

• এরপর হারপারের সাথে জিগ্লারের খেলা হয়, হারপার জিগ্লারকে যাই হিট করে জিগ্লার নিজের দমে সবকটাকেই কিক আউট করে দেয়, মনে হয় জিগ্লার আজকে কিছু খেয়ে এসেছে। হঠাৎ করে জিগ্লার রোলাপের মাধ্যমে হারপারকে পিন করে এবং জয়লাভ করে এবং সাথে সাথেই হারপার এলিমিনেট হয়ে যায়। 

• শেষে দ্য গোল্ডেন বয় আসে এবং ম্যাচটাকে কন্ট্রোল করতে লাগে। এরপর তাদের মধ্যে ভালো ম্যাচ চলতে থাকে। এরপর শেষপর্যন্ত জিগ্লার একটা জিগ-জাগ হিট করতে সক্ষম হয় কিন্তু ট্রিপ বুদ্ধির সাথে রেফারিকে টেনে রিং থেকে বার করে আনে ফলে এই যাত্রাই অথরিটি বেঁচে যায়। এরপর মার্কারি এবং নোবেল জিগ্লারকে অ্যাটাক করতে লাগে। কিন্তু জিগ্লার তাদেরকে পালটা জবাব দেয় এবং স্টেফনির উপর ছুরে ফেলে, যার কারনে স্টেফনি ট্রিপল এইচের উপরে পরে যায়। এরপর সেথ একটা কারব স্টোম্প দেওয়ার চেষ্টা করলে জিগ্লার বেঁচে যায় কিন্তু তার পরেই আরও একটা কারব স্টোম্প হিট করে যেটা থেকে জিগ্লার বাচতে পারেনি। আরও একজন রেফারি চলে আসে এবং ট্রিপ তাকেও অ্যাটাক করে। এরপর ট্রিপ নিজে যাই তার স্ত্রী এর গায়ে হাত তোলার প্রতিশোধ নিতে। ট্রিপ জিগ্লারকে একটা দারুন ক্লোথসলাইনের হিট করে এবং তাকে একটা পেডিগ্রি হিট করে এবং তারপর নিজের রেফারি  Scott Armstrong -কে ডাকে। 

• কিন্তু এরপর হঠাৎ করেই অবিশ্বাস্য ঘটনা ঘটে যায়...!! রেফারির বদলে WWE তে চলে আসে লেজেন্ডারি স্টিং...হ্যাঁ ঠিকই শুনেছেন ডেবিউ করে আউট অফ ণো হোয়ার। স্টিং রিঙ্গে আসে এবং ট্রিপের মুখোমুখি দাড়িয়ে যায়, দর্শকরা সবাই তার নাম চ্যান্ট করতে থাকে। তারা দীর্ঘসময় ধরে একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং ক্রাউডরা দিস ইস অসাম চ্যান্ট করতে থাকে। ট্রিপল এইচ প্রথম হিট করে কিন্তু স্টিং ট্রিপের গাটে হিট করে তাকে একটা Scorpion Death Drop দেয় এবং তারপর স্টিং জিগ্লারকে রলিন্সের উপরে শুইয়ে দেয় এবং আসল রেফারি চলে আসে এবং কাউন্ট করে পিন করে ফলে সেথ রলিন্স এলিমিনেট হয় এবং টিম সিনা জিতে যায় এবং সবাই যা ভেবেছিল তার বিপরীতে জিগ্লার হয় সোউল সারভাইবর। অসম্ভব ভালো এবং সারপ্রাইজিং একটা ম্যাচ ছিল এটা, কেউ মিস করবেন না। 

♥ Winner : Team Cena 

◘ এরপর জিগ্লার সেলিব্রেট করতে থাকে এবং স্টেফনি কাঁদতে শুরু করে...এই PPV তে কোন ওয়ার্ড টাইটেল ম্যাচই ছিল না কিন্তু এটা মানতেই হচ্ছে বস দিস ইস অসাম। আপনাদের কি মতামত? কেমন লাগলো আজকের সারভাইবর সিরিজ?? 

☻WWE সারভাইবর সিরিজ ২০১৪


◘ WWE সারভাইবর সিরিজে WWE নেটওয়ার্কে এখন লাইভ এবং একদম ফ্রী!! আজকে BNB ব্যাক করেছে যদিও রিটার্ন করেনি অর্থাৎ সে কোন ম্যাচ খেলবে না। 

♠ Fandango vs. Justin Gabriel (প্রী শো)

• এবার ফানডানগো, রোস মেন্ডীসের সঙ্গে আসে। রোসা আজকে টাঙ্গো ডান্সের মাধ্যমে নতুন এবং আগের থেকে ভালো  ফানডানগোকে ইন্ট্রোডিউস করে। ম্যাচের শেষের দিকে জাস্টিন ফানডানগোকে স্প্রিংবোর্ড কিক এবং মুন্সল্ট দ্বারা হিট করে কিন্তু ফান্ডাঙ্গো রিকভার করে নিয়ে জাস্টিনকে একটা স্টিফ ক্লোথস্লাইন দেয়। এরপরে যথাক্রমে ইউনিক সুপ্লেক্স এবং ফিনিশিং মুভ লেগ ড্রপের মাধ্যমে ফানডানগো জয়লাভ করে। 

♥ Winner: Fandango! 

◘ এরপর সিজারো আসে এবং এমন ভান করে যেন আজকের মেইন ইভেন্টে সে কোনদিকেই থাকবে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে জানিয়ে দেয় সে অথরিটিকেই সাপোর্ট করবে, সে কয়েকটি আলাদা ভাষায় বলে অথরিটি দীর্ঘজীবী হোক...। কিন্তু এরপর হঠাৎ করেই একজন রিটার্ন করে, সে হল জ্যাক স্বোয়াগার যে ইঞ্জুরির কারনে টিম সিনাতে থাকতে পাইনি। জেব কোল্টার বলে যে তারা টিম সিনাকে সাপোর্ট করে এবং সিজারোকে সে ব্রাউন নোসার বলে ডাকে, অর্থাৎ এরপর তাদেরই ম্যাচ হবে।

♠ Jack Swagger vs. Cesaro (প্রী শো)

• তাদের মধেকার ম্যাচটা বেশীখন স্থায়ী হয়নি। শেষেরদিকে স্বাগার একটা স্বাগারবম্ব দিতে গেলে সিজারো কাউন্টার করে কিন্তু সেই কাউন্টারের মাধমেই স্বাগার সিজারোকেই Patriot Lock-এর মাধ্যমে ধরে ফেলে, কিন্তু সিজারো আবার তাকে কিক করে এবং দুইটো জার্মান সুপ্লেক্স হিট করে যতক্ষণ না পর্যন্ত স্বাগার রোল করে আবারও Patriot Lock দিতে সক্ষম হয়ে যায়। এরপর নিরুপায় সিজারো ট্যাপ আউট করে দেয় এবং স্বাগার একটা চমকপ্রদ জয়লাভ করে।

♥ Winner: Jack Swagger

◘ আগের গুলি প্রী-শো ছিল, সুতিরাং সেগুলি আপনি টিভিতে দেখতে পাবেন না, আজকের শো এর শুরুতে এরিনার পেছন দিকে একটা লেমো এসে স্টান্ড হয় এবং সেটা থেকে বেরিয়ে আসে আমাদের চেয়ারম্যান ভিন্স মিকম্যান। এরপর ভিন্স রিঙ্গে যায় এবং ক্রাউডদের কাছ থেকে অনেক রিআকশন পায়, তারপর সে ট্রিপ এবং স্টেফকে ইন্ট্রোডিউস করে এবং অনেক হিটও পায়।  

◘ এরপর স্টেফনি একটা ভিন্স চ্যান্ট শুরু করে কিন্তু ভিন্স মিকম্যান নিজেই তাতে খুব আগ্রহ না দেখিয়ে সিনাকে ওয়েলকাম করে, সিনা এসে একটু মিক্সড রেস্পন্স পায়। সিনা এবং অথরিটি একে অপরকে কিছু বাঁশ মারখা কথা বলে, ট্রিপ বলে যে টিম সিনাতে একমাত্র ইন্টারেস্ট হল সিনা নিজেই বাকি সবাই শেষ পর্যন্ত নিজের জব রক্ষা করার জন্য ভিক্ষা করতে লাগবে। স্টেফ বলে যে এটাতে যদি তারা হেরেও যায় তাহলেও তারা CT থেকে শোটাকে চালিয়ে যাবে, কিন্তু এরপর ভিন্স বলে তারা তাদের ডেস্ক জব করতে পারবে কিন্তু WWE সুপারস্টারদের ক্যারিয়ারের উপরে কিছু গোলমাল করতে পারবে না। ভিন্স আরও বলে যে কন্ট্রাক্টে একটা স্টিপুলেশন আছে যে শুধুমাত্র সিনাই অথরিটিকে আবার পাওয়ারে আনতে পারবে যদি তারা আজকের ম্যাচে হেরে যায়, এটা শুনে ক্রাউড্রা Yes চ্যান্ট শুরু করে।

♠ The Usos vs. The Mizs vs. Los Matadores vs. Gold and Stardust

• ফারনান্দো এবং স্টারডাস্ট ম্যাচ শুরু করে। আজকে স্টারডাস্টের আউটফিটটা নতুন ধরনের ছিল যেটা লাল, গোল্ডেন এবং কালো রঙ দিয়ে তৈরি ছিল। এদের মধ্যে আশা করা যাচ্ছে ভালো ম্যাচ হবে। দর্শকরা চ্যান্ট করে "আমরা চাই মিজডোউ", এটা শুনে ম্যাচের একপর্যায়ে স্টারডাস্ট উচ্চসরে বলে যে "তোমারা মিজডোউ কে চাও না, তোমরা আসলে স্টারডাস্টকে চাও!" এরপর স্টারডাস্ট, তার ভাইকে ট্যাগ করে এবং এরপর স্টারডাস্ট টপ রোপ থেকে গোল্ডডাস্টের উপর একটা সান্সেট ফ্লিপ হিট করে, যেটার সাহায্যে গোল্ডডাস্ট একটা ম্যাটাডোরকে জার্মান সুপ্লেক্স দিতে সক্ষম হয়, এটা মনে হয় এই বছরের সবথেকে ভালো মুভ।

• এরপর সবাইমিলে রিঙ্গে চলে আসে এবং একে অপরকে তাদের ফিনিশার হিট করতে লাগে, শেষপর্যন্ত গোল্ডডাস্ট এবং জেই উসো রিঙ্গে বাকি থাকে, এরপর এল টোরিটো সবাইয়ের উপর একটা স্প্লাশ হিট করে কিন্তু রেফারি সেটাকে ডিস্কোয়ালিফাই করেনি!! এরপর ডাস্ট ব্রাদার মিলে কর্নারে গিয়ে ম্যাটাডোরসদের উপর কমবো সুপ্লেক্স হিট করে। এরপর হঠাৎ করে মিজডোউ ট্যাগ দিয়ে নিজেকে আনে এবং জয়লাভ করে যায় এবং মিজ নিজে স্তম্ভিত থেকে যায়...দারু ব্যাপার, এখন সবাইয়ের প্রেডিকশঙ্কে ভুল প্রমানিত করে মিজসরা হয়ে গেল আমাদের নিউ চ্যাম্পিয়ন। 

♥ Winners: Miz and Mizdow 

◘ ম্যাচের পরে মিজ নিজেই দুইটা বেল্টকে একসাথে ধরে রেখে চলে যায়, মনে হয় পরের দিনের "র" তে মিজডোউ দুইটা রেপ্লিকা বানিয়ে নিয়ে আসবে! 

♠ Cameron, Summer Rae, Layla and Paige vs. Naomi, Natalya, Emma and Alicia

•Natalya কে সাথ দিবার জন্য টাইসন কিড রিঙ্গে আসে। ডিভাসদের মধ্যে ভালোই ম্যাচ হয়, শেষে নাওমি নিজেকে ট্যাগ ইন করে ক্রসবডি হিট করে কিন্তু টার্গেটটাকে মিস করে যায়, এরপর slighshot stunner-এর মাধ্যমে সে দুই কাউন্ট লাভ করলে সকল ডিভা চলে আসে এবং একে অপরকে নক করতে থাকে এরই মধ্যে রোল আপের মাধ্যমে নাওমি, ক্যামেরনকে এলিমিনেট করে দেয়। 

• বাকি ঘটনা শরটে বলে দিচ্ছি- এরপর ফক্স লায়লাকে এলিমিনেট করে, এবং তারপরে ইমা, সামারকে এলিমিনেট করে। এরপর নাওমি আসে এবং পেইজকে রেয়ার ভিউ দেয় এবং তারপর তার নতুন একটা ফিনিশার হিট করে  এবং পেইজকে পিন করে জয়লাভ করে। 

♥ Winners: Emma, Natalya Naomi and Alicia Fox

♠ Dean Ambrose vs. Bray Wyatt 

• এদের দুজনের ম্যাচ যে ভালো হবে সে ব্যাপারে কোন সন্দেহ নাই। তারা একে অপরকে পাঞ্চ মেরে শো শুরুক করে, আম্ব্রোস ব্রেকে কর্নারে নিয়ে যায় কিন্তু অনেক বড় সাইজের কারনে ব্রে আম্ব্রোসকেই ধোলাই দেয়। কিন্তু আম্ব্রোস আবার তাকে নিচে ফেলে দিলে সে রিঙ্গের বাইরে চলে যায়। এরপর তাদের মধ্যে ফাইট চলতে থাকে, এই ম্যাচটা হয়েছে অনেক লম্বা একটা ম্যাচ। ম্যাচের  শেষের দিকে যখন আম্ব্রোস কিছুতেই হার মানছিল না তখন ওয়াট একটা মাইক নেয় এবং বলে যে আম্ব্রোস কেন এরকম করছে যখন তারা দুজনে মিলে এই জগতে রাজত্ব করতে পারে কারন তারা দুজনেই স্পেশাল। আম্ব্রোস বলে ক্ষমা করিও কিন্তু আমি নিজের পথ নিজেই বাছি।  এটা শুনে ব্রে একটা জোরদার শট মেরে আম্ব্রোসকে নীচে ফেলে দেয় ফলে সে কিছু স্টিল  চেয়ারের খোজ করতে থাকে। আম্ব্রোস একটা একটা করে চেয়ার তুলতে থাকে আর রেফ একটা একটা করে চেয়ার বাইরে ফেলতে থাকে, এরপর ওয়াট আম্ব্রোসের হাঁটুর কাছে আসে এবং তার কাছে প্রার্থনা করে যে দয়া করে চেয়ার ইউস করো, ব্রে ভুলেই গিয়েছিল যে আম্ব্রোস হল লুনেটিক, ডিন কিছুক্ষণ ভাবে এবং আসলেই সেই চেয়ারগুলিকে ইউস করে ফেলে যার ফলে DQ হয়ে যায়। এরপর সে ওয়াটকে ধরে এবং স্টিল চেয়ারের উপর ডারটি ডিডস হিট করে এবং ক্রাউডরা উচ্ছাসে ফেটে পরে। ব্রে জয়লাভ করলেও আমরা প্রচুর মজা পেয়েছি।   

♥ Winner by DQ: Bray Wyatt


◘ আম্ব্রোস এখানেই থেমে থাকেনি, সে কিছু টেবিলকে সেট করে এবং তার উপরে ব্রেকে রেখে টপ রোপ থেকে একটা এল্বোউ হিট করে টেবিলটাকে ভেঙ্গে দেয়। এরপর সে আরও একটা টেবিল এবং অনেকগুলি স্টিলচেয়ার নিয়ে এসে ওয়াটকে চাপা দিয়ে দেয় তার নীচে। এবং তারপর ফাইনালী একটা বড়সড় ল্যাডার নিয়ে এসে সেটাকে স্টান্ড করে তার উপরে উঠে ক্রাউডদের জন্য পোস দেয় এবং সবাইমিলে চিৎকার করতে থাকে দিস ইস অসাম!! যাইহোক এটা ছিল TLC -এর জন্য একটা ডেমো যেটা আসলেই অস্থির ছিল।

◘ এরপর ট্রিপ এবং স্টেফের একটা প্রোমো দেখানো হয়। 

♠ Rose and Rabbit vs. Slater Gator

শেষে একটা মিসাইল ড্রপকিকের মাধ্যমে দ্য বানি স্লেটারকে পিন করে এবং জিতে যায়, রোস একটু রেগে যায় কারন সে একটা ট্যাগ চাইছিলো যেটা সে পাইনি। 

♥ Winners: Rose and Rabbit


♠ Nikki Bella vs. AJ (Divas Title Match)

ম্যাচ চলাকালীন ব্রি রিঙ্গের আপ্রনে ডিভাস টাইটেল নিয়ে উঠে এবং এজে লিকে ধরে নিয়ে একটা কিস করে, এই সুযোগে নিক্কি এজেকে নক আউট করে দেয় এল্বোউএর মাধ্যমে এবং তারপর র‍্যাক অ্যাটাকের মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner: Nikki Bella

◘ এরপরে হবে আমাদের আসল ম্যাচ, এই ম্যাচটাতে এত প্লেয়ার আছে যে এন্ট্রান্স হতেই প্রায় ৯-১০ মিনিট লাগে। 

♠ Team Authority vs. Team Cena

• আজকের ম্যাচ শুরু করে বিগ শো এবং মার্ক হেনরি, প্রথমেই শো হেনরিকে কয়েক সেকেন্ডের মধ্যেই নক আউট পাঞ্চের মাধ্যমে পিন করে হারিয়ে দেয়। অর্থাৎ প্রথমে এলিমিনেট হয় মার্ক হেনরি। 

• এরপর ম্যাচের একপর্যায়ে, রাইব্যাক রুসেভকে  Meathook clothesline হিট করে এবং শেল শকের জন্য কাঁধে চেরে নেয়, কিন্তু কেইন চলে এসে একটা বিগ বুটের মাধ্যমে রাইব্যাককে ফেলে দেয় এবং সবাই রিঙ্গে চলে এসে একে অপরকে মারতে থাকে এবং শেষে সেথ, রাইব্যাককে একটা কারব স্টোম্প হিট করে। এরপরে আবার রুসেব রাইব্যাককে একটা বড়সড় কিক হিট করে তাকে পিন করে এলিমিনেট করে দেয়।

• এরপর একসময় রুসেভ এবং জিগ্লারের খেলা চলছিল। রুসেব রিঙ্গ থেকে একটা পাওয়ারবম্ব হিট করে, এবং নীচে গিয়ে আনাউন্স টেবিল পরিষ্কার করা শুরু করে যদিও রেফারি কাউন্ট করা শুরু করে দেয়। রুসেভ এরপর জিগ্লারকে সেই টেবিলের উপরে শুইয়ে দেয় রানিং লিপ হিট করার চেষ্টা করে কিন্তু জিগ্লার জায়গা থেকে সরে যায় এবং রুসেভ নিজেকেই আহত করে ফেলে এবং টেবিলটাও ভেঙ্গে যায়। জিগ্লার কোনরকমে রিঙ্গে প্রবেশ করতে সক্ষম হয় এবং রেফারি কাউন্ট শেষ করে জারফলে রুসেভ কাউন্ট আউট হয়ে এলিমিনেট হয়ে যায়।

• এরপর হারপার এবং রোয়ান ট্যাগ দিয়ে একসঙ্গে রিঙ্গে আসে এবন হারপার, রোয়ানকে কর্নারের দিকে নিয়ে যায় যারফলে রলিন্স রোয়ানের মাথায় নিজের হাঁটু দিয়ে হিট করে এবং তারপর লিগ্যাল ম্যান হারপার একটা জোরদার ক্লোথস্লাইনের মাধ্যমে এরিককে পিন করে এলিমিনেট করে দেয়।

• তারপরে হিসাবমতোই একজন টিম সিনার সাথে বেইমানি করতোই, কিন্তু কেউই আশা করতে পারেনি যে এটা করতে চলেছে দ্য বিগ শো। বিগ শো সিনাকে KO পাঞ্চ হিট করে নক আউট করে দেয় এবং তারপর রলিন্স সিনাকে পিন করে এলিমিনেট করে। অর্থাৎ টিম কাপ্টেন্ট এখন কোমাতে। 

• এবার বিগ শো নিজে হেঁটে রিঙ্গের বাইরে চলে যায় এবং নিজেকে কাউণ্ট আউট করে দেয় এবং এলিমজনেট হয়ে যায়। এখন সবাই ভাবে (আপনারা সহ) যে টিম সিনা নিশ্চিতভাবে হেরে গেল...কিন্তু খেলা এখনও বাকি আছে দোস্ত। 

• এরপর কেইন এবং জিগ্লারের খেলা হয়, হঠাৎ করে জিগ্লার একটা সুপারকিকের মাধ্যমে কেইনকে পিন করে এলিমিনেট করে দেয়। 

• এরপর হারপারের সাথে জিগ্লারের খেলা হয়, হারপার জিগ্লারকে যাই হিট করে জিগ্লার নিজের দমে সবকটাকেই কিক আউট করে দেয়, মনে হয় জিগ্লার আজকে কিছু খেয়ে এসেছে। হঠাৎ করে জিগ্লার রোলাপের মাধ্যমে হারপারকে পিন করে এবং জয়লাভ করে এবং সাথে সাথেই হারপার এলিমিনেট হয়ে যায়। 

• শেষে দ্য গোল্ডেন বয় আসে এবং ম্যাচটাকে কন্ট্রোল করতে লাগে। এরপর তাদের মধ্যে ভালো ম্যাচ চলতে থাকে। এরপর শেষপর্যন্ত জিগ্লার একটা জিগ-জাগ হিট করতে সক্ষম হয় কিন্তু ট্রিপ বুদ্ধির সাথে রেফারিকে টেনে রিং থেকে বার করে আনে ফলে এই যাত্রাই অথরিটি বেঁচে যায়। এরপর মার্কারি এবং নোবেল জিগ্লারকে অ্যাটাক করতে লাগে। কিন্তু জিগ্লার তাদেরকে পালটা জবাব দেয় এবং স্টেফনির উপর ছুরে ফেলে, যার কারনে স্টেফনি ট্রিপল এইচের উপরে পরে যায়। এরপর সেথ একটা কারব স্টোম্প দেওয়ার চেষ্টা করলে জিগ্লার বেঁচে যায় কিন্তু তার পরেই আরও একটা কারব স্টোম্প হিট করে যেটা থেকে জিগ্লার বাচতে পারেনি। আরও একজন রেফারি চলে আসে এবং ট্রিপ তাকেও অ্যাটাক করে। এরপর ট্রিপ নিজে যাই তার স্ত্রী এর গায়ে হাত তোলার প্রতিশোধ নিতে। ট্রিপ জিগ্লারকে একটা দারুন ক্লোথসলাইনের হিট করে এবং তাকে একটা পেডিগ্রি হিট করে এবং তারপর নিজের রেফারি  Scott Armstrong -কে ডাকে। 

• কিন্তু এরপর হঠাৎ করেই অবিশ্বাস্য ঘটনা ঘটে যায়...!! রেফারির বদলে WWE তে চলে আসে লেজেন্ডারি স্টিং...হ্যাঁ ঠিকই শুনেছেন ডেবিউ করে আউট অফ ণো হোয়ার। স্টিং রিঙ্গে আসে এবং ট্রিপের মুখোমুখি দাড়িয়ে যায়, দর্শকরা সবাই তার নাম চ্যান্ট করতে থাকে। তারা দীর্ঘসময় ধরে একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং ক্রাউডরা দিস ইস অসাম চ্যান্ট করতে থাকে। ট্রিপল এইচ প্রথম হিট করে কিন্তু স্টিং ট্রিপের গাটে হিট করে তাকে একটা Scorpion Death Drop দেয় এবং তারপর স্টিং জিগ্লারকে রলিন্সের উপরে শুইয়ে দেয় এবং আসল রেফারি চলে আসে এবং কাউন্ট করে পিন করে ফলে সেথ রলিন্স এলিমিনেট হয় এবং টিম সিনা জিতে যায় এবং সবাই যা ভেবেছিল তার বিপরীতে জিগ্লার হয় সোউল সারভাইবর। অসম্ভব ভালো এবং সারপ্রাইজিং একটা ম্যাচ ছিল এটা, কেউ মিস করবেন না। 

♥ Winner : Team Cena 

◘ এরপর জিগ্লার সেলিব্রেট করতে থাকে এবং স্টেফনি কাঁদতে শুরু করে...এই PPV তে কোন ওয়ার্ড টাইটেল ম্যাচই ছিল না কিন্তু এটা মানতেই হচ্ছে বস দিস ইস অসাম। আপনাদের কি মতামত? কেমন লাগলো আজকের সারভাইবর সিরিজ??