◘ আসুন আগে দেখে নেই, WWE তে বর্তমানে যারা গল্প/কাহিনী বানিয়ে বা লিখে থাকেন তাদের নাম :- 



1. ছবির এই মানুষটিকে নিশ্চয়ই চেনা চেনা লাগছে ?? উনার আসল নাম David Kapoor...যাকে আমরা The Great Khali এর ম্যানেজার Ranjin Singh নামে চিনি। উনি কিন্তু বর্তমানে WWE এর সকল Creative/Script/Story লেখকদের প্রধান! ২০১১ সালে প্রথম Creative লেখকদের দলে যোগ দেন এবং খুব সম্ভত ২০১৩ সালে সবার প্রধান হন।

2. Brian Gewirtz, উনি WWE তে Creative Consultant হিসেবে বর্তমানে কাজ করছেন। WWE এর পুরনো এবং অভিজ্ঞ লোক....১৯৯৮ সাল থেকে কাজ করছেন।

3. Ed Koskey, প্রধান লেখক Raw এর জন্য....১৯৯৯ সাল থেকে এই কোম্পানিতে আছেন। তখনকার সময়ে Smackdown এবং ECW ভালো হওয়ার পিছনে উনার কৃতিত্ব অনেক। আপসোস একটাই, বর্তমান PG Era তে তিনি সেইরকম কিছু করে দেখাতে পারছেন না।

4. Steven Guerrieri, Smackdown এর প্রধান লেখক।

5. Ryan Ward, প্রধান লেখক NXT এর জন্য। 


(PS: 4.Steven Guerrieri +5.Ryan Ward উনাদের শো আলাদা হলেও উনারা প্রতি Raw এবং Smackdown'এ কাজ করে থাকেন)

◘ উনারা তো মাত্র একজন কাহিনী লেখক বা পরামর্শক...তাই বলে উনারা কি WWE এর সব কিছু ?? কিভাবে কাজ করে তাঁদের লেখা এই কাহিনী গুলো ??

• উনারা যেই হোক না কেন উনাদের এই টিমে সবার উপরে আছে Vince McMahon এবং তাঁর কন্যা Stephanie McMahon (পদবীঃ Executive Vice-President of Creative) 

• Stephanie McMahon এর পরে আছেন  ERIC Pankowski (উপরের ছবিতে আছেন) নামে একজন (পদবীঃ Senior Vice-President of Creative and Development)

WWE তে স্টোরি লেখকদের লেখা শো'তে দেখাতে হলে প্রথমে ২টি ধাপ পাড় হতে হয়...

♠ প্রথমে প্রধান লেখকগন তাঁদের স্টোরি/আইডিয়া ERIC Pankowski এই লোকের কাছে সাবমিট করে...। 

♠ তারপর ERIC Pankowski বাছাইকৃত স্টোরি গুলো Stephanie McMahon এর কাছে জমা দেয় অনুমোদন পাওয়ার জন্য। 

♠ আর এভাবেই Stephanie McMahon অনুমোদন দেওয়ার পরেই আমরা সেটা WWE তে দেখতে পারি।

এইভাবেই WWE তে স্ক্রিপ্ট লেখা থেকে স্টেজে সেই স্ক্রিপ্ট অনুযায়ী দেখানো হয়...সুতরাং যারা ভাবতেন যে, স্ক্রিপ্ট রাইটাররাই সবকিছু তারা ভুল এবং যারা ভাবতেন যে ট্রিপল এইচ হল এইসব কাজের জন্য দোশী তারাও ভুল। 

WWE-এর স্ক্রিপ্ট রাইট থেকে স্টেজে শো...কিভাবে হয় জেনে নিন।


◘ আসুন আগে দেখে নেই, WWE তে বর্তমানে যারা গল্প/কাহিনী বানিয়ে বা লিখে থাকেন তাদের নাম :- 



1. ছবির এই মানুষটিকে নিশ্চয়ই চেনা চেনা লাগছে ?? উনার আসল নাম David Kapoor...যাকে আমরা The Great Khali এর ম্যানেজার Ranjin Singh নামে চিনি। উনি কিন্তু বর্তমানে WWE এর সকল Creative/Script/Story লেখকদের প্রধান! ২০১১ সালে প্রথম Creative লেখকদের দলে যোগ দেন এবং খুব সম্ভত ২০১৩ সালে সবার প্রধান হন।

2. Brian Gewirtz, উনি WWE তে Creative Consultant হিসেবে বর্তমানে কাজ করছেন। WWE এর পুরনো এবং অভিজ্ঞ লোক....১৯৯৮ সাল থেকে কাজ করছেন।

3. Ed Koskey, প্রধান লেখক Raw এর জন্য....১৯৯৯ সাল থেকে এই কোম্পানিতে আছেন। তখনকার সময়ে Smackdown এবং ECW ভালো হওয়ার পিছনে উনার কৃতিত্ব অনেক। আপসোস একটাই, বর্তমান PG Era তে তিনি সেইরকম কিছু করে দেখাতে পারছেন না।

4. Steven Guerrieri, Smackdown এর প্রধান লেখক।

5. Ryan Ward, প্রধান লেখক NXT এর জন্য। 


(PS: 4.Steven Guerrieri +5.Ryan Ward উনাদের শো আলাদা হলেও উনারা প্রতি Raw এবং Smackdown'এ কাজ করে থাকেন)

◘ উনারা তো মাত্র একজন কাহিনী লেখক বা পরামর্শক...তাই বলে উনারা কি WWE এর সব কিছু ?? কিভাবে কাজ করে তাঁদের লেখা এই কাহিনী গুলো ??

• উনারা যেই হোক না কেন উনাদের এই টিমে সবার উপরে আছে Vince McMahon এবং তাঁর কন্যা Stephanie McMahon (পদবীঃ Executive Vice-President of Creative) 

• Stephanie McMahon এর পরে আছেন  ERIC Pankowski (উপরের ছবিতে আছেন) নামে একজন (পদবীঃ Senior Vice-President of Creative and Development)

WWE তে স্টোরি লেখকদের লেখা শো'তে দেখাতে হলে প্রথমে ২টি ধাপ পাড় হতে হয়...

♠ প্রথমে প্রধান লেখকগন তাঁদের স্টোরি/আইডিয়া ERIC Pankowski এই লোকের কাছে সাবমিট করে...। 

♠ তারপর ERIC Pankowski বাছাইকৃত স্টোরি গুলো Stephanie McMahon এর কাছে জমা দেয় অনুমোদন পাওয়ার জন্য। 

♠ আর এভাবেই Stephanie McMahon অনুমোদন দেওয়ার পরেই আমরা সেটা WWE তে দেখতে পারি।

এইভাবেই WWE তে স্ক্রিপ্ট লেখা থেকে স্টেজে সেই স্ক্রিপ্ট অনুযায়ী দেখানো হয়...সুতরাং যারা ভাবতেন যে, স্ক্রিপ্ট রাইটাররাই সবকিছু তারা ভুল এবং যারা ভাবতেন যে ট্রিপল এইচ হল এইসব কাজের জন্য দোশী তারাও ভুল।