আসল নাম

Steve Borden

জন্মদিন

২০ মার্চ, ১৯৫৯

জন্মস্থান

ওমাহা, নেবরাস্কা, US

বাসস্থান

ড্যালাস, টেক্সাস, US

উচ্চতা

৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার)

ওজন

১১০ কেজি (২৫০ পাউন্ড)

ট্রেনারস

Red Bastien, Rick Bassman

অভিষেক

১ নভেম্বর, ১৯৮৫

অবসর

২ এপ্রিল, ২০১৬


WWE-তে দ্যা আন্ডারটেকার যেমন সর্বকালের সেরা রেসলার হিসেবে পরিচিত, ঠিক তেমনি সাবেক রেসলিং কোম্পানি WCW-র রেসলিং গড বা সর্বসেরা রেসলার হলেন দ্যা আইকন Sting. তিনি তার রেসলিং জীবনের একটি বড় সময়েই (প্রায় ১৪ বছর) WCW-তে রেসলিং করেছেন। আর বলতে গেলে স্টিংয়ের ক্যারিয়ারের প্রায় সকল অর্জনই এই প্রতিষ্ঠানকে ঘিরে গড়ে উঠেছে। WCW বিলুপ্ত হবার দিন পর্যন্তও তিনি এখানে ছিলেন। তারপরে তিনি TNA-তে তার ক্যারিয়ার নতুনভাবে শুরু করেন এবং সেখানেও বেশ সাফল্য পান। বর্তমানে তিনি WWE-এর সাথে চুক্তিবদ্ধ আছেন।

Sting তার ক্যারিয়ারে ছোটবড় মিলিয়ে সর্বমোট ২৫ বার চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেছেন, এর মধ্যে ১৫ বার হয়েছেন World Heavyweight চ্যাম্পিয়ন। 

♦ ব্যক্তিগত জীবন :

Sting এর দুটি ছেলে এবং একটি কন্যাসন্তান রয়েছে। প্রফেশনাল রেসলিং ইতিহাসের সবচেয়ে বয়স্ক রেসলার Sting (৫৫বছর) যে এখনো রেসলিং করছে। সে WWE রেসলার The Undertaker (৪৯বছর) এর বয়সে বড়। রেসলার Hulk Hogan তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন। সে Santa Clarita Church এর একজন সদস্য এবং তার ভাই Jeff ওই Church এর একজন যাজক। রেসলারের পাশাপাশি Sting একজন লেখকও। ২০০৪ সালে তার জীবনী নিয়ে সে একটি বই লিখে যার নাম ছিল - "Sting: The Moment of Truth" 

♦ Sting এর রেসলিং ক্যারিয়ার :

তার ফিনিশিং মুভ  হল Scorpion Death Drop Scorpion Death Lock, তিনি  বিভিন্ন জায়গায় বিভিন্ন রেসলিং রিং এ খেলেছেন, তার মধ্যে "The Icon" (TNA), "The Insane Icon" (TNA) "The Stinger" (NWA /WCW/TNA/WWE) হল অন্যতম।

• বিভিন্ন রেসলিং কোম্পানিতে ক্যারিয়ার : 

  • CWA (১৯৮৫-১৯৮৬) 
  • UWF (১৯৮৬-১৯৮৭) 
  • WCW (১৯৮৭-২০০১) 
  • TNA (২০০৩-২০১৪) 
  • WWE (২০১৪-বর্তমান) 

১৯৯০ থেকে ১৯৯৪ পর্যন্ত Sting ছিল প্রফেশনাল রেসলিং-এর সেরা নাম এবং WCW এর টপ ফেস। কিন্তু তার এই খ্যাতিতে ভাটা পড়ে ১৯৯৪ এর মাঝামাঝি দিকে যখন Hulk Hogan ও Macho Man Randy Savage WCW তে সাইন করে। তাদেরকে বেশি পুশ দেয়া হয় যার ফলে Sting এর উপর থেকে WCW স্পটলাইট সরিয়ে নেয়। ফলে তার ক্যারিয়ার ও TV টাইম অস্তমিত হতে থাকে। কিন্তু Sting হার না মেনে এগিয়ে যায় এবং কয়েকবছরের মধ্যেই সে তার খ্যাতি পুনরুদ্ধার করে। তবে এতে আবার বাধ সাধে Scott Hall ও Kevin Nash (NWO Stable এর আবির্ভাব) তাদের WCW তে আসার পর আবার তাকে Ignore করা হতে থাকে। কিন্তু ১৯৯৬ এর পর থেকে আবার সে টপ ফেস হিসেবে ফিরে আসে। 

ক্যারিয়ারের শুরুতে তার গিমিক ছিল WWE এর সাবেক রেসলার ও Hall of Famer Ultimate Warrior (R.I.P) এর অনুকরণ। সে পরে তার গিমিক পরিবর্তন করে Crow বা কাকের অনুকরণে তৈরি করে (তার বর্তমান লুক)। এর মাঝখানে TNA তে Hulk Hogan ও Ric Flair এর সাথে ফিউড চলাকালীন সে তার গিমিক চেঞ্জ করে Batman মুভির Joker-এর মত করেছিল। 

• স্টিং -এর রেসলিং ক্যারিয়ার নিয়ে আরও কিছু তথ্য : 

১) স্টিং ৩ বার WCW-র প্রধান পে-পার-ভিউ Starrcade-এর মেইন ইভেন্টে খেলেছেন (১৯৮৯, ১৯৯০ এবং ১৯৯৭)। 

২) WCW-তে তিনি ১৯৯১ সালের Battlebowl Battle Royal উইনার। ১৯৯৪ ও ২০০০ সালে European Cup জেতেন। ১৯৮৯ সালে Iron Man Tournament-এর উইনার হন। ১৯৮৮ সালে Jim Crockett, Sr. Memorial Cup জেতেন – (with Lex Luger) এবং King of Cable Tournament-এর চ্যাম্পিয়ন হন ১৯৯২ সালে।

৩) Sting ৩য় WCW Triple Crown চ্যাম্পিয়ন। 

৪) WCW Monday Nitro-র সর্বশেষ এপিসোডের মেইন ইভেন্টে তিনি রিক ফ্লেয়ারের বিপক্ষে ম্যাচ খেলেন। 

৫) ২০০২ সালে WWF-এর সাথে তার কথাবার্তা হলেও তিনি এখানে না এসে ২০০৩ সালে TNA-তে জয়েন করেন। সেখানে তিনি ১১ বছর ছিলেন। TNA-র প্রধান ppv - Bound for Glory-তে তিনি চারবার মেইন ইভেন্ট খেলেছেন (২০০৬, ২০০৭, ২০০৮ এবং ২০০৯)। 

৬) TNA-তে তিনি Inspirational Superstar of the Year-এর খেতাব পান (২০০৭). এছাড়া ২০১২-তে তিনি TNA Hall of Fame হবার সম্মান পান।

৭) Pro Wrestling Illustrated (PWI) থেকে Icon Sting বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন। যেমন -

  • Comeback of the Year (২০০৬, ২০১১, ২০১৪)
  • Match of the Year : with Lex Luger vs. the Steiner Brothers - SuperBrawl (১৯৯১) 
  • Most Improved Wrestler of the Year (১৯৮৮)
  • Most Inspirational Wrestler of the Year (১৯৯০)
  • Wrestler of the Year (১৯৯০)

৮) PWI ১৯৯২-তে তাকে সেরা ৫০০ রেসলরের মধ্যে ১ নাম্বারে রেখেছিল। এছাড়া ২০০৩ সালে সেরা ৫০০ রেসলারের মধ্যে তিনি ছিলেন ১৫-তে। 

৯) TNA-তে তিনি ২ বার Match of the Year-এর জন্য পুরস্কৃত হন -

  • (২০০৭) : vs. Kurt Angle - Bound for Glory (অক্টোবর ১৪)
  • (২০০৯) : vs. A.J. Styles - Bound for Glory (অক্টোবর ১৮)

১০) এছাড়া legend Sting-এর আরও কিছু ব্যক্তিগত অর্জন বা সাফল্যের মধ্যে রয়েছে -

  • Best Babyface (১৯৯২)
  • Match of the Year - (১৯৮৮) : vs. Ric Flair - Clash of the Champions
  • Most Charismatic (১৯৮৮, ১৯৯২)
  • Most Improved (১৯৮৮)
  • Worst Worked Match of the Year - (১৯৯৫) : vs. Tony Palmore - Battle ৭, (২০১১) : vs. Jeff Hardy - Victory Road

১১) তার ক্যারিয়ারে ২টি ৫ স্টার ম্যাচ হল :

With Brian Pillman, Rick Steiner, and Scott Steiner vs. Ric Flair, Larry Zbyszko, Barry Windham and Sid Vicious - WarGames match, WrestleWar (ফেব্রুয়ারি ২৪, ১৯৯১)

With Nikita Koloff, Ricky Steamboat, Barry Windham, and Dustin Rhodes vs. Arn Anderson, Rick Rude, Steve Austin, Bobby Eaton, and Larry Zbyszko - WarGames match, WrestleWar (May ১৭, ১৯৯২)

১২) অবশেষে ২০১৪ Survivor Series-এ আগমনের মধ্য দিয়ে WWE-তে 'The Vigilante' Sting-এর ঐতিহাসিক ডেবিউ ঘটে। এখানে তিনি Team Cena vs Team Authority ম্যাচে interrupt করে টিম সিনাকে জেতাতে সাহায্য করেন। এর পরিপ্রেক্ষিতে Authority-র লিডার ট্রিপল এইচের সাথে তার ফিউডের উৎপত্তি হয়। তাদের মধ্যকার ম্যাচটি রেসলমেনিয়া ৩১-এ গড়ায় যেটি ছিল WWE-তে স্টিংয়ের ডেবিউ ম্যাচ।

১৩) তার ডেবিউ-এর ঘটনাটি ২০১৪ সালের "This is Awesome" Moment of Year হিসেবে Slammy Award পায়।

১৪) Sting ৪ বার "Most Popular Wrestler of the Year" হয়েছেন (১৯৯১, ১৯৯২, ১৯৯৪, ১৯৯৭)। এই রেকর্ডটি আর শুধুমাত্র John Cena-র আছে।

♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

Jim Crockett Promotions/World Championship Wrestling

NWA World Television Championship (১ বার)

NWA World Heavyweight Championship (১ বার)

WCW International World Heavyweight Championship (২ বার)

WCW United States Heavyweight Championship (২ বার)

WCW World Heavyweight Championship (৬ বার)

WCW World Tag Team Championship (৩ বার) – সঙ্গে : Lex Luger (১), The Giant (১), এবং Kevin Nash (১)

Jim Crockett, Sr. Memorial Cup (১৯৮৮) – সঙ্গে : Lex Luger

Iron Man Tournament (১৯৮৯)

London Lethal Lottery Tag Team Tournament (২০০০) – সঙ্গে : Scott Steiner

King of Cable Tournament (১৯৯২)

European Cup (১৯৯৪, ২০০০)

WCW United States Championship Tournament (১৯৯১)

WCW United States Championship Tournament (১৯৯৫)

Battlebowl Battle Royal (১৯৯১)

Third WCW Triple Crown Champion

Pro Wrestling Illustrated

Comeback of the Year (২০০৬, ২০১১, ২০১৪)

Match of the Year (১৯৯১) with Lex Luger vs. the Steiner Brothers at SuperBrawl I

Most Improved Wrestler of the Year (১৯৮৮)

Most Inspirational Wrestler of the Year (১৯৯০)

Most Popular Wrestler of the Year (১৯৯১, ১৯৯২, ১৯৯৪, ১৯৯৭)

Wrestler of the Year (১৯৯০)

Ranked No. ১ of the top ৫০০ singles wrestlers in the PWI ৫০০ in ১৯৯২

Ranked No. ১৫ of the top ৫০০ singles wrestlers of the PWI Years in ২০০৩

Ranked No. ৫২ of the top ১০০ tag teams of the PWI Years with Lex Luger in ২০০৩

Professional Wrestling Hall of Fame

Class of ২০১৮

Total Nonstop Action Wrestling

NWA World Heavyweight Championship (১ বার)

TNA World Heavyweight Championship (৪ বার)

TNA World Tag Team Championship (১ বার) – সঙ্গে : Kurt Angle

Inspirational Superstar of the Year (২০০৭)

TNA Match of the Year (২০০৭) vs. Kurt Angle at Bound for Glory, অক্টোবর ১৪, ২০০৭

TNA Match of the Year (২০০৯) vs. A.J. Styles at Bound for Glory, অক্টোবর ১৮, ২০০৯

TNA Hall of Fame (Class of ২০১২)

Universal Wrestling Federation

UWF World Tag Team Championship (৩ বার) – সঙ্গে : Eddie Gilbert (২) এবং Rick Steiner (১)

World Wrestling All-Stars

WWA World Heavyweight Championship (১ বার)

WWE

WWE Hall of Fame (Class of ২০১৬)

Slammy Awards

"This is Awesome" Moment of the Year (২০১৪) – Debuting to help Team Cena defeat Team Authority at Survivor Series

"Surprise Return of the Year" (২০১৫) – as Seth Rollins' statue, এবং attacks Rollins on Raw

Wrestling Observer Newsletter

Match of the Year (১৯৮৮) vs. Ric Flair at Clash of the Champions I

Most Charismatic (১৯৮৮, ১৯৯২)

Most Improved (১৯৮৮)

Most Unimproved (১৯৯০)

Best Babyface (১৯৯২)

Worst Worked Match of the Year (১৯৯৫) vs. Tony Palmore at Battle ৭

Worst Worked Match of the Year (২০১১) vs. Jeff Hardy at Victory Road

Wrestling Observer Newsletter Hall of Fame (Class of ২০১৬)

STING : স্টিং

আসল নাম

Steve Borden

জন্মদিন

২০ মার্চ, ১৯৫৯

জন্মস্থান

ওমাহা, নেবরাস্কা, US

বাসস্থান

ড্যালাস, টেক্সাস, US

উচ্চতা

৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার)

ওজন

১১০ কেজি (২৫০ পাউন্ড)

ট্রেনারস

Red Bastien, Rick Bassman

অভিষেক

১ নভেম্বর, ১৯৮৫

অবসর

২ এপ্রিল, ২০১৬


WWE-তে দ্যা আন্ডারটেকার যেমন সর্বকালের সেরা রেসলার হিসেবে পরিচিত, ঠিক তেমনি সাবেক রেসলিং কোম্পানি WCW-র রেসলিং গড বা সর্বসেরা রেসলার হলেন দ্যা আইকন Sting. তিনি তার রেসলিং জীবনের একটি বড় সময়েই (প্রায় ১৪ বছর) WCW-তে রেসলিং করেছেন। আর বলতে গেলে স্টিংয়ের ক্যারিয়ারের প্রায় সকল অর্জনই এই প্রতিষ্ঠানকে ঘিরে গড়ে উঠেছে। WCW বিলুপ্ত হবার দিন পর্যন্তও তিনি এখানে ছিলেন। তারপরে তিনি TNA-তে তার ক্যারিয়ার নতুনভাবে শুরু করেন এবং সেখানেও বেশ সাফল্য পান। বর্তমানে তিনি WWE-এর সাথে চুক্তিবদ্ধ আছেন।

Sting তার ক্যারিয়ারে ছোটবড় মিলিয়ে সর্বমোট ২৫ বার চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেছেন, এর মধ্যে ১৫ বার হয়েছেন World Heavyweight চ্যাম্পিয়ন। 

♦ ব্যক্তিগত জীবন :

Sting এর দুটি ছেলে এবং একটি কন্যাসন্তান রয়েছে। প্রফেশনাল রেসলিং ইতিহাসের সবচেয়ে বয়স্ক রেসলার Sting (৫৫বছর) যে এখনো রেসলিং করছে। সে WWE রেসলার The Undertaker (৪৯বছর) এর বয়সে বড়। রেসলার Hulk Hogan তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন। সে Santa Clarita Church এর একজন সদস্য এবং তার ভাই Jeff ওই Church এর একজন যাজক। রেসলারের পাশাপাশি Sting একজন লেখকও। ২০০৪ সালে তার জীবনী নিয়ে সে একটি বই লিখে যার নাম ছিল - "Sting: The Moment of Truth" 

♦ Sting এর রেসলিং ক্যারিয়ার :

তার ফিনিশিং মুভ  হল Scorpion Death Drop Scorpion Death Lock, তিনি  বিভিন্ন জায়গায় বিভিন্ন রেসলিং রিং এ খেলেছেন, তার মধ্যে "The Icon" (TNA), "The Insane Icon" (TNA) "The Stinger" (NWA /WCW/TNA/WWE) হল অন্যতম।

• বিভিন্ন রেসলিং কোম্পানিতে ক্যারিয়ার : 

  • CWA (১৯৮৫-১৯৮৬) 
  • UWF (১৯৮৬-১৯৮৭) 
  • WCW (১৯৮৭-২০০১) 
  • TNA (২০০৩-২০১৪) 
  • WWE (২০১৪-বর্তমান) 

১৯৯০ থেকে ১৯৯৪ পর্যন্ত Sting ছিল প্রফেশনাল রেসলিং-এর সেরা নাম এবং WCW এর টপ ফেস। কিন্তু তার এই খ্যাতিতে ভাটা পড়ে ১৯৯৪ এর মাঝামাঝি দিকে যখন Hulk Hogan ও Macho Man Randy Savage WCW তে সাইন করে। তাদেরকে বেশি পুশ দেয়া হয় যার ফলে Sting এর উপর থেকে WCW স্পটলাইট সরিয়ে নেয়। ফলে তার ক্যারিয়ার ও TV টাইম অস্তমিত হতে থাকে। কিন্তু Sting হার না মেনে এগিয়ে যায় এবং কয়েকবছরের মধ্যেই সে তার খ্যাতি পুনরুদ্ধার করে। তবে এতে আবার বাধ সাধে Scott Hall ও Kevin Nash (NWO Stable এর আবির্ভাব) তাদের WCW তে আসার পর আবার তাকে Ignore করা হতে থাকে। কিন্তু ১৯৯৬ এর পর থেকে আবার সে টপ ফেস হিসেবে ফিরে আসে। 

ক্যারিয়ারের শুরুতে তার গিমিক ছিল WWE এর সাবেক রেসলার ও Hall of Famer Ultimate Warrior (R.I.P) এর অনুকরণ। সে পরে তার গিমিক পরিবর্তন করে Crow বা কাকের অনুকরণে তৈরি করে (তার বর্তমান লুক)। এর মাঝখানে TNA তে Hulk Hogan ও Ric Flair এর সাথে ফিউড চলাকালীন সে তার গিমিক চেঞ্জ করে Batman মুভির Joker-এর মত করেছিল। 

• স্টিং -এর রেসলিং ক্যারিয়ার নিয়ে আরও কিছু তথ্য : 

১) স্টিং ৩ বার WCW-র প্রধান পে-পার-ভিউ Starrcade-এর মেইন ইভেন্টে খেলেছেন (১৯৮৯, ১৯৯০ এবং ১৯৯৭)। 

২) WCW-তে তিনি ১৯৯১ সালের Battlebowl Battle Royal উইনার। ১৯৯৪ ও ২০০০ সালে European Cup জেতেন। ১৯৮৯ সালে Iron Man Tournament-এর উইনার হন। ১৯৮৮ সালে Jim Crockett, Sr. Memorial Cup জেতেন – (with Lex Luger) এবং King of Cable Tournament-এর চ্যাম্পিয়ন হন ১৯৯২ সালে।

৩) Sting ৩য় WCW Triple Crown চ্যাম্পিয়ন। 

৪) WCW Monday Nitro-র সর্বশেষ এপিসোডের মেইন ইভেন্টে তিনি রিক ফ্লেয়ারের বিপক্ষে ম্যাচ খেলেন। 

৫) ২০০২ সালে WWF-এর সাথে তার কথাবার্তা হলেও তিনি এখানে না এসে ২০০৩ সালে TNA-তে জয়েন করেন। সেখানে তিনি ১১ বছর ছিলেন। TNA-র প্রধান ppv - Bound for Glory-তে তিনি চারবার মেইন ইভেন্ট খেলেছেন (২০০৬, ২০০৭, ২০০৮ এবং ২০০৯)। 

৬) TNA-তে তিনি Inspirational Superstar of the Year-এর খেতাব পান (২০০৭). এছাড়া ২০১২-তে তিনি TNA Hall of Fame হবার সম্মান পান।

৭) Pro Wrestling Illustrated (PWI) থেকে Icon Sting বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন। যেমন -

  • Comeback of the Year (২০০৬, ২০১১, ২০১৪)
  • Match of the Year : with Lex Luger vs. the Steiner Brothers - SuperBrawl (১৯৯১) 
  • Most Improved Wrestler of the Year (১৯৮৮)
  • Most Inspirational Wrestler of the Year (১৯৯০)
  • Wrestler of the Year (১৯৯০)

৮) PWI ১৯৯২-তে তাকে সেরা ৫০০ রেসলরের মধ্যে ১ নাম্বারে রেখেছিল। এছাড়া ২০০৩ সালে সেরা ৫০০ রেসলারের মধ্যে তিনি ছিলেন ১৫-তে। 

৯) TNA-তে তিনি ২ বার Match of the Year-এর জন্য পুরস্কৃত হন -

  • (২০০৭) : vs. Kurt Angle - Bound for Glory (অক্টোবর ১৪)
  • (২০০৯) : vs. A.J. Styles - Bound for Glory (অক্টোবর ১৮)

১০) এছাড়া legend Sting-এর আরও কিছু ব্যক্তিগত অর্জন বা সাফল্যের মধ্যে রয়েছে -

  • Best Babyface (১৯৯২)
  • Match of the Year - (১৯৮৮) : vs. Ric Flair - Clash of the Champions
  • Most Charismatic (১৯৮৮, ১৯৯২)
  • Most Improved (১৯৮৮)
  • Worst Worked Match of the Year - (১৯৯৫) : vs. Tony Palmore - Battle ৭, (২০১১) : vs. Jeff Hardy - Victory Road

১১) তার ক্যারিয়ারে ২টি ৫ স্টার ম্যাচ হল :

With Brian Pillman, Rick Steiner, and Scott Steiner vs. Ric Flair, Larry Zbyszko, Barry Windham and Sid Vicious - WarGames match, WrestleWar (ফেব্রুয়ারি ২৪, ১৯৯১)

With Nikita Koloff, Ricky Steamboat, Barry Windham, and Dustin Rhodes vs. Arn Anderson, Rick Rude, Steve Austin, Bobby Eaton, and Larry Zbyszko - WarGames match, WrestleWar (May ১৭, ১৯৯২)

১২) অবশেষে ২০১৪ Survivor Series-এ আগমনের মধ্য দিয়ে WWE-তে 'The Vigilante' Sting-এর ঐতিহাসিক ডেবিউ ঘটে। এখানে তিনি Team Cena vs Team Authority ম্যাচে interrupt করে টিম সিনাকে জেতাতে সাহায্য করেন। এর পরিপ্রেক্ষিতে Authority-র লিডার ট্রিপল এইচের সাথে তার ফিউডের উৎপত্তি হয়। তাদের মধ্যকার ম্যাচটি রেসলমেনিয়া ৩১-এ গড়ায় যেটি ছিল WWE-তে স্টিংয়ের ডেবিউ ম্যাচ।

১৩) তার ডেবিউ-এর ঘটনাটি ২০১৪ সালের "This is Awesome" Moment of Year হিসেবে Slammy Award পায়।

১৪) Sting ৪ বার "Most Popular Wrestler of the Year" হয়েছেন (১৯৯১, ১৯৯২, ১৯৯৪, ১৯৯৭)। এই রেকর্ডটি আর শুধুমাত্র John Cena-র আছে।

♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

Jim Crockett Promotions/World Championship Wrestling

NWA World Television Championship (১ বার)

NWA World Heavyweight Championship (১ বার)

WCW International World Heavyweight Championship (২ বার)

WCW United States Heavyweight Championship (২ বার)

WCW World Heavyweight Championship (৬ বার)

WCW World Tag Team Championship (৩ বার) – সঙ্গে : Lex Luger (১), The Giant (১), এবং Kevin Nash (১)

Jim Crockett, Sr. Memorial Cup (১৯৮৮) – সঙ্গে : Lex Luger

Iron Man Tournament (১৯৮৯)

London Lethal Lottery Tag Team Tournament (২০০০) – সঙ্গে : Scott Steiner

King of Cable Tournament (১৯৯২)

European Cup (১৯৯৪, ২০০০)

WCW United States Championship Tournament (১৯৯১)

WCW United States Championship Tournament (১৯৯৫)

Battlebowl Battle Royal (১৯৯১)

Third WCW Triple Crown Champion

Pro Wrestling Illustrated

Comeback of the Year (২০০৬, ২০১১, ২০১৪)

Match of the Year (১৯৯১) with Lex Luger vs. the Steiner Brothers at SuperBrawl I

Most Improved Wrestler of the Year (১৯৮৮)

Most Inspirational Wrestler of the Year (১৯৯০)

Most Popular Wrestler of the Year (১৯৯১, ১৯৯২, ১৯৯৪, ১৯৯৭)

Wrestler of the Year (১৯৯০)

Ranked No. ১ of the top ৫০০ singles wrestlers in the PWI ৫০০ in ১৯৯২

Ranked No. ১৫ of the top ৫০০ singles wrestlers of the PWI Years in ২০০৩

Ranked No. ৫২ of the top ১০০ tag teams of the PWI Years with Lex Luger in ২০০৩

Professional Wrestling Hall of Fame

Class of ২০১৮

Total Nonstop Action Wrestling

NWA World Heavyweight Championship (১ বার)

TNA World Heavyweight Championship (৪ বার)

TNA World Tag Team Championship (১ বার) – সঙ্গে : Kurt Angle

Inspirational Superstar of the Year (২০০৭)

TNA Match of the Year (২০০৭) vs. Kurt Angle at Bound for Glory, অক্টোবর ১৪, ২০০৭

TNA Match of the Year (২০০৯) vs. A.J. Styles at Bound for Glory, অক্টোবর ১৮, ২০০৯

TNA Hall of Fame (Class of ২০১২)

Universal Wrestling Federation

UWF World Tag Team Championship (৩ বার) – সঙ্গে : Eddie Gilbert (২) এবং Rick Steiner (১)

World Wrestling All-Stars

WWA World Heavyweight Championship (১ বার)

WWE

WWE Hall of Fame (Class of ২০১৬)

Slammy Awards

"This is Awesome" Moment of the Year (২০১৪) – Debuting to help Team Cena defeat Team Authority at Survivor Series

"Surprise Return of the Year" (২০১৫) – as Seth Rollins' statue, এবং attacks Rollins on Raw

Wrestling Observer Newsletter

Match of the Year (১৯৮৮) vs. Ric Flair at Clash of the Champions I

Most Charismatic (১৯৮৮, ১৯৯২)

Most Improved (১৯৮৮)

Most Unimproved (১৯৯০)

Best Babyface (১৯৯২)

Worst Worked Match of the Year (১৯৯৫) vs. Tony Palmore at Battle ৭

Worst Worked Match of the Year (২০১১) vs. Jeff Hardy at Victory Road

Wrestling Observer Newsletter Hall of Fame (Class of ২০১৬)

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!