জানা গেছে যে, ফর্মার WWE সুপারস্টার সি এম পাঙ্ক UFC -এর সঙ্গে অনেকগুলি ম্যাচ খেলার চুক্তি করেছেন।

আজকেই সকাল ৯ টার কিছু পরে UFC -এর অফিসিয়াল টুইটার আকাউন্টে পাঙ্ককে ওয়েলকাম করে একটা পোস্ট করা হয়েছে-
Phillip Brooks ওরফে CM Punk এর আগে একটা ইন্টারভিউতে WWE-এর প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন এবং হেডলাইনে চলে এসেছিলেন, এর এক সপ্তাহ পরেই আরও একটা ইন্টারভিউতে আবার হেডলাইনে চলে এসেছেন UFC -এর ব্যাপারে অফিসিয়ালি বলে।
তিনি Joe Rogan-কে দেওয়া সেই ইন্টারভিউতে বলেছেন "আমার কাছেও কিছু সিমাবদ্ধ দিক রয়েছে এবং আমি এখানে ফাইট করতে এসেছি এবন এটা আমার ১০০ শতাংশ নতুন ক্যারিয়ার। "  তিনি আরও জানিয়েছেন যে UFC -তে সবাইকে তিনি রেসপেক্ট করেন যারা সেই অষ্টভুজ রিঙ্গে ফাইট করে এবং তার কাজ শেষ হবার পরে তিনি আশাবাদী যে সেখানকার সকলেই তাকে রেসপেক্ট করবে। তিনি জানিয়েছেন যে, সেখানে মিডল ওয়েট (১৮৫ পাউন্ড ডিভিশন) বা ওয়েলটার ওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য খেলাই তার প্রধান উদ্দেশ্য যদিও লাইট হেভিওয়েটের প্রতি তার কোন আগ্রহ নাই।

আশা করা হচ্ছে যে ৩৬ বছরের এই সুপারস্টার UFC এবং MMA তে ২০১৫ তেই ডেবিউ করবেন কারন এখন থেকেই তার ট্রেনিং শুরু হয়ে গিয়েছে-

এই ব্যাপারে কিছুদিন আগেই UFC প্রেসিডেন্ট Dana White বলেছিলেন যে আশা করা হচ্ছে সি এম পাঙ্কের সঙ্গে কথা বলা হবে, তবে যদি পাঙ্ক UFC তে জয়েন করতেই চাই তাহলে তাকে তার সমান রেকর্ডের অধিকারী কোন ফাইটারের সাথে ম্যাচ খেলতে হবে, যেটা হল 0-0 (উভয়েরই কোন রেকর্ড নাই)।

আশা করছি UFC তে পাঙ্কের ক্যারিয়ার ভালোই কাটবে এবং সে তার লাইফকে এঞ্জয় করতে পারবে এবং ফ্যানদের জন্য আবারও ফাইটিং করতে পারবে, তবে এটা মনে হয় পাঙ্ক WWE এবং ব্রক লেসনারের উপর রাগ থেকেই করছেন, কারন পাঙ্ক বলেছেন "WWE আমাকে একটা নো কম্পিট ডিল সাইন করাতে চেয়েছিল যার মধ্যে UFC-ও ছিল কিন্তু আমি সেটা করিনি" তাছাড়া তিনি ব্রকের উপরেও স্পন্সরশিপ নিয়ে রেগে ছিলেন। এখন তিনি WWE কে দেখাতে চান যে স্ক্রিপ্ট ছাড়া সে কি কি করে দেখাতে পারে এবং এটা পাঙ্কের কাছে একটা সুবর্ণ সুযোগ...আশা করি সে সফল হবে।




ব্রেকিং নিউজঃ পরের বছরেই পাঙ্ক খেলছে UFC তে।

জানা গেছে যে, ফর্মার WWE সুপারস্টার সি এম পাঙ্ক UFC -এর সঙ্গে অনেকগুলি ম্যাচ খেলার চুক্তি করেছেন।

আজকেই সকাল ৯ টার কিছু পরে UFC -এর অফিসিয়াল টুইটার আকাউন্টে পাঙ্ককে ওয়েলকাম করে একটা পোস্ট করা হয়েছে-
Phillip Brooks ওরফে CM Punk এর আগে একটা ইন্টারভিউতে WWE-এর প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন এবং হেডলাইনে চলে এসেছিলেন, এর এক সপ্তাহ পরেই আরও একটা ইন্টারভিউতে আবার হেডলাইনে চলে এসেছেন UFC -এর ব্যাপারে অফিসিয়ালি বলে।
তিনি Joe Rogan-কে দেওয়া সেই ইন্টারভিউতে বলেছেন "আমার কাছেও কিছু সিমাবদ্ধ দিক রয়েছে এবং আমি এখানে ফাইট করতে এসেছি এবন এটা আমার ১০০ শতাংশ নতুন ক্যারিয়ার। "  তিনি আরও জানিয়েছেন যে UFC -তে সবাইকে তিনি রেসপেক্ট করেন যারা সেই অষ্টভুজ রিঙ্গে ফাইট করে এবং তার কাজ শেষ হবার পরে তিনি আশাবাদী যে সেখানকার সকলেই তাকে রেসপেক্ট করবে। তিনি জানিয়েছেন যে, সেখানে মিডল ওয়েট (১৮৫ পাউন্ড ডিভিশন) বা ওয়েলটার ওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য খেলাই তার প্রধান উদ্দেশ্য যদিও লাইট হেভিওয়েটের প্রতি তার কোন আগ্রহ নাই।

আশা করা হচ্ছে যে ৩৬ বছরের এই সুপারস্টার UFC এবং MMA তে ২০১৫ তেই ডেবিউ করবেন কারন এখন থেকেই তার ট্রেনিং শুরু হয়ে গিয়েছে-

এই ব্যাপারে কিছুদিন আগেই UFC প্রেসিডেন্ট Dana White বলেছিলেন যে আশা করা হচ্ছে সি এম পাঙ্কের সঙ্গে কথা বলা হবে, তবে যদি পাঙ্ক UFC তে জয়েন করতেই চাই তাহলে তাকে তার সমান রেকর্ডের অধিকারী কোন ফাইটারের সাথে ম্যাচ খেলতে হবে, যেটা হল 0-0 (উভয়েরই কোন রেকর্ড নাই)।

আশা করছি UFC তে পাঙ্কের ক্যারিয়ার ভালোই কাটবে এবং সে তার লাইফকে এঞ্জয় করতে পারবে এবং ফ্যানদের জন্য আবারও ফাইটিং করতে পারবে, তবে এটা মনে হয় পাঙ্ক WWE এবং ব্রক লেসনারের উপর রাগ থেকেই করছেন, কারন পাঙ্ক বলেছেন "WWE আমাকে একটা নো কম্পিট ডিল সাইন করাতে চেয়েছিল যার মধ্যে UFC-ও ছিল কিন্তু আমি সেটা করিনি" তাছাড়া তিনি ব্রকের উপরেও স্পন্সরশিপ নিয়ে রেগে ছিলেন। এখন তিনি WWE কে দেখাতে চান যে স্ক্রিপ্ট ছাড়া সে কি কি করে দেখাতে পারে এবং এটা পাঙ্কের কাছে একটা সুবর্ণ সুযোগ...আশা করি সে সফল হবে।