◘ এইবারের স্লামি অ্যাওয়ার্ড সেথ গ্রিন আজকের শো শুরু করে। এরপরে মিজ এবং মিজডোউ স্টেজে আসে, এবং মিজ, সেথ রলিন্সকে নিয়ে একটু মজা করে। এরপর সেথ এবং রলিন্সের মধ্যে একটা মজাদার সেগমেন্ট হয়।
♠ Seth Rollins vs. Dolph Ziggler
• রলিন্স এবং জিগ্লারের মধ্যে দারুন ম্যাচ হয়। রলিন্স একটা পাওয়ার বম্ব দেয় এবং জিগ্লার সান্সেট ফ্লিপের মাধ্যমে কাউন্টার করে। এরপর জিগ্লার একটা স্নাপ DDT -এর মাধ্যমে দুই কাউন্ট লাভ করে। এরপর জিগ্লার আরও একটা সুপারকিক দিতে গেলে সেটা মিস করে এবং রলিন্স আপ্রন থেকে enzuigiri হিট করে।
• এরপর রলিন্স এবং জিগ্লার দুজনেই টপ রোপে যুদ্ধ করতে থাকে, শেষে জিগ্লার রলিন্সকে ফেলে দেয়। কিন্তু তারপর সেথের চামচারা রেফারিকে ডিস্ট্রাক্ট করে এবং জিগ্লারকে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ফলে রলিন্স একটা কারব স্টোম্প মারতে সক্ষম হয় এবং জয়লাভ করে।
♥ Winner: Seth Rollins
◘ সেথ গ্রিন আনাউন্স করে যে স্টিং This is Awesome Moment of the Year -এর জয়লাভ করেছে, কিন্তু দুঃখের ব্যাপার সে এখানে আজকে আসতে পারবে না। এরপরে সেথ রলিন্স আসে এবং অন্য সেথকে হটিয়ে বলে যে সে এই অ্যাওয়ার্ডটাকে গ্রহন করছে কারন স্টিং এটাকে মোটেও ডিসারব করে না!
♠ Kofi Kingston vs. Stardust
• তাদের মধ্যে মাঝারী টাইপের ম্যাচ হয়। শেষে কোফি হঠাৎ করে পিনের মাধ্যমে জয়লাভ করে। এরপর নিউ ডেই এর অন্য মেম্বাররা এসে কোফির সাথে সেলিব্রেট করে এবং স্টারডাস্ট তাদেরকে দেখতেই থেকে যায়।
♥ Winner: Kofi Kingston
◘ এরপর John Laurinaitis আসে, Surprise Return of the Year অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। নমিনিগুলি হলেন- Hulk Hogan, Batista, The Rock এবং The Ultimate Warrior।
◘ এরপর জনি জানায় যে এটার উইনার হচ্ছে দ্য আল্টিমেট ওয়ারিওর। আমার মনে হয় ওয়ারিওর-এর প্রতি শ্রদ্ধা জানাতে এটা দেওয়া হয়েছিল কারন দ্য রকের রিটার্ন ছিল এই অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য।
◘ এবার NXT Women's champion, Charlotte ডেবিউ করে।
♠ Natalya vs. Charlotte
• তাদের মধ্যে ভালো ম্যাচ হয়। শেষে Charlotte একটা দারুন চপের মাধ্যমে Natalya-কে ফেলে দেয়। এরপর Natalya শার্পশুটার প্রায় লক করে ফেলে কিন্তু Charlotte কাউন্টার করে এবং ফিগার ফোর লক দিয়ে ফেলে, কিন্তু তারপর Natalya আবারও কাউন্টার করে রোল আপের মাধ্যমে জয়লাভ করে।
♥ Winner: Natalya
◘ এবার সান্টিনো আসে the OMG moment of the year প্রেসেন্ট করার জন্য। ব্রক লেস্নারের স্ট্রিক ভাঙ্গাটাই এই অ্যাওয়ার্ড লাভ করে।
◘ এরপর ব্রে ওঅ্যাট রিঙ্গে আসে, সে বলে একজনকে (কোন মেয়ে) সে দেখেছিল সেই রকিং চেয়ারে বসে যেটাকে ডিন আম্ব্রোস ভেঙ্গে দিয়েছে।
◘ তার কথা শেষ না হতেই একটা আম্বুলেন্স এসে দাঁর হয় এবং সেটা থেকে ডীন আম্ব্রোস বেড়িয়ে আসে। সে আম্বুলেন্স থেকে একে একে তার অস্ত্রসমূহকে বার করে এবং নিজের নেকব্রেসটাকে খুলে ফেলে। এরপর সে রিঙ্গের দিকে যায় এবং রিঙ্গের ভেতর চেয়ার ছুরতে থাকে। সে ওঅ্যাটকে একটা ল্যাডারে করে হিট করে এবং রিঙ্গের নিচ থেকে একটা টেবিল বার করে আনে। তার ছোঁড়া একটা চেয়ার ওঅ্যাটের মাথায় গিয়ে লাগে। এরপর আম্ব্রোস, ওঅ্যাটকে রিঙ্গের বাইরে ফেলে ফেলে দেয় এবং একটা মাইক নিয়ে বলে যে ওঅ্যাট এইবারের TLC থেকে যাবে একটা আম্বুলেন্সের মাধ্যমে।
◘ এরপর Jerry Lawler আসে Diva of the Year প্রেসেন্ট করার জন্য। এইটাতে জয়লাভ করে এজে লি।
◘ ব্যাকস্টেজে জন সিনা একটা দারুন ইন্টাভিউ দেয়, এরপরের ম্যাচ হবে ওঅ্যাট ফ্যামিলির দুই সদস্যের মধ্যে।
♠ Luke Harper vs. Erick Rowan
• ম্যাচ শুরু হবার সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। শুরুতে রোয়ান এগিয়ে থাকলেও একটা ড্রপকিকের মাধ্যমে হারপার এগিয়ে যায়। এরপর রোয়ান একটা ফুল নেলসন স্লাম দিয়ে দুই কাউন্ট লাভ করে, এবং হারপার নীচে নেমে যায়। হারপার একটা ল্যাডার ইউস করে রোয়ানকে মারে এবং ডিস্কোয়ালিফিকেশন ঘটিয়ে দেয়।
♥ Winner by DQ: Erick Rowan
◘ এরপরেও তারা রিংসাইটে ফাইট করতে থাকে। এদের মধ্যের ফিউডটা সত্যিই জমজমাট।
◘ অ্যাডাম রোস আসে LOL Moment of the Year-এর নমিনিগুলি বলার জন্য। নমিনিগুলি হল- Mr. T's speech about his Mother, WeeLC match, Damien Mizdow এবং Stephanie taking a mud bath। এতে জয়লাভ করে মিজডোউ তার অসাধারন দক্ষ কাজের জন্য। কিন্তু মাইকে স্পিচ দিতে গেলে মিজ, মিজডোউকে ঠেলে সরিয়ে দেয় এবং নিজের মানি মেকারকে ধন্যবাদ জানায়।
◘ লানা এবং রুসেভ আসে US কে আবার ইন্সাল্ট করার জন্য, এরপর জ্যাক স্বোয়াগার তাদের মধ্যে ঝগড়া লেগে যায় এবং শেষে স্বাগার তার Patriot Lock দিয়ে ফেলে যদিও চারজন রেফারি মিলে তাদেরকে ছাড়িয়ে দেয়।
♠ Usos and Ryback vs. Kane and Mizs
• একসময় রাইব্যাক ট্যাগ পেয়ে ভিতরে আসে সবাইকে পিশিয়ে দেয়। মিজকে পিন করতে গেলে কেইন এসে সেটাকে ব্রেক করে। এরপর উসোসরা কেইনের ব্যবস্থা করে দেয়। এরপর রাইব্যাক মিজকে মিটহুক ক্লোথসলাইন এবং তারপর শেল শক দিয়ে তার টিমের জন্য জয়লাভ করে।
♥ Winners: The Usos and Ryback
◘ এরপর Ricky Steamboat আসে Match of the Year -প্রেসেন্ট করার জন্য। Team Cena vs. Team Authority এই অ্যাওয়ার্ড পায় এবং ডল্ফ জিগ্লার সেটাকে নিতে আসে।
♠ AJ vs. Summer Rae
• ব্লাক উইডোর মাধ্যমে এজে লি জয়লাভ করে।
♥ Winner: AJ
◘ এরপর RVD একটা সারপ্রাইজ রিটার্ন করে Extreme Moment of the Year অ্যাওয়ার্ড প্রেসেন্ট দেওয়ার জন্য। এটার নমিনি গুলি ছিল- Brock Lesnar destroying John Cena with 16 suplexes, Daniel Bryan being attacked by Kane following his title win, Jericho hitting a cross body from the top of the cage এবং Seth Rollins stomping Ambrose through cinder blocks। এরপর RVD আনাউন্স করে যে এই অ্যাওয়ার্ডের বিজয়ী হল ক্রিশ জেরিকো। এরপর ফান্ডানগোর মিউজিক হিট করে এবং সে রোসার সঙ্গে চলে আসে, সে মনে করিয়ে দেয় যে তার ডেবিউ ম্যাচে জেরিকোকে হারিয়েছিল।
◘ মিক ফোলি আরও একটা ক্রিশ্মাস সেগমেন্ট করে।
◘ তারপর বুকারটি আসে Superstar of the Year অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। এবারের সুপারস্টার অফ দ্য ইয়ার হয় দ্য সুপারম্যান রোমান রেইন্স, উল্লেখ্য আগের বারেও আর একটা সুপারম্যান এই অ্যাওয়ার্ড পেয়েছিল, সো মনে হয় এই অ্যাওয়ার্ডটা শুধুমাত্র সুপারম্যানদের জন্যই দেওয়া হয়। যাইহোক, রেইন্স নিজে আসে অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য এবং তার ফ্যানরা অনেকদিন বাদে তাকে সরাসরি আজকে দেখতে পাবে।
♠ Big Show vs. John Cena
• এটা হল আজকের মেইন ইভেন্ট, কিন্তু, শো শেষ হতে আর পাঁচ মিনিট বাকি আছে সুতরাং এই ম্যাচটা খুব তাড়াতাড়ি শেষ হবে।
• শো সিনাকে প্রথমে মারে, এবং মার খেতে থাকা সিনার জন্য চ্যান্ট শুরু হয়ে যায়। কিন্তু সিনা হঠাৎ করেই একটা DDT এর মাধ্যমে কিছুটা সময় পেয়ে যায় নিজেকে চাঙ্গা করার জন্য। শেষে সিনাকে KO পাঞ্চ মারতে গেলে সিনা মুখ সরিয়ে নেই এবং একটা সাইড সুপ্লেক্স হিট করে। শো এটার কাউন্টার করার চেষ্টা করলেও সিনা AA মারার জন্য বিগ শোকে কাঁধে চেরে নেয়, কিন্তু রলিন্স চলে আসে এবং সিনাকে মেরে DQ ঘটায়।
♥ Winner by DQ: John Cena
◘ এরপর রলিন্সের চামচা মিলে সিনাকে টেবিলের উপরে ধরে রাখে এবং সেথ ল্যাডারের উপরে উঠে যায় সিনাকে কারব স্টোম্প দেওয়ার জন্য। কিন্তু এরপর জিগ্লার চলে আসে এবং সিনাকে বাঁচিয়ে নেয়, তারা সেথের চামচাকে মেরে তারিয়ে দেয় কিন্তু বিগ শো চলে আসে এবং তাদের দুজনকেই KO পাঞ্চ মেরে ফিনিশ করে দেয়। এরপর এরিক রোয়ার আসে, কিন্তু রিঙ্গে আসার আগেই হারপার তার সামনে চলে আসে। বিগ শো আসে এবং হারপারকে সাহায্য করে, তারা দুজনে মিলে রোয়ানকে স্টিল স্টেপে ছুরে মারে। এরপরে আসে রাইব্যাক, সে বিগ শো এবং হারপার দুজনকেই একসঙ্গে ফিনিশ করে দেয়। এরপর সে রিঙ্গের মধ্যে একটা টেবিলকে সেট আপ করে এবং হারপারকে উপরে তুলে কিন্তু কেইন চলে আসে এবং প্রতিবারের মতো তাকে স্টিল চেয়ার দিয়ে হিট করে। এরপর আবার জিগ্লার আসে এবং বিগ শোকে দুইটা সুপারকিক মারে, কিন্তু হারপার তাকে টেবিলের উপরে স্লাম করে সেটাকে ভেঙ্গে দেয়। তারপর সিনা হঠাৎ করে চলে আসে হারপারকে একটা AA হিট করে, কিন্তু রলিন্স এসে সিনাকে কারব স্টোম্প দিয়ে দেই। এরপর শিল্ডের মতোই রলিন্স এবং তার চামচারা মিলে সিনাকে আনাউন্স টেবিলের উপর ট্রিপল পাওয়ার বম্ব হিট করে লড়াইটাকে সেখানেই শেষ করে এবং শেষপর্যন্ত তারা তিনজন মিলেই দাড়িয়ে থাকে, এইভাবে হিলদের এগিয়ে থাকা দিয়ে আজকের Raw শেষ হয়।
♠ Seth Rollins vs. Dolph Ziggler
• রলিন্স এবং জিগ্লারের মধ্যে দারুন ম্যাচ হয়। রলিন্স একটা পাওয়ার বম্ব দেয় এবং জিগ্লার সান্সেট ফ্লিপের মাধ্যমে কাউন্টার করে। এরপর জিগ্লার একটা স্নাপ DDT -এর মাধ্যমে দুই কাউন্ট লাভ করে। এরপর জিগ্লার আরও একটা সুপারকিক দিতে গেলে সেটা মিস করে এবং রলিন্স আপ্রন থেকে enzuigiri হিট করে।
• এরপর রলিন্স এবং জিগ্লার দুজনেই টপ রোপে যুদ্ধ করতে থাকে, শেষে জিগ্লার রলিন্সকে ফেলে দেয়। কিন্তু তারপর সেথের চামচারা রেফারিকে ডিস্ট্রাক্ট করে এবং জিগ্লারকে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ফলে রলিন্স একটা কারব স্টোম্প মারতে সক্ষম হয় এবং জয়লাভ করে।
♥ Winner: Seth Rollins
◘ সেথ গ্রিন আনাউন্স করে যে স্টিং This is Awesome Moment of the Year -এর জয়লাভ করেছে, কিন্তু দুঃখের ব্যাপার সে এখানে আজকে আসতে পারবে না। এরপরে সেথ রলিন্স আসে এবং অন্য সেথকে হটিয়ে বলে যে সে এই অ্যাওয়ার্ডটাকে গ্রহন করছে কারন স্টিং এটাকে মোটেও ডিসারব করে না!
♠ Kofi Kingston vs. Stardust
• তাদের মধ্যে মাঝারী টাইপের ম্যাচ হয়। শেষে কোফি হঠাৎ করে পিনের মাধ্যমে জয়লাভ করে। এরপর নিউ ডেই এর অন্য মেম্বাররা এসে কোফির সাথে সেলিব্রেট করে এবং স্টারডাস্ট তাদেরকে দেখতেই থেকে যায়।
♥ Winner: Kofi Kingston
◘ এরপর John Laurinaitis আসে, Surprise Return of the Year অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। নমিনিগুলি হলেন- Hulk Hogan, Batista, The Rock এবং The Ultimate Warrior।
◘ এরপর জনি জানায় যে এটার উইনার হচ্ছে দ্য আল্টিমেট ওয়ারিওর। আমার মনে হয় ওয়ারিওর-এর প্রতি শ্রদ্ধা জানাতে এটা দেওয়া হয়েছিল কারন দ্য রকের রিটার্ন ছিল এই অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য।
◘ এবার NXT Women's champion, Charlotte ডেবিউ করে।
♠ Natalya vs. Charlotte
• তাদের মধ্যে ভালো ম্যাচ হয়। শেষে Charlotte একটা দারুন চপের মাধ্যমে Natalya-কে ফেলে দেয়। এরপর Natalya শার্পশুটার প্রায় লক করে ফেলে কিন্তু Charlotte কাউন্টার করে এবং ফিগার ফোর লক দিয়ে ফেলে, কিন্তু তারপর Natalya আবারও কাউন্টার করে রোল আপের মাধ্যমে জয়লাভ করে।
♥ Winner: Natalya
◘ এবার সান্টিনো আসে the OMG moment of the year প্রেসেন্ট করার জন্য। ব্রক লেস্নারের স্ট্রিক ভাঙ্গাটাই এই অ্যাওয়ার্ড লাভ করে।
◘ এরপর ব্রে ওঅ্যাট রিঙ্গে আসে, সে বলে একজনকে (কোন মেয়ে) সে দেখেছিল সেই রকিং চেয়ারে বসে যেটাকে ডিন আম্ব্রোস ভেঙ্গে দিয়েছে।
◘ তার কথা শেষ না হতেই একটা আম্বুলেন্স এসে দাঁর হয় এবং সেটা থেকে ডীন আম্ব্রোস বেড়িয়ে আসে। সে আম্বুলেন্স থেকে একে একে তার অস্ত্রসমূহকে বার করে এবং নিজের নেকব্রেসটাকে খুলে ফেলে। এরপর সে রিঙ্গের দিকে যায় এবং রিঙ্গের ভেতর চেয়ার ছুরতে থাকে। সে ওঅ্যাটকে একটা ল্যাডারে করে হিট করে এবং রিঙ্গের নিচ থেকে একটা টেবিল বার করে আনে। তার ছোঁড়া একটা চেয়ার ওঅ্যাটের মাথায় গিয়ে লাগে। এরপর আম্ব্রোস, ওঅ্যাটকে রিঙ্গের বাইরে ফেলে ফেলে দেয় এবং একটা মাইক নিয়ে বলে যে ওঅ্যাট এইবারের TLC থেকে যাবে একটা আম্বুলেন্সের মাধ্যমে।
◘ এরপর Jerry Lawler আসে Diva of the Year প্রেসেন্ট করার জন্য। এইটাতে জয়লাভ করে এজে লি।
◘ ব্যাকস্টেজে জন সিনা একটা দারুন ইন্টাভিউ দেয়, এরপরের ম্যাচ হবে ওঅ্যাট ফ্যামিলির দুই সদস্যের মধ্যে।
♠ Luke Harper vs. Erick Rowan
• ম্যাচ শুরু হবার সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। শুরুতে রোয়ান এগিয়ে থাকলেও একটা ড্রপকিকের মাধ্যমে হারপার এগিয়ে যায়। এরপর রোয়ান একটা ফুল নেলসন স্লাম দিয়ে দুই কাউন্ট লাভ করে, এবং হারপার নীচে নেমে যায়। হারপার একটা ল্যাডার ইউস করে রোয়ানকে মারে এবং ডিস্কোয়ালিফিকেশন ঘটিয়ে দেয়।
♥ Winner by DQ: Erick Rowan
◘ এরপরেও তারা রিংসাইটে ফাইট করতে থাকে। এদের মধ্যের ফিউডটা সত্যিই জমজমাট।
◘ অ্যাডাম রোস আসে LOL Moment of the Year-এর নমিনিগুলি বলার জন্য। নমিনিগুলি হল- Mr. T's speech about his Mother, WeeLC match, Damien Mizdow এবং Stephanie taking a mud bath। এতে জয়লাভ করে মিজডোউ তার অসাধারন দক্ষ কাজের জন্য। কিন্তু মাইকে স্পিচ দিতে গেলে মিজ, মিজডোউকে ঠেলে সরিয়ে দেয় এবং নিজের মানি মেকারকে ধন্যবাদ জানায়।
◘ লানা এবং রুসেভ আসে US কে আবার ইন্সাল্ট করার জন্য, এরপর জ্যাক স্বোয়াগার তাদের মধ্যে ঝগড়া লেগে যায় এবং শেষে স্বাগার তার Patriot Lock দিয়ে ফেলে যদিও চারজন রেফারি মিলে তাদেরকে ছাড়িয়ে দেয়।
♠ Usos and Ryback vs. Kane and Mizs
• একসময় রাইব্যাক ট্যাগ পেয়ে ভিতরে আসে সবাইকে পিশিয়ে দেয়। মিজকে পিন করতে গেলে কেইন এসে সেটাকে ব্রেক করে। এরপর উসোসরা কেইনের ব্যবস্থা করে দেয়। এরপর রাইব্যাক মিজকে মিটহুক ক্লোথসলাইন এবং তারপর শেল শক দিয়ে তার টিমের জন্য জয়লাভ করে।
♥ Winners: The Usos and Ryback
◘ এরপর Ricky Steamboat আসে Match of the Year -প্রেসেন্ট করার জন্য। Team Cena vs. Team Authority এই অ্যাওয়ার্ড পায় এবং ডল্ফ জিগ্লার সেটাকে নিতে আসে।
♠ AJ vs. Summer Rae
• ব্লাক উইডোর মাধ্যমে এজে লি জয়লাভ করে।
♥ Winner: AJ
◘ এরপর RVD একটা সারপ্রাইজ রিটার্ন করে Extreme Moment of the Year অ্যাওয়ার্ড প্রেসেন্ট দেওয়ার জন্য। এটার নমিনি গুলি ছিল- Brock Lesnar destroying John Cena with 16 suplexes, Daniel Bryan being attacked by Kane following his title win, Jericho hitting a cross body from the top of the cage এবং Seth Rollins stomping Ambrose through cinder blocks। এরপর RVD আনাউন্স করে যে এই অ্যাওয়ার্ডের বিজয়ী হল ক্রিশ জেরিকো। এরপর ফান্ডানগোর মিউজিক হিট করে এবং সে রোসার সঙ্গে চলে আসে, সে মনে করিয়ে দেয় যে তার ডেবিউ ম্যাচে জেরিকোকে হারিয়েছিল।
◘ মিক ফোলি আরও একটা ক্রিশ্মাস সেগমেন্ট করে।
◘ তারপর বুকারটি আসে Superstar of the Year অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। এবারের সুপারস্টার অফ দ্য ইয়ার হয় দ্য সুপারম্যান রোমান রেইন্স, উল্লেখ্য আগের বারেও আর একটা সুপারম্যান এই অ্যাওয়ার্ড পেয়েছিল, সো মনে হয় এই অ্যাওয়ার্ডটা শুধুমাত্র সুপারম্যানদের জন্যই দেওয়া হয়। যাইহোক, রেইন্স নিজে আসে অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য এবং তার ফ্যানরা অনেকদিন বাদে তাকে সরাসরি আজকে দেখতে পাবে।
♠ Big Show vs. John Cena
• এটা হল আজকের মেইন ইভেন্ট, কিন্তু, শো শেষ হতে আর পাঁচ মিনিট বাকি আছে সুতরাং এই ম্যাচটা খুব তাড়াতাড়ি শেষ হবে।
• শো সিনাকে প্রথমে মারে, এবং মার খেতে থাকা সিনার জন্য চ্যান্ট শুরু হয়ে যায়। কিন্তু সিনা হঠাৎ করেই একটা DDT এর মাধ্যমে কিছুটা সময় পেয়ে যায় নিজেকে চাঙ্গা করার জন্য। শেষে সিনাকে KO পাঞ্চ মারতে গেলে সিনা মুখ সরিয়ে নেই এবং একটা সাইড সুপ্লেক্স হিট করে। শো এটার কাউন্টার করার চেষ্টা করলেও সিনা AA মারার জন্য বিগ শোকে কাঁধে চেরে নেয়, কিন্তু রলিন্স চলে আসে এবং সিনাকে মেরে DQ ঘটায়।
♥ Winner by DQ: John Cena
◘ এরপর রলিন্সের চামচা মিলে সিনাকে টেবিলের উপরে ধরে রাখে এবং সেথ ল্যাডারের উপরে উঠে যায় সিনাকে কারব স্টোম্প দেওয়ার জন্য। কিন্তু এরপর জিগ্লার চলে আসে এবং সিনাকে বাঁচিয়ে নেয়, তারা সেথের চামচাকে মেরে তারিয়ে দেয় কিন্তু বিগ শো চলে আসে এবং তাদের দুজনকেই KO পাঞ্চ মেরে ফিনিশ করে দেয়। এরপর এরিক রোয়ার আসে, কিন্তু রিঙ্গে আসার আগেই হারপার তার সামনে চলে আসে। বিগ শো আসে এবং হারপারকে সাহায্য করে, তারা দুজনে মিলে রোয়ানকে স্টিল স্টেপে ছুরে মারে। এরপরে আসে রাইব্যাক, সে বিগ শো এবং হারপার দুজনকেই একসঙ্গে ফিনিশ করে দেয়। এরপর সে রিঙ্গের মধ্যে একটা টেবিলকে সেট আপ করে এবং হারপারকে উপরে তুলে কিন্তু কেইন চলে আসে এবং প্রতিবারের মতো তাকে স্টিল চেয়ার দিয়ে হিট করে। এরপর আবার জিগ্লার আসে এবং বিগ শোকে দুইটা সুপারকিক মারে, কিন্তু হারপার তাকে টেবিলের উপরে স্লাম করে সেটাকে ভেঙ্গে দেয়। তারপর সিনা হঠাৎ করে চলে আসে হারপারকে একটা AA হিট করে, কিন্তু রলিন্স এসে সিনাকে কারব স্টোম্প দিয়ে দেই। এরপর শিল্ডের মতোই রলিন্স এবং তার চামচারা মিলে সিনাকে আনাউন্স টেবিলের উপর ট্রিপল পাওয়ার বম্ব হিট করে লড়াইটাকে সেখানেই শেষ করে এবং শেষপর্যন্ত তারা তিনজন মিলেই দাড়িয়ে থাকে, এইভাবে হিলদের এগিয়ে থাকা দিয়ে আজকের Raw শেষ হয়।