আজকের স্ম্যাক ডাউন Sioux City, Iowa তে অনুষ্ঠিত হয়।
* Hulk Hogan স্ম্যাকডাউন কিকঅফ করে এবং অনেক পপ পায়। সে সবাইকে জানিয়ে দেয় যে আজকে সে স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার। তারপর Seth Rollins এসে হোগেনকে ইন্সাল্ট করে ও রিং ত্যাগ করতে বলে। হোগেনের হয়ে Dolph Ziggler আসে। তার Big Show এসে হোগেন ও যিগলারকে নোকআউট করার ভয় দেখায়। তখন Roman Reigns এসে ইন্টারফেস করে। তারপর হোগেন আজকের মেইন ইভেন্টের জন্য Rollins এবং Show vs. Reigns এবং Ziggler ট্যাগ টীম ম্যাচের ঘোষণা দেয়।
* Kane vs. Ryback
Rusev এসে ইন্টারফেস করার পূর্ব পর্যন্ত ম্যাচটা ভালই চলছিলো। কেইন রাইব্যাক কে চোকস্ল্যাম দিতে গেলে সেটাকে ব্লক করে রাইব্যাক রুসেভকে আ্যাপ্রোনে knock করে। শেলসক দিয়ে রাইব্যাক ম্যাচ জিতে যায়। কিন্তু ম্যাচের পরে কেইন আর রুসেভ মিলে তাকে মারতে থাকে।
Winner→ Ryback
* Hulk Hogan এসে Rusev এর সম্মুখীন হয় এবং তাকে জানিয়ে দেয় যে আজকে সে United States চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে।
* Naomi vs Alicia Fox
নাওমি খুব দ্রুত এই ফালতু ম্যাচটা জিতে যায়।
Winner→ Naomi
* R-Truth vs. Adam Rose
আজকে রোজবাডদের সাথে বানি ছিল না। এডাম তার ফিনিশারের মাধ্যমে খুব সহজেই ম্যাচটা জিতে যায়।
Winner→ Adam Rose
* Lana আর Rusev একটি প্রোমোর জন্য আসে। কিছুক্ষণ পর সে Dean Ambrose এর বিপক্ষে তার US চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে।
Dean Ambrose vs. Rusev
তাদের মধ্যে খুব ভাল একটা ম্যাচ চলছিলো। কিন্তু Bray Wyatt এসে ম্যাচের মধ্যে ইন্টারফেস করে। তারা রিং এর বাইরে ফাইট করতে থাকে, এম্ব্রোস ব্রে ওয়াইটকে এনাউন্স টেবিলের উপর ফেলে দেয়। এম্ব্রোস টাইম কিপারস এরিয়া থেকে স্টীল চেয়ার এনে ওয়াইটকে হিট করে। এম্ব্রোস ব্রে কে রিং এ নিয়ে যায় তারপর নিচে নেমে একটার পর একটা চেয়ার রিং এর দিকে ছুড়তে থাকে। কিন্তু ব্রে সেখান থেকে পালিয়ে যায়।
* The Miz vs. Jimmy Uso
তাদের partners রা রিংসাইডে উপস্থিত ছিল। মিজ ম্যাচ চলাকালীন রিং ছেড়ে চলে যায়। কিন্তু জিমি তাকে আবার নিয়ে আসে। মিজ জিমির সাথে হ্যান্ডশেক করতে চায়। কিন্তু জিমি দুইটা সুপারকিক আর splash এর মাধ্যমে ম্যাচটা জিতে যায়।
Winner→ Jimmy Uso
* ব্যাকস্টেজে Stardust এবং Goldust এর ফালতু প্রোমো দেখানো হয়।
* ব্যাকস্টেজে Hogan কে দেখা যায় Reigns আর Ziggler এর সাথে কথা বলতে।
* Dolph Ziggler and Roman Reigns vs. Big Show and Seth Rollins
রোলিন্স রেইন্সকে কন্ট্রল করে। যিগলার ট্যাপ করে রিং এ আসে কিন্তু ম্যাচ তখনো রোলিন্স আর বিগ শোর কন্ট্রলেই ছিলো। রেইন্স যিগলারকে ট্যাপ করে আবার আসে, এক পর্যায়ে রোলিন্স কে স্পিয়ার দিয়ে ম্যাচ জিতে যায়।
Winners→ Dolph Ziggler and Roman Reigns
- রিংসাইডে ফ্যানদের সাথে যিগলার আর রেইন্স তাদের জয় সেলিব্রেট করে। আর এভাবেই শেষ হয় আজকের স্পেসাল স্ম্যাকডাউন।
#বিঃদ্রঃ আমেরিকায় হলিডের জন্য স্ম্যাকডাউন আগে ট্যাপ করা হয়েছে।
Credit : Dewan Farhan Nadeem