WWE Superstar হিথ স্লেটারের নামে Arrest Warrant বের করেছে আটলান্টা পুলিশ।
Corrine Oliver নামক এক মেয়ে পুলিশের কাছে অভিযোগ করায় তার নামে মামলা হয়। রেসলম্যানিয়া ২৭ এর সময় Corrine Oliver ছিলো সিকিউরিটি টিমের সদস্য। ওই সময় হিথ স্লেটার ওই মেয়েকে জোর করে লিফটে ওঠাতে চেয়েছিলো। সে আরো জোর করেছিলো মেয়েটা যাতে তার সাথে রাত কাটায়। Corrine Oliver অভিযোগ করে ওই ঘটনার জন্যে তার মারাত্নক Injury হয়েছিলো।
WWE পুলিশের আবেদনে সাড়া দিয়েছে। এখনো কোনো অভিযোগের কপি তাদের হাতে পৌছায় নি। পৌছাবার সাথে সাথে তারা স্লেটারকে পুলিশের হাতে তুলে দিবে।
Corrine Oliver নামক এক মেয়ে পুলিশের কাছে অভিযোগ করায় তার নামে মামলা হয়। রেসলম্যানিয়া ২৭ এর সময় Corrine Oliver ছিলো সিকিউরিটি টিমের সদস্য। ওই সময় হিথ স্লেটার ওই মেয়েকে জোর করে লিফটে ওঠাতে চেয়েছিলো। সে আরো জোর করেছিলো মেয়েটা যাতে তার সাথে রাত কাটায়। Corrine Oliver অভিযোগ করে ওই ঘটনার জন্যে তার মারাত্নক Injury হয়েছিলো।
WWE পুলিশের আবেদনে সাড়া দিয়েছে। এখনো কোনো অভিযোগের কপি তাদের হাতে পৌছায় নি। পৌছাবার সাথে সাথে তারা স্লেটারকে পুলিশের হাতে তুলে দিবে।
Credit : Nishat Mahin Mehedi