এই বছরের স্ল্যামি এওয়ার্ড এর জন্য WWE এখন পর্যন্ত নিম্নোক্ত ক্যাটাগরি প্রকাশ করেছেঃ-
* Best Twitter Handle or Social Media Champion
* Match of the Year
* Diva of the Year
* Superstar of the Year
* Tag Team of the Year
প্রথমেই আমি কথা বলব Diva Of The Year নিয়ে। এক্ষেত্রে নমিনেশনগুলো যে রকম হতে পারে--

♥ Paige : এই ডিভা নিঃসন্দেহে এবার নমিনেশন পাবে। এমনকি এই ডিভার এওয়ার্ড পাওয়ারও বেশ সম্ভাবনা আছে। নিজের ডেবিউ এ Paige চ্যাম্পিয়নশীপ পেয়েছিল। তাছাড়াও Paige এর স্টাইল, রেসলিং স্টাইল বর্তমানের প্রচলিত ডিভাদের থেকে আলাদা। প্রচুর ফ্যান সাপোর্টও আছে তার ফেস হিসেবে।

♠ AJ Lee : এই ক্রেজি ডিভাও অবশ্যই নমিনেশন পেতে চলেছে। কারণ, সে এখন একজন গুরুত্বপূর্ণ ডিভা। তবে আমার মনে করি না যে AJ Lee এর এওয়ার্ড পাওয়ার মতো যথেষ্ট ফ্যান সাপোর্ট আছে।

♦ Nikki Bella : Nikki ২০১৪ সালে তার বোনের সাথে একটা ভাল ফিউড আমাদের উপহার দিয়েছে, যেকারনে সে নমিনেশন পাবে বটে। তবে ফিউডটিতে সে হিল থাকায় তার ফ্যান সাপোর্ট ব্যাপক পরিমানে কমে গিয়েছে এবং এটা নিশ্চিত যে সে এওয়ার্ডটা পাবে না।

♣ Brie Bella : সম্পূর্ণ ২০১৪ সাল Brie ছিল ফেস। সে তার সুপার ফ্যান ফেভারিট স্বামীর জন্য ক্যারিয়ারও ত্যাগ করেছে। এখন Brie একটা বেশ জনপ্রিয় ডিভা। এক্ষেত্রে Nikki এর সাথে ফিউডে সে অনেক সিম্প্যাথী গ্যাদার করেছে। এইসব কারণ এবং স্বামীর জনপ্রিয়তার জোড়ে এবার Brie এর ব্যাপক সম্ভাবনা রয়েছে এওয়ার্ড জিতে যাওয়ার।

◘ এবার যদি শুধুমাত্র আমার ভোটে এওয়ার্ড দেওয়া হতো তাহলে আমি ভোটটা দিতাম Paige কে। কারণ, AJ এবং Nikki কে আমরা আগেও একক একশনে দেখেছি এবং তারা এখন যথেষ্ট সাফল্য পেয়েছে। কিন্তু Paige এর ক্যারিয়ার সবে শুরু এবং সে বেশ ট্যালেন্টেড ডিভা। তার মুভসেটটা আমার বেশ পছন্দ। হ্যা, তবে Brie কে আমরা কখনই সিঙ্গেল একশনে সেভাবে দেখি নি। সে তার বোনের নিচে চাপা পড়েছিল, যে কারণে তাকে লাইমলাইটে আনতেই তাদের মধ্যে ফিউডের জন্ম। কিন্তু Brie এর স্কিলের চেয়ে Paige এর স্কিল অনেক অনেক উন্নত। Brie এর উত্থানটা পরিস্থিতি ছাড়া কিছুই নয়। তাই এই এওয়ার্ডটা আমি দেব Paige কে।

Credit : Arko Ðâ Gâmê


স্লামি অ্যাওয়ার্ডঃ ডিভা অফ দ্য ইয়ার কে হবে? দেখে নিন।

এই বছরের স্ল্যামি এওয়ার্ড এর জন্য WWE এখন পর্যন্ত নিম্নোক্ত ক্যাটাগরি প্রকাশ করেছেঃ-
* Best Twitter Handle or Social Media Champion
* Match of the Year
* Diva of the Year
* Superstar of the Year
* Tag Team of the Year
প্রথমেই আমি কথা বলব Diva Of The Year নিয়ে। এক্ষেত্রে নমিনেশনগুলো যে রকম হতে পারে--

♥ Paige : এই ডিভা নিঃসন্দেহে এবার নমিনেশন পাবে। এমনকি এই ডিভার এওয়ার্ড পাওয়ারও বেশ সম্ভাবনা আছে। নিজের ডেবিউ এ Paige চ্যাম্পিয়নশীপ পেয়েছিল। তাছাড়াও Paige এর স্টাইল, রেসলিং স্টাইল বর্তমানের প্রচলিত ডিভাদের থেকে আলাদা। প্রচুর ফ্যান সাপোর্টও আছে তার ফেস হিসেবে।

♠ AJ Lee : এই ক্রেজি ডিভাও অবশ্যই নমিনেশন পেতে চলেছে। কারণ, সে এখন একজন গুরুত্বপূর্ণ ডিভা। তবে আমার মনে করি না যে AJ Lee এর এওয়ার্ড পাওয়ার মতো যথেষ্ট ফ্যান সাপোর্ট আছে।

♦ Nikki Bella : Nikki ২০১৪ সালে তার বোনের সাথে একটা ভাল ফিউড আমাদের উপহার দিয়েছে, যেকারনে সে নমিনেশন পাবে বটে। তবে ফিউডটিতে সে হিল থাকায় তার ফ্যান সাপোর্ট ব্যাপক পরিমানে কমে গিয়েছে এবং এটা নিশ্চিত যে সে এওয়ার্ডটা পাবে না।

♣ Brie Bella : সম্পূর্ণ ২০১৪ সাল Brie ছিল ফেস। সে তার সুপার ফ্যান ফেভারিট স্বামীর জন্য ক্যারিয়ারও ত্যাগ করেছে। এখন Brie একটা বেশ জনপ্রিয় ডিভা। এক্ষেত্রে Nikki এর সাথে ফিউডে সে অনেক সিম্প্যাথী গ্যাদার করেছে। এইসব কারণ এবং স্বামীর জনপ্রিয়তার জোড়ে এবার Brie এর ব্যাপক সম্ভাবনা রয়েছে এওয়ার্ড জিতে যাওয়ার।

◘ এবার যদি শুধুমাত্র আমার ভোটে এওয়ার্ড দেওয়া হতো তাহলে আমি ভোটটা দিতাম Paige কে। কারণ, AJ এবং Nikki কে আমরা আগেও একক একশনে দেখেছি এবং তারা এখন যথেষ্ট সাফল্য পেয়েছে। কিন্তু Paige এর ক্যারিয়ার সবে শুরু এবং সে বেশ ট্যালেন্টেড ডিভা। তার মুভসেটটা আমার বেশ পছন্দ। হ্যা, তবে Brie কে আমরা কখনই সিঙ্গেল একশনে সেভাবে দেখি নি। সে তার বোনের নিচে চাপা পড়েছিল, যে কারণে তাকে লাইমলাইটে আনতেই তাদের মধ্যে ফিউডের জন্ম। কিন্তু Brie এর স্কিলের চেয়ে Paige এর স্কিল অনেক অনেক উন্নত। Brie এর উত্থানটা পরিস্থিতি ছাড়া কিছুই নয়। তাই এই এওয়ার্ডটা আমি দেব Paige কে।

Credit : Arko Ðâ Gâmê