◘ আমার মতে অবশ্যই সেথ রলিন্সের জিতা উচিত। আপনারা সবাই জানেন ১৪ই ডিসেম্বরের TLC পিপিভিতে John Cena vs. Seth Rollins -এই ম্যাচটা আছে এবং এই ম্যাচে যদি সিনা হেরে যায় তাহলে তাকে নাম্বার ওয়ান কন্টেন্ডার ফর WWE WH চ্যাম্পিয়ন থেকে স্ট্রিপড আউট করে দেওয়া হবে।
◘ বর্তমানে WWE ভালোকরেই বুঝতে পেরেছে যে, সিনার সঙ্গে ব্রকের ম্যাচ দেখতে দেখতে দর্শকরা এমনিতেই বোর হয়ে গিয়েছে, আমার মতো অনেকেই এই ম্যাচ না দেখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এর কারন হিসাবে বলা যায়, লেসনারের রিটার্নের পরে সিনা এবং ব্রক তিনবার মুখোমুখি হয়েছে (Extreme Rules, SummerSlam এবং Night of Champions) এবং এতবার দেখার পরে বর্তমানে ক্রাউডরা এই ম্যাচটা আবার দেখতে চাইছে না কারন এটা অনেকটা প্রেডিক্টেবেল হয়ে যাবে।
◘ অন্যদিকে যদি সিনা এই ম্যাচটা হেরে যায় তাহলে যেমন আমরা রয়্যাল রাম্বালে লেস্নারের অন্য প্রতিপক্ষকে দেখতে পাবো সেরকমই সিনাকেও অন্য কোন ফ্রেশ রেসলারের সাথে ফিউড করতে দেখতে পাবো। এখন সিনার বদলে যদি ব্রকের টাইটেল শটে রিসেন্টলি ফেস টার্ন করা অরটন বা সদ্য পুশ প্রাপ্ত জিগ্লারকে রাখা হয় তাহলে সেটা হবে অনেক ইন্টারেস্টিং যদিও ব্রকের কাছে জয় পাওয়ার সম্বাবনা দুজনের পক্ষেই ক্ষীণ।
◘ অন্যদিকে সেথ রলিন্সের, ব্রকের সাথে চ্যাম্পিয়নশিপ ম্যাচ পাবার দরকার নাই কারন সেতো মিস্টার মানী ইন দ্য ব্যাঙ্ক, কিন্তু যদি তাকে এই সময়ে সিনার কাছে হারিয়ে দেওয়া হয় তাহলে সেটা তার ক্যারিয়ারের পক্ষে অনেক বড় ধাক্কা হবে, যেটা সাম্লিয়ে উঠা কঠিন, মিস্টার মানি ইন দ্য বাঙ্কের আর কোনও মানই থাকবেনা। আর তাছাড়া সিনার সঙ্গে সেথের ম্যাচটা টেবিল ম্যাচ হবে সুতরাং সিনাকে পিন হবার বা ট্যাপ আউট করারতো দরকার নাই কোনভাবে টেবিলে পরে টেবিল ভেঙ্গে গেলেই এটা সম্ভব, এবং এটা হলেও সিনার মানে কিছু লাগবেনা কারন টেবিল ম্যাচে দুর্ঘটনা বশত জয়লাভ হতেই পারে...।
◘ সুতরাং এতো ভালো সুযোগ যেখানে সিনার খ্যাতিতে দাগ না দিয়ে তাকে টাইটেল শট থেকে সরানো যাবে, সেটাকে মিস করা একদম উচিত নয়। এবং আমার মতে WWE এটাই করতে চলেছে এবং এটা না করলে WWE তাদের সবথেকে বড়ো বোকামির কাজ করবে কারন সিনার এমনিতেই বয়স হয়েছে , ইঞ্জুরির সম্ভাবনাও বেশী ব্রকের সাথে খেললে, সুতরাং তাকে এখন WWE -এর কেন্দ্রতে না থাকলেও চলবে, অন্যজনকেও সুযোগ দেওয়া উচিত কারন ভবিষ্যৎ চিন্তা না করলে পরবর্তীতে বিপদ হতে পারে। রলিন্সের জয়ের মাধ্যমে WWE তাকে একজন মেইন ইভেন্টার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে এবং WWE -এর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে।।
◘ বর্তমানে WWE ভালোকরেই বুঝতে পেরেছে যে, সিনার সঙ্গে ব্রকের ম্যাচ দেখতে দেখতে দর্শকরা এমনিতেই বোর হয়ে গিয়েছে, আমার মতো অনেকেই এই ম্যাচ না দেখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এর কারন হিসাবে বলা যায়, লেসনারের রিটার্নের পরে সিনা এবং ব্রক তিনবার মুখোমুখি হয়েছে (Extreme Rules, SummerSlam এবং Night of Champions) এবং এতবার দেখার পরে বর্তমানে ক্রাউডরা এই ম্যাচটা আবার দেখতে চাইছে না কারন এটা অনেকটা প্রেডিক্টেবেল হয়ে যাবে।
◘ অন্যদিকে যদি সিনা এই ম্যাচটা হেরে যায় তাহলে যেমন আমরা রয়্যাল রাম্বালে লেস্নারের অন্য প্রতিপক্ষকে দেখতে পাবো সেরকমই সিনাকেও অন্য কোন ফ্রেশ রেসলারের সাথে ফিউড করতে দেখতে পাবো। এখন সিনার বদলে যদি ব্রকের টাইটেল শটে রিসেন্টলি ফেস টার্ন করা অরটন বা সদ্য পুশ প্রাপ্ত জিগ্লারকে রাখা হয় তাহলে সেটা হবে অনেক ইন্টারেস্টিং যদিও ব্রকের কাছে জয় পাওয়ার সম্বাবনা দুজনের পক্ষেই ক্ষীণ।
◘ অন্যদিকে সেথ রলিন্সের, ব্রকের সাথে চ্যাম্পিয়নশিপ ম্যাচ পাবার দরকার নাই কারন সেতো মিস্টার মানী ইন দ্য ব্যাঙ্ক, কিন্তু যদি তাকে এই সময়ে সিনার কাছে হারিয়ে দেওয়া হয় তাহলে সেটা তার ক্যারিয়ারের পক্ষে অনেক বড় ধাক্কা হবে, যেটা সাম্লিয়ে উঠা কঠিন, মিস্টার মানি ইন দ্য বাঙ্কের আর কোনও মানই থাকবেনা। আর তাছাড়া সিনার সঙ্গে সেথের ম্যাচটা টেবিল ম্যাচ হবে সুতরাং সিনাকে পিন হবার বা ট্যাপ আউট করারতো দরকার নাই কোনভাবে টেবিলে পরে টেবিল ভেঙ্গে গেলেই এটা সম্ভব, এবং এটা হলেও সিনার মানে কিছু লাগবেনা কারন টেবিল ম্যাচে দুর্ঘটনা বশত জয়লাভ হতেই পারে...।
◘ সুতরাং এতো ভালো সুযোগ যেখানে সিনার খ্যাতিতে দাগ না দিয়ে তাকে টাইটেল শট থেকে সরানো যাবে, সেটাকে মিস করা একদম উচিত নয়। এবং আমার মতে WWE এটাই করতে চলেছে এবং এটা না করলে WWE তাদের সবথেকে বড়ো বোকামির কাজ করবে কারন সিনার এমনিতেই বয়স হয়েছে , ইঞ্জুরির সম্ভাবনাও বেশী ব্রকের সাথে খেললে, সুতরাং তাকে এখন WWE -এর কেন্দ্রতে না থাকলেও চলবে, অন্যজনকেও সুযোগ দেওয়া উচিত কারন ভবিষ্যৎ চিন্তা না করলে পরবর্তীতে বিপদ হতে পারে। রলিন্সের জয়ের মাধ্যমে WWE তাকে একজন মেইন ইভেন্টার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে এবং WWE -এর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে।।