◘ আজকের সুপার স্মাকডাউন (আজকের স্মাকডাউন লাইভ ছিল USA নেটওয়ার্কে তাই এর নাম সুপার স্মাকডাউন) ফানডানগো এবং রোসা মেন্ডিসের ডান্স দিয়ে শুরু হয়। এরপর রোমান রেইন্সের মিউজিক হিট করে এবং সে ক্রাউডদের মধ্যে থেকে চলে আসে, অর্থাৎ ফান্ডাঙ্গোই হতে চলেছে রিটার্ন করার পরে তার প্রথম প্রতিপক্ষ। 

♠ Roman Reigns vs. Fandango

• তেমন কিছুই স্পেশাল হয় নি, আশাঅনুযায়ী, সুপারম্যান পাঞ্চ দিয়ে এবং তারপর স্পিয়ার দিয়ে রোমান রিটার্নের পরে তার প্রথম ম্যাচে জয়লাভ করে। 

♥ Winner: Roman Reigns

◘ JBL বলে যে, আম্ব্রোস এবং ওঅ্যাটরা অমানুষের মতো খেলেছে। এরপর আম্ব্রোস আসে এবং একটা প্রোমো কাটে, তারপর বিগ স্ক্রিনে ওঅ্যাট আসে এবং তার রিপ্লাই দেই এইভাবেই এই সেগমেন্টটা শেষ হয়। 

♠ The Usos ও Erick Rowan vs. Luke Harper, Miz ও Mizdow 

• ম্যাচের আগে রিং বেল হবার আগে থেকেই We want Mizdow চ্যান্ট শুরু হয়ে যায়। সবাইয়ের মধ্যেই ভালো ফাইটিং দেখা যায়। শেষে রোয়ান টপ রোপ থেকে মিজের উপর সুপারফ্লাই স্প্লাশ হিট করে এবং জয়লাভ করে। 

♥ Winners: Rowan and The Usos

◘ ব্যাকস্টেজে জিমি উসো এবং নাওমির একটা সেগমেন্ট দেখানো হয় কারন নাওমির ডিভাস টাইটেল ম্যাচ আছে, জিমি বলে যে সে মিজকে ট্রাস্ট করে না কিন্তু তার স্ত্রী আজকে ডিভাস টাইটেল ম্যাচ খেলবে তাই সে খুব উৎসাহী। 

◘ পরের ম্যাচের জন্য সেথ রলিন্স আসে, তার ম্যাচ হবার কথা রাইব্যাকএর সঙ্গে। কিন্তু রাইব্যাকের আসার আগেই স্টেজে থাকা অবস্থায় রুসেভ এসে তাকে অ্যাটাক করে এবং তার ম্যাচ বাতিল করে দেয়। এই সুযোগে রলিন্স বলে যে অথরিটিকে রিটার্ন করানো খুবই দরকার কারন এখন এটা একটা পাগলাগারদ হয়ে গিয়েছে! রলিন্স বলে যে ইঞ্জুরি থাকা সত্বেও সে খেলতে প্রস্তুত ছিল কিন্তু এখন তার কাছে কোন অপনেন্টই নাই!! 

◘ তারপরেই রলিন্স তার সুর পাল্টাই এবং বলে যে তাকে হয়তো একদিন ছুটি নেওয়া উচিত, এইবলে সে চলে যাচ্ছিল কিন্তু তারপরে জিগ্লারের মিউজিক হিট করে এবং সে চলে আসে। জিগ্লার তাকে ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে এবং কিছু উত্যক্ত কথা-বাত্রার পরে রলিন্স সেটাকে গ্রহন করে। 

♠ Naomi vs. Nikki Bella (Divas Title Match)

• নিক্কি মিডল রোপ থেকে নাওমির উপর ক্রস বডি হিট করে, কিন্তু নাওমি কিক আউট করে দেয়, এরপর নাওমিকে ছুরে রিঙ্গ থেকে বাইরে ফেলে দেয় নিক্কি, এবং মিজ আসে তাকে চেক করতে যে ঠিক আছে কিনা। এটা দেখে জিমি চলে আসে মিজকে তেরে দেয়। এই সুযোগে নিক্কি নাওমিকে রোল আপের মাধ্যমে পিন করে এবং তার ডিভাস চ্যাম্পিয়নশিপ রিটেইন করে। 

♥ Winner: Nikki Bella


◘ এই ঘটনাই নাওমি রেগে যায় এবং জিমি আপ্সেট হয়ে যায় কারন তার জন্যেই নাওমির এই হার। 

♠ Kane vs. Adam Rose

• খুব শর্ট ম্যাচ হয়, শেষে কেইন রোসকে একটা বিগ বুট এবং তারপর একটা চোক্সলাম দিয়ে জয়লাভ করে। 

♥ Winner: Kane

◘ যাওয়ার আগে কেইন বানিকে ধরে রিঙ্গে নিয়ে আসে এবং আগের দিনের মতোই তাকে আরও একটা Tombstone দিয়ে সেখান থেকে চলে যায়। 

♠ Dolph Ziggler vs. Seth Rollins

• যতটা আশা করা হয়েছিল ততটা লম্বা হয়নি ম্যাচটা। তাদের মধ্যে ভালো ম্যাচ হলে সেথের চামচাগুলি চিটীং করছিল। একসময় জিগ্লারকে তারা চোরামি করে মারে এবং রেফারি সেটাকে দেখে নেয় কিন্তু রেফারি নিয়ম অনুসারে ডিস্কোয়ালিফিকেশন না করে তাদেরকে রিংসাইড থেকে বেড়িয়ে যেতে আদেশ দেয়। এই সুযোগে জিগ্লার রলিন্সকে একটা জিগ-জাগ হিট করে এবং পিন করে জয়লাভ করে। 

♥ Winner: Dolph Ziggler

◘ প্রত্যেক বারের মতোই এরা এবারেও ভালোই ম্যাচ উপহার দিয়েছে এবং আজকের স্মাকডাউন এখানেই শেষ।। আজকের মতো প্রত্যেকবারেই সুপারস্মাকডাউন হলে খুব ভালো হয় কারন তাহলে রেজাল্টও ডিটেইলসে পাওয়া যায়, এবং ম্যাচ দেখাও যায়। 

☻WWE SmackDown স্পইলার, ১৭ ডিসেম্বর ২০১৪

◘ আজকের সুপার স্মাকডাউন (আজকের স্মাকডাউন লাইভ ছিল USA নেটওয়ার্কে তাই এর নাম সুপার স্মাকডাউন) ফানডানগো এবং রোসা মেন্ডিসের ডান্স দিয়ে শুরু হয়। এরপর রোমান রেইন্সের মিউজিক হিট করে এবং সে ক্রাউডদের মধ্যে থেকে চলে আসে, অর্থাৎ ফান্ডাঙ্গোই হতে চলেছে রিটার্ন করার পরে তার প্রথম প্রতিপক্ষ। 

♠ Roman Reigns vs. Fandango

• তেমন কিছুই স্পেশাল হয় নি, আশাঅনুযায়ী, সুপারম্যান পাঞ্চ দিয়ে এবং তারপর স্পিয়ার দিয়ে রোমান রিটার্নের পরে তার প্রথম ম্যাচে জয়লাভ করে। 

♥ Winner: Roman Reigns

◘ JBL বলে যে, আম্ব্রোস এবং ওঅ্যাটরা অমানুষের মতো খেলেছে। এরপর আম্ব্রোস আসে এবং একটা প্রোমো কাটে, তারপর বিগ স্ক্রিনে ওঅ্যাট আসে এবং তার রিপ্লাই দেই এইভাবেই এই সেগমেন্টটা শেষ হয়। 

♠ The Usos ও Erick Rowan vs. Luke Harper, Miz ও Mizdow 

• ম্যাচের আগে রিং বেল হবার আগে থেকেই We want Mizdow চ্যান্ট শুরু হয়ে যায়। সবাইয়ের মধ্যেই ভালো ফাইটিং দেখা যায়। শেষে রোয়ান টপ রোপ থেকে মিজের উপর সুপারফ্লাই স্প্লাশ হিট করে এবং জয়লাভ করে। 

♥ Winners: Rowan and The Usos

◘ ব্যাকস্টেজে জিমি উসো এবং নাওমির একটা সেগমেন্ট দেখানো হয় কারন নাওমির ডিভাস টাইটেল ম্যাচ আছে, জিমি বলে যে সে মিজকে ট্রাস্ট করে না কিন্তু তার স্ত্রী আজকে ডিভাস টাইটেল ম্যাচ খেলবে তাই সে খুব উৎসাহী। 

◘ পরের ম্যাচের জন্য সেথ রলিন্স আসে, তার ম্যাচ হবার কথা রাইব্যাকএর সঙ্গে। কিন্তু রাইব্যাকের আসার আগেই স্টেজে থাকা অবস্থায় রুসেভ এসে তাকে অ্যাটাক করে এবং তার ম্যাচ বাতিল করে দেয়। এই সুযোগে রলিন্স বলে যে অথরিটিকে রিটার্ন করানো খুবই দরকার কারন এখন এটা একটা পাগলাগারদ হয়ে গিয়েছে! রলিন্স বলে যে ইঞ্জুরি থাকা সত্বেও সে খেলতে প্রস্তুত ছিল কিন্তু এখন তার কাছে কোন অপনেন্টই নাই!! 

◘ তারপরেই রলিন্স তার সুর পাল্টাই এবং বলে যে তাকে হয়তো একদিন ছুটি নেওয়া উচিত, এইবলে সে চলে যাচ্ছিল কিন্তু তারপরে জিগ্লারের মিউজিক হিট করে এবং সে চলে আসে। জিগ্লার তাকে ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে এবং কিছু উত্যক্ত কথা-বাত্রার পরে রলিন্স সেটাকে গ্রহন করে। 

♠ Naomi vs. Nikki Bella (Divas Title Match)

• নিক্কি মিডল রোপ থেকে নাওমির উপর ক্রস বডি হিট করে, কিন্তু নাওমি কিক আউট করে দেয়, এরপর নাওমিকে ছুরে রিঙ্গ থেকে বাইরে ফেলে দেয় নিক্কি, এবং মিজ আসে তাকে চেক করতে যে ঠিক আছে কিনা। এটা দেখে জিমি চলে আসে মিজকে তেরে দেয়। এই সুযোগে নিক্কি নাওমিকে রোল আপের মাধ্যমে পিন করে এবং তার ডিভাস চ্যাম্পিয়নশিপ রিটেইন করে। 

♥ Winner: Nikki Bella


◘ এই ঘটনাই নাওমি রেগে যায় এবং জিমি আপ্সেট হয়ে যায় কারন তার জন্যেই নাওমির এই হার। 

♠ Kane vs. Adam Rose

• খুব শর্ট ম্যাচ হয়, শেষে কেইন রোসকে একটা বিগ বুট এবং তারপর একটা চোক্সলাম দিয়ে জয়লাভ করে। 

♥ Winner: Kane

◘ যাওয়ার আগে কেইন বানিকে ধরে রিঙ্গে নিয়ে আসে এবং আগের দিনের মতোই তাকে আরও একটা Tombstone দিয়ে সেখান থেকে চলে যায়। 

♠ Dolph Ziggler vs. Seth Rollins

• যতটা আশা করা হয়েছিল ততটা লম্বা হয়নি ম্যাচটা। তাদের মধ্যে ভালো ম্যাচ হলে সেথের চামচাগুলি চিটীং করছিল। একসময় জিগ্লারকে তারা চোরামি করে মারে এবং রেফারি সেটাকে দেখে নেয় কিন্তু রেফারি নিয়ম অনুসারে ডিস্কোয়ালিফিকেশন না করে তাদেরকে রিংসাইড থেকে বেড়িয়ে যেতে আদেশ দেয়। এই সুযোগে জিগ্লার রলিন্সকে একটা জিগ-জাগ হিট করে এবং পিন করে জয়লাভ করে। 

♥ Winner: Dolph Ziggler

◘ প্রত্যেক বারের মতোই এরা এবারেও ভালোই ম্যাচ উপহার দিয়েছে এবং আজকের স্মাকডাউন এখানেই শেষ।। আজকের মতো প্রত্যেকবারেই সুপারস্মাকডাউন হলে খুব ভালো হয় কারন তাহলে রেজাল্টও ডিটেইলসে পাওয়া যায়, এবং ম্যাচ দেখাও যায়।